নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

\'সিরিয়ার কষাই\' নিক-নেমের জেনারেল রাশান বাহিনীর নতুন কমান্ডার

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১২



আসছে মে'মাসের ৯ তারিখের ভেতর ইউক্রেনের পুর্বান্চল দখলে নিয়ে, বিজয় ঘোষণা করবে পুটিন; এই প্ল্যান সামনে রেখে ইউক্রেন যুদ্ধ পরিচালনার ভার দেয়া হয়েছে অন্য ১ জেনারেলের উপর; জেনারেলের নিকনেম হচ্ছে, 'সিরিয়ার কষাই', আসল নাম আলেকজান্ডার দ্ভোরনিকভ। নিকনেম থেকে বুঝতে পারছেন যে, এই জেনারেল সিরিয়ায় নির্মম হত্যাকান্ড চালায়েছে বাশারের হয়ে; এখন পুর্ব ইউক্রেন দখল করার জন্য যা যা করতে হয়, সে করবে।

কিন্তু ১ জন জেনারেল একা যুদ্ধের গতি কতটুকু বদলাতে পারবে?

যুদ্ধের ২য় ফেইজ শুরু হয়ে গেছে, ইউক্রেনের মানুষের মাথায় মগজ থাকলে, ওরা নিশ্চয় পশ্চিম দিকে সরে যাবে; কারণ, এই এলাকায় যাকে সৈনিক বলে সন্দেহ করা হবে, সে আক্রমণের সন্মুখীন হবে; এখানে খাবার, পানি ও বিদ্যুৎ থাকবে না, কোন এলকা থেকে প্রতিরোধ এলে উহাকে ধুলায় মিশিয়ে দেবে।

পুটিন নিজেও এখন কোনঠাসা, পশ্চিম বলছে, তাকে বিচারের সন্মুখীন করা হবে; সে এখন থেকে চেষ্টা করবে পুর্ব এলাকা দখলে রেখে বিচার টিচার ঠেকানোর; ফলে, এখন থেকে যুদ্ধ আরো কঠিন হয়ে যাবে।

দক্ষিণের শহর, ওডেসা দখলের প্ল্যান পুটিনের আছে কিনা, সেটা জানা যাচ্ছে না এখনো; এটি খুবই বড় শহর, এত মানুষ সরানো কঠিন হয়ে যাবে। পুটিন যেসব এলাকাকে দখলে নেয়ার প্ল্যান করছে, সে দখলকৃত এলাকা থেকে ইউক্রেনবাসীদের বের করে দেবার চেষ্টা করবে, যাতে গেরিলা যুদ্ধ ঠেকানো যায়। এমন কি ওডেসা দখল না করলেও, ইউক্রেনের মিলিটারীকে ওডেসা থেকে দুরে রাখতে গেলে, শহর ধ্বংস হয়ে যাবে।

জিলেনস্কি প্রতিদিন পশ্চিমের কাছে অস্ত্র চাচ্ছ, বহনযোগ্য অস্ত্র দিয়ে পুর্ব এলাকায় করার তেমন কিছু নেই; যেসব এলাকায় রাশিয়ানরা পজিশন নিয়েছে, সেসব এলাকায় ইউক্রেনের সৈন্য আসতে পারবে না; তাদের সাপোর্টে কোন বিমান বাহিনী নেই। ইউক্রেন বাহিনী যেসব এলাকায় ডিফেন্স দেবে, সেসব এলাকা মাটির সাথে মিশিয়ে দেবে, মনে হচ্ছে।



মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩০

নূর আলম হিরণ বলেছেন: পুতিন মনে হয় না বিচার টিচারের ধারধারে! সে আসলে বেশি চিন্তিত সেনাবাহিনীর মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় কিনা সেটা নিয়ে। কাল দেখলাম মিডিয়া বলছে সাধারণ রাশিয়নরা তাকে সমর্থন দিচ্ছে আগের চেয়েও বেশি। পুতিন আর সাদ্দাম হোসেন এক নয়, পুতিনের বিচার করার কথা বলার তেমন কোনো ফলাফল নেই।

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৩৫

সোনাগাজী বলেছেন:



পুটিনের সেনাবাহিনীর অফিসারেরা পাকী ও মিশরীয় বাহিনীর পথ ধরেছে।

২| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


ইউক্রেনের সাধারণ মানুষ অস্র হাতে দেশ শত্রুমুক্ত করি মুডে আছে? প্রথমদিককার মত?

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৪৩

সোনাগাজী বলেছেন:



আছে; তবে, রাশিয়া যেই এলাকা দখল করবে, সেই এলাকা মুক্ত করা সম্ভব হবে না।

৩| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:৫৫

শূন্য সারমর্ম বলেছেন:

জেনারেল মারা পড়ছে কতজন এ পর্যন্ত?

১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:০২

সোনাগাজী বলেছেন:


বালা সম্ভব নয়; তবে, রাশিয়ানরা বুঝার আগে বেশ পরিমাণ অফিসার মারা গেছে; ইউক্রেন স্নাইপার লাগিয়ে দিয়েছিলো; সেই কারণেই আবাসিক এলাকা গুড়িয়ে দিয়েছে, মনে হয়।

৪| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৩২

শাহ আজিজ বলেছেন: কে জি বির সাবেক প্রধান পুতিন যেনতেন মানুষ নয় । তার অভিজ্ঞতা আর নিষ্ঠুরতার খতিয়ান অনেক বড় । জেনারেলদের আভ্যন্তরীণ চাপ কতটুকু তা বোঝা যায়না বাইরে থেকে । আপনাদের কি মনে হয় বন্দুকের নলের মাথায় পুতিনকে নামাবে তার জেনারেলরা ? স্নাইপারদের ভয়ে রাশিয়ান ফোরসে ভীতি জেগেছে । ৭০ টি দেশ ইউক্রেনকে সাহায্য করেছে । রাশিয়ান্দের তৈরি ট্যাংক স্লোভাকিয়া দিয়েছে ইউক্রেনকে । যুদ্ধ প্রলম্বিত হবে । আমরা অনেক উত্থান পতন দেখতে পাব ।

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:


মিশর ও সিরিয়ার জেনারেলরা ইজরায়েলের সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করে সব হারায়েছিল; পুটিনের জেনারেলরাও তাই করেছে, পুটিনকে হারায়ে দিয়েছে যুদ্ধের ১ম ফেইজে। পরাজিত জেনারেলরা সৈন্যবাহিনীতে থাকতে পারবে না; তাই মনে হয়, পুটিনকে সরানো সম্ভব নয়।

২য় ফেইজে হারার কিছু নেই, পুর্ব এলাকা অনেকটা দখলে আছে, ইহাকে ভালোভাবে দখলে নেয়া।

৫| ১২ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৫২

মহাজাগতিক চিন্তা বলেছেন: রাশিয়ার পরাজয়ের অভ্যাস আগেও ছিল। হয়ত আরো একবার তারা পরাজিত হবে। ইউক্রেনের সাথে অনেকদেশ যুক্ত আছে।

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩১

সোনাগাজী বলেছেন:



ইউক্রেনের সাথে আমেরিকাও আছে, কিন্তু আমেরিকা যুদ্ধ করতে পারবে না, পুটিন পুর্ব এলকা এখন ছাড়বে না।

৬| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৪

আমি ব্লগার হইছি! বলেছেন: যুদ্ধটা কি তাড়াতাড়ি শেষ হওয়ার কোন সম্ভাবনা আছে?

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৪

সোনাগাজী বলেছেন:



না, ইহা শেষ হতে দিচ্ছে না অনেকে, জিলেনস্কী ভুলের মাঝে আছে, সে মনে করেছে যে, যুদ্ধ করে রাশিয়াকে তাড়াতে পারবে; ৯ই মে থেকে রাশিয়া পশ্চিম ইউক্রেনে কিছুদিন আক্রমণ কমাবে।

৭| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারও মনে হচ্ছে জেলেনস্কির বাহিনী প্রতিরোধ গড়ার চেষ্টা করলেই সে শহর মাটির সংগে মিশে দেবে।

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:



শুধু একটা প্রশ্ন, ১ জেনারেল যুদ্ধকে কতদুর নেবে একা?

৮| ১২ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৪২

বিটপি বলেছেন: রাশিয়ার পরাজয়ের ইতিহাস তেমন একটা নেই। সেই নেপোলিয়নের আমলে একবার হয়েছিল, তাঁর কঠিন শোধ পরে তুলেছিল। বিশ্বে সবচেয়ে কাপুরুষের জাতি হল ফ্রান্স এবং তারপর ইউএসএ। এরা বলতে গেলে কোন যুদ্ধেই জেতেনা। সেই নেপোলিয়নের আমলে ফ্রান্স কিছু জয় দেখেছে, তারপর তারা যুদ্ধে জেতা ভুলেই গেছে।

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৯

সোনাগাজী বলেছেন:



এক সময় অটোম্যান নামে একটা সাম্রাজ্য ছিলো, ৬০০ বছর রাজত্ব করেছিলো, উহা এখন কোথায়? "সময়" বলে একটা শব্দ আছে।

৯| ১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: আপনি একজন আন্ততজার্তিক বিশ্লেষক।

১২ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৮

সোনাগাজী বলেছেন:



আসলে তেমন কিছু না, আমি খেয়াল রাখার চেষ্টা করছি।

১০| ১২ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

সোবুজ বলেছেন: এখানে রাশিয়ার জয়ের কিছু নাই পরাজয়ের কিছু নাই।রাশিয়ার চাওয়া ছিলো ইউক্রেন যেনো ন্যাটোতে যোগদান না করে।সেখানে রাশিয়া সফল।ইউরোপ যদি বাড়াবাড়ি করে অনেক শহর ধ্বংস হয়ে যাবে।যুদ্ধ চলছে দুই ফ্রন্টে অস্ত্রে এবং অর্থে।

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৪

সোনাগাজী বলেছেন:



পুটিন রাশিয়ার ওজন কমায়ে দিয়েছে; সে কিয়েভ দখল করে সরকার বদলানোর কথা, সেটা ঘটেনি, রাশিয়ান লস বিশাল।

১১| ১৩ ই এপ্রিল, ২০২২ রাত ২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার শংকা ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়ে না যায়।

আচ্ছা ৩য় বিশ্বযুদ্ধ শুরু হবে হবে না,
আমাদের দেশের কোন এলাকায়
এই নিয়ে দুই দলে মারামারি
হতে পারে আইডিয়া আছে?

১৩ ই এপ্রিল, ২০২২ রাত ২:৩৯

সোনাগাজী বলেছেন:


২ পক্ষই ৩য় বিশ্বযু্দ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে।
ব্রাক্ষ্মনবাড়িয়ায় মারামারি হওয়া সম্ভব; বাংলাদেশের অর্ধেক দুষ্ট লোকজন ওখানে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.