নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কিছু মানুষ ভুত, পেত্নী, জ্বীনে বিশ্বাস করলে সমস্যা কোথায়?

১৭ ই মে, ২০২২ বিকাল ৪:০৫



সমস্যা আছে, এবং বেশ বড় ধরণের সমস্যা আছে; ভুত, পেত্নী, জ্বীনে বিশ্বাস করলে যেই সমস্যাটা আছে, উহা হলো, যিনি এগুলোতে বিশ্বাস করেন, তাঁর ভাবনায় লজিক নেই; লজিক-বিহীন ভাবনাচিন্তা হচ্ছে মানুষের অদক্ষতার মুল ভরকেন্দ্র, এরা লজিক-বিহীন সিদ্ধান্ত নেবেন, লজিকহীনভাবে নিজ দায়িত্ব পালন করতে পারেন; এরা সমাজে, পরিবারে ও কর্মক্ষেত্রে তালগাছ নিয়ে বসে থাকতে পারেন, ভুল প্ল্যানিং করতে পারেন; এদের হাতে সমাজের বড় দায়িত্ব থাকলে এরা সঠিকভাবে সামাজিক দায়িত্ব পালন করার সম্ভাবনা নেই।

আমার জীবনে গ্রামের পরিচিত এলাকায় শতশত মানুষকে মানসিক রোগে ভোগে অশান্তিতে বাস করতে দেখেছি, এদের সঠিক চিকিৎসা হয়নি; ভুল বিশ্বাসের কারণে, এদের জ্বীন, ভুতের চিকিৎসা করা হয়েছে, জীবনটা বিফলে গেছে। আমার ফুফাতো বোন মানসিক অবসাদে ভুগতেন, কিন্তু বিশ্বাস করতেন যে, জ্বীন উনাকে তাড়া করে; চাষী পরিবারে বিয়ে হয়েছিলো, নিজের ছোট বাচ্চাটারও দেখাশোনা করতেন না, সংসার চলতো না, স্বামী আরেক বিয়ে করে; কিন্তু ফুফাতো বোনকে বিদায় করে দেয়নি; ফুফাতো বোন মা-বাবার সংসারে থাকতে পছন্দ করতেন, আজীবন সেখানেই ছিলেন পরে।

আফ্রিকার 'মেডিসিন ম্যান'দের কথা শুনেছেন নিশ্চয়, একখানা মহাদেশের মানুষের চিকিৎসা ছিলো এদের হাতে, এখনো শতকরা ৩০ ভাগের চিকিৎসা এদের হাতে; এরা ক্যান্সার থেকে শুরু করে ভুতে ধরা, সবকিছুর চিকিৎসা করে। গত ২০০ বছরের কয়েককোটী মানুষের মৃত্যু হয়েছে এদের হাতে; গত ১০০ বছর ইউরোপের ডাক্তারেরা আফ্রিকাকে সাহায্য করছে, এখন মেডিসিন ম্যানদের দৌরাত্য কিছুটা কমেছে!

মেডিসিন ম্যানরা জোর করে চিকিৎসা করেনি, সমাজে তাদের চাহিদা ছিলো; অশিক্ষা ও দারিদ্রতাই হয়তো ইহার জন্য বেশী দায়ী ছিলো; মানুষ লজিক্যালী ভাবতে পারেনি যে, তার শিশু সন্তান অসুস্হ, একজন অক্ষর জ্ঞানহীন মানুষ কি করে সেই অসুস্হ শিশুর চিকিৎসা করবে? আফ্রিকার মানুষ ভাইরাস, জীবাণু, ইত্যাদি বুঝতো না; তারা বুঝতো যে, বাচ্চার উপর কিছুর আছর হয়েছে; কারণ, তাদের ভাবনায় ছিলো অশরীরি আত্মাই অসুস্হতার কারণ। এই ভুল বিশ্বাসের কারণে শতশত বছর মানুষ সঠিক চিকিৎসা পায়নি।

আপনি যদি ভাবেন, কিছু মানুষ যদি ভুত, পেত্নী বা জ্বীনে বিশ্বাস করে, সমস্যা কোথায়? আসলে, ইহা বড় ধরণের সমস্যা, ইহা লজিক-বিহীন সমাজের জন্ম দিয়েছে ও উহাকে টিকে থাকতে সাহায্য করছে।



মন্তব্য ৫৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২২ বিকাল ৪:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভুত প্রেত এ বিশ্বাস মানুষকে বিভ্রান্ত করে। এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।

১৭ ই মে, ২০২২ বিকাল ৪:৩৫

সোনাগাজী বলেছেন:


এসব বিভ্রান্ত মানুষের হাতে জাতি বড় বড় দায়িত্ব দিয়ে রেখেছে; এই শতাব্দীতেও আফ্রিকায় মেডিসিন ম্যান আছে।

২| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:০২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কোরানে সুরা জ্বীন নামে একটা সুরা আছে তাই মুসলিমরা জ্বিনে বিশ্বাস করবে চোখ বন্ধ করে।
বাকি রইলো ভুত। ভুত-প্রেত বলে কিছু নেই। ওগুলো জ্বিনের প্রতিশব্দ।
আর থাকলো পেত্নী।
পেত্নী জ্বিনের স্ত্রীলিঙ্গ।

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



সব ধর্মগ্রন্হেই জ্বীন জাতীয় (দৈত্য, দানব, শয়তান,ইত্যাদি ) কিছুর কথা বলা হয়েছে; এগুলো কিভাবে ধর্মগ্রন্হে প্রবেশ করলো?

৩| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:১০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জ্বিন আছে এটা সত্য।

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



জ্বীন আকার বদলাতে পারে: কখনো কুকুর হয়ে যায়, সাপ হয়ে যায়, মানুষ হয়ে যায়; এখন আপনি ভাবুন, ইহা কি এই বিশ্বে সম্ভব?

৪| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:১২

মিরোরডডল বলেছেন:






আর থাকলো পেত্নী।
পেত্নী জ্বিনের স্ত্রীলিঙ্গ।


তাই নাকি তাসনিম ? :)
তার মানে জ্বিন পুরুষ ? ভুতও পুরুষ ?
কতকিছু যে জানার বাকি ......
:)

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



বাইওলোজিক্যাল আবিস্কার।

৫| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার ভাবনায় লজিক আছে।

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৪

সোনাগাজী বলেছেন:



শিক্ষিত মানুষ হিসেবে, আমাদের ভাবনায় লজিক থাকতে হবে; আমরা অশিক_সিতদের মতো যা' তা' বলতে পারি না।

৬| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৬

সেতু আমিন বলেছেন: আর এলিয়েন এ বিশ্বাস করলে কোন সমস্যা আছে?

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:


এলিয়েন বলতে বুঝায় একটি সায়েন্টিফিক অনুমান; আমাদের গ্রহের মতো (বসবাস যোগ্য ) ৪০০'এর বেশী গ্রহ আছে; অনুমান করা হচ্ছে যে, সেখানে প্রাণ থাকতে পারে; অনুমান মাত্র।

৭| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


বুদ্ধিমত্তার লেভেল মাপতে কাঠখড় পোড়াতে হয়না,যখন কেউ এসব বিশ্বাসের কথা বলে।

১৭ ই মে, ২০২২ বিকাল ৫:৩৯

সোনাগাজী বলেছেন:



যারা জোর দিয়ে বলেন যে, এসব আছে; তাদের ভাবনায় লজিকের অভাব আছে।

৮| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি তো বিশ্বাস করেন না,
তা হলে অন্যদের কেনো বিশ্বাস
করতে বলেন?
ভূত প্রেত বিশ্বাস না করে আল্লাহ ও
তার রসুল (সঃ) বিশ্বাস করুন,
পরকালে কাজ দিবে।

১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে।

৯| ১৭ ই মে, ২০২২ বিকাল ৫:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:

মানুষ কখন থেকে বিশুদ্ধ ভাবতে শুরু করে?

১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:


আজকের বিশাল পদক্ষেপের জন্য সক্রেটিসের সময়টাকে মাইলস্টোন হিসেবে নেয়া যেতে পারে।

১০| ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মিরোর@ সুরা জ্বিন এর অনুবাদ পড়ুন জেনে যাবেন।
সোনাগাজী@ সুরা জ্বিন ৫০০০ বার পড়লে একটা জ্বিন আপনাকে হাজিরা দিবে। নিরীক্ষা করে দেখতে পারেন। আরও সুলাইমান নবীর জীবনী। রানী বিলকিস এর অসাধারণ সত্য গল্পটাও পড়বেন

১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



রাজা সুলায়মান ও রাণীবিলকিস নিশ্চয় ভালো জীবন যাপন করে গেছেন; কিন্তু যারা জীবনী লিখেছেন, তারা এটাকে অৈ-প্রাকৃত করে ফেলেছেন। শেখ হাসিনার সময়ে যেসব লেখক শেখ সাহবের জীবনী লিখছে, বেশীর ভাগই রূপকথা।

১১| ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩০

জুন বলেছেন: এই ভুত পেত্নী নিয়ে আবার একটা আস্ত পোস্ট দিছেন আপনি!! এরচেয়ে বরং ভিন দেশের রাজনীতি নিয়ে লিখেন যা পড়ে, মন্তব্য করে ভালো লাগবে।

১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:




অশরীরিতে বিশ্বাসের ফলে আমাদের যে ক্ষতি হচ্ছে, আমি গত পোষ্টে সেটা পরিস্কার করা হয়নি।

১২| ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সাসুম বলেছেন: যে কেউ গাঞ্জা খাইতে পারে এবং বলতে পারে ইহাই একমাত্র সত্যিকারের খাবার। যার যার গাঞ্জা তার তার কাছে।

আমাদের দেশে যেহেতু আন্ধা গাঞ্জাখোর বেশি সো আমাদের দেশেও অমন আজগুবি জিন ভুত প্রেত দেও দানো দেখা মানুষের সংখ্যা বেশি হবে এটাই নরমাল ব্যাপার

১৭ ই মে, ২০২২ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:


গোলমাল বিশ্বাসের ফলে, কোনকিছুই সঠিকভাবে বুঝে না।

১৩| ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হে হে হে সুলাইমান এবং বিলকিস এর কথা কোরানে আছে। এটা ঐশী গ্রন্থ। দুনিয়ায় কেউ লিখেনি ভাই।

১৭ ই মে, ২০২২ রাত ৮:৫৪

সোনাগাজী বলেছেন:



কোরানে আছে, ইতিহাসে আছে, তালমুদে আছে, বাইবেলে আছে; সবগুলোতে মিলায়ে, উপসংহার হলো, এগুলো সামন্ত রাজাদের কাহিনী।

১৪| ১৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫১

নিমো বলেছেন: ব্লগতো দেখি সত্যিই সত্যিই উগান্ডা হয়ে গেছে, এবার কি ভুডু আসবে ? বেশ কিছু নারিকেল মাথা ব্লগারের মন্তব্য পড়ে খানিকটা শ্রীলঙ্কা ভাবও পাচ্ছি।

১৭ ই মে, ২০২২ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:



শ্রীলংকা ১০ বছর আগের থেকে চিন্তা করলে, আজকের সমস্যা এতটা প্রকট হতো না; বাংলাদেশের সরকার আগামীকালের কথা ভাবে বলে মনে হয় না।

১৫| ১৭ ই মে, ২০২২ রাত ৯:১৯

আশিকি ৪ বলেছেন: মিরোরডডল বলেছেন:






আর থাকলো পেত্নী।
পেত্নী জ্বিনের স্ত্রীলিঙ্গ।

তাই নাকি তাসনিম ? :)
তার মানে জ্বিন পুরুষ ? ভুতও পুরুষ ?
কতকিছু যে জানার বাকি ......

উনার কড়া সভ মন্তব্যু কুব সুন্ডর।

১৭ ই মে, ২০২২ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



লজিক্যাল প্রশ্ন

১৬| ১৭ ই মে, ২০২২ রাত ৯:২৫

গরল বলেছেন: আর কয়েকদিন পর যখন জীন তত্ত্ব মানুষের কাছে বাতিল হবে তখন শুনবেন মোল্লারা বলছে অ্যালিয়েনের কথা ওনেক আগেই কোরানে বলা আছে, জীন বলতে আসলে আল্লাহ অ্যালিয়েনকেই বুঝিয়েছে।

১৭ ই মে, ২০২২ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



ওদের লতাপাতা লজিকের শেষ নেই।

১৭| ১৭ ই মে, ২০২২ রাত ৯:৩৩

আশিকি ৪ বলেছেন: নিমু একানে উঘন্ডা শিলাংকা কুত্তেকে আসচে। গাধা।

১৭ ই মে, ২০২২ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



আপনি কি অন্য কোন পোষ্টের মন্তব্য, ভুলে এখানে করছেন?

১৮| ১৭ ই মে, ২০২২ রাত ৯:৩৭

আশিকি ৪ বলেছেন: নাহ। ওডি আসুলেই গাধা।জীনের ফুষ্টুতে শিলানকা উঘান্ডা খেন তা জিঘাইছি।

১৭ ই মে, ২০২২ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



সুন্দর করে ব্লগিং করুন; আপনি শিক্ষিতদের মাঝে আছেন।

১৯| ১৭ ই মে, ২০২২ রাত ১০:১৭

নিমো বলেছেন: লেখক বলেছেন:শ্রীলংকা ১০ বছর আগের থেকে চিন্তা করলে, আজকের সমস্যা এতটা প্রকট হতো না; বাংলাদেশের সরকার আগামীকালের কথা ভাবে বলে মনে হয় না।
শ্রীলঙ্কার কথা বাদ দিন। এই কয়েক দিন আগেও দেশ নিয়ে এত চেতনা-যাতনা কোথায় ছিল ? তথ্য-প্রযুক্তির কারণে এটা ভাইরাল না হলে, আমাদের হুজুগেপনা চৌকির নিচে মুখ লুকাতো। সরকারেও আছি আমরাই, তাই কথা আর না বাড়াই।

১৭ ই মে, ২০২২ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



এটা ঠিক যে, দেশ যেখানে এসেছে, অবস্হা শ্রীলংকার চেয়ে অনেক ভয়ংকর হতে পারে।

২০| ১৭ ই মে, ২০২২ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আমি কিছু কুসংস্কার বিশ্বাসী মানুষদের চিনি। এদের আমি আধুনিক করতে পারছি না। এরা ভয়ঙ্কর কুসংস্কার বিশ্বাসী।

১৭ ই মে, ২০২২ রাত ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালী পিএইচডিও কুসংস্কারের মাঝে আছে।

২১| ১৭ ই মে, ২০২২ রাত ১১:৫৭

রাজীব নুর বলেছেন: লিখে লিখে মানুষের কুসংস্কার দূর করা সম্ভব?

১৮ ই মে, ২০২২ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



না, মানুষ যদি শিক্ষালয় থেকে না'শেখে, ওদেরকে কেহ শিখাতে পরবে না।

২২| ১৮ ই মে, ২০২২ সকাল ৯:৫৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলমান জিন বিশ্বাস করবেই। কারণ ওটা কোরআনের কথা। মুসলমান জিন বিশ্বাস না করলে সে মুসলমান থাকবে না।

১৮ ই মে, ২০২২ সকাল ১০:৪০

সোনাগাজী বলেছেন:



মানুষ হলেন সেরা বুদ্ধিমান জীব; মানুষ তার রুপ বদলায়ে কি বাঘ হতে পারবে? মানুষ যদি না'পারে, জ্বিনের পক্ষে কি তা সম্ভব?

২৩| ১৮ ই মে, ২০২২ সকাল ১১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিশ্বাসী লজিক মানবে না। বিশ্বাসীকে লজিকের গল্প শুনিয়ে লাভ নেই। কোরআনে জিনের কথা বলা আছে। সুতরাং কোরআন বিশ্বাসী জিন বিশ্বাস করবেই। এরপর যে যাই বলুক তাতে বিশ্বাসীর কিছু যায় আসে না।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



লজিকবিহীন সব কিছুই ভুল; লজিকবিহীনভাবে ধর্ম পালন করায় ৪৬টি মুসলিম দেশের মানুষের জীবন ভয়ংকর নীচু মানের, মানুষ অকারণে ভুগছে।

২৪| ১৮ ই মে, ২০২২ দুপুর ১২:২৫

তানভির জুমার বলেছেন: গরল বলেছেন: আর কয়েকদিন পর যখন জীন তত্ত্ব মানুষের কাছে বাতিল হবে তখন শুনবেন মোল্লারা বলছে অ্যালিয়েনের কথা ওনেক আগেই কোরানে বলা আছে, জীন বলতে আসলে আল্লাহ অ্যালিয়েনকেই বুঝিয়েছে।

কোরআনের এমন একটা শব্দ দেখান তো গত ১৪শ বছরে কোন মোল্লারা অস্বীকার করছে। কোরআনের কোন তত্ত্ব কিয়ামতের আগে বাতিল হবে না। এটা অন্য ধর্মের মত এডিটেড কোন বই নয়। কোরআনে বলা আছে আমাদের পৃথীবির বাইরেও আরো অনেক কিছু আছে। লজিকাল নাস্তিকতা চর্চা করেন আপনার জন্য ভালো হবে। শুধু ইসলাম বিরোধী হওয়ার জন্য নাস্তিক হয়েন না।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:




কোরানে ধর্ম পালনের জন্য বলা হয়েছে; সমাজের মুল ধারণা ও শক্তি হচ্ছেমানুষের লজিক্যাল ভাবনার ফসল, এবং ইহা পরিবর্তনশীল।

২৫| ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৩৭

রাজীব নুর বলেছেন: আপনার মন্তব্য গুলো আমাকে বারবার মুগ্ধ করে।
বছরের পর বছর আপনার মন্তব্য গুলো আমাকে মুগ্ধ করে যাচ্ছে। আমি আপনার মন্তব্য গুলো সংরক্ষন করে রাখছি।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:



পোষ্টের বিষয়ের উপর নির্ভর করে, আমি আমার অভিজ্ঞতা থেকে মন্তব্য করে থাকি; এগুলওতে ভুল থাকলে আমি নিজেবুঝতে পারবো না।

২৬| ১৮ ই মে, ২০২২ বিকাল ৩:০০

আমি ব্লগার হইছি! বলেছেন: শুধু বিশ্বাস করলেই না, এইসব নিয়ে চিন্তা করলেও সমস্যা আছে। মানুষের সময়ের দাম আছে।

১৮ ই মে, ২০২২ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:



লজিকবিহীন চিন্তাভাবনা হচ্ছে সমস্যার জন্মদাতা

২৭| ১৮ ই মে, ২০২২ বিকাল ৫:৩২

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: কোরানে ধর্ম পালনের জন্য বলা হয়েছে; সমাজের মুল ধারণা ও শক্তি হচ্ছেমানুষের লজিক্যাল ভাবনার ফসল, এবং ইহা পরিবর্তনশীল।

কোরআন শুধু ধর্ম পালনের কথা বলে না, ইহা একটি জীবন বিধান একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কোরআনের একটা বড় অংশজুড়ে অতীত জাতিদের কথা আছে। তারা কি করতো, কারা সফল হয়েছে এবং কারা ধ্বংস হয়েছে। কোরআনের বিধান সকল মানুষের জন্য লজিক্যাল ছিল, আছে, এবং থাকবে। মানুষের বানানো সমাজের মুল ধারণা কমপ্লিটলী ডিজাষ্টার হয়ে আছে এটা মানুষ এখন বুঝতেছে।

১৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সোনাগাজী বলেছেন:



ইহাতে আধুনিক জীবন বিধানের কিছু ছিলো না, আপনারা যোগ করার চেষ্টা করছেন; ইহার জীবন বিধানের ফলে মাদ্রাসা থেকে অদক্ষ মোল্লা মৌলভী, তালেবান ও শিয়া-সুন্নী যোদ্ধা সৃষ্টি হচ্ছে।

২৮| ১৯ শে মে, ২০২২ রাত ১০:২১

নিমো বলেছেন: আশিকি ৪ বলেছেন: নিমু একানে উঘন্ডা শিলাংকা কুত্তেকে আসচে
শূন্য সারমর্ম বলেছেন:বুদ্ধিমত্তার লেভেল মাপতে কাঠখড় পোড়াতে হয়না,যখন কেউ এসব বিশ্বাসের কথা বলে।
ব্লগে গাদাখানেক সোয়াইন থাকলেও, যে কারণে এটাকে সামু ব্লগ না বলে, সোয়াইন ব্লগ বলা যায় না, ঠিক সেই কারণেই শাসক গোষ্ঠী ইদি আমিন হয়ে গেলেও দেশকে উগান্ডা বলা যায় না। এসব তারাই বলে যাদের বুদ্ধিমত্তার সংজ্ঞাটা শূন্য সারমর্ম বলেছেন। আর একটা কথা দুই পয়সার মাল্টি হয়ে, বেশি টাল্টি বাল্টি না করলে খুশি হব, বাকিটা বুঝে নেয়ার মত বুদ্ধিমত্তা আছে নিশ্চয়।

লেখক বলেছেন:এটা ঠিক যে, দেশ যেখানে এসেছে, অবস্হা শ্রীলংকার চেয়ে অনেক ভয়ংকর হতে পারে।
যে দেশ রাজনৈতিক ভাবে পাকিস্তান, ধর্মীয় ভাবে আফগানিস্তানের পথে, তারা অর্থনৈতিক ভাবে শ্রীলংকার চেয়ে অনেক ভয়ংকর হওয়া অস্বাভাবিক কিছু হবে না।

১৯ শে মে, ২০২২ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



শ্রীলংকার জনবসতির ঘনত্ব আমাদের চেয়ে কম এবং তাদের শিক্ষার হার বেশী।

২০ শে মে, ২০২২ রাত ২:০৫

সোনাগাজী বলেছেন:


শ্রীলংকার অবস্হা দেখে সাধারণ মানুষ ভয় পেয়েছেন।

২৯| ২১ শে মে, ২০২২ দুপুর ১২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মানুষ হলেন সেরা বুদ্ধিমান জীব; মানুষ তার রুপ বদলায়ে কি বাঘ হতে পারবে? মানুষ যদি না'পারে, জ্বিনের পক্ষে কি তা সম্ভব?

আপনার এই মন্তব্যটা অসাধারণ লেগেছে। খুবই যুক্তিযুক্ত কথা।
তবে মানুষ কিন্তু বহুরুপী গিরগিটির মত রুপ বদলাতে পারে না। গিরগিটি পারে তাই বলে গিরগিটি সেরা বুদ্ধিমান জীব না। মানুষ না পারলে অন্যরা পারবে না তা কিন্তু না।

২১ শে মে, ২০২২ দুপুর ১২:২৯

সোনাগাজী বলেছেন:



গিরগিটি রং বদলানো, সাপ লম্বা হয়ে না'শুয়ে কুন্ডলী পাকানো, ইত্যাদিকে "রূপ বদলানো" হিসেবে নেয়া ঠিক হবে না; রূপ বদলানো হচ্ছে, মানুষ থেকে বাঘ হওয়া, আকাশে উড়তে পারা, দৃশ্যমান থেকে অদৃশ্য হওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.