নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংলা ব্লগিং নিয়ে স্বরচিত জোক করা যাবে?

২০ শে মে, ২০২২ সকাল ১০:৩৮



১) বাইডেন ভারতের মোদীকে টেলিফোন করে বললো, " মি: মোদী, রাশিয়ান তেলের উপর দেয়া সেংশান আপনি তো মানছেন না, আপনি রাশিয়া থেকে তেল কেন কিনতেছেন? আপনার কাছে কি ৬ মাসের রিজার্ভও নেই?

-তা'ছিলো, শেষ হয়ে গেছে; আমাদের কিছু নাগরিক বাংলাদেশের ব্লগে নিয়মিত ব্লগিং করছে ।

২) ধর্মীয় পোষ্ট যেসব ব্লগারেরা লেখেন, তারা বেশী বেশী কপিপেষ্ট করার কারণ কি? কারণ খুবই সোজা, তাদের লেখায় শুধুমাত্র হাদিস থাকে।

৩) কপিপেষ্টের ফাইনাল কপিতে ব্লগার রাজিব নুরের নাম নেই কেন? রাজিবের নাম দিলে, পুরো প্রচেষ্টা "টার্গেট" হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা ছিলো।

৪) ব্লগিং'এ সবচেয়ে ভদ্র ও ভালো কমেন্ট করেন কারা? যারা বলেন, "১ম হয়েছি, চা দেন" কিংবা "লেখা চমৎকার হয়েছে।"

৫) বাংলা ব্লগে সুপার ব্লগার কাহাদের বলা হয়? যাঁদের কমেন্ট মুল পোষ্টের থেকে অনেক বড়, যা কেহ পড়ে না।

৬) ব্লগার 'তোডরমল' ২/৩ সপ্তাহ পর পর এসে, ১০ মিনিটে ৩০/৪০টা পোষ্টে কমেন্ট করে বসে, ব্যাপার কি? ব্যাপার সোজা, কিছুক্ষণ পরে উনি উনার পোষ্ট দিবেন।

৭) ভারতে এত গাধা দেখা যায়, প্রতিবেশী দেশ, বাংলাদেশে গাধা নেই কেন?
-ছিলো একসময়, এখন উহারা ব্লগার হয়ে গেছেন।

মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০২২ সকাল ১০:৪৫

শেরজা তপন বলেছেন: ব্লগ নিয়ে কিছু প্রাক্টিক্যাল জোকস সময়োপযোগী হয়েছে। তবে প্রথমটা ভাল করে বুঝলাম না :(

২০ শে মে, ২০২২ সকাল ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



১ম'টা আমিও বুঝি নাই।

২| ২০ শে মে, ২০২২ সকাল ১০:৪৭

জুন বলেছেন: মজার পোস্ট B-)

বড় মন্তব্য করে সুপার ব্লগার হতে চাই না =p~

২০ শে মে, ২০২২ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:



আমি কি ভবিষ্যতের সুপার ব্লগারদের নিরুৎসাহিত করলাম?

৩| ২০ শে মে, ২০২২ সকাল ১০:৪৮

গেঁয়ো ভূত বলেছেন:



কিচ্ছু বলার নাই
তবুও বলি
সোনাগাজীর কবিতা চাই।

২০ শে মে, ২০২২ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:



একটা ৫/৬ লাইনের পদ্য কমেন্ট হিসেবে দিয়েছিলাম, উহা খুঁজে বের করবো।

৪| ২০ শে মে, ২০২২ সকাল ১০:৫৯

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,



বাংলা ব্লগিং নিয়ে স্বরচিত জোক করা যাবে ?
কেন যাবেনা ? তবে ৭ নম্বর জোক এর পাবলিকরা ক্ষেপে যেতে পারেন! (৭ নম্বর জোকটাই সেরা।)
তাই সা-ব-ধা-ন....................

২০ শে মে, ২০২২ সকাল ১১:০২

সোনাগাজী বলেছেন:



আমি হেলমেট'এর অর্ডার দিয়েছি অনলাইনে।

৫| ২০ শে মে, ২০২২ সকাল ১১:০১

নিমো বলেছেন: ১,৬, ৭ পড়ে আমি হাসতে হাসতে শেষ।
@শেরজা তপন, প্রথমটা ভাল করে বুঝতে হলে, জনৈক ব্লগারের তেলের ফ্যাক্টরির সন্ধানটা আপনাকে জানতে হবে।

২০ শে মে, ২০২২ সকাল ১১:০৪

সোনাগাজী বলেছেন:



জোক লেখে আমি গম্ভীর হয়ে গেলাম, আপনি হাসছেন, আমার জোকের মান নেই?

৬| ২০ শে মে, ২০২২ সকাল ১১:০৮

মিরোরডডল বলেছেন:




:)


২০ শে মে, ২০২২ সকাল ১১:১২

সোনাগাজী বলেছেন:


পড়ার পর, ভাষাহীন?

৭| ২০ শে মে, ২০২২ সকাল ১১:১৫

মিরোরডডল বলেছেন:




যাই, পোস্টের চেয়ে বড় একটা মন্তব্য করে আসি :)





২০ শে মে, ২০২২ সকাল ১১:১৮

সোনাগাজী বলেছেন:



উহা নিয়ে আমি কিছু আর বলবো না, কম্প্যুটারের হার্ডড্রাইভ কাঁদতে থাকবে।

৮| ২০ শে মে, ২০২২ সকাল ১১:২৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৪ নম্বরে আমি আছি এবং থাকবো। :)

২০ শে মে, ২০২২ সকাল ১১:৩২

সোনাগাজী বলেছেন:



লোকজন ১ নম্বর স্হান দখল করতে চান!

৯| ২০ শে মে, ২০২২ সকাল ১১:২৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: এহহে দিলেন তো মিয়া পেজগি লাগাইয়া ... জটিল কতা এত্ত সহজে আপনারে লিখতি কইছে কিডা B-) =p~ :-B

২০ শে মে, ২০২২ সকাল ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



অন্যের লেখা জোক দিলে বলবে, কপিপেষ্ট করেছে, তাই নিজেই চেষ্টা করলাম।

১০| ২০ শে মে, ২০২২ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: ৭ নাম্বার টা জোশ হইছে =p~ =p~ =p~ =p~




এদের নতুন অ্যাসাইনমেনট দিয়া ইউক্রেন পাঠানো দরকার ।

২০ শে মে, ২০২২ সকাল ১১:৩৯

সোনাগাজী বলেছেন:




ইউনিভার্সিটিগুলো খুললে ব্লগারের সংখ্যা বাড়বে, তখন ইউক্রেন ও রাশিয়া পাঠানো সম্ভব হবে।

১১| ২০ শে মে, ২০২২ সকাল ১১:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

১.একদা একজাতি গুহা থেকে বের হয়ে বর্ণমালা শিখে হাতে কলম নিয়েছিলো,তবে বেশিরভাগ গুহায় ফিরে গেছে হাতে মাথা নিয়ে।

২.পৃথিবীতে এলিয়েন নামার চিন্তাভাবনা করেছিলো ধর্ম শিখার জন্য, অনেক আলোচনার পর বাংলাদেশ "সিলেক্ট করলো।

৩.বিশ্বের সব গোয়েন্দা সংস্থা গোয়েন্দাগিরি শিখেছে বাংলার টং থেকে।

২০ শে মে, ২০২২ বিকাল ৩:৪২

সোনাগাজী বলেছেন:



খারাপ হয়নি, চলবে

১২| ২০ শে মে, ২০২২ সকাল ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার পোস্টে হারিকেন জ্বালিয়েও মন্তব্য খুঁজে পাই না। পাঠক একেবারেই কমে গেছে। সেই দুঃখে পোস্ট করি না।

২০ শে মে, ২০২২ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



আপনি ঢাকায় কি দেখছেন, সেটা নিয়ে লিখুন।

১৩| ২০ শে মে, ২০২২ দুপুর ১২:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগার তোডরমল এর লিংক হবে ?

২০ শে মে, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:



কপিপেষ্টের জন্য ব্যান খেয়েছে

১৪| ২০ শে মে, ২০২২ দুপুর ১২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার জোকস ভালো ভালো লেগেছে।
সেন্স অফ হিউমার মাপা।

২০ শে মে, ২০২২ বিকাল ৩:৪৫

সোনাগাজী বলেছেন:



ইহা ছিলো ২য় প্রচেষ্টা

১৫| ২০ শে মে, ২০২২ দুপুর ১২:৫৯

ঋণাত্মক শূণ্য বলেছেন:

আপনার পোষ্টের কমেন্ট গুলি নিয়মিত পড়লে ১নং জোকসের উদাহরণ পাওয়া যায়।

আপনার পোষ্ট গুলি নিয়মিত পড়লে ৭নং এর উদাহরণ পাওয়া যায়।

২০ শে মে, ২০২২ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:



জোক কেন নিজের গায়ে মাখছেন?

১৬| ২০ শে মে, ২০২২ দুপুর ১:০৭

ইসিয়াক বলেছেন: জোকসগুলো দারুণ লাগলো।

চমৎকার,সুন্দর, দারুণ লাগলো এগুলো ফাঁকিবাজি মন্তব্য।অনেক সময় হাতে সময় না থাকলে আমিও মাঝেমধ্যে এমন মন্তব্য করি।

২০ শে মে, ২০২২ বিকাল ৩:৫৫

সোনাগাজী বলেছেন:




জোক সব সময়ই জোক, তেমন কিছু না

১৭| ২০ শে মে, ২০২২ দুপুর ১:১০

নূর আলম হিরণ বলেছেন: ৮. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি-- সূত্র: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
চল চল চল
ঊর্ধ্ব গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল-- সূত্র: কাজী নজরুল ইসলাম।
সমস্ত প্রশংসা আল্লাহ তাহলার, যিনি পরম করুণাময় ও দয়ালু... সূত্র: সূরা ফাতিহা(আল কোরআন)

২০ শে মে, ২০২২ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



অপু তানভীরের এলাকা

১৮| ২০ শে মে, ২০২২ দুপুর ১:১২

নূর আলম হিরণ বলেছেন: ৯। দেশে বিদেশে বিখ্যাত কেউ মারা গেলে আমাদের নুরু সাহেবের কীবোর্ড আল্লাহ আল্লাহ করতে থাকে।

২০ শে মে, ২০২২ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



নুরু সাহেব সেই এলাকা থেকে সরে গেছেন।

১৯| ২০ শে মে, ২০২২ বিকাল ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার সেন্স অব হিউমার বরাবরই
ভালো তবে সবাই ধরতে পারেনা এটাই
দুঃখ! ডোডো পাখির আচরণ দেখার মতো
কত রকম কারিশমা যে মানুষ জানে!

১। ভারতের তেল সংকট এই ব্লগে ভারতীয়দের
তেল মারার কারণে, আমাদেরতো তা হলে তেলের
মজুদ নীল নদের পানির সমপরিমান হবার কথা।
@ হিরণ ভাই যে হারে কুপিপেষ্টু যন্ত্রে কুপি ধরা পড়ছে
তাতে আল্লাহ আল্লাহ করা ছাড়া বিকল্প নাই।

সূত্রঃ মন্তব্যটি আদিও আসল আমি নিজে করেছি

২০ শে মে, ২০২২ বিকাল ৪:০৮

সোনাগাজী বলেছেন:



সামুটিমের হাতে ছুরি দেখে ডোডোর পলায়ন।

২০| ২০ শে মে, ২০২২ বিকাল ৩:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: কৌতুকগুলি ভালো ছিল। আপনাকে মেধাবী মনে হচ্ছে।

২০ শে মে, ২০২২ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:


স্কুল জীবনে আমার শ্রেণীতে ছাত্র সব সময় ১ জন ছিলেন।

২১| ২০ শে মে, ২০২২ বিকাল ৪:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: বাকিরা মনে হয় ছাত্রী ছিল।

২০ শে মে, ২০২২ বিকাল ৪:১৫

সোনাগাজী বলেছেন:



ওহ, আমার উত্তরে ছিদ্র ছিলো!

২২| ২০ শে মে, ২০২২ বিকাল ৫:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

বাংলাদেশে সত্যিই গাধা দেখতে পাওয়া যায় না। ব্যাপারটা আগে খেয়াল হয়নি!

২০ শে মে, ২০২২ বিকাল ৫:৫০

সোনাগাজী বলেছেন:



ব্লগিং শুরু হওয়ার আগে ছিলো।

২৩| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭

আশিকি ৪ বলেছেন: তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু,
ভুষি পেলে খুশী হবো মা, ঘুষি খেলে বাঁচবো না।"

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



উহা আমার কিছু নয়।

২৪| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১০

আশিকি ৪ বলেছেন: মিরোরডডল বলেছেন:




যাই, পোস্টের চেয়ে বড় একটা মন্তব্য করে আসি :)

আমাড় বাণান টিখ নাহায়।বড়ু মন্টুব্য কড়থে পাড়িনা।

২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



আপনি সঠিকভাবে না'লিখলে, পরে সবাই চাইবে যে আপনি এভাবেই লিখুন।

২৫| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২০

ঘুম ঘুম চোখে বলেছেন: সোনাগাজী ঠিক বলেছেন, গাধা গুলি সব ব্লগে চলে এসেছে। সেই গাধাগুলি এই পোষ্টে এসে একেরপর এক কমেন্ট করে যাচ্ছে; কেউ বুঝতেছেও না যে গাধাসর্দার সবাইকে গাধা বলে চলে গেছে।

এই বেয়াদব ছ্যাচ্চড় লোকটা ব্লগারদের যা খুশি বলে, আর ব্লগাররা তাতেই নাচে। কত নিচ মনমানসিকতার হলে এমন হতে পারে?

২০ শে মে, ২০২২ রাত ৮:৫৭

সোনাগাজী বলেছেন:




জোক তো জোক মাত্র; আপনার কান ভারী লাগছে?

২৬| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩০

আশিকি ৪ বলেছেন: ঘুম ঘুম চোখেরা আমাড়ে বাদ্য কড়ে। কি কইত্যাম?

২০ শে মে, ২০২২ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



বলতে যে হবে, এমন তো কোন নিয়ম নেই।

২৭| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারন জোকস হয়েছে =p~ =p~
মনে হচ্ছে সামুর ঘোড়ার ঘাস কাটা মডারেটদের নিয়েও কিছু জোকস ফোকস লেখা খুবই জরুরি হয়ে পরেছে :P

২০ শে মে, ২০২২ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



উহার দায়িত্ব আপনি নেন।

২৮| ২০ শে মে, ২০২২ রাত ১০:০৭

গরল বলেছেন: হাহাপগে, ব্লগে জোকস এর ঘাটতি পূরণ করতে পারেন আপনি। অনেক দিন কোন জোকস আসে না ব্লগে।

২০ শে মে, ২০২২ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



১২ বছর ব্লগিং জীবনে ২টা পোষ্ট করেছি; আগেরটা ছিলো কপিপেষ্ট নিয়ে।

২৯| ২০ শে মে, ২০২২ রাত ১১:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখক বলেছেন: আপনি ঢাকায় কি দেখছেন, সেটা নিয়ে লিখুন। তাই নিয়ে এল আঁধার ঘিরে এবং অভিসার সহ কয়েকটা লেখা লিখলাম। লোকজন পছন্দ করছে না মনে হয়।

২০ শে মে, ২০২২ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:


মনে হয়, ব্লগে ঢাকাইয়া ব্লগার বেশী!

২০ শে মে, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:



পাঠক যদি একেবারেই কমে যায়, শেখ হাসিনাকে দোষারোপ করে কিছু একটা লেখেন।

৩০| ২০ শে মে, ২০২২ রাত ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: পাঠক কমে যাওয়ার একটা কারণ নিয়ে পোস্ট করেছি। আপনার মন্তব্য পাওয়া গেল না।

২১ শে মে, ২০২২ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:


আপনার কথা কি বলবো, আমাকে ২৫% একটিভ ব্লগার কমেন্ট ব্যান করে রেখেছেন।

৩১| ২১ শে মে, ২০২২ রাত ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার এই পোস্টে এটি + দিতে বাধ্য হলাম ;)

২১ শে মে, ২০২২ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:



জোক মোটামুটি চলে?

৩২| ২১ শে মে, ২০২২ রাত ১:২০

রাজীব নুর বলেছেন: আপনি একজন রসিক মানুষ। আপনার রসিকতা রবীন্দ্রনাথ লেভেলের। অবশ্য কিছু ব্লগার আপনার রসিকতা ধরতে পারবে না। তাঁরা না বুঝেই চোখ বাঁকা করবে।

২১ শে মে, ২০২২ রাত ১:৫২

সোনাগাজী বলেছেন:


আপনি তাই রবীঠাকুরের ভক্ত আজীবন।

৩৩| ২১ শে মে, ২০২২ রাত ১:২৬

রাজীব নুর বলেছেন: আমি লিখতে জানি।
আপনি আমাকে যে কোন বিষয় নিয়ে গল্প লিখতে বলবেন, আমি ২০ মিনিটের মধ্যে একটা পোষ্ট লিখে ফেলব। (আমি অহংকার করছি) বিনয়ের সাথেই বলছি- বিজ্ঞান ছাড়া আমি যে কোন বিষয় নিয়ে লিখতে পারবো।

যারা জোরজবদস্তি আমাকে দোষী সাবস্ত করতে চেয়েছিলো। তাঁরা সাকসেস হয়নি। তাঁরা আমার গত দুই বছরের পোষ্ট গুলো দেখুক। কিছু কপিপেস্ট খুঁজে পায় কিনা। চিলে কান নিয়েছে, লোকজন চিলের পেছনে ছুঁটে গেছে। তাদের জন্য আপনার ৭ নং কৌতুক টা উতসর্গ করলাম।

২১ শে মে, ২০২২ রাত ১:৫৩

সোনাগাজী বলেছেন:



আপনাকে টার্গেট করে, কতজন কত ধরণের সার্কাস দেখালেন! সবই ভালো, সমস্যা হলো, উনারা লিখতে জানেন না।

৩৪| ২১ শে মে, ২০২২ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: সামু আমাকে বলুক প্রতিদিন ১০ বা ২০ টা পোষ্ট লিখতে। আমি লিখতে পারবো। আমার লেখার বিষয়ের অভাব নাই। কীবোর্ডে হাত রাখলেই তুফানের মতো আঙ্গুল চলে আমার। হ্যাঁ আমি জানি আমার লেখা উন্নত লেখা নয়। কিন্তু একেবারে ফেলনাও নয়।

২১ শে মে, ২০২২ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:



আপনি মানুষের কথা লিখতে জানেন।
আপনি কম লিখুন, মেয়েগুলোকে দেখুন।

৩৫| ২১ শে মে, ২০২২ রাত ২:৪১

সোনাগাজী বলেছেন:



**** লাইকের জন্য ধন্যবাদ, আমি ১ পোষ্টে এত লাইক কখনো পাইনি।

৩৬| ২১ শে মে, ২০২২ রাত ৮:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: উন্নতমানের জোকস দিলেও সমস্যা বস্তিবাসী কপিরাইট করে ফেলে।

২১ শে মে, ২০২২ রাত ৮:৫৬

সোনাগাজী বলেছেন:



ব্লগ হলো পাবলিক ডোমেইন, এখানে সব ধরণের মানুষ আছে।

৩৭| ২২ শে মে, ২০২২ দুপুর ১২:৪৯

আমি ব্লগার হইছি! বলেছেন: পড়ে মজা পেলাম।

২২ শে মে, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:


আমি কারো জোক পোষ্ট করিনি কোন কালে; নিজেই সামান্য চেষ্টা করে দেখলাম।

৩৮| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:০৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জোক ভালো হয়েছে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



আমার ব্লগিং জীবনের ২য় প্রচেষ্টা।

৩৯| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২০

রানার ব্লগ বলেছেন: আগে ব্লগে হিট বিষয়বস্তু ছিলো ধর্ম ভিত্তিক পোষ্ট কেউ একজন খোঁচা সমৃধ্য পোস্ট দিতো বিসমিল্লাহ বলে সব আস্তিক নাস্তিক আক্কেল ব্যাক্কল ঝাপিয়ে পরতো পোষ্টের উপর । এখন বিষয় হলো রাজীব নুর আর সোনাগাজী, লিখলেই হিট !!! এর জন্য আমি একজন নারী ব্লগার কে ধন্যবাদ জানাতে চাই !!! আফা আপনাকে ধন্যবাদ !!! আমাদেরও মাঝে মধ্যে খোচাটোচা দিয়েন আমরাও হিট হতে চাই !!!!

১ নং টা জোশ ছিলো !!!

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



আমার সন্দেহ হচ্ছে যে, ব্লগ তার গতিপথ বদলাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.