নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগে কপিপেষ্ট কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে ব্লগটিমের

২২ শে মে, ২০২২ বিকাল ৫:০৮



ব্লগে যদি কপিপেষ্ট লেখা আসে, সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব হচ্ছে ব্লগটিমের; ইহা বুঝতে ব্লগটিমের এত কষ্ট হচ্ছে কেন? ব্লগটিম এই দায়িত্বপুর্ন কাজটি কেন এক বা একাধিক ব্লগারের হাতে দিচ্ছেন? ব্লগটিমের দায়িত্ব কোন সাধারণ ব্লগারের উপর দেয়া ভুল; কারণ, দায়িত্ব-প্রাপ্ত ব্লগার যেভাবেই উহা করুক না কেন, অনেকই ইহা মেনে নেবেন না; কপিপেষ্টের সাথে ব্লগাদের মানসন্মানের ব্যাপার আছে। সর্বোপরি, যিনি এই দায়িত্ব পেয়েছেন, তিনি দায়িত্ব পাবার বেশ আগেই ১ জন ব্লগারকে টার্গেট করে কপিপেষ্টকে অস্ত্র হিসবে ব্যবহার করেন; তিনি নিরপেক্ষ নন।

ব্লগটিমের উচিত, ইহা নিজের হাতে নেয়া; এই সমস্যা আগেও ছিলো, ভবিষ্যতে থাকবে; এভাবে নিজের দায়িত্ব অন্যের হাতে তুলে দিয়ে ব্লগটিম ব্লগে অসন্তোষের সৃষ্টি করছেন।

একজন ব্লগার যদি অন্যদের কপিপেষ্টের কথা বলে ব্লগে ছড়ি ঘুরায়, ইহা আসলে নাগরিক অধিকারের বিপক্ষ যায়; সামু একটি সোস্যালমিডিয়া সাইট, ইহা বিশাল একটি প্রতিষ্ঠান; এখানে নাগরিকের প্রিভিলীজ জড়িত, নাগরিক অধিকার জড়িত, যা পরোক্ষভাবে দেশের সংবিধানের সাথে জড়িত; এগুলো সামুর হাতে থাকা দরকার, এগুলো ইয়ো ইয়ো ছেলেখেলা নয়।

অনুরোধ থাকছে, এই গুরুত্বপুর্ণ কাজটি ব্লগটিম নিজ হাতে তুলে নিক; ব্লগটিম নিজ দায়িত্ব নিজে পালন করুক।


মন্তব্য ৬৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:২০

শাহ আজিজ বলেছেন: সহমত

২২ শে মে, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:




লেখকের প্রিভিলীজ ও নাগরিক আধিকার জড়িত এসব নিয়ম কানুন ব্লগটিমের হাতে রাখা দরকার; এগুলো একজন ব্লগারের হাতে দেয়া ভুল হয়েছে। এই সমস্যা আজকে শেষ হয়ে যাচ্ছে না।

২| ২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যে কোন ব্লগার কে ব্লগ মালিক প্রয়োজনে সম্পাদনার দায়িত্ব আরোপ করতে পারে। ব্লগাররাই সামুতে সম্পাদনা করে আসছেন শুরু থেকে।

২২ শে মে, ২০২২ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



যেখানে শাস্তির বিধান আছে, উহা আইন (রীতিনীতি ), সেটা প্রয়োগ করে কত্তৃপক্ষ।
সম্পাদনা-করা আর কাউকে অভিযুক্ত করা কি একই ধরণের কাজ?

৩| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রীতিনীতিতে কপি পেস্ট করা যাবে না লিখা আছে। কে কাকে অভিযুক্ত করছে আমার জানা নেই।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:


৬ জন অভিযুক্ত হয়েছে, এটা আপনার জানা নেই?

আমার ধারণা, এখনো কয়েক'শ ব্লগার কপিপেষ্ট করেন।

৪| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৪

জাদিদ বলেছেন: রাস্তায় চুরি ডাকাতি দেখলে সাধারন মানুষ বিভিন্নভাবে আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে তেমনি কপি পেষ্টের বিরুদ্ধে সচেতনতা স্বাভাবিক ব্লগিং এর একটি অংশ। ব্লগারদের তো শাস্তি দেয়া যায় না, কারন তারা সমাজের আলোকিত অংশ। কিন্তু আলোকিত অংশের ভেতর যারা অন্যের আলোয় মিথ্যে আলোকিত হতে চায়, যারা সোশ্যাল মিডিয়ার নিয়ম কানুন মানতে চায় না - তাদেরকে নীতিমালার আওতায় আনা হয়।

ফলে আমার মনে হয়, ব্লগ টিম কোন ভুল করে নি এবং ব্লগারদের স্বাভাবিক সচেতনতাকে অন্য ভাবে দেখার সুযোগ নেই। যারা মনে করেন ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় - তাদের সেই উদ্দেশ্য কখনও সফল হবে না। এটা একজন ব্লগার হিসাবে আমার মতামত।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনাদের প্রতিষ্ঠান, আপনারা ভালো জানেন ইহাকে কিভাবে চালাতে হবে। আমার ধারণা, কোন সাধারণ ব্লগার কাউকে অভিযুক্তের লিষ্টে আনার ক্ষমতা রাখে না, এগুলো কতৃপক্ষের কাজ।

এখন ৬ জনের নাম লিষ্টে এসেছে মাত্র; আমার ধারণা এর থেকে ১০ গুণ বেশী ব্লগার কপিপেষ্টের সাথে জড়িত। আরকটা ব্যাপার, টিম যাঁকে দায়িত্ন দিয়েছন, তিনি আগেও নিরপেক্ষ ছিলেন না; দায়িত্ব পাবার আগেই তিনি এসব করে বেড়াচ্ছিলেন।

৫| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


বাঙালী মৌলিকতার খরায় ভুগছে,তাই একদল কপি-পেস্টের আশ্রয় নিচ্ছে;অন্যদল কপি-পেস্টকে টপিক বানিয়ে টিকে থাকতে চাইছে।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



সব বাংগালী লিখতে চান; কিন্তু সবাই লিখতে পারেন না; ফলে, অনেকই কপিপেষ্ট করেন। কপিপেষ্ট কন্ত্রোল শক্ত কাজ, ইহা কতৃপক্ষের দায়িত্ব।

৬| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এই মাসে একটাও কপি পেস্ট দেখাতে পারবেন? (তথ্যসুত্রঃ ছাড়া) এর জন্য অপু বাহবা পাওয়ার দাবী রাখে। অপু অহেতুক অভিযোগ করার মতো ব্লগার নন। তাঁর ইমেজ খুব ক্লিন। কারা কারা কপি পেস্ট ব্লগার তাদের তালিকা অপু কে দিন। তিনি যুক্ত করে দিবেন।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:



কে কপিপেষ্ট করছে, আমি সেটা বলতে যাবো না, সেটা আমার কাজ নয়।

৭| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩০

জোবাইর বলেছেন: চুরি করার সময় চোরকে যে কোনো কেউ হাতেনাতে ধরতে পারে। তবে পরবর্তী দায়িত্ব হচ্ছে আইন নিজের হাতে তুলে না নিয়ে চোরকে পুলিশের হাতে সোপর্দ করা। চোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

ব্লগেও কপি-পেস্ট লেখা কোনো ব্লগারের চোখে পড়লে তার নৈতিক দায়িত্ব এটা পোস্টের মাধ্যমে উল্লেখ করে ব্লগের এডমিন টিমকে অবগত করা। তখন তারাই এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

উল্লেখ্য, যে বা যারা কপি-পেস্ট পোস্টের রিপোর্ট দিচ্ছেন তারা তো যথোপযুক্ত প্রমাণসহ তা উল্লেখ করছেন। সুতরাং এতে কারো ব্যক্তিগত সমস্যা হওয়ার কথা নয়।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



ব্লগারেরা চোরের ক্যাটেগরীতে পড়ে না; ব্লগিং'এর বেলায় আপনার পরিভাষা সঠিক নয়।

৮| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩২

শূন্য সারমর্ম বলেছেন:

কপি-পেস্টের কার্যক্রম মগজের কোন অংশে হয়ে থাকে?

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালীর লেখা অপক্ক, এইজন্য কপিপেষ্ট হচ্ছে।

৯| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

শূন্য সারমর্ম বলেছেন:

বাংলাদেশে ১ জনের লেখা থেকে শতকরা কত ভাগ কপি করে?

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:



এসব বিষয়ে আমার ধারণা কম; পত্রিকা ও মিডিয়াতে ১ জনের ভালো লেখাকে সবাই একটু বদলিয়ে চালায়ে দেয়।

১০| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার গাত্রদাহের কারণটা সকলের কাছে পরিষ্কার।
আমরা যারা কপি-পেষ্ট করছিলাম তারা এখন তা করা বন্ধ করে দিয়েছি, এটাই বড় বিষয়।

লেখক বলেছেন:
আমার ধারণা, এখনো কয়েক'শ ব্লগার কপিপেষ্ট করেন।

কোনো একজন ৬ জনের নাম প্রকাশ করে দিয়েছেন প্রমাণসহ।
বাকিদের নাম আপনি প্রকাশ করে দেন।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



কপিপেষ্টের সাথে রীতিনীতি জড়িত,ইহা কতৃপক্ষের কাজ।

১১| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৯

শাহ আজিজ বলেছেন: এরা ব্লগার, ঘাট লেবার নয় । কারো লেখা সন্দেহজনক মনে হলে রিপোর্ট করলেই ব্লগ টিম সেটা হেফাজতে নেবে , এটাই নিয়ম । সরাসরি একজন ব্লগারকে চোর বললে আমাদেরও খারাপ লাগে , অপমানিত বোধ করি ।

২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:



পরিস্কার কথা।

১২| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোর মন্তব্য করার পর আমি মন্তব্য করব এই পোস্টে।

১৩| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

মিরোরডডল বলেছেন:




স্যরি পোষ্টের সাথে দ্বিমত পোষণ করছি ।
কপি-পেস্ট একটা নিন্দনীয় কাজ । কপিবাজদের আইডেন্টিফাই করা এবং তথ্য প্রমানসহ ধরিয়ে দেয়া অনেক সময়সাপেক্ষ কাজ। যে বা যারা এই কাজ করতে ব্লগটিমকে সহযোগিতা করে কাজটা সহজ করে দিচ্ছে, তাদেরকে এপ্রিশিয়েট করা উচিৎ ।
ব্লগাররা যেটা করছে, ব্লগ টিমের এপ্রুভাল নিয়েই করছে । ডিসিশন মেকিং এবং আইনের আওতায় আনার কাজটা কিন্তু ব্লগটিমই করছে ।

সকল ব্লগারের মতো খেলাঘরেরও উচিৎ হবে ব্লগটিমকে জানানো যদি চোখে পড়ে কোন কপি পেস্ট লেখা ।
ব্লগ এডমিন যেভাবে বার বার এক্সট্রা প্রিভিলেজ দিয়েছে, সেই কৃতজ্ঞতাবোধ থেকেও খেলাঘরের একটা দায়বদ্ধতা থেকে যায় । তাই নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে ব্লগটিমের কাজে সাপোর্ট যদি করতে নাও পারে, নিরুৎসাহিত করা ঠিক না ।

২৩ শে মে, ২০২২ রাত ৩:৩৭

সোনাগাজী বলেছেন:



যিনি একাজটি করেছেন, তিনি টিমের অনুমতি পাবার বেশ আগেই কাজটা শুরু করেছিলেন ব্লগার রাজিবকে টার্গেট করে।

১৪| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া আপনি আপনাকে যারা ভালোবাসে সম্মান করে তাদের নিয়ে থাকুন। নিন্দুকদের পোস্টে যাবেন না। গেলেও গু পোস্ট কে ফ্লেভারাস পোস্ট বলবেন। আমি জানি এটা আপনি পারবেন না। এটা আপনার পার্সোনালিটির সাথে যায় না।তাই যারা শুধু আপনাকে শ্রদ্ধা করে তাদের নিয়ে ব্লগে থাকুন।

প্লিজ..

জাদিদ ভাই@
আসসালামু আলাইকুম। প্লিজ চাঁদগাজী নিকটি আনব্যান করুন। ভবিষ্যতে ভাইয়া মন্তব্যে কাউকে আঘাত করলে আবার সোলেমানি ব্যান কইরেন। আমি সুপারিশ করলে আমাকেউ ব্যান কইরেন।

২৩ শে মে, ২০২২ রাত ৩:৩৯

সোনাগাজী বলেছেন:


ধন্যবাদ, আগের ভুল হবে না, আমি অকারণে গার্বেজ পরিস্কার করেছি।

১৫| ২২ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে রাজীব আবার কপি পেস্ট না করা পর্যন্ত তারে যেন কেউ অহেতুক ব্যক্তিআক্রমণ না করে সেটাও নিশ্চিত করুন @ জাদিদ ভাই।

১৬| ২২ শে মে, ২০২২ রাত ৯:৪৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: কপি-পেষ্টকারীর আবার মানসম্মানও আছে? অবাক বিষয়। এত কিছু হয়ে যাওয়ার পরও কপি-পেষ্টকারীর পক্ষ নিয়ে কথা বলাটা কতবড় ছ্যাচড়ামী তা ভাবতেও ঘেন্না হয়।

২৩ শে মে, ২০২২ রাত ৩:৪৫

সোনাগাজী বলেছেন:




ইহার শুরু ছিলো ব্লগার রাজিবকে টার্গেট করে।

১৭| ২২ শে মে, ২০২২ রাত ১০:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: ঋণাত্মক @ এটা ব্লগ। এখানে ভদ্র লোকেরা আলোচনা কপ্রছে। এখানে আক্রমণাত্বক মন্তব্য করিবেন না। প্লিজ।

গাজী ভাই @ পোস্টে আজে বাজে অপ্রাসঙ্গিক মন্তব্য গুলো মুছে দিবেন আগামী কয়েকদিন। প্লিজ।

২৩ শে মে, ২০২২ রাত ৩:৪৬

সোনাগাজী বলেছেন:



এগুলো থাকুক, এগুলোই উনাদের বেষ্ট কমেন্ট; আগে অবস্হা আরো খারাপ ছিলো।

১৮| ২২ শে মে, ২০২২ রাত ১১:৩৩

রাজীব নুর বলেছেন: ওদের কিছু একটা নিয়ে ব্যস্ত থাকতে দিন।
ওদের কর্মকান্ডে আমি মজা পাচ্ছি।

২৩ শে মে, ২০২২ রাত ৩:৪৭

সোনাগাজী বলেছেন:



"ওরা লিখতে জানে না"।

১৯| ২৩ শে মে, ২০২২ রাত ১২:২১

নূর আলম হিরণ বলেছেন: কপি পেষ্ট করলেও সেটা শালীন ভাষায় বলা যায়, যে বা যাদের ব্লগ টিম দায়িত্ব দিয়েছে তাদের কথা বার্তা কখনোই শালীন ছিল না। কপি পেস্ট করা ভুল, অন্যায় তবে তারা এটাকে ৫টাকা চুরির অপরাধে চোরকে ফাঁসি দিয়ে দিতে চাচ্ছে।

২৩ শে মে, ২০২২ রাত ৩:৫০

সোনাগাজী বলেছেন:



কপিপেষ্ট বন্ধ করার জন্য ব্লগটিমকে কাজ করতে হবে; এবারের কপিপেষ্ট-বিরোধী কার্যকলাপের একটা টার্গেট ছিলো।

২০| ২৩ শে মে, ২০২২ রাত ১২:২১

নূর আলম হিরণ বলেছেন: কপি পেষ্ট করলেও সেটা শালীন ভাষায় বলা যায়, যে বা যাদের ব্লগ টিম দায়িত্ব দিয়েছে তাদের কথা বার্তা কখনোই শালীন ছিল না। কপি পেস্ট করা ভুল, অন্যায় তবে তারা এটাকে ৫টাকা চুরির অপরাধে চোরকে ফাঁসি দিয়ে দিতে চাচ্ছে।

২১| ২৩ শে মে, ২০২২ রাত ১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গত ২ মে তারিখের "এক নাবালকের মাতবর হয়ে ওঠার গল্প" দ্রষ্টব্য।
এটা পাঠে একটা সচ্ছ ধারণা পাবেন আশা করি।
মোবাইল থেকে তাই লিংক দিতে পারছিনা বলে
দুঃখিত।

২৩ শে মে, ২০২২ ভোর ৪:০২

সোনাগাজী বলেছেন:


ব্লগের লেখকরা রাস্তার চোরধোর নন, এঁদের ব্যাপারগুলো কতৃপক্ষ গোপনীয়তার সাথে দেখা উচিত।

২২| ২৩ শে মে, ২০২২ রাত ১:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আজিজ ভাইয়ের মন্তব্যে সহমত।
এ কথাটি আমি আগেও আমার
ম্নতব্যে বলেছি। আমরা সবাই
সহব্লগার, কারো লেখা তার দৃষ্টিতে
কপি পেষ্ট মনে হলে তা ব্লগ টিমকে
জানান। সে অপসন আছে। ব্লগটিম
যদি মনে করে তাকে সাজা দিবে না
নীতিমালায় আনবে সেটা তাদের ব্যাপার।
ব্লগ টিমের সিদ্ধান্ত বা রায় ছড়া কাউকে
লেখা চোর, কপিবাজ বলে রায় দিতে
পারে কি যারা সম্পাদনার ভিন্ন মানে
খোঁজে। যার জমিতে চাষ করি সে যদি উঠে
যেতে বলে থাকার উপায় নাই, কিন্তু আমার
মতো চাষী বললেই উঠে যেতে বললে কি চলে
যেতে হবে?

২৩ শে মে, ২০২২ রাত ৩:৫৫

সোনাগাজী বলেছেন:


এবার যিনি কপিপেষ্ট রিপোর্ট তৈরি করার দায়িত্ব পেয়েছন,তিনি দা্যিত্ব পাবার আগেই কপিপেষ্ট নিয়ে ব্লগার রাজিবকে টার্গেট করে পোষ্ট দিয়েছিলেন।

২৩| ২৩ শে মে, ২০২২ ভোর ৬:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমি ব্যক্তিগতভাবে মনে করি, সামুতে কপিপেস্ট বন্ধ করার সদিচ্ছা নিয়ে নিরপেক্ষভাবে কেহ যদি কোনো উদ্যোগ গ্রহণ করেন তবে সেটা সাধুবাদ পেতেই পারে। সেটা ব্যক্তি পর্যায়ে হোক বা সামুর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীতই হোক না কেন। তবে কারো প্রতি ব্যক্তি আক্রোশ বা বিদ্বেষের বশবর্তী হয়ে যদি কেহ কপিপেস্ট বা অন্য কোনো ধরণের অন্যায়ের বিরুদ্ধে উদ্যোগ গ্রহণ করেন তবে তা সফল হওয়ার সম্ভাবনা শুন্য।

২৩ শে মে, ২০২২ সকাল ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



এবার যারা কপিপেষ্টের বিপক্ষে কথা বলেছেন, এরা রাজিব নুরকে টার্গেট করে শুরু করেছিলেন; ইহা ছিলো বেঠিক কাজ; এদের প্রচেষ্টায় সততা ছিলো না।

২৪| ২৩ শে মে, ২০২২ সকাল ৯:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ব্লগে সবারই ইয়ো ইয়ো খেলা বন্ধ করা উচিত। অযথা একটা অস্থিরতা তৈরী করা হচ্ছে; অস্থিরতা কারোই কাম্য নহে।

২৩ শে মে, ২০২২ সকাল ১০:১০

সোনাগাজী বলেছেন:




আপনার মতে, কপিপেষ্টের মতো সমস্যায় কাউকে অভিযুক্ত করতে হলে, সেটা কি কতৃপক্ষ করা উচিত, নাকি কোন সাধারণ ব্লগার করলে হবে? ইহা কি গোপনীয় হওয়া উচিত, নাকি পাবলিকলী হওয়া উচিত?

২৫| ২৩ শে মে, ২০২২ সকাল ১১:৪৯

রানার ব্লগ বলেছেন: কপিপেস্ট করা একধরনের ডাকাতি !!!! সুত্র না দেয়া ক্রিমিনাল এক্ট !!! এর সবই বন্ধ হওয়া উচিৎ । কিন্তু কপিপেস্ট পোস্টের বিরুদ্ধে যারাই সোচ্চার তাদের মধ্যে বড় একটা অংশ সোনাগাজী ও রাজীব নুড়ের উপর ব্যাক্তি আক্রমন করছেন এটা আরো বড় নিন্দিনীয় অপরাধ !!! আমি এই ব্লগে খুবি অল্প ও কম প্রতিভাপুর্ন মানুষ সেই অর্থে আমি জানি আমার বক্তব্যের বিন্দু মাত্র মূল্য নাই তারপরেও আমার অবস্থান থেকে বলছি কপি পেস্ট নিয়ে সোচ্চারতার আড়ালে দুই জন ব্যাক্তিকে টার্গেট পয়েন্ট বানানো কে আমি অমার্জনীয় অপরাধ বলে গন্য করছি। আমি এডমিন কে অনুরোধ বা উপদেশ কিছুই করবো না বা দেবনা সেই ধৃষ্ঠতা আমার নাই আমি শ্রেফ বলবো এডমিন যেভাবে অন্যায় কপিপেস্টের বিরুদ্ধে একশান নিয়েছেন বা চাদ্গাজীর কঠরতা কে প্রস্রয় দেন নাই ঠিক সেই একই ভাবে ব্যাক্তি আক্রমণের বিরুদ্ধে ব্যাবস্থা নেবেন অবশ্যই তা কঠর হতে হবে যেই রূপ কঠরতা পুর্ববর্তিদের উপর দেখানো হয়েছিলো ।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:২৯

সোনাগাজী বলেছেন:



কপিপেষ্ট নিয়ে যখন ব্লগার রাজিব নুরের উপর আক্রমণ চলছিলো, তখন তাতে জড়িত ১ জন ব্লগার কপিপষ্ট নিয়ে লিষ্ট করার দায়িত্ব পান, ইহা সঠিক পন্হা নয়।

২৬| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মিরোরডডল বলেছেন:




স্যরি পোষ্টের সাথে দ্বিমত পোষণ করছি ।
কপি-পেস্ট একটা নিন্দনীয় কাজ । কপিবাজদের আইডেন্টিফাই করা এবং তথ্য প্রমানসহ ধরিয়ে দেয়া অনেক সময়সাপেক্ষ কাজ। যে বা যারা এই কাজ করতে ব্লগটিমকে সহযোগিতা করে কাজটা সহজ করে দিচ্ছে, তাদেরকে এপ্রিশিয়েট করা উচিৎ ।
ব্লগাররা যেটা করছে, ব্লগ টিমের এপ্রুভাল নিয়েই করছে । ডিসিশন মেকিং এবং আইনের আওতায় আনার কাজটা কিন্তু ব্লগটিমই করছে ।

সকল ব্লগারের মতো খেলাঘরেরও উচিৎ হবে ব্লগটিমকে জানানো যদি চোখে পড়ে কোন কপি পেস্ট লেখা ।
ব্লগ এডমিন যেভাবে বার বার এক্সট্রা প্রিভিলেজ দিয়েছে, সেই কৃতজ্ঞতাবোধ থেকেও খেলাঘরের একটা দায়বদ্ধতা
যিনি একাজটি করেছেন, তিনি টিমের অনুমতি পাবার বেশ আগেই কাজটা শুরু করেছিলেন ব্লগার রাজিবকে টার্গেট করে। থেকে যায় । তাই নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে ব্লগটিমের কাজে সাপোর্ট যদি করতে নাও পারে, নিরুৎসাহিত করা ঠিক না।



লেখক বলেছেন- যিনি একাজটি করেছেন, তিনি টিমের অনুমতি পাবার বেশ আগেই কাজটা শুরু করেছিলেন ব্লগার রাজিবকে টার্গেট করে।

২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৩৬

সোনাগাজী বলেছেন:



ব্লগার কামারুজ্জমান সাহবের লেখুগুলো নিয়ে আমার সন্দেহ ছিলো, আমি উনার পোষ্টে উৎসাহমুলক কমেন্ট করিনি; কামারুজ্জমান সাহেব আমার বিপক্ষে অনেক বক্তব্য দিয়ে ছিলন। ব্লগে যারা বঅনিয়ম করেন, তাঁরা আবার আমার বিপক্ষে অভিযোগ করতেন, ইহা ঘে আসছে ব্লগে।

২৭| ২৩ শে মে, ২০২২ বিকাল ৪:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুঝলাম না কেন আপনারা কয়েকজন অন্যায়ের পক্ষপাতিত্ব করেন। ব্লগ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই অপু ভাইয়া কপিপেস্টারদের নাম প্রকাশ করেছেন। েএতে কেন আপনার দ্বিমত। কপি পেস্ট বন্ধ হোক এ নীতি কেন মানতে চান না? কেন? আপাতত কপি পেস্ট বন্ধ আছে তাতে কেন আপনি সন্তুষ্ট না। এত কিছু বলার পরও দেখি কপিপেস্টের পক্ষপাতিত্ব অনেকেই করে যাচ্ছে। কেউ কেউ অন্যদের পোস্টকে গু পোস্ট বলছে কারণ কী। দুর্নীতি কেন মনে পুষছেন ? অন্যায়কে অন্যায় বলতে এত দ্বিধা কেন?

আপনি ভেবে দেখুন আপনার মত মাত্র গুটা কয়েকজন ব্লগার কপিপেস্টের পক্ষে.....। অধিকাংশ ব্লগার ন্যায়ের পক্ষে কথা বলছেন এবং প্রতিবাদ করছেন। গুটা কয়েকজনের স্বভাব চেঞ্জ দরকার। তাহলেই ব্লগে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:



আমি কপিপেষ্টের বিপক্ষে।

অপু তানভীর কপিপেষ্ট নিয়ে রাজিবকে টার্গেট করে আক্রমণ করেছিলো প্রথমে; এরপর পরে তিনি এডমিন থেক অনুমতি পেয়েছিলেন তালিকা বানানোর।

২৮| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:০৮

অক্পটে বলেছেন: বিষয়টা দেখলাম। রীতিমতো অপমানের পর্যায়ে চলে গেছে। তথ্যগত অবিকৃতি বজায় রাখতে গেলে একআধটু কপি পেস্টের মতো কিছু থাকতেই পারে। ভালো লাগল অন্তত আপনি বিষয়টা নিয়ে কিছু লিখেছেন।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:



যারা কপিপেষ্ট করেন, তারা ভালো লেখক নন, কেহই উহা পছন্দ করার কথা নয়; আমার পুরো ব্লগিং জীবনে দেখে আসছি কপিপেষ্ট চলছে ও ইহা বিপক্ষে লেখাও চলছে।

এবার অপু তানভীর ও কয়েকজন মিলে রাজিবকে আক্রমণ করার বেশ পরে, এডমকিন সাহেব অপু তানভীরকে একটা তালিক তৈরির দায়িত্ব দেন। প্রথমত, ইহা এডমিনের দায়িত্ব, গোপনে তিনি কপিপেষ্টের বিপক্ষে ব্যবস্হা নিতে পারতেন; অন্যদিকে, যেহেতু রাজিবকে টার্গেট করে অপু তানভীর ইহা শুরু করেছিলো, সেই কারণে অপুকে এই দায়িত্ব দেয়া সঠিক হয়নি।

২৯| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি, নুরু ভাই আর রাজীব ছাড়া অন্য কে কি করছে এগুলো নিয়ে ওদের কিছু যায় আসেনা।

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৪০

সোনাগাজী বলেছেন:



সেটা যে সঠিক নয়, ইহা কোনভাবে তাঁরা বুঝতে পারছেন না। সামু যে সোস্যাল মিডিয়া, এখানে যে লেখকদের অধিকার আছে, সেটা অনেকেই বুঝতেছেন না।

৩০| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: কাজী ফাতেমা আপু @ সালাম নিন। আপনাকে সম্মান করি।
আমাকে ব্যক্তি আক্রমণ করা হয়েছেছিল যখন তখন আপনার ব্লগীয় নীতি মালা কোথায় ছিল?কই ব্লগের রথি-মহারথিদের তো তখন ১ টাও প্রতিবাদ করতে দেখা যায়নি। আমরা কিছু বললেই ব্লগীয় নীতিমালা ভাংগে আর আমাদের যখন রাতেদিনে নোংরা ব্যাক্তি আক্রমন করা হয় তখন কোথায় থাকে আপনাদের প্রতিবাদ? কপি পেস্ট কে কেউ সমর্থন করছে না এখানে। আমার মন্তব্য গুলো পড়ুন। স্টিকি পোস্টে আমার মন্তব্য দেখে আসুন।

কপি পেস্ট কারী দের ঘৃণা করে তাদের রগ কেটে মেরে ফেলতে হবে? আপনাদের ১০০০ বার বলছি কপি পেস্ট পক্ষে আমি নই তাই বলে কপি পেস্ট কারীদের ঘৃণা করব না। ঘৃণা একটি পাপ। এই পোস্টে এবং সব পোস্টে আমার মন্তব্য গুলো পড়ে কথা বলবেন প্লিজ।

৩১| ২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫৬

রানার ব্লগ বলেছেন: কাজী ফাতেমা ছবি @ এখানে কপিপেস্ট কারীদের বাহবা দেয়া হচ্ছে না এখানে ব্যাক্তি আক্রম্নকারীদের প্রতি কিছু উপদেশ বানী শোনানো হচ্ছে। কেনো অযথা উদ্বিগ্ন হচ্ছেন । কপিপেস্টকারী উচ্ছন্নে যাক ধ্বংস হোক নিপাত যাক আমি ব্যাক্তিগতোভাবে এটাই কামনা করি কিন্তু ব্যাক্তি আক্রমন না ।

৩২| ২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজ্ঞানের যুগে কপি পেষ্ট একটা সহায়ক সুযোগ তা ব্যবহার করতে
সমস্যা কোথায়৷ আমার সাংবাদিকতার প্রথম দিকে কোন বিষয়ে কোন
ফিচার করতে দিলে আমরা একাধিক দিন লাইব্রেরীতে গিয়ে বিভিন্ন বই
ঘেটে নিজ হাতে লিখে প্রেসে দিতাম। যেহেতু তখন কম্পিউটর বা এনড্রয়েড
ফোন ছিলনলা তাই কপি পেষ্টের সুবিধাও ছিলোনা। যুগ পাল্টছে এখন ছবি
আকতেও মেধা লাগেনা। চিত্র৷ শিল্পীও কম্পিউটরের সুযোগ নেন। তখনকার
সময়ে আমরা সম্পাদনায় নিজের নাম লিখেই খালাস পেতাম। এখনো পত্রিকায়
যারা ফিচার লিখেন তারা কি ওই বিষয়ে বিশেষজ্ঞ? অনেকে কৃষি, কেউবা দেহের
কলকব্জা নিয়ে লেখেন তারা কি ডাক্তার? শুধু কাগজে ছাপা হয় বলে ওই লেখার
মালিক বনে যায় আর আমরা যারা ৪/৫ টি পত্রিকা ঘেটে শুধু আধুনিক সুবিধা নিয়ে
কোন একটা ফিচার বানিয়ে সম্পাদিত বলেও কপিবাজ, লেখা চোর বিশেষণ লাভ করি
তখন উলোবনে মুক্তা ছড়াতে নিরুতশাহিত হই আর ননে মনে বলি ফিরায়ে নাও এ সভ্যতা, ফিরায়ে দাও হাতে কলমে কপি করার সেই সোনালী
দিন। ছোট খোকা বড় হও, বড় হবা না?

২৩ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২০

সোনাগাজী বলেছেন:


কপিপেষ্ট হলো, অন্যর লেখাকে হুবহু রেখে নিজের নামে প্রকাশ করা; এই সমস্যা ব্লগে ছিলো; ইহার সমাধান করার জন্য টিম আছে।

এবার যারা ইহাতে নেমেছেন, তারা রাজিবকে ও আপনাকে টার্গেট করে নেমেছিলেন, আক্রমণ করেছিলেন; পরে বুদ্ধি করে এডমিন থেকে পারমিশন নিয়ে লিগ্যাল হতে চেষ্টা করেছন, উদ্দশ্য মহৎ ছিলো না।

৩৩| ২৪ শে মে, ২০২২ রাত ১:৫৭

গরল বলেছেন: ব্লগার অপু তানভির তো একটা তালিকা দিয়েছে প্রমাণ সহ, এটা যে কেউ দিতে পারে। সেটা যাচাই বাছাই করে শাস্তি দেওয়ার দায়িত্ব ব্লগ টিমের। তবে যেহেতু প্রথমে অভিযোগগুলো শুধু ছিল রাজিব নুরের বিরুদ্ধে সেটা বুঝতে পেরেই মডু ব্যাপারটাকে ব্যাক্তি পর্যায়ে না রেখে ব্লগ পর্যায়ে বিস্তারের পরামর্শ দিয়েছেন। এতে তো লাভই হয়েছে, ক্ষতি তো কিছু হয় নাই। এখন আর অভিযোগ টা ব্যাক্তি পর্যায়ে নাই, এটাই কাম্য ছিল।

২৪ শে মে, ২০২২ রাত ৩:১৪

সোনাগাজী বলেছেন:



শুরুটা ছিলো খারাপ উদ্দেশ্য ও টার্গেট নিয়ে।

৩৪| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
কপিপেষ্ট হলো, অন্যর লেখাকে হুবহু রেখে নিজের নামে প্রকাশ করা; এই সমস্যা ব্লগে ছিলো; ইহার সমাধান করার জন্য টিম আছে।

আমিতো আমার সে সকল লেখায় সম্পাদনায় আমার নাম লিখেছি।
নিজের নামে চালাই নি। তারা যে লিষ্ট করেছে সেখানে ৩/৫টি পত্রিকার
খোঁজ পেয়েছেন! স্মি সবার নাম উল্লেখ না করে বলেছি
সম্পাদিত/ সম্পাদনায়। এটার মানে বুঝতে হলে কিছুদিন
পত্রিকা সম্পাদনা করতে হবে।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



এরা ব্লগের জন্য মাছের মায়ের পুত্র শোকে আছে। প্রথম টার্গেট ছিলো রাজিব, তারপর আপনি। ক্যাচাল বাঁধাতে নিয়ে সেছিলো কপিপেষ্টকে, পরে ব্লগটিম ইহাকে জায়েজ ঘোষণা দিয়ে কুল রক্ষা।

৩৫| ২৫ শে মে, ২০২২ রাত ৯:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: রসিব বিষয় নিয়ে প্রকাশ্যে আলোচনা করা কি ঠিক!

২৫ শে মে, ২০২২ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



আপনি এদের আলাপ আলোচনা শুনেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.