নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

যা\' সামান্য দেখি, তা\'ও ভুল দেখি!

২৪ শে মে, ২০২২ সকাল ১১:২৫



আমার চোখের সমস্যা বেড়ে গেলে, আমি অনেক কিছুকে ডবল ডবল দেখি; ইহা নিয়ে বেশ সমস্যা হয়েছে সময় সময়, এটি ১টি সমস্যার কাহিনী; বেশ আগের ঘটনা।

আমাদের এলাকায় বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ আছে, উহা ছোট ও চারিপাশ থেকে লোহের জালের উঁচু বেড়া দিয়ে ঘেরাও করা; বেলা ডুবার ঘন্টা'খানেক পর আমি গিয়ে ওখানে মাঝে মাঝে একা একা ফুটবল প্রেকটিস করি; ইহার নিজস্ব লাইট নেই, এক পাশ দিয়ে সাবওয়ে ট্রেনের দিকে রাস্তা গেছে, রাস্তার লাইটপোষ্টের সামান্য আলো আসে সেই পাশে, অন্য পাশে গাছপালা, বেশ আলো-আঁধারী।

এক গরমের রাতে আমি প্রেকটিস করতে গেলাম, আলোর পাশে প্রেকটিস করছি; সাবওয়ে ট্রেনের দিকে যাবার রাস্তাটি বেড়ার সাথে লাগানো; আমি বেড়ার উপর বল মারলে, আওয়াজে রাস্তার লোকজন চমকে উঠে; সে কারণে লোকজনের যাওয়া আসার সময় আমাকে খেলা বন্ধ করে রাখতে হয়। সেদিন অনেক লোকজন যাওয়া-আসা করছিলো; আমি ভাবলাম, অন্ধকার হলেও আমি অন্য পাশে চেষ্টা করে দেখি।

আধা অন্ধকারে দেখছি, সেই পাশে বেড়ার সাথে লাগানো উঁচু ধরণের ২টি গার্বেজ ক্যান (ড্রাম ) পাশাপাশি দেয়া আছে, ভালোই হলো, আমি ক্যান ২টিকে নিশানা করে বল মারতে পারবো। আনুমানিক ৫০ গজ দুর থেকে একটা ভালো শর্ট করলাম; খারাপ হয়নি, বাম পাশের ক্যানের অনেকটা গা'ঘেষেই বেড়ায় লেগে বল ফিরে এলো। কিন্তু আমি সেই অন্ধকারে দেখছি, ক্যান ২টি লম্বা হয়ে উপরের দিকে বেড়ে গেলো; আমি হতবাক, ২ জন মানুষ।

আমি বুঝলাম, আমি ভালো সমস্যার মাঝে আছি, ওখানে পাশাপাশি ২ জন মানুষ বসেছিলেন। আমি কাছে গিয়ে দেখি ২ জন মেয়ে, গাঁজার গন্ধে আশপাশ মৌ মৌ করছে। আমি হ্যালো ও স্যরি এক সাথেই বললাম। একটি মেয়ে বললো,
-অসুবিধা নেই, আমরা চলে যাচ্ছি, তুমি খেলো।
-স্যরি, আমার পায়ের কন্ট্রোল নষ্ট হয়ে গেছে, আমি তোমাদের থেকে অনেক দুরে বল মারার চেষ্টা করেছিলাম; কিন্তু পায়ের কারণে, তোমাদের গায়ে কাছে চলে এসেছিলো।
-চিন্তিত হয়ো না, গায়ে লাগেনি।
-তোমারা বসো, আমি আগের পাশ সরে যাবো।

এবার ২য় মেয়েটি মুখ খুললো,
-তুমি অনেকক্ষণ থেকে ওপাশে বল মারছিলে নেটের বেড়ায়, সবগুলো বলই তুমি খুবই সোজাসুজিভাবে মেরেছ। এখানেও তুমি সোাজাসুজি মেরেছ; তুমি কেন বলছে যে, আমাদের থেকে দুরে মারার চেষ্টা করছিলে? তোমার সুটিং দেখে তো মনে হয়নি যে, তুমি কোণাকুনিভাবে আমাদের থেকে দুরে মেরেছিলে!
-স্যরি, সেই ক্ষেত্রে আমার সঠিক কথাই বলা উচিত, তোমরা মনে কষ্ট নিও না, আমার চোখে কিছুটা সমস্যা আছে। তোমরা যখন বসা অবস্হায় ছিলে, আমার চোখের সমস্যার কারণে মনে হয়েছে যে, ২টি বড় গার্বেজ ক্যান। আমি আসলে, ক্যানগুলোকে নিশানা করে শ্যুট করেছিলোম। আমার সৌভাগ্য যে, আমার পায়ে কিছুটা সমস্যায় হওয়ায় আমি বেঁচে গেলাম।

মেয়ে ২টি জোরে হেসে উঠলো, ১ম মেয়েটি বললো,
-এই হলো কাহিনী, তুমি গার্বেজ ক্যান নিশানা করেই মেরেছিলে!




মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ সকাল ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার চোখেও ভালোই সমস্যা। ডাক্তার দেখিয়ে চশমা নিয়েছি অবশ্য। কিন্তু তবুও ভুল দেখি।

২৪ শে মে, ২০২২ সকাল ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



চশমা বেশ আগের থেকেই আমার নাকে ঝুলছ, খেলার সময় খুলে রাখি।

২| ২৪ শে মে, ২০২২ সকাল ১১:৪২

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশে হলে আপনার পিঠের ছাল তুলে নিতো ওই দুই মেয়ের গ্যাং পার্টি !!!

২৪ শে মে, ২০২২ সকাল ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ নিজেদের জীবনকে নিজেরাই কঠিন করে তুলেছে।

৩| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


১ম মেয়েটি যখন গাজা রেডি করছিলো,২য় মেয়েটি আপনার বল মারা দেখছিলো,আপনি দেখছিলেন ক্যান।

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:১৩

সোনাগাজী বলেছেন:



আলো আঁধারীতে, ৬০/৭০ গজ দুর থেকে আমার মনে হয়েছে যে, ওখানে ২টি গার্বেজ ক্যান রাখা হয়েছে।

৪| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:১১

শূন্য সারমর্ম বলেছেন:


চোখের সমস্যা পায়ের উপর চালানোর চেষ্টা করেছিলেন কেন প্রথমে?

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:১৫

সোনাগাজী বলেছেন:



এই দেশে কেহ যদি ব্যান্চে বসে থাকেন, তাঁর আশপাশের দিকে বল মারা বেকুবের কাজ হিসেবে গণ্য হওয়ার কথা।

৫| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: কে কখন কোথায় তামাক পাতার ফুল নিয়ে কাজ করে জানা কঠিন
(সমস্যা দাঁতে/মুখে !)

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:১৬

সোনাগাজী বলেছেন:



গন্ধে টের পাওয়া যায়।

৬| ২৪ শে মে, ২০২২ দুপুর ১২:২৬

মরুভূমির জলদস্যু বলেছেন: এই কাহিনী আগে পড়েছি B-)

২৪ শে মে, ২০২২ দুপুর ১২:৫৬

সোনাগাজী বলেছেন:




ব্যাপারটা কি, অপু তানভির থেকে জানতে হবে; আমি লেখার আগই কি ইহা কপিপেষ্ট হয়ে গিয়েছিলো?

৭| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: ভোরবেলা আধা ঘন্টা হাঁটবেন। ব্যস শেষ। সকালে যখন হাঁটতে বের হবেন আপনার স্ত্রীকে সাথে করে নিবেন।
আচ্ছা, আপনাদের কি কুকুর আছে। অনেকে নাকি সকালে কুকুর নিয়ে হাঁটতে বের হয়।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



না, আমাদর কোন কুকুর, বিড়াল বা পাখী নেই। আমি সকাল প্রতিদিন হাঁটি।

৮| ২৪ শে মে, ২০২২ দুপুর ১:৩৭

হাসান রাজু বলেছেন: গার্বেজ ক্যান ! দুটো মেয়েকে গার্বেজ ক্যান ভাবা তো খুবই অপমানজনক, মেয়ে দুটির জন্য। এরচে আগের ছুতাটা অনেক ভালো ।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



চোখ সমস্যা থাকলে কি অবস্হার মাঝে পড়ত হয় দেখছন?

কাউক পুরোপুরি বুঝতে হলে,তার দিকে অনেকক্ষণ তাকাতে হয়, ইহাও বড় সমস্যা।

৯| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:০৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার চোখের সমস্যা ছাড়া মোটামুটি শরীর ভালো তো?

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:



শরীরেও কিছু সমস্যা হয়, রিপেয়ার চলছে।

১০| ২৪ শে মে, ২০২২ দুপুর ২:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
ব্যাপারটা কি, অপু তানভির থেকে জানতে হবে; আমি লেখার আগই কি ইহা কপিপেষ্ট হয়ে গিয়েছিলো?



ইহা সম্ভবতো চাঁদগাজী নিক থেকে লিখে ছিলেন।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:



১০'এ ১০

১১| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আসকেই গার্বেজ ক্যান টার্গেট করছে।

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৫

সোনাগাজী বলেছেন:



১ম শব্দটি কি হবে? সটার কারণে বাক্য পরিস্কার হয়নি।

১২| ২৪ শে মে, ২০২২ বিকাল ৫:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলেই *

২৪ শে মে, ২০২২ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



আমি একা প্রকটিস করার সময় গার্বেজ ক্যান নিশানা করতাম; মাঠে বড় বড় গার্বেজ ক্যান থাকে।



}

১৩| ২৪ শে মে, ২০২২ রাত ৯:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গার্বেজ ক্যান : নো লাইফ
২ জন মহিলা : একসট্রিম লাইফ

..............................................................................
এ......................যাত্রা বেচেঁ গেলেন !!!


২৪ শে মে, ২০২২ রাত ৯:২৩

সোনাগাজী বলেছেন:



মনে সমস্যা না'থাকলে মানুষের চেহারায় তা বুঝা যায়।

১৪| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৪৭

গরল বলেছেন: মেয়ে দুটিকে গারবেজ ক্যান বলছেন ওরা কোন রাগ না করে উল্টো হাসলো!. ব্যাপারটা অবাকই লাগছে আমার কাছে, হাহাপগে।

২৪ শে মে, ২০২২ রাত ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



ওরা আমার চোখের সমস্যার কথা বিশ্বাস করেছিলো বিনা সমস্যায়।

১৫| ২৫ শে মে, ২০২২ সকাল ৮:৫১

বিটপি বলেছেন: আপনি কি গাঁজায় আসক্ত। গাঁজা খেলে নাকি এরকম দৃষ্টি বিভ্রম হয় শুনেছি।

২৫ শে মে, ২০২২ সকাল ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



না, আমি পান-তামাক, গাজা, কোনটাই খাই না। আপনি তো পান খেয়ে দাঁতগুলো নষ্ট করেছেন।

১৬| ২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:১৪

সাজিদ! বলেছেন: ভাগ্যিস গুলি করে নাই। ওইখানে এখন নাকি কথায় কথায় গুলি চলে। স্কুলে, মার্কেটে, সব জায়গায়।

২৬ শে মে, ২০২২ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:


ট্রাম্প, কোভিড-১৯ ও যুদ্ধ, ইত্যাদি আমেরিকায় বেশ হতাশার সৃষ্টি হয়েছে।

২৯ শে মে, ২০২২ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:



ইহা ক্যাপিটেলিজমের আরেকটা দিক।

১৭| ২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

জুন বলেছেন: ভালো লাগলো +

২৬ শে মে, ২০২২ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:



দুনিয়ার সমস্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.