নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১৭৮টি মালটি-নিক থেকে কি কারণে ব্লগার চাঁদগাজীর উপর আক্রমণ চালানো হয়েছিলো?

২৬ শে মে, ২০২২ রাত ৯:৪৫



কয়েক'শ মালটি-নিক বানায়ে ব্লগার চাঁদগাজীকে আক্রমণ করা হয়েছিলো; কি কারণে আক্রমণ চালানো হয়েছিলো, ব্লগার চাঁদগাজী ব্লগে দিনরাত বসে কি করছিলেন?

ব্লগটিম বলেছেন যে, তাঁরা এসব মালটি-নিক থকে ১৭৮টি নিককে ব্যান করেছেন। ১৭৮টি মালটি-নিক ব্যান হলো, 'চাঁদগাজী নিকটাকেও টেনে মাটিতে নামানো হলো', ব্যান খাওয়া ১৭৮টি মালটি-নিকের মাতাপিতাদের কি হলো, উনারা কেমন আছেন ব্লগে? ১৭৮টি মালটি-নিক বানায়ে ব্লগার চাঁদগাজীকে আক্রমণ করার জন্য কেহ কি কোনভাবে দায়ী নন?

১৭৮টি মালটি-নিক থেকে যখন আক্রমণ চলছিলো, ব্লগার চাঁদগাজী কি স্বাভাবিকভাবে ব্লগিং করতে পেরেছিলেন? চাঁদগাজী কি কখনো এসব মালটি-নিকের মাতাপিতাদের ব্যান চেয়েছিলেন? ৭ বছর ব্লগিং সময়ে, চাঁদগাজী নিক থেকে কখনো কোন নিকের কোন ধরণর শাস্তি চাওয়া হয়নি।

যেসব মালটি-নিক চাঁদগাজীর উপর আক্রমণ চালায়েছে, সেগুলো ব্লগেরও ক্ষতি করেছ, তারা ব্লগে ফ্লাডিং করেছ, বিশ্রী পরিবেশের সৃষ্টি করেছিলো, ব্লগটিমকে বিপাকে ফেলেছে; ব্লগটিম এসব মালটিনিকের মাতাপিতাদের খোঁজখবর নেননি কেন? ১৭৮টি মালটি-নিকের ২/১ জন মাতাপিতার নাম জানালে কি ভালো হতো না?

এত মালটি-নিক চালায়ে ও চাঁদগাজী নিকের বিপক্ষে প্রচার চালায়ে, যেসব ব্লগারেরা অবশেষে সফল হয়েছে, তাদেরকে অভিনন্দন জানানো উচিত, কি বলেন?

দীর্ঘ সময় ধরে, এত বড় প্রচেষ্টা চালানোর কারণ কি ছিলো? আমার ধারণা, চাঁদগাজীর ব্লগিং ষ্টাইল, ভাবনাচিন্তা, বিষয়সমুহের উপর ধারণা ইত্যাদি বেশ কিছু পরিমাণ ব্লগার পছন্দ করননি; তারা দল বেঁধে কাজটি করেছে। মালটি-নিক বানায়ে আক্রমণ করার জন্য তারা পুরস্কৃত হয়েছে; এগুলো সঠিক কাজ হতে পারে না।



মন্তব্য ৬১ টি রেটিং +১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২২ রাত ১০:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জাদিদ ভাই সামুর অফিসিয়াল ফেসবুক গ্রুপে বলেছেন আপনার চাদ্গাজী নিকটা আনব্যান করা সম্ভব না। কোন নিক স্থায়ী ভাবে ব্যান হওয়ার পর আর ফিরিয়ে দেয়ার কোন কানুন সামুতে নেই। ব্লগার নীল আকাশ কোন নিক থেকেই যেন আপনি ব্লগিং না করতে এমন কোন উপায় আছে কিনা জানতে চাইলে কাভা বলেন তেমন কোন সিস্টেম নেই। মাল্টি নিক থেকে ব্লগিং করতে ব্লগে কোন বাঁধা নেই।

২৬ শে মে, ২০২২ রাত ১০:১২

সোনাগাজী বলেছেন:



ভালো।
১৭৮টি মালটি-নিকের মাতাপিতারা চাঁদগাজীর উপর আক্রমণ করে ভালো কাজ করেছে, মনে হয়।

২| ২৬ শে মে, ২০২২ রাত ১০:০৬

প্রতিদিন বাংলা বলেছেন: মাল্টি নিক যদি বঁন্ধই করে দেয় তবে ,
যার বিপরীতে নিকগুলি ছিল তাকে আনবেন করেনা কোন যুক্তিতে কেন ?!
মডুরা কি পুষ্টির অভাবে ভুগছেন !?

২৬ শে মে, ২০২২ রাত ১০:১৩

সোনাগাজী বলেছেন:


আপনি কি লেখেন আমি বুঝি না; আপনার মন্তব্য বুঝতে আমাকে কোন একজন টিউটরের কাছে যেতে হবে, মনে হচ্ছে।

৩| ২৬ শে মে, ২০২২ রাত ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে ছাগু শ্রেণী খুব এক্টিভ। ব্লগে প্রচুর গদাম খাই বলে ছাগুগিরী করার জন্য অনেকে ফেসবুকে অপশান হিসেবে নিয়েছে। আমার ধারণা ঐ ১৭৮ টা মাল্টি নিক যারা খুলছে তাদের অধিকাংশই ছাগু , আর কিছু হেটারস। আগেও বলছি এখনো বলছি ব্লগে থাকতে হলে ছাগু আর হেটার্স এড়িয়ে চলুন।

২৬ শে মে, ২০২২ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:


যারা লিখতে জানে না, তাদের স্হান হবে ফেইসবুকে।

৪| ২৬ শে মে, ২০২২ রাত ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ১৭৮ আমার খুব পরিচিত একটা সংখ্যা। এটি আমার বাড়ির দাগ নাম্বার। বাড়ি ঠিকানা লেখার সময় এই ১৭৮ লিখতে হতো। তবে আমার কোনো মাল্টি নিক নাই।

২৬ শে মে, ২০২২ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:


আমি যা লিখি, ইহা কোনভাবে আপনাকে আহত করে থাকে?

৫| ২৬ শে মে, ২০২২ রাত ১০:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার এই মন্তব্যের কোন অংশটির কারণে আপনার মনে হলো আমি আহতো হয়েছি?

২৬ শে মে, ২০২২ রাত ১০:৫২

সোনাগাজী বলেছেন:



না, আপনার মন্তব্য থেকে নয়, আমি ওভারঅল জানতে চেয়েছি।

৬| ২৬ শে মে, ২০২২ রাত ১১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্টের শেষ প্যারাতে কিছু সংযুক্তি দরকার। আসলে ছাগুরা ছুপা রূপ ধারণ করে ব্লগে আসে।তাই তাদের আইডেন্টিফাই করা যায়না। তাদের সাথে আপনার হেটার্সরা এক জোট হয়েছে আপনাকে ব্লগে লেখা স্থায়ী ভাবে বন্ধ করার জন্য।এরা সংঘবদ্ধ বলে আমার ধারণা।

আমি শোনেছি, আপনি একজন মুক্তিযুদ্ধা। মুক্তিযুদ্ধারা প্রাণ দিবে কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবেনা। দেশদ্রোহীদের কাছে মাথা নত করবেনা।

জয় বাংলা বলে আগে বাড়ো।

২৬ শে মে, ২০২২ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



আমি দীর্ঘদিন ব্লগিং করছি, সবাইকে মোটামুটি বুঝি; যাদের ভাবনাচিন্তায় ভুল আছে, তারা কোনকিছু সঠিকভাবে করতে পারে না।

২৬ শে মে, ২০২২ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

৭| ২৬ শে মে, ২০২২ রাত ১১:১৮

শূন্য সারমর্ম বলেছেন:

চাঁদগাজী নিক নজরুলের হলে বিদ্রোহী" কবিতায় হয়তো মাল্টি নিকের আবহ থাকতো, ঐ নিক নিয়ে হয়তো দুঃখ আপনার যাবে না।


সোনাগাজীকে" চাঁদগাজী বানান।

২৬ শে মে, ২০২২ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



আসলে, নিক নিয়ে আমার দু:খ নেই; সামুতে তার আগেও আমার ৬টি নিক ব্যান হয়েছে; আমি ব্যাপারটাকে বুঝতে চাচ্ছি।

৮| ২৬ শে মে, ২০২২ রাত ১১:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি রাজনীতি বুঝেন,এসব নিকের মামলা তো ডালভাত হবার কথা; এসব নিক রোমন্থন না করে দরকারী বিষয়ে লিখুন।

২৬ শে মে, ২০২২ রাত ১১:৩৫

সোনাগাজী বলেছেন:



সেটা করার দরকার, করবো।

৯| ২৬ শে মে, ২০২২ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার পোস্টটি উদ্দেশ্য প্রণদিত ভাবে ৪৫০০+ পঠিত করা হয়েছে। বিচার চেয়েছিলাম পাইনি।

২৬ শে মে, ২০২২ রাত ১১:৩৭

সোনাগাজী বলেছেন:


টিম কিছু একটা নিয়ে ব্যস্ত, মনে হয়।

১০| ২৬ শে মে, ২০২২ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম নেক্সট টার্গেট নুরু ভাই নাহলে আমি।

২৬ শে মে, ২০২২ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:


চিন্তিত হওয়ার কারণ নেই, চিটাগং শহরের মানুষের জীবন নিয়ে লিখুন।

১১| ২৬ শে মে, ২০২২ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: মডারেটর অবশ্যই আপনাকে ব্যান করার আগে কারন সমূহ বলেছেন? হুট করে কি আপনাকে ব্যান করা হয়েছে? নিশ্চয়ই না।

আমি জানতে চাই ব্লগটিম কেন আপনাকে ব্যান করলো। আপনি কি অন্যায় করেছেন?
আমি তো আপনাকে কোনো অন্যায় করতে দেখিনি। সত্য কথা বলি, আমি ব্লগিং শিখেছি আপনার কাছ থেকে।

২৭ শে মে, ২০২২ রাত ১২:১০

সোনাগাজী বলেছেন:



সামুতে আসার আগে, আপনার সাথে অন্য ব্লগেও ব্লগিং করেছি; বাংলা ব্লগিং সব সময় এই রকমই ছিলো; চিন্তিত হওয়ার কারণ নেই; যারা লিখতে জানে না, তারা সব সময় ঝামেলা করে।

১২| ২৬ শে মে, ২০২২ রাত ১১:৫০

রাজীব নুর বলেছেন: আমি জানতে চাই- ব্লগ নীতি মালা ভঙ্গের কারনে কি আপনাকে ব্যান করা হয়েছে?
নাকি কতিপয় ব্লগার আপনার নামে লাগাতার অভিযোগ দিয়েছেন, সেজন্য আপনাকে ব্যান করা হয়েছে?

২৭ শে মে, ২০২২ রাত ১২:০০

সোনাগাজী বলেছেন:


আপনি চিন্তিত হবেন না, ব্লগটিম জানেন, তাঁরা কি করছেন।

১৩| ২৬ শে মে, ২০২২ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: আপনি সামুর সেরা ব্লগার
আপনি সামুর হিট ব্লগার
আপনি সেলিব্রেটি ব্লগার
আপনি সামুর সুপার ব্লগার
আপনি সামুর হিরো।

২৭ শে মে, ২০২২ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:


এখন আমি সামুর কেহ নই; আমরা ব্লগিং ভালোবাসি, আমরা আছি।

১৪| ২৭ শে মে, ২০২২ রাত ১২:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
না, আপনার মন্তব্য থেকে নয়, আমি ওভারঅল জানতে চেয়েছি।


না।
আপনার সাথে আমার ব্যক্তিগত স্বার্থ বা দন্ধ নেই।
সরাসরি ব্যক্তি আক্রমন করে কিছু না লিখলে আমার আমার আহত হওয়ার কিছু নেই।
আপনার কিছু কিছু পোস্ট আমার বেশ পছন্দ হয়, আপনার লেখনির কারণে। আবার কিছু কিছু অপছন্দ হয়। যেমন এই পোস্টটি পছন্দ হয়নি।
এবং আপনার কিছু কিছু মন্তব্য খুবই বাজে হয়।

২৭ শে মে, ২০২২ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:


আমার মন্তব্যে, আপনার কি মনে হয়েছে, আপনি 'ব্যক্তি আক্রমণ'এর শিকার হয়েছেন?

১৫| ২৭ শে মে, ২০২২ রাত ১২:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি এদের ভয় পায়না। আমার খুব ঘনিষ্ট একজন এখানে ব্লগিং করেন। উনার নিক দেখল ছাগু সিন্ডিকেট ডরে মুতে দিবে।

২৭ শে মে, ২০২২ রাত ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



যারা ভালো ব্লগিং পারে না, তারা খুবই ডেসপারেট ধরণের লোকজন।

১৬| ২৭ শে মে, ২০২২ রাত ১:১৪

নতুন বলেছেন: যারা ব্লগে কারুর পেছনে লাগার জন্য নিক তৌরি করে, কোন ব্লগারকে বাজে মন্তব্য করে তাদের জন্য কস্ট হয়।

তারা ব্যক্তি জীবনে অসুখী, কোন ভালো কাজ নেই, পড়াশুনা কম, জ্ঞান কম,

তাই তাদের নিয়ে সময় নস্ট করবেন না। ওদের ইগরন করুন। যেই ভাবে ইচ্ছা মুড়ি খেতে দিন....

২৭ শে মে, ২০২২ রাত ১:৩৪

সোনাগাজী বলেছেন:



ওদের লেখা মেখা নিয়ে মাথা ঘামানোর মতো কিছু ছিলো না; কিন্তু ওরা ১৭৮টি নিক থেকে আমাকে আক্রমণ করেছিলো, ইহা তাদের জন্য একটা বড় ধরণের সফল প্রজেক্ট।

১৭| ২৭ শে মে, ২০২২ রাত ১:৩৫

রাজীব নুর বলেছেন: সামুতে আপনার মতো শক্তিশালী ব্লগার আমি খুঁজে পাই না। আমার চোখে পড়ে না।
আপনি কোনোদিন এক লাইন কপিপেস্ট করেন নাই। এমন কি অন্যের লেখার থিম নিয়ে নিজে কিছু লিখেন নাই। একদম ১০০% স্বতন্ত্র ব্লগার আপনি।

আপনাকে একটা আশার বানী দিতে চাই-
৭১ এ যারা এই দেশের ক্ষতি করেছিলো। মানে রাজাকারদের কথা বলছি।
যারা ৭৫ এ স্বপরিবারে শেখ মুজিবকে হত্যা করেছিলো।

বহু বছর পর কিন্তু তাদের বিচার হয়েছে। তাঁরা শাস্তি পেয়েছে। কেউ ছাড় পায় নাই।

২৭ শে মে, ২০২২ রাত ১:৪১

সোনাগাজী বলেছেন:



আপনার মনে আছে, আপনি রবীঠাকুরকে নিয়ে লিখতেন; আমি এটা সেটা নিয়ে লিখতাম; কিন্তু ব্লগিং নিয়ে আমাদের ভাবনায় মোটামুটি মিল ছিলো। এখন অনেকের সাথে মিল নেই।

১৮| ২৭ শে মে, ২০২২ রাত ২:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি চাঁদগাজী ভাইয়ের বিরুদ্ধে জানা আপাকে ইমেইল করেছিলাম। তখন, ব্লগিং করতাম আবেগের কারণে। কিন্তু, উনি চলে যাওয়ার পরে, তাঁর অভাব অনুভব করছি। তাঁকে ব্যানমুক্ত করার জন্যে অনুরোধ করেছিলাম।

আমার মতো অনেকেই হয়তো ব্যাপারটা অনুভব করছেন। কিন্তু, কীভাবে ব্যাপারটা মডারেটরদের কাছে তুলতে হোয়, হয়তো বুঝতে পারছেন না।

আপনি যদি ব্লগার চাঁদগাজী হয়ে থাকেন, ঐ নিকটা ফিরে পাওয়া কি খুব জরুরী? আমরা আপনার লেখা পড়ে 'প্রায়' আগের মতোই মজা পাচ্ছি। অনেক কিছু শিখতে পারছি।

প্রায় বললাম এই কারণে যে- কেন যেন আগের মতো কমেন্টের ধারটা নেই।

সর্বোপরি, উনি ভালো থাকুন এই কামনা করি।

২৭ শে মে, ২০২২ রাত ২:৪৭

সোনাগাজী বলেছেন:



সঠিকভাবে কমেন্ট কারার কারণে, সামুর আগে ৩ ব্লগ থেকে আমাকে পুরোপুরি ব্যান করা হয়েছিলো; সামুতে সঠিকভাবে কমেন্ট করায়, ৬টি নিক ব্যান করা হয়; তারপর, শুরু হয় চাঁদগাজী নিকে ব্লগিং; তখন আমি কম্পরোমাইজ করাতে, চাঁদগাজী নিকটি ৬ বছর ১০ মাস টিকে থাকে। চাঁদগাজী নিককে কমেন্টের জন্য ব্যান করা হয়নি, অন্য কোন কারণ আছে।

এই নিক থেকে আমি আমার মতো করে কমেন্ট করবো না; এই নিকটা দিয়ে আমি নানা ধরণের এক্সপেরিমেন্ট করবো।

১৯| ২৭ শে মে, ২০২২ সকাল ১০:১৭

শেরজা তপন বলেছেন: আপনি তো মহা ভাগ্যবান মানুষ ভাই! মন খারাপ না করে একটা পার্টি দেন

২৭ শে মে, ২০২২ সকাল ১১:৪১

সোনাগাজী বলেছেন:



দেশে এলে ব্লগারদের নিয়ে পার্টি দেবো।
ব্লগটিম ১৭৮টি মালটি-নিক ব্যান আমাকে রক্ষা করেছে; তারপর, একসময় আমাকেও ব্যান করে দিয়েছে, টিমকে অভিনন্দন।

২০| ২৭ শে মে, ২০২২ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: আমার মন বলছে চাঁদগাজী কে ব্যান মুক্ত করা হবে।

২৭ শে মে, ২০২২ দুপুর ১২:৪৪

সোনাগাজী বলেছেন:


ব্লগটিমের ভুল সিদ্ধান্তটার সমাধান হবে একদিন।

২১| ২৭ শে মে, ২০২২ দুপুর ১২:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দুঃখজনক।

২৭ শে মে, ২০২২ দুপুর ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



কিছু মানুষ সঠিক কাজ করতে পারে না, কিন্তু তারা দল বেঁধে বেঠিকটাকে চাপিয়ে দেয় সাময়িকভাবে হলেও।

২২| ২৭ শে মে, ২০২২ দুপুর ২:০২

রানার ব্লগ বলেছেন: ১৭৮ টা মাল্টি আপনার পেছনে লেগেছিল। বোঝাই যাচ্ছে আপনি বেশ রোমান্টিক একজন মানুষ। সেলিব্রিটিদের এমন সমস্যা সহ্য করতেই হয়। সোনাগাজী ও ভালোই চলছে। চলতে দিন।

২৭ শে মে, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:




ব্লগটিম ১৭৮ নিকের মাতাপিতাকে অভিনন্দন জানাতে ভুল গেছেন।

২৩| ২৭ শে মে, ২০২২ দুপুর ২:৫৯

নূর আলম হিরণ বলেছেন: এই ১৭৮টি নিক ব্লগ টিমকে প্রভাবিত করতে পেরেছে, এটা খুবই দুঃখজনক।

২৭ শে মে, ২০২২ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:


ব্লগটিম এদের মাতাপিতাকে খুঁজে পাননি, মনে হয়।

২৪| ২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তাদের নাম উল্লেখ করেন।

২৭ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



আপনি লিখে রাখতে চাইলে, আমি বরং ১৯৭১ সালের ৩০ লাখ শহীদের নাম বলতে চাই।

২৫| ২৭ শে মে, ২০২২ রাত ৮:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাইয়া,
অঃ টঃ ব্লগে পোস্টে বা মন্তব্যে ভিডিও কিভাবে আপলোড করে? সোনাবীজ ভাই কে জিজ্ঞেস করছিলাম। ফেবুতে বলবেন বলে আর বলেন নি।

২৭ শে মে, ২০২২ রাত ৯:০০

সোনাগাজী বলেছেন:



আমি জানি না, কখনো করিনি; সত্যপথিক শ্যায়ান হয়তো বলতে পারবেন।

২৬| ২৭ শে মে, ২০২২ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভয়াবহ বিষয়।

আপনি কেমন আছেন? দেশে আম কাঠালের সিজন শুরু হচ্ছে। আমি গতকাল দুপুরে দেশে ফিরেছি। খুব সম্ভব কাল থেকে অফিস করবো।

ব্লগে ঝামেলামুক্ত থাকুন। ঝামেলাবিহীন ব্লগিং করুন।

২৮ শে মে, ২০২২ সকাল ১১:০৭

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, ভালো আছি; কোথা থেকে ফিরলেন? দেশে আমের ফলন কেমন?

২৭| ২৭ শে মে, ২০২২ রাত ৯:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যে ব্লগ নিকে একজন ব্লগার নিয়মিত লেখালেখি করেন তা উনার কাছে অমূল্য সম্পদের মত। এ ধরনের নিক ব্যান হওয়া একজন ব্লগারের অপুরনিয় ক্ষতি।
ব্লগ টিমেরও হয়তো আর কোন উপায় ছিল না।
চাদগাজী নিকের জন্য সমবেদনা রইল।

২৭ শে মে, ২০২২ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:



ব্লগটিমের উপায় ছিলো না, চাঁদগাজীকে ব্যান না করলে, পুরো টিমের ফাঁসি হয়ে যেতো; আল্পের জন্য বেঁচে গেছে।

২৮| ২৭ শে মে, ২০২২ রাত ১০:০১

আশিকি ৪ বলেছেন: একদিন সবিকিছু নষ্টদের অধিকারে চলে যাবে।

২৭ শে মে, ২০২২ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



নষ্টরা বেশীদুর যেতে পারেনি কোন সময়।

২৯| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:০৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বড়ভাই, কেমন আছেন?
অযোগ্য, অপদার্থ লোকেরা সবসময়ই অন্যকে ছোট করে নিজেরা বড় হতে চায়!
তবে এসব নিকগুলোর ব্যাপারে ব্লগটিমের আরো সতর্ক হওয়া উচিৎ ছিল এবং "চাঁদগাজী" নিকটা স্থায়ীভাবে ব্যান করে দেয়ার আগে তাদের আরো সময় নিয়ে চিন্তা করা দরকার ছিল বলে আমি মনে করি। সেইসাথে "চাঁদগাজী" নিকটাকে আনব্যান করার কোন উপায় থাকলে ব্লগটিমকে তা ভেবে দেখার জন্য অনুরোধ করব।

অশেষ শুভকামনা সবসময় আপনার জন্য।
আপনি সামু ব্লগের গর্ব!!

২৮ শে মে, ২০২২ বিকাল ৪:০৩

সোনাগাজী বলেছেন:




ধন্যবাদ, ব্লগটিম কোন কিছু একটা করছ, মনে হয়।

৩০| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:০৯

রানার ব্লগ বলেছেন: অভিনন্দন ১৭৮ নিকের মাতা পিতার প্রতি !!!

২৮ শে মে, ২০২২ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:



মাতাপিতারা ব্লগে আছেন, আরো নিক জন্ম দিচ্ছেন নিশ্চয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.