![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
পদ্মাসেতু চালু হলে, ঢাকায় দরিদ্র মানুষের ভীড় বাড়বে, আগামী ঈদে ঢাকায় গরুর দাম কিছুটা কমবে; পদ্মার পশ্চিমপাড়ে মাছ ও সবজির দাম বেড়ে যাবে; ঢাকায় চাকুরীরত পশ্চিম পাড়ের লোকজন আগের থেকে বেশী বাড়ি যাবে, পশ্চিম পাড়ে ট্রাফিক বাড়বে; ঢাকার ধনীরা দক্ষিণ পশ্চিম অন্চলে গাড়ীতে বেড়াতে যাবে; পশ্চিম পাড়ে কাপড়ের দাম কমবে; বসুন্ধরা ও অন্য হাউজিং কোম্পানীগুলো কিছু জমি কিনবে, অন্য কর্পোরেশনগুলোও জমি কিনবে। খুলনা এলাকার অনেক মেয়ে ঢাকাতে কাজের খোঁজে আসবে। পশ্চিম পাড়ে মহিষ কমে যাবে। সামনের বছরগুলোতে বরিশাল, খুলনা, পটুয়াখালীতে সাইক্লোন হলে, অনেক দরিদ্র পরিবার ঢাকায় আসার চেষ্টা করবে।
এর থেকে আর বেশী কি কি ঘটতে পারে? খুলনার পোর্ট কিছুটা জীবন ফিরে পাবে? পশ্চিম পাড়ে নতুন কোন শিল্প গড়ে উঠার সম্ভাবনা আছে? ওখানে কোন কাঁচামাল আছে? আমার মনে হয় না। পশ্চিম পাড়ের মানুষের হাতে কি নোয়াখালী, কুমিল্লা, সিলেটের মানুষের মতো টাকা আছ? আমি ঠিক জানি না, বরিশালের লোকজনের কাছে টাকা পয়সা আছে কিনা! খুলনার লোকজনের কাছে টাকা পয়সা নেই, মনে হয়।
উদ্ভোধন নিয়ে যেই রকম তুগলকি কান্ড হচ্ছে, ইউক্রনে যু্দ্ধ না'বাঁধলে বাইডেন ও ইউএন সেক্রেটারী অবশ্যই উপস্হিত থাকতেন। যেই মাপের সিকিউরিটি পদক্ষেপ নেয়া হয়েছে, তাতে কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীরাও আরাকান চলে গেছে ২/১ সপ্তাহের জন্য। পদক্ষেপে একটা বিষয় বাদ পড়ে গেছে, সেতুর মাঝেখানে ১টি সেনানিবাস খোলা হয়নি। ঢাকার দুষ্ট পুলিশেরা প্রাইম মিনিষ্টারের মাথায় কি ভয় ঢুকায়ে দিয়েছে কে জানে!
আগামী ভোটের পোষ্টারে শেখ সাহেব ও শেখ হাসিনার ছবির সাথে পদ্মাসেতুর ছবি থাকবে।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:৫২
সোনাগাজী বলেছেন:
আপনি কোন তীরে আছেন? তীর বদলান!
২| ২৩ শে জুন, ২০২২ সকাল ১০:৫২
ইমরোজ৭৫ বলেছেন: পদ্মাসেতু হওয়াতে ভালই হয়েছে।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:৫৪
সোনাগাজী বলেছেন:
পশ্চিম তীরে থাকলে, মাছের বাজারে গেলে টের পাবেন।
৩| ২৩ শে জুন, ২০২২ সকাল ১০:৫৩
ইমরোজ৭৫ বলেছেন: আমি মুন্সিগজ্ঞ এর গজারিয়াতে থাকি।
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:৫৫
সোনাগাজী বলেছেন:
ভালো যায়গায় আছেন।
৪| ২৩ শে জুন, ২০২২ সকাল ১১:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর এভাবেই আরও সামনে এগে যাক
আমাদের দেশ------ভাল থাকবেন দাদা
২৩ শে জুন, ২০২২ সকাল ১১:৩৩
সোনাগাজী বলেছেন:
১০ বছরে সাড়ে ৬বিলিয়ন ডলার খরচ করে সেতু বানায়ে সরকার বেশ তুংগে আছে; হয়তো, আরো ২/১ খানা বানাবে।
৫| ২৩ শে জুন, ২০২২ সকাল ১১:২০
নতুন বলেছেন: যে সত্য কথা বলে তার কোন কিছুই মুখস্ত রাখতে হয় না।
তেমনি যে ভালো কাজ করে তার ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা লাগে না। সরকারের জবাব দিহিতা কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে জনগনকে ভাবতে হবে। সেটা নিয়ে কথা বলতে হবে।
২টা পদ্মা সেতু খুবই দরকার আমাদের দেশে। ফেরির জন্য অনেক অসুবিধা হচ্ছে দক্ষিনের মানুষদের। আমার বাড়ী ফরিদপুর, একবার আমাকে বিমান বন্দরে নামিয়ে দিয়ে আমার মামা ফরিদপুরে পৌছানোর আগে আমি মালোয়েশেয়াতে আমার বাসায় পৌছে ছিলাম।
এই বছরও মানুষ ১ রাত ফেরী ঘাটে কাটিয়েছে কুয়াসার কারনে। ঝড়ের কারনে ফেরী বন্ধ থাকে অনেক সময়। অনেক মানুষ ঢাকা নেবার আগেই পথে মারা গেছে, ফেরী ডুবে এখনো অনেক মানুষ দেশে মারা যায়।
শুধুই ফেসবুক মোবাইলে চালিয়ে আধুনিক হলেই চলবেনা। মানুষকে আধুনিক বিশ্বের মতন ভাবতে হবে, রাজনিকিতদের জবাব দিহিতার মধ্যে আনতে হবে।
২৩ শে জুন, ২০২২ সকাল ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
দেশ স্বাধীন হওয়ার সাথে সাথেই সেতুর দরকার ছিলো; সরকারগুলো পারেনি বলেই, সেতুটা এক বিশাল ব্যাপারে পরিণত হয়েছে।
৬| ২৩ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৫
শাহ আজিজ বলেছেন: আরও অনেক সেতু দরকার দেশে ।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৩১
সোনাগাজী বলেছেন:
সাধারণ মানুষের পেছনে বিনিয়োগ করার দরকার, সেতু পরে; মানুষকে দাঁড়াতে দিলে, সেতু করতে লাগবে ২/৩ বছর; না'হয় সতু বানাতে লাগবে ১০/১২ বছর।
৭| ২৩ শে জুন, ২০২২ দুপুর ১:২১
অক্পটে বলেছেন: সেতুটা সত্যিই একটা বিশাল ব্যপার। সেতু না বানালেও টাকা পাচার হতো তার চেয়ে ভালো আমরা সেতু পেয়েছি। টাকা জনগণ পে করবে সন্দেহ নাই। আমাদের দ্রব্যমূল্য আরো আকাশ চুম্বী হবে। যারা লুট এবং পাচার করেছে তাদের দ্রব্যমূল্যের দাম বাড়ায় না বাড়ায় কিছু আসে যায়না। এবছর গত বছরের চেয়েও বেশি টাকা গেছে সুইস ব্যাংকে। বাংলার পশুরা সুইস ব্যাংকে টাকার পাহাড় করছে আমরা দেনা করে সেতু বানাচ্ছি।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৩
সোনাগাজী বলেছেন:
এই সেতুটা আগেও যেকোন সময়ে করা যেতো; এত দেরীতে, তারপরেও চীনাদের দ্বারা সেতু করাতে জাতির বেশী লাভ হয়নি।
৮| ২৩ শে জুন, ২০২২ দুপুর ১:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার বেশ আনন্দ হচ্ছে। কারণ আমি ঝালকাঠিতে থাকি।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৫
সোনাগাজী বলেছেন:
দেখা যাক, কি পরিমাণে চাকুরী বাড়ে, কি পরিমাণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, কি পরিমাণ ছেলেমেয়ের বেকারত্ব কমে!
৯| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
নোটে সেতু ঢুকবে কবে?
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৬
সোনাগাজী বলেছেন:
নোটেও যাবে।
১০| ২৩ শে জুন, ২০২২ দুপুর ২:৫১
রাজীব নুর বলেছেন: শেষমেষ দরিদ্র একটা দেশে সেতু হয়েছে এটা বিরাট ব্যাপার। আনন্দেরও বটে। আমাদের এলাকার জমির দাম ৫ গুণ বৃদ্ধি পেয়েছে। অলরেডি মাওয়াতে আমাদের এক আত্মীয় আবাসিক হোটেল বানিয়েছে।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৭
সোনাগাজী বলেছেন:
জমির দাম বাড়াতে জমির ক্রেতা কারা হবে? কৃষক, নাকি বসুন্ধরা?
১১| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৩৮
মোহাম্মদ গোফরান বলেছেন: বিএনপি জামাতের এক্টিভিস্টদের ঘুম হারাম করে দিসে পদ্মা সেতুর উদ্ভোদন। যেন পদ্মা সেতু না হলেই দেশে সব ঠিকঠাক থাকত।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৮
সোনাগাজী বলেছেন:
শেখ হাসিনার আগে যারা সরকার চালায়েছিলো, যেকোন সরকার ইহা করতে পারতো; তাদের মগজ ছিলো না।
১২| ২৩ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
তেড়া করে লিখলেও লিখেছেন ভালো।
সত্যি বলতে ভালোর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো, সময় বাঁচবে। আর সময় মানেই অর্থ। তবে ঐ পারের মানুষের জীবনচালচিত্র পাটে যাবে ধুম করে।
২৩ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৬
সোনাগাজী বলেছেন:
সেতু দরকারী জিনিষ, ব্যস্ত মানুষদের সময় বাঁচবে।
পশ্চিমতীরে সাধারণ মানুষ, অব্যবসায়ী, বেকারই বেশী; তাদের ভাগ্য খুব একটা বদলাবে না; মাছ ও তরকারী ব্যবসায়ীদের লাভ কিছুটা বাড়বে। যদি পশ্চিম তীরে কলকারখানা হয় কোনদিন, তখন বুঝা যাবে।
১৩| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের চেয়েও অনেক অকার্যকর রাষ্ট্রে, গরীব দেশে বড় বড় প্রজেক্ট হয়। কিন্তু এখন আওয়ামী লীগ আর সাংঘাতিকরা মিলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করেছে যে, এখন এই সেতুই 'চেতনা' দন্ড হয়ে দাঁড়িয়েছে...
২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
সোনাগাজী বলেছেন:
আওয়ামী লীগ ও সরকার মিলে সেতু নিয়ে এমন চীৎকার দিচ্ছে যে, মনে হচ্ছে, আমরা স্বাধীন হয়েছিলেম শুধুমাত্র পদ্মায় ১টা সেতু করার জন্য!
১৪| ২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এই সেতু আরও আগেই করা যেত। কিন্তু বোকা জনগণ সেটা জিজ্ঞেস করতেও জানে না। ব্যক্তি পর্যায়ে অল্পে তুষ্টি ভালো কিন্তু জাতীয় পর্যায়ে এত অল্পতে তুষ্টি জাতির জন্য ভালো না। আমরা মনে করি আমরা ভারত আর পাকিস্তানের চেয়ে ভালো আছি। এই খুশিতেই আমরা পিছিয়ে পড়ছি।
জনগণ নিজের ভালোটাও ভালো করে বোঝে না। ফলে এদের বোকা বানানো সহজ।
২৩ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২
সোনাগাজী বলেছেন:
মানুষ যেই রকম অশিক্ষিত, শিক্ষিতদের পড়ালেখার মান যেত নীচু, বিসিএসরা যেভাবে অদক্ষ, সাইফুর রহামান ও মুহিতেরা যেই ধরণের কেরানী, জাতি বড় কিছু কিভাবে ভাববে?
১৫| ২৩ শে জুন, ২০২২ রাত ৮:৫৬
ভার্চুয়াল তাসনিম বলেছেন: মাওয়ায় ৯ কোটি টাকা দিয়ে ৯০টি শৌচাগার তৈরি হয়েছে।
২৩ শে জুন, ২০২২ রাত ৯:১৫
সোনাগাজী বলেছেন:
ঐদিকের লোকদের পেটের সমস্যা আছে?
১৬| ২৩ শে জুন, ২০২২ রাত ৯:১৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: তা জানিনা। তবে মির্জা ফকরুল বলছেন এই টাকা ত্রাণ কাজে ব্যবহৃত হওন উচিত আছিল।
২৩ শে জুন, ২০২২ রাত ৯:২২
সোনাগাজী বলেছেন:
মুরগীও একটি পাখী, মির্জাও একজন রাজনীতিবিদ! বেগম জিয়া উনাকে ৫ বছর অস্হায়ী পদে রেখেছিলেন, লোকটার মগজ নেই। আওয়ামী ব্যবসায়ীরা পায়খানার ব্যবসা করা সম্ভব, ওদের মাথায় উহার ভাবনা আছে।
১৭| ২৩ শে জুন, ২০২২ রাত ১১:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
সেতু চালু হওয়ার খবরে পদ্মাসেতু বিরোধীরা চুলকাইতে চুলকাইতে সারা শরীরে ফোস্কা ঘা বানিয়ে ফেলেছে।
দেশে এখন মলম সংকট আসন্ন।
২৩ শে জুন, ২০২২ রাত ১১:২৭
সোনাগাজী বলেছেন:
আপনি মলম বিক্রয়ের জন্য উপযুক্ত মানুষ।
২৩ শে জুন, ২০২২ রাত ১১:২৭
সোনাগাজী বলেছেন:
না দেখে, সাড়ে ৬ বিলিয়ন লিখতে কতবার চেষ্টা করতে হবে আপনাকে?
১৮| ২৪ শে জুন, ২০২২ রাত ১২:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
২৫ তারিখে পদ্মাসেতু চালু হলে
আর কিছু হোক বা না হোক
ওই দিন রাতে সাভারের এক
পোলা ও ফরিদপুরের এক
মাইয়ার সাথে শুভ বিবাহ
ঘটিবে। আপনার দাওয়াত
রহিলো, আসিতে হইবে
কিন্তু!
১৯| ২৪ শে জুন, ২০২২ রাত ১:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
১০ লাখে ১ মিলিয়ন
১০০ লাখে এক কোটি। মানে ১০ মিলিয়নে ১ কোটি
১০০ কোটি বা ১০০০ মিলিয়নে ১ বিলিয়ন।
এক বিলিয়ন 1,000,000,000,
ছয় বিলিয়ন 6,000,000,000,
ভারত বাংলার মানুষ আরো আদীম যুগ থেকে আরো দক্ষতার সাথে নিজ ভাষায় গুনতে পারতো। আর পশ্চিমারা জানে শুধু থাউজেন্ড মিলিয়ন আর বিলিয়ন।
বাংলা ভাষা উনেক উন্নত। সবগুলো সংখ্যার নাম আছে সেই আর্যভট্টের আমল থেকেই। এ নিয়ে একটা পোষ্ট দেয়ার ইচ্ছে ছিল অনেক আগে, কিন্তু অনেক কিছু ভুলে গেছি।
একক
দশক
শতক
সহস্র বা হাজার
অযুত
লক্ষ
নিযুত (মিলিয়ন)
কোটি
অর্বুদ-
বৃন্দ- (বিলিয়ন)
খর্ব-
নিখর্ব-
পদ্ম-
মহাপদ্ম-
শঙ্খ
অন্ত্য
মধ্য
পরার্ধ
২৪ শে জুন, ২০২২ রাত ১:৪৪
সোনাগাজী বলেছেন:
আপনি পদ্মাসেতু নিয়ে লেখেন; ল্যাভালীনের ঘটনা উল্লেখ করিয়েন, উল্লেখ করিয়েন কি করে দেশ ০.৭৫% হারের ঋণ হারালো।
২০| ২৪ শে জুন, ২০২২ রাত ২:১৯
হাসান কালবৈশাখী বলেছেন:
০.৭৫% হারের ঋণ রেল সেতু বাদে মামুলি একটা ফালতু সেতু হইতো। সেটা কি ভালো হইতো?
ঋন বরাদ্দ ছিল মাত্র ১.২ বিলিয়ন, বাকি টাকা বাংলাদেশকেই খরচ করতে হইতো।
বর্তমানে ১.২ বিলিয়ন হাসিনার হাতের ময়লা।
বঙ্গবন্ধু সেতুতেও বিম্পি বিশ্বব্যাঙ্ক নকশায় রেল লাইন ছিলনা,
হাসিনা এসে শক্তি প্রয়গ করে অনেক বিশেসজ্ঞ পরামর্শ উপেক্ষা করে রেললাইন যুক্ত করেন।
রেল হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যাবস্থার লাইফ লাইন।
২৪ শে জুন, ২০২২ ভোর ৫:৪৩
সোনাগাজী বলেছেন:
আপনার মতো সাপোর্টারদের কারণে মানুষ শেখ সাহেবের উপর আস্হা হারায়েছিলো।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২২ সকাল ১০:৫০
ইমরোজ৭৫ বলেছেন: ..