নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: ইউনুস সাহেব পদ্মার উদ্বোধনে যোগদান করবেন তো?

২৪ শে জুন, ২০২২ রাত ১০:৪৭



পদ্মার উদ্বোধনে ড: ইউনুস সাহেবকে নিমন্ত্রণ করা হয়েছে; আশাকরি, উনি যোগদান করবেন; যদি উনি কোন কারণে যোগদান না করেন, ইহা হবে মারাত্মক ভুল। আওয়ামী লীগের কোন এক লিলিপুটিয়ান অংশ থেকে, কিংবা ড: ইউনুস-বিরোধীদের থেকে, ২০১২ সালে একটা মিথ্যা অপবাদ প্রচার করা হয়েছিলো যে, বিশ্ব ব্যাংকের ঋণ বন্ধে ড: ইউনুসের হাত আছে। ইহা কারো পিগমী মগজের বিশাল আবিস্কার। বিশ্ব ব্যাংক এমন একটি সংস্হা, যা নিজেদের নিয়ম মেনে চলে; সেখানে বাহিরের কারো হস্তক্ষেপের সুযোগ ও সম্ভাবনা নেই।

বিশ্ব ব্যাংকের নিজস্ব নিয়ম আছে, নিয়মের অধীনে ঋণ দেয়া হয়। পদ্মার বেলায় যা ঘটেছে, পদ্মাসেতুর প্রজেক্টে বিশ্ব ব্যাংক দুর্নীতির উপস্হিতি জেনেছে কানাডিয়ান পুলিশ থেকে, এবং বাংলাদেশ সরকারের কাছে ইহার রিমেডি চেয়েছিলো। ঘটনাটা ছিলো, বিশ্ব ব্যাংকের প্রজেক্টগুলোতে আন্তর্জাতিক মানের সিভিল ইন্জিনিয়ারিং অনেক কোম্পানী এনলিষ্টেড থাকে, যারা টেন্ডারে অংশ নেয়। সেই রকম ১টি ফার্ম ছিলো কানাডার এনসিআর ল্যাভানীন; ওরা ইনস্পেকশান করার কাজ পাবার চেষ্টা করছিলো পদ্মাসেতুতে। ল্যাভলীন যে পদ্মাসেতুতে বাংলাদেশের কয়েকজনকে ঘুষ দিয়েছিলো, সেটা বেরিয়ে আসে পরোক্ষভাবে।

আসলে, কানাডার ট্যাক্স ডিপার্টমেন্ট ফার্মটিকে ধরেছিলো, কম রেভেনিউ দেখায়ে, কম ট্যাক্স দেয়ার কারণে। ইনভেষ্টিগেশনে বেরিয়ে আসে যে, আফ্রিকা ও বাংলাদেশে ঘুষ দেয়ার জন্য তারা কোম্পানীর আয় কম দেখায়। বাংলাদেশে তারা পদ্মার টেন্ডারে ছিলো। বিশ্ব ব্যাংক ইহা জেনে বাংলাদেশ সরকারের কাছে কিছু নাম দেয়, ও এদেরকে ইনভেষ্টিগেশন করতে অনুরোধ করে; বাংলাদেশ সরকার দরকারী কোন পদক্ষেপ নেয়নি। এই সমস্যার সমাধান না হওয়ায়, বিশ্বব্যাংক ঋন না'দেয়ার সিদ্ধান্ত নেয়। তখন সেতুমন্ত্রী ছিলো কি এক আবুল হোসেন, যিনি আলাদীনের প্রদ্ধীপ পেয়েছিলো ততকালীন সময়ে।

যাক, সরকার ঋন যখন পাচ্ছে না, তখন কারো নামে অপবাধ দিয়ে আসল ঘটনাকে চাপা দেয়ার দরকার ছিলো; ২০১২ সালে, দেশে ড: ইউনুসের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। এর অনেক আগের থেকে, সুদের কারণে দেশের সকল ইসলামী দলের সাথে ড: ইউনুসের সম্পর্ক খারাপ ছিলো। কোন এক পক্ষ থেকে একটি সহজ অপপ্রচারণা চালানো হয় যে, বাংলাদেশের কিছু মানুষ চাহে না যে, আওয়ামী লীগ সেতু করুক; তাদের হয়ে, ড: ইউনুস নিজের প্রভাব খাটিয়ে ঋণ বন্ধ করেছে; ইহা আওয়ামী ক্যাডারেরা বোয়াল মাছের মতো গিলেছে।

ড: ইউনুস সাহেব যদি অনুষ্টানে না যান, উনার বিরোধী পক্ষ এই অপ-প্রচারণাকে এবার পুরোপুরিভাবে পাকাপোক্ত করবে।



মন্তব্য ৬৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২২ রাত ১০:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

ড.ইউনুুস অপপ্রচারের বিরুদ্ধে কোনো রিএক্ট করেনি? অপপ্রচার কারা চালিয়েছিলো?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:০২

সোনাগাজী বলেছেন:



ইহার উৎস আমি জানি না; তবে, যারা ড: ইউনুসের প্রোগ্রাম'এর বিরোধীতা করছিলো, তাদের কাজ।

২| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:১২

শূন্য সারমর্ম বলেছেন:

দেশের কতভাগ মানুষ এই কান্ডে ইউনুসকে কালপ্রিট ভাবে? এটা কখনো পরিবর্তিত হবে?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:



দেশের শতকরা ৮০ ভাগ জানে না, কিভাবে পদ্মাসেতুর ফাইন্যান্স হওয়ার কথা ছিলো, কিভাবে হয়েছে।

৩| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:১৩

শূন্য সারমর্ম বলেছেন:

এটা অনেকটা কি শেখ হত্যার অপপ্রচার চালানো টাইপ?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস-বিরোধী অনেকেই আছে, ইহা ভয়ংকর অপপ্রচার।

৪| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাওয়াত পাবেন তো?

২৪ শে জুন, ২০২২ রাত ১১:২৯

সোনাগাজী বলেছেন:



জেলের রুম নং থাকবে নিমন্ত্রণ পত্রে

৫| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পদ্মায় চুবানি খাওয়ার হুমকি মাথায় নিয়ে যেতে হবে তাকে!!

২৪ শে জুন, ২০২২ রাত ১১:৩৩

সোনাগাজী বলেছেন:



যারা চুবানীর কথা বলে, ওগুলোর স্হান হবে রাস্তায়; ড: ইউনুস গেলে বসবেন গণ্যমান্যদের সাথে।

৬| ২৪ শে জুন, ২০২২ রাত ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন: যতদূর শুনেছি চুবানীর কথা নাকি প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন!
আমার জানায় অবশ্য ভুলও হতে পারে।

২৫ শে জুন, ২০২২ রাত ১২:৩৭

সোনাগাজী বলেছেন:


উনি এসব ফাউল কথা বলেছেন?

৭| ২৫ শে জুন, ২০২২ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: ইউনুস সাহেব নিরপেক্ষ মানুষ। অযথাই তার নাম প্যাচানো হয়েছে। আসলে তত্বাবোধক সরকার এর সময় কানাঘুষা হয়েছিলো- ইউনুস সাহেবকে দেশের প্রধানমন্ত্রী করা হবে, সেই থেকে আওয়ামীলীগ তার উপর রেগে আছে।

২৫ শে জুন, ২০২২ রাত ১২:৫১

সোনাগাজী বলেছেন:



দেখছেন, মিলিটারী কতো ধরণের সমস্যার সৃষ্টি করতে পারে!

৮| ২৫ শে জুন, ২০২২ রাত ১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আজকে বাংলাদেশ টা উল্টো করে ফেলবে মিডিয়া আর উদ্ভোদন যারা করবে ওরা। ডঃ ইউনুস এর সেখানে না যাওয়া উচিত। উপযুক্ত সম্মান পাবেন না।

২৫ শে জুন, ২০২২ রাত ২:০১

সোনাগাজী বলেছেন:



উনাকে দেখলে, চোরা ব্যুরোক্রেট ইত্যাদিরা গলাবাজি করবে না।

৯| ২৫ শে জুন, ২০২২ রাত ২:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
হিলারির ইমেইল পাবলিক হওয়ার পরেই ইউনূসের সব দুই নম্বরি ফাঁস হয়ে যায়।
একজন বিদেশি হয়ে হিলারির নির্বাচনী তহবিলে মিলিয়ন ডলার চাঁদা দেওয়া হলো কি কারনে।
টাকা কি ইউনূস নিজের পকেট থেকে দিছে নাকি জামাত-শিবির তারেক থেকে নেওয়া হয়েছে।

২৫ শে জুন, ২০২২ রাত ২:৫৯

সোনাগাজী বলেছেন:



কাহাদের টাকায় ও রেফারেন্সে ড: ইউনুস মিলিয়ন মিলিয়ন ডলার ঋণ পেয়েছিলেন? কার রেফারেন্সে স্পেনের রাণী ৫১ মিলিয়ন ডলার দিয়েছিলো বিনা সুদে? ড: ইউনুস নিজের থেকে দেয়নি, সেগুলোর ফান্ড ছিলো গ্রামীনে।

উনি শিবিরের ছেলেদের ফুলের মালা পরে বেকুবী করেছেন; তবে, শিবির উনাকে ফাঁদে ফেলার জন্য এগুলো করেছিলো।

২৫ শে জুন, ২০২২ রাত ৩:০১

সোনাগাজী বলেছেন:



আপনি কিংবা যুবলীগের লোকেরা ড: ইউনুসের অবদান বুঝার কথা নয়। উনি অনেক বড় কাজও করেছেন, অনেক ভুলও ভুল করেছেন; তবে, অপরাধ করেননি।

১০| ২৫ শে জুন, ২০২২ রাত ৩:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
স্পেনের রাণী ৫১ মিলিয়ন ডলার দিয়েছিলো সেটা ঋন নয়, সেটা অনুদান ছিল।
সেই টাকা তাৎক্ষনিক ভাবে গরিব মহিলাদের ঋন না দিয়ে উচ্চহারে শুদ হাতানোর জন্য একটি অফশোর ব্যাঙ্কে রাখেন।
পরে এই অর্থ নিয়ে ব্যাপক সমালোচনা হলে ৫ বছর পর এই টাকা ফিরিয়ে আনেন,
কিন্তু গরিব মহিলাদের বিনা সুদে ঋন না দিয়ে আগের মতই উচ্চহারে (প্রায় ৩৬%) শুদ নেন।

২৫ শে জুন, ২০২২ ভোর ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



আমি দেখছি, ড: ইউনুছের অবদান আপনার থেকেও কম!

১১| ২৫ শে জুন, ২০২২ ভোর ৪:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশের বিপদে আপদে ওনাকে কখনো দেখা যায় না,
এত এত বন্যা ঘুর্নিঝড় গেল, ওনার টিকিও কেউ খুজে পায় না।
এলাকার জানাজা, ঈদের জামাতেও দেখা যায় না। কিন্তু নিউইয়র্কে নিজামীকে বাচাতে জামাত শিবিরের মানব বন্ধনে দেখা যায়।
সমালচনা শুরু হলে তিনি অশ্বীকার করেন, বলেন উনি ওই পথে পায়ে হেটে যাচ্ছিলেন হঠাৎ লোকজন দেখে একটু দাড়ান।
নিউইয়র্কের মত বিপদজনক রাস্তায় গাড়ী বাদে পায়ে হেটে যাচ্ছিলেন?

২৫ শে জুন, ২০২২ ভোর ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা ভুলে মনে করেছিলেন, ড: ইউনুসের সুখ্যাতি শেখ সাহেব থেকে বেশী হয়ে যেতে পারে; সেই ভয়ে তিনি ড: ইউনুসকে জিরোতে নিয়ে গেছেন।

শেখের অবদান যে আলাদা ও ইউনুসের ভাবনা যে আলাদা, উহা বুঝার মতো লোক এখন আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগ জয়ী হয় শেখ হাসিনার কারণে।

১২| ২৫ শে জুন, ২০২২ ভোর ৫:৩২

কামাল৮০ বলেছেন: সরকার দাওয়াত দিয়ে ঠিক কাজ করেছে।যাওয়া না যাওয়া তার ইচ্ছা।

২৫ শে জুন, ২০২২ সকাল ৮:০৯

সোনাগাজী বলেছেন:



উনি জীবনে সার্থক মানুষ; তবে, যেসব বড় বড় ভুল করেছেন, সেগুলো ভয়ংকর ভয়ংকর। এবার ওখানে না গেলে আরেকটা বড় ভুল হবে।

১৩| ২৫ শে জুন, ২০২২ সকাল ৭:১২

মিরোরডডল বলেছেন:




নিউইয়র্কের মত বিপদজনক রাস্তায় গাড়ী বাদে পায়ে হেটে যাচ্ছিলেন?

কেনো ! নিউইয়র্কের সব রাস্তায়ই বুঝি বিপদজনক ?
নিউইয়র্কের মানুষ রাস্তায় হেটে যায়না ?
অবশ্যই যায় । তাহলে উনি যদি চলার পথে থেমে কারো সাথে কথা বলেন ওটা কেনো অবিশ্বাস্য হবে !
আমি বলছি না যে তাই হয়েছিলো, হাউ ডু আই নো !
কিন্তু ওটা হতেই পারেনা, কারন নিউইয়র্কের মানুষ গাড়ী ছাড়া রাস্তায় বের হয়না, এটা শুনতে খুব খটোমটো লাগলো ।


২৫ শে জুন, ২০২২ সকাল ৮:৩০

সোনাগাজী বলেছেন:




হাসান কালবৈশাখীর কথাবার্তা লিলিপুটিয়ান ধরণের, কি বলতে চান, আর কি বলেন, তিনিই জানেন।

১৪| ২৫ শে জুন, ২০২২ সকাল ৭:৩০

কামাল৮০ বলেছেন: তার বড় ভুল ছিল আর্মির ভাড় হয়ে রাজনিতি করতে চাওয়া।সেখান থেকে তার চরিত্রের একটা দিক উন্মোচিত হয়।

২৫ শে জুন, ২০২২ সকাল ৮:৪২

সোনাগাজী বলেছেন:


উনার আইডিয়াটা লাখ লাখ বাংগালীর মনে ছিলো, কেহ কার্যকর করতে পারেননি, ধারণা টা ছিলো সোস্যালিষ্ট ধরণের; উনি যখন সার্থকতার মুখ দেখলেন, উনাকে পশ্চিমের লোকজন দখল করে ক্যাপিটেলিষ্ট মনোভাবের দিকে নিয়ে গেছে, যার ফলাফল, টেলনরের সাথে জয়েন্ট ভ্যানচার ও গ্রামীন ব্যাংকের শেয়ার সদস্যদের না দিয়ে ৯ বিলিয়ন ডলার জমা করা।

১৫| ২৫ শে জুন, ২০২২ সকাল ৯:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: তারপরও এই গরীব দেশের পক্ষে উনি নোবেল এনেছেন। ওনার যোগ্যতা না থাকলে পশ্চিমের লোক দিত না।

২৫ শে জুন, ২০২২ সকাল ৯:৪১

সোনাগাজী বলেছেন:



মনে হয়, এটাই বাংগালী জাতির ১ম ও শেষ নোবেল। উনি যোগ্য ব্যক্তি।

১৬| ২৫ শে জুন, ২০২২ সকাল ৯:৪০

নিমো বলেছেন: সাড়ে চুয়াত্তর বলেছেন: ওনার যোগ্যতা না থাকলে পশ্চিমের লোক দিত না।
সেটা টেলিনর আর নরওয়েকে জিজ্ঞাসা করে দেখুন।

২৫ শে জুন, ২০২২ সকাল ৯:৫৭

সোনাগাজী বলেছেন:



আপনিও অজানা বিজ্ঞানে একটা নোবেল পাবেন, হয়তো।

১৭| ২৫ শে জুন, ২০২২ সকাল ১০:৪৫

নিমো বলেছেন: লেখক বলেছেন:আপনিও অজানা বিজ্ঞানে একটা নোবেল পাবেন, হয়তো।
হা-হা-হা-হা! বলা যায় না পেতেও পারি, তবে ব্লগের লাবলু সাহবে থাকতে আমারতো সুযোগ দেখি না।

লেখক বলেছেন:মনে হয়, এটাই বাংগালী জাতির ১ম ও শেষ নোবেল। উনি যোগ্য ব্যক্তি।
আপনি অধিক আত্মবিশ্বাসের সাথে প্রায়ই হাস্যকর মন্তব্য করেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অমর্ত্য সেন আর রবীন্দ্রনাথ ঠাকুর ইতোমধ্যেই বাঙালি জাতিকে তিনটি নোবেল দিয়েছেন।

২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩৩

সোনাগাজী বলেছেন:



নোবেলের বেলায় ভারতীয় বাংগালীরা ভাই হয়ে যয়, পানির বেলায় হয় না।

১৮| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
মিরোরডডল ইহা ১০০% অবিশ্বাস্য।
ইউএন বিল্ডিং এর সামনে তেমন কোন জনবসতি বা মার্কেট নেই।
ওই এলাকাটা গাড়ি চলাচলের বিজি রাস্তা। উনার মত বয়বৃদ্ধ ভিভিআইপি পর্যায়ের মানুষ ওই এলাকায় হেঁটে চলে চলাচল করার কথা না, ইহা অসম্ভব একটা ব্যাপার।

অস্বীকার করার কি আছে,? বললেই হয় ন্যায় বিচার হয়নি, আমার কিছু বলার আছে। স্বীকার করলে কি এমন হত লুকোচুরি করে রাজনীতি হয় না অপরাজনীতি হয়।

২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩৫

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুসকে সবাই তাদর পক্ষে চেয়েছিলো, আওয়ামী লীগ আপনার মতো লোকদের চেয়েছিলো।

১৯| ২৫ শে জুন, ২০২২ সকাল ১১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ড. ইউনুসকে গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরানো, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করা - এগুলো যতটা না আইনের দ্বারা হয়েছে তার চাইতে বেশী হয়েছে ব্যক্তিগত হিংসা থেকে...

২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩৭

সোনাগাজী বলেছেন:



বাগলাদেশে চাকুরীতে বয়স একটি আইনী ব্যাপার; শেখ হাসিনা যখন উনাকে পছন্দ করছিলো না, উনার উচিত ছিলো সময় মতো সরে যাওয়া।

২০| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: তাকে দাওয়াত দেয়া হয়েছে, তিনি দেশেই আছেন কিন্তু যাননি।
তার অপরাধবোধ হয়ত তাকে বাধা দিয়েছে।

২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩৮

সোনাগাজী বলেছেন:



যাননি?

উনি অনেক অনেক ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি।

২১| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন:
উনি এসব ফাউল কথা বলেছেন?


২৫ শে জুন, ২০২২ দুপুর ২:৩৯

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি জানতাম না।

২২| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:০৬

নিমো বলেছেন: লেখক বলেছেন:নোবেলের বেলায় ভারতীয় বাংগালীরা ভাই হয়ে যয়, পানির বেলায় হয় না।
আপনার কিছু কিছু মন্তব্য পড়ে, আমি মাঝে মাঝে অবাক হই। যিনি কথায় কথায় লজিক লজিক করেন, তিনিই এমন লজিকহীন মন্তব্য কিভাবে করেন ? আপনি আর ইউনূস ভারতীয় বাঙালি হিসবে জন্মেছেন। ঘটনা চক্রে কিছুদিন পাকিস্তানি বাঙালি ছিলেন, স্বাধীনতার সুবাদে বাংলাদেশি বাঙালি হয়েছেন, এখন কি মার্কিন বাঙালি কিনা জানালে পরবর্তী উত্তর দিতে সুবিধা হবে।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



আমাদের নোবেল হলো, কোন বাংলাদেশী নাগরিকের নোবেল প্রাপ্তি।

২৩| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

নূর আলম হিরণ বলেছেন: আমাদের দেশের সবাইকে শেখ হাসিনা জানিয়েছেন ডঃ ইউনূসের কারনে বিশ্ব ব্যাংক টাকা দেয়নি কিন্তু রিপাবলিকান সিনেটররা জানতে পারেনি এটা! হিলারি সত্যি এমন অনৈতিক প্রভাব খাটালে নির্বাচনে রিপাবলিকানরা এটাকে ইস্যু বানাতো না?

২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যে, অপ্রয়োজনীয় কথা বলেন, ইহা তার প্রমাণ।

২৪| ২৫ শে জুন, ২০২২ রাত ৯:২০

রানার ব্লগ বলেছেন: ডঃ ইউনুস ও তার প্রতিষ্ঠান বাংগালীর কি উন্নয়ন করেছে এটা জানা খুব দরকার। উনি বড় বড় বুলি কপচে গেছেন ঋণের ফাদে পরেছে সাধারণ মানুষ।

২৫ শে জুন, ২০২২ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস যেই অভিপ্রায় নিয়ে গরীবদের জামানতহীন ঋণ দেয়ার শুরু করেছিলেন, সেই অভিপ্রায় হয়তো আপনারও আছে: একটি দরিদ্র পরিবারকে ঋণ দিয়ে, আয়ের পথ বের করে দেয়া। উনি শুরুতে সেটাই করেছিলেন। উনি বেশ পরিমাণ ডলার ঋণ পেয়েছিলেন। উনি ভুল করেছেন পরে, গ্রামীন ব্যাংকে। তিনি ব্যাংকের কাষ্টমারদের "শেয়ার হোল্ডার" বলেছেন, কিন্তু বাস্তবে তা ছিলো না; তিনি দরকারের চেয়ে বেশী ইন্টারেষ্ট নিয়েছেন; এবং আরও বড় ভুল হলো টেলনরর সাথে জয়েন্ট চেনচার করে।

তবে, এখনো কোন বাংগালী গরীবদের এতটুকু সাহায্য করেনি।

২৫| ২৫ শে জুন, ২০২২ রাত ৯:৪০

ইফতেখার ভূইয়া বলেছেন: রানার ব্লগ বলেছেন: ডঃ ইউনুস ও তার প্রতিষ্ঠান বাংগালীর কি উন্নয়ন করেছে এটা জানা খুব দরকার। উনি বড় বড় বুলি কপচে গেছেন ঋণের ফাদে পরেছে সাধারণ মানুষ।
আপনার মন্তব্যের প্রতি উত্তর দেয়ার প্রয়োজন মনে করছি না। তবে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, পড়াশোনা করুন, জানার চেষ্টা করুন কেবল তা হলেই আপনিই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

২৬| ২৬ শে জুন, ২০২২ রাত ১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনি ডঃ মোহাম্মদ ইউনুস সাহেবকে সামনা সামনি কখনো দেখেছেন?

২৬ শে জুন, ২০২২ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:


২০০০ সালে আমেরিকায় একটি সেমিনারে ২ দিন কথাবার্তা হয়েছিলো।

২৬ শে জুন, ২০২২ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:


ড: জাফর ইকবাল সাহেবও ছিলেন।

২৭| ২৬ শে জুন, ২০২২ রাত ১:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



২০০০ সালে আমেরিকায় একটি সেমিনারে ২ দিন কথাবার্তা হয়েছিলো।

ডঃ মোহাম্মদ ইউনুস সাহেব প্রটোকল ছাড়া দেশে বিদেশে কোথাও চলাফেরা করেন না। আপনার বিশ্বাস হয় তিনি প্রটোকল ছাড়া নিউ ইয়র্ক শহরের সড়কে চলাফেরা করছিলেন ! হঠাৎ বাংলাদেশী (জামাত শিবির) লোক সমাগম দেখে তিনি থেমে উৎসুক জনতার সাথে দেখতে চেয়েছিলেন নিউ ইয়র্কের রাস্তা খোদাই কাজ চলছে যেখানে ঢাকা সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছে এমন কিছু?

২৬ শে জুন, ২০২২ রাত ২:০৯

সোনাগাজী বলেছেন:



আমি উনাকে বিনা প্রটোকলে, একাকী ব্রুকলীনে চলতে দেখেছি; চিটাগং'এর এক পরিবারের সাথে ৩ দিন থাকতে দেখেছি (২০০০ সালের আগে)। ড: জাফর ইকবালের সাথে যোগাযোগ থাকলে, একটা ফোন করে জেনে নিয়েন, উনিও আটলান্টিক সিটির সেই সেমিনারে (২০০০ সালে )এসেছিলেন বাংলাদেশ থেকে।

২৮| ২৬ শে জুন, ২০২২ রাত ২:২২

ঠাকুরমাহমুদ বলেছেন:



ডঃ জাফর ইকবাল সাহেবের থেকে জেনে নিবো। তবে আপনি যদি বলেন - ফখরুদ্দিন মঈনউদ্দিন গংদের দেখেছেন আমেরিকার কোনো বাংলা দোকানে বসে চা খাচ্ছে - তা হতেও পারে। অবিশ্বাস্য কিছু না।

ডঃ মোহাম্মদ ইউনুস চাঁটগাইয়া লোক তিনি কোনো চাঁটগাইয়া পরিবারের বাসায় থাকলে থাকতেও পারেন তবে বিনা প্রটোকলে বিদেশের মাটিতে (বাংলাদেশ অনেক দুরের কথা) সড়কে চলাচল করেছেন এটি আমি বিশ্বাস করি না। ছাত্রজীবনে তিনি কি করেছেন জানিনা। গ্রামীনব্যাংক প্রতিষ্টিত হওয়ার পর তিনি লট বহর ছাড়া কখনো চলাচল করেননি।

বাই দ্য ওয়ে, ডঃ মোহাম্মদ ইউনুস সাহেবের জমজ ভাই আছে কিনা আমার জানা নেই।

২৬ শে জুন, ২০২২ রাত ৩:২৩

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস সাহেব দেশে কিভাবে চলেন আমি জানি না, আমি উনাকে আমেরিকায় চলতে দেখেছি, এখানে উনি যেকোন বিদশী সাধারণ মানুষের মতো চলছেন সব সময়।

উনার যমজ মমজ ভাইয়ের কথা কেন আপনি বলছেন, আমি জানি না, উনার একটা ভাই সাংবাদিক ছিলেন, নাম ছিলো জাহাংগীর; আমি উনাকেও চিনতাম। ড: ইউনুস সাহেব নোবেল পাবার পর, এখানে কুইন্স কলেজে উনাকে সংবর্ধনা দেয়ার সময়ও আমি উপস্হিত ছিলাম; সেদিন উনার সাথে কথা হয়নি, জাহাংগীরের সাথে কথা হয়েছিলো; সেদিনও ড: ইউনুস এসেছিলেন সাধারণ কয়েকজন বাংগালীর সাথে।

২৯| ২৬ শে জুন, ২০২২ সকাল ১১:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমি আপনার সাথে মোটেই একমত নই - ইউনুস সাহেবের ওখানে যাওয়া সঠিক হতো না। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ইউনুস সাহেবকে পদ্মাতে চুবানোর কথা বলেছেন সেখানে এতো বড়ো ঝুঁকি নেয়া ঠিক হতো না। এছাড়া এই বয়সে ইউনুস সাহেবের সেই পরিমান দম বা স্ট্যামিনা নেই - তাকে পানিতে চুবানো হলে তিনি সেই মেয়েটির মতো সাঁতরে কূলে উঠতে সক্ষম হতেন না। একজন নোবেল বিজয়ীর এরকম সলিল সমাধির সম্ভাবনার কথা আপনি কিভাবে ভাবতে পারলেন ?

২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৫১

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস হলো ড: ইউনুস, উনি ওখানে গেলে উপস্হিত শিক্ষিতরা উনাকে মুল্যায়ন করতেন, দেশের মানুষ বুঝতেন যে, ড: ইউনুস'এর নামে যে মিথ্যা অপবাদ দেয়া হয়েছে, উহা সত্য নয়।

৩০| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১:১১

বাংলার এয়ানা বলেছেন: "নোবেলের বেলায় ভারতীয় বাংগালীরা ভাই হয়ে যয়, পানির বেলায় হয় না।" স্ববিরধী আর কাকে বলে। শুধুই তর্কের জন্যে তর্ক করা।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৩:৫২

সোনাগাজী বলেছেন:



তর্কের জন্য তর্ক করা হলো বাংগালীর ফাজি লজিক।

৩১| ২৭ শে জুন, ২০২২ সকাল ৭:১৮

ইফতেখার ভূইয়া বলেছেন: আমেরিকায় ড. ইউনুস স্যারকে যথেষ্ট সম্মান করা হয় আর সেটা আমি নিজের চোখেই দেখেছি। স্যার জার্মানীতে আমার চাচার সরাসরি শিক্ষক ছিলেন। নিউ ইয়র্কে এসেছিলেন খুব সম্ভবত ২০১০/১১-এর দিকেও, তখন কথা-বার্তা হয়েছিলো, চাচার কথাও জিজ্ঞেস করলেন। তার দু'টো তিনটে বই আমার পড়া হয়েছে। তাকে আমার স্বাভাবিক ভালো মানুষ বলেই মনে হয়েছে।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:




তিনি খুবই দক্ষ বাংগালী।

৩২| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১১

রানার ব্লগ বলেছেন: ইফতেখার ভূইয়া @ আমি আপনার কাছে প্রতি উত্তর মনে হয় চাই নাই !!

৩৩| ২৮ শে জুন, ২০২২ দুপুর ২:৩৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




লেখক বলেছেন: তিনি খুবই দক্ষ বাংগালী।

- কোন বিষয়ে দক্ষ ছিলেন? ব্যাংক প্রতিষ্ঠা করেছেন? বাংলাদেশে এখন বেসরকারি মালিকানা ব্যাংক কমবেশী প্রায় ৭০টির মতো আছে যাদের সার্ভিস আর গ্রামীন ব্যাংকের সার্ভিস আকাশ পাতাল ফাঁরাক। এর অর্থ এই দাড়ায় ৭০ টি ব্যাংকে নোবেল ক্রয় করার জন্য উপযুক্ত অন্ততপক্ষে ৪০০ ডিরেক্টর আছেন। দুঃখজনক বিষয় হচ্ছে এই ৪০০ জনের নরডিক দেশ ও আমেরিকার সাথে টেলকোর মতো ভয়ংকর লাভজনক জয়েন্ট ব্যবসা নেই।

গ্রামীন ব্যাংক বাংলাদেশে কাবুলীওয়ালার ব্যবসা করেছে। - এ বিষয়ে আপনার কোনো সন্দেহ থাকলে ব্লগে একটি পোস্ট দিতে পারেন।


২৮ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:




উনার ব্যাংকে "কোলেটারেল" দেয়ার দরকার ছিলো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.