নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বহু বড় বড় ব্লগার ধারণা করেছিলেন, পদ্মাসেতু করা সম্ভব হবে না।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৭



আপনারা সবাই সার্কাস দেখেছেন, অনেক উচ্চতায় রশির উপর দিয়ে হেঁটে যাবার সময়, সার্কাস শিল্পি এমন ভান করে যে, সে পড়ে যাচ্ছ: রশি দুলতে থাকে, সে প্রানপণ চেষ্টা করে কোনমতে অন্য প্রান্তে গিয়ে পৌঁছে। যদি রশি না'দুলতো এবং আর্টিষ্ট পড়ার উপক্রম না'হতো, খেলাটা এত আকর্ষনীয় হতো না; আর্টিষ্টই রশি দোলায়।

মুহিত ব্যুরোক্রেট ও সার্কাসের ভালো যাদুকর ছিলেন; ২০১২ সালে বিশ্ব ব্যাংক যখন ঋণ দিতে অপারগতা জানায়, তখন তিনি বাজেটের টাকা থেকে সেতু বানানো যাবে বলে জানতেন। কিন্তু তিনি শেখ হাসিনা ও উনার সরকারের নবরত্ন-সভার ভাঁড়দের যাদুকরী দেখানোর জন্য, ফান্ড আনতে মালয়েশিয়া গেলেন, দুবাই গেলেন; কোথায়ও ফান্ড পেলেন না। মুহিত সাহেব বললেন, ইহা চ্যালেন্জিং, ইহা চ্যালেন্জিং; আপা মনে করলেন, ইহা চ্যালেন্জিং, ইহা চ্যালেন্জিং; নবরত্ন সভার ভাঁড়েরা বললেন, ইহা চ্যালেন্জিং, ইহা চ্যালেন্জিং।

আমি তখন আওয়ামী/ছাত্রলীগের এক ব্লগে ব্লগিং করতাম; তারা আমাকে ভালোবাসতো, কারণ, আমি বিএনপি-জামাত ও বেগম জিয়াকে অপছন্দ করতাম; কিন্তু তারা আমাকে নিয়মিতভাবে সারাদিন গালি দিতো, কারণ, আমি শেখ হাসিনার তুঘলকি কান্ডের সমালোচনা করতাম। আমি সেই ব্লগে লিখলাম যে, সেতু হবে দেশের বাজেটের টাকায়! সবাই মিলে গালাগালি শুরু করলো, বেকুব 'টাকা' দিয়ে কি সেতু করা যাবে? তখন সেতুর মুল্য নির্ধারিত হয়েছিলো, ২.৯ বিলিয়ন ডলার, সাথে ছিলো ডলারের রিসার্ভ।

আমি ভেবেছিলাম, সেতু তৈরি করতে ৫/৬ বছর লাগবে, বাজেট হবে, গড়ে ৪৫ বিলিয়ন ডলার; রিজার্ভ ছিলো ২৫ বিলিয়নের উপর; বাজেট থেকে প্রতি বছর ৫০০ মিলিয়ন ডলার খরচ করলে, দেশবাসীর সামান্য বাঁশ যাবে, কেহ উহা টের পাবে না; কিন্তু সেতু হয়ে যাবে। ১ম বছর মালামাল কিনতে হবে, ১ বিলিয়ন খরচ হবে, পরের বছরগুলোতে ৪০০ মিলিয়ন ডলার করে খরচ হলে, আনু মোহাম্মদ,ড: আলী আকবর বা কেহই কিছু বুঝবে না; সেতু হয়ে যাবে।

এখন সেতুর উদ্ভোধন হওয়ার পর, সামুর কিছু বড় বড় ব্লগারও সার্কাসের আর্টিষ্টের রশিহাঁটা দেখছেন ও উহ: আহ: করছেন।


মন্তব্য ৫৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ বলেছেন এখানে মুহিত বড় ধরনের সার্কাস খেলেছে।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৫

সোনাগাজী বলেছেন:



আগে জানতেন, নাকি আজকে টের পেলেন?

২| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৬

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সেতু হয়ে গেল, এটাই বড় কথা। অনেকেই তো অনেক কিছু বলে। কেউ বুঝে, কেউবা না বুঝেই বলে থাকে।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:


একা সেতু সেতু করে, অন্য দরকারী কাজগুলো করা হয়নি।

৩| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি যে ব্লগে লিখেছিলেন বাজেটের টাকায় সেতু হবে সেই লেখার লিঙ্ক দেন পড়তে হবে তারপর মন্তব্য করবো।

৪| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:০৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কে কে উহ আহ করছেন?

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১২

সোনাগাজী বলেছেন:




এখন করছেন ব্লগার আখেনাটেন।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:



এখন করছেন ব্লগার আখেনাটেন; গতকাল করেছেন ব্লগার নুরু সাহেব।

৫| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: বড় ব্লগার ও ছোট ব্লগারের মধ্যে ৩ টি পার্থক্য শোনতে চাই।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



১) ছোট ব্লগারেরা কবিতা লেখেন, বড় ব্লগারেরা কপিপেষ্ট নিয়ে লিখে হয়রাণ হয়ে যান।
২) ছোট ব্লগাররা ধর্ম নিয়ে লেখেন, বড় ব্লগারেরা ঈদের খাবারের ছবি দেন।
৩) ছোট ব্লগারেরা গড়ে ২/১ টি মন্তব্য পান, বড় ব্লগাররা গড়ে ৫০টির বেশী মন্তব্য পান।

৬| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একসময় আমি নিজেই শিওর দিলাম যে সেতু হবে না। তারপর সময়ের সাথে সাথে সব পরিবর্তন হলো।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:


কারণ, আপনি মুহিতের পাগলামী সম্পর্কে কম বুঝতেন।

৭| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনারওতো তাই
ধারণা ছিলো!
আপনি কি নিজেকে বড়
ব্লগার ভাবেন?
আমি অবশ্য তা ভাবিনা!
বড় ব্লগার হলেন তেনারা যারা
ব্লগারদের চুল চিড়ে বিশ্লেষণ
করেন! আপনার মত প্রকাশ
করুন!

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:




আমি মাঝারী ধরণের ব্লগার।

৮| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবুল মাল মুহিত কে পাগল জানলেও ঊনার পাগলামী অনেকেই ধরতে পারে নি।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

সোনাগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরা হলো ধুর্ত।

৯| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:০১

অধীতি বলেছেন: মুহিত সাহেবকে ভাল লাগত।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

সোনাগাজী বলেছেন:


আপনি বাচ্চাদের মতো, সার্কাসের ক্লাউন দেখে খুশী।

১০| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৪

কামাল৮০ বলেছেন: যেই সমাজের ভিত্তি লুটেরা অর্থনিতি,তাদের পক্ষে গনমানুষের জন্য কাজ করা সম্ভব না। দুর্নীতি ও মৌলবাদের বিস্তার যে হারে বেড়েগেছে এখন সরকার কোনদিক ঠেকাবে।স্বাধীনতার পক্ষের লোকজনকে সাথেনিয়ে আওয়ামী লীগ থেকে দুর্নীতিবাজ ও মৌলবাদীদের বের করতে হবে সবার আগে।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা এই দলের লোকদের রাজনীতি থেকে অব্যাহতি দিয়েছেন; ওরা সবাই আপার মুখের দিকে তাকিয়ে থাকে, কারো হাত-পা ও মাথা নেই।

১১| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: জাতির হীনমন্যতা রোগ দূর করার জন্য পরের বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে। জাতি বড় কিছু চিন্তা করতে পারে না। পদ্দা সেতুর চেয়েও যে বড় কিছু হতে পারে এটা কল্পনা করার ক্ষমতা জাতিকে অর্জন করতে হবে।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:



১৯৭২ সাল থেকে ভিক্ষা শুরু করেছে, সেই অভ্যাস এখনো কিছুটা আছে। সাইফুর রহমানের কাজই ছিলো ভিক্ষা করা।

১২| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কিছু বললে তো বড় বড় ব্লগার রা অন্য ভাবে নেয়। অনেক গরীব দেশের এয়ারপোর্ট, শপিং মল দেখলে তাক লেগে যায়। বর্তমানে যে কোন মেগা প্রজেক্টই যে কোন সরকার চায় যে, সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভাল থাকলে অনেক কিছুই করা যায়...

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:



আমাদের সরকারের আজকের প্রজেক্ট হওয়ার দরকার, "সবার জন্য শিক্ষা, সবার জন্য চাকুরী"; আগামী ৫ বছরে ১৫/২০ বিলিয়ন ব্যয় করা দরকার।

১৩| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন:
এখন করছেন ব্লগার আখেনাটেন; গতকাল করেছেন ব্লগার নুরু সাহেব।

আমি আবার কখন আহ! উহ! করলাম?
বন্যায়তো গাজার দোকান বন্ধ!
যোগার করলেন কোত্থেকে?
আর আমি তো কোন ব্লগারই না,
ছোট বড়তো পরের হিসাব!

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



সেতুর উপর দিয়ে ট্রাক চালায়ে চলে গেলেন বরিশাল; এখন বলছেন, উহ: আহ: করেননি!

১৪| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহ! উহ! করতে করতে নয়
হাসতে হাসতে পদ্মা নদী পাড়ি দিবো,
কোনটা হাসি আর কোনটা আহ! উহ!
তাও গুলিয়ে ফেলছেন!

২৬ শে জুন, ২০২২ রাত ১১:০৮

সোনাগাজী বলেছেন:



এখন দরকার বেকারত্ব ও শিক্ষায় বিনিয়োগ।

১৫| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:১৭

আখেনাটেন বলেছেন: আপনার ভাবনায় বিরাট তথ্যগত ভুল রয়েছে এবং সেই ভুল ধারণার উপর নিজস্ব একটি জগাখিচুড়ি লজিক দাঁড় করিয়েছেন। আবার সেই ভুল লজিকের উপর হাউকাউ করে পাড়া মাত করছেন।

আপনাকে ছোট্ট একটি তথ্য যোগান দেই: যখন সকলে ভেবেছিল নিজেদের অর্থে এটি করা অসম্ভব, তখন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১০.৩৬ বিলিয়ন ডলার। বাজেট ছিল প্রায় ২৩ বিলিয়ন ডলারের। রেভিনিউ টার্গেট ছিল ১৫ বিলিয়ন ডলারের যার প্রায় পুরোটাই অনুন্নয়ন ব্যয়ের জন্যই ফিনিতো। উন্নয়ন ব্যয়ের জন্য যে প্রায় ৬ বিলিয়ন ধরা হয়েছিল যা প্রায় পুরোটাই ক্রেডিট (ডমেস্টিক ও ফরেন)।

এখন আপনি বলছেন এখান থেকে ৫০০ মিলিয়ন ডলার শুধুমাত্র পদ্মা সেতুর জন্য ব্যয় করতে। আমি লেখায় 'যারা এমন ভাবত তাদের পাগল আখ্যায়িত করেছি' এবং ন্যুনতম অর্থনীতির জ্ঞান আছে সকলেই তাই বলবে ও বলেছেও যা সেই সময়ের বিবেচনায় সঠিক ভাবনা ছিল। এরপর কেন তা পরিবর্তন হল সেটাও লেখায় বলা হয়েছে। যখন কিছু লিখছেন অন্তত সঠিক তথ্য-উপা্ত্ত-এর উপর লজিক দাঁড় করান। অজ্ঞরা গিললেও বিজ্ঞদের এসব ছাইপাশ গিলতে কষ্ট হয়।

২৬ শে জুন, ২০২২ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:




৫০ বছরের বাজেটগুলো কোথায় রেখেছি, বের করতে সময় লাগবে; আমি এখানে যোগ করবো

২৩ বিলিয়ন বাজেট কোন সালের? এবারের বাজেট কত?

২৬ শে জুন, ২০২২ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:


২০১৪ সালের রিসার্ভ $22,319.8 million ( আপনি বলেছেন ১০.৩৬ বিলিয়ন ) ; ইংরজী অংশের শেষ লাইন দেখুন। আপনি যেই ডা টা দিয়েছেন, সেগুলো সঠিক নয়।


https://en.wikipedia.org/wiki/2014_in_Bangladesh


Balance of Payment
Current US$ Current BDT % of GDP
Current account balance $0.8 billion .4%
Imports of goods and services $45.2 billion BDT3.4 trillion 25.5%
Exports of goods and services $33,057.2 million BDT2.6 trillion 19.0%
Foreign direct investment, net inflows $2,539.2 million 1.5%
Personal remittances, received $14,987.5 million 8.7%
Total reserves (includes gold) at year end $22,319.8 million

২৬ শে জুন, ২০২২ রাত ১১:০৫

সোনাগাজী বলেছেন:


এখানে ২০২২-২৩ এর বাজেট, $৮০ বিলিয়ন, তা'হলে ২০১৪ সালে কত ছিলো? আপনি যা দিয়ছেন, সেটা সঠিক নয়, কম।

https://en.wikipedia.org/wiki/2022_National_budget_of_Bangladesh
The total expenditure for the budget is ৳678064 crore (US$80 billion),

২৬ শে জুন, ২০২২ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:


উইকিতও ৫০ বছরের বাজট আছে, উহাও খুজে পাচ্ছি না; তবে পাবো। আপনি যা দিয়েছেন, উহা কম।

২৬ শে জুন, ২০২২ রাত ১১:০৯

সোনাগাজী বলেছেন:




আপনি ক্ষেপে গেছেন কেন? আমি তো আপনাকে বড় ব্লগার মনে করি!

২৭ শে জুন, ২০২২ রাত ১২:৫৮

সোনাগাজী বলেছেন:




২০১৬ সালের দিক থেকে বাজেট ৪৫ বিলিয়নের উপরে চলে গেছে; এই বছর ৮০ বিলিয়ন ডলার; আমি বলেছি, গড়ে ৪৫ বিলিয়ন ডলার বাজেটের কথা; ইহাতে কি ভুল আছে? ৫০ বছরের ডাটাটা এখনো পাইনি, পেলে এখানে যোগ করবো।

১৬| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:৩১

রাজীব নুর বলেছেন: অতি দরিদ্র একটা গ্রামের স্কুল যখন ভেঙ্গে ফেলা হয়, তখনও কেউ কেউ বলবে, খুব ভালো কাজ হয়েছে। সেটা কি আসলেই ভালো কাজ? বারো রকম মানুষ। বারো রকম কথা বলবেই।

২৬ শে জুন, ২০২২ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:





অসুবিধা নেই, সেতুর দরকার ছিলো হয়েছে; তবে, একই সাথে অনেক দরকারী বিষয় বাদ পড়েছে।

২৬ শে জুন, ২০২২ রাত ১১:১৪

সোনাগাজী বলেছেন:



আপনার মনে আছে নাকি ২০১২ সালের শেষের দিক "আমার ব্লগে" পদ্মাসেতু নিয়ে ওখানকার "আওয়ামী ব্লগারদের সাথে আমার আলোচনা গুলো"?

১৭| ২৭ শে জুন, ২০২২ রাত ১২:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার ব্লগে আপনার নিক কি ছিলো?
আমার ব্লগ বন্ধ হবার অন্যতম কারণ নিকৃষ্ট দলাদলি আর কাঁদা মাখামাখি। যারা ব্লগ ছেড়ে যাবার তার ব্লগ ছেড়ে চলে গেলেন। রয়ে গেলো চর দখল করা সরদার মাতব্বর। ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার - “আমার ব্লগ” টাটা বাই বাই হয়ে গেলো। আপনার ভাষায় ফিনিশ কাপুত।

২৭ শে জুন, ২০২২ রাত ১২:২৭

সোনাগাজী বলেছেন:


আমার নিক ছিলো "ফারমার"।
আমাকে মোট ৩টি ব্লগ থেকে তাড়িয়েছে, ৩টিই এখন নেই।

১৮| ২৭ শে জুন, ২০২২ রাত ১২:৩৫

কাওসার চৌধুরী বলেছেন:



প্রথম দু'টি প্যারায় সব বলে দিয়েছেন।
বড় ব্লগার ছোট ব্লগারের পার্থক্য তিনটি পড়ে হাসতে হাসতে শেষ।
আজ এবং গতকালের লেখকদের একটি বড় অংশের দালালী পোস্ট এবং দেবী বন্দনা দেখে লজ্জা পেয়েছি।

ভালো থাকুন।

২৭ শে জুন, ২০২২ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



সেতুটা শিয়াল কর্ত্তৃক কুমীরের বাচ্চা দেখানোর মতো হয়েছে; সেতু করতে গিয়ে, অন্য কোন কাজে হাত দেয়া হয়নি: ৪০ লাখ গ্রেজুয়েট বেকার, ছেলেমেয়রা সবাই "জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেসবুক" পড়ছে; এসব ছেলেমেয়েরা কিভাবে জীবন গড়বে?

১৯| ২৭ শে জুন, ২০২২ রাত ১২:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:



ফারমার নিক কিনা আমি জানতে চেয়েও লিখিনি। ফারমার পরিচিত নিক।

আপনাকে পরামর্শ বা জ্ঞান দেওয়ার মতো ভাষাজ্ঞান আমার জানা নেই। তারপরও বলছি আপনি এমন কোনো পোস্টে যাবেন না যেই পোস্টে আপনি অপমানিত হবেন বা আপনাকে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে অপমান করবে। তাহলে সোনাগাজী নিকও ফিনিশ কাপুত হয়ে যাবে।

মেছু জুলেখা জাহেদাদের নিয়ে লেখালেখি করুন। এই যাত্রা বেঁচে যাবেন।

*অগাস্ট ২০২২ আমি ফ্লোরিডা যাচ্ছি, কোনো কারণে টিকেট এক্সটেনশন না হলে ২০ দিন থাকবো। বাদবাকি আল্লাহ ভরসা।

২৭ শে জুন, ২০২২ রাত ১২:৫৩

সোনাগাজী বলেছেন:




আশাকরি দেখা হবে; ভালো থাকুন।

২০| ২৭ শে জুন, ২০২২ রাত ১:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:

ঢাকায় জানজট কেন? পদ্মা সেতুতে যানজট আরো বাড়বে।
তাই পদ্মাসেতু অর্থহীন, অপচয়।

সেতু বিরোধীদের বর্তমান অযুহাত।

২৭ শে জুন, ২০২২ রাত ২:০৪

সোনাগাজী বলেছেন:


সেতুর কারণে, লন্চ যাত্রীদের শতকরা ৬০ ভাগ যাত্রী এখন থেকে বাসের যাত্রী হবে; পশ্চিম তীরে কয়েক'শত পয়েন্টের বাস নামবে; এগুলো স্বাভাবিক। তবে সবগুলো হাইওয়ের (ঢাকার পাশ ) পাশেই হবে; চাপ হঠাৎ বাড়বে না। যতকিছুই হোক, সেতুর দরকার ছিলো ১৯৭২ সাল থেকেই।

২১| ২৭ শে জুন, ২০২২ রাত ২:২৪

আখেনাটেন বলেছেন: :D
আপনি যেভাবে সিরিজ অব রিপলাই দিয়ে পুরো ব্যাপারটিকে লেজে-গোবরে করে ফেলেছেন, তাতে একবার মনে হয়েছিল এই পোস্টে পুনরায় মন্তব্য করা অর্থহীন। ভুল স্বীকার করার মাঝেও মহত্ব রয়েছে। আমি জানি আপনার এ গুণটা আছে। :-B

আপনি প্রথম প্রশ্ন রেখেছেন: ২৩ বিলিয়ন বাজেট কোন সালের?...আপনার নিজের লেখাটি ভালো করে আরেকবার পড়লেই দেখতে পেতেন সেখানে লিখেছেন, '২০১২ সালে বিশ্ব ব্যাংক যখন ঋণ দিতে অপারগতা জানায়, তখন তিনি বাজেটের টাকা থেকে সেতু বানানো যাবে বলে জানতেন...

অথচ প্রতিমন্তব্যে এসে তুলে ধরছেন ২০১৪ সালের ডেটা....আমার লেখাটি আবার পড়েন। না বুঝতে পারলে উপরের মন্তব্যকারী কোন নতুন/পুরাতন শিষ্যের সাহায্য হোন। :D

প্রতিমন্তব্যের ঘরে দেখছি আমাকেই বলছেন 'সঠিক তথ্য নয়'......আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকলেও বাঙ্গালীর অনেক স্বভাব থেকে এখনও বিচ্যুত হয় নি দেখে ভালো লাগছে। :P

২৭ শে জুন, ২০২২ রাত ৩:১৪

সোনাগাজী বলেছেন:



ভুল হলে, আমি সব সময় ভুল স্বীকার করি।
তখনকার বাজেট ও রিজার্ভ থেকে সহজেই অনুমান করা সম্ভব ছিলো যে, ৬/৭ বছরে সেতু করা সম্ভব সেটাই মুহিত সাহেব জানতেন। সেতুর মুল্য ছিলো ৩ বিলিয়নের নীচে।

১২ সালে ঋণ/ফান্ড হয়ে গেলেও সেতুর কাজ শুরু করতে ২/৩ বছর সময় লাগার কথা ছিলো: জমি দখল, সাইট প্রস্তুতি, টেন্ডার, ডিজাইন, ইকুইপমেন্ট প্রস্তুতি, টিম গঠন, ও মালামাল প্রস্তুতি।

২২| ২৭ শে জুন, ২০২২ রাত ৩:৫১

জ্যাক স্মিথ বলেছেন: এক শ্রেণীর মানুষ আছে এদের কাজই হচ্ছে সরকারের বিরোধীতা করা। পদ্মা সেতু নিয়ে অতীতে অনেক কথা হয়েছে যা এখন মিথ্যা প্রমাণিত হয়েছে।

২৭ শে জুন, ২০২২ ভোর ৪:৩৫

সোনাগাজী বলেছেন:




আমি শেখ হাসিনার সাপোর্টার।

২৩| ২৭ শে জুন, ২০২২ ভোর ৫:৩২

বিষন্ন পথিক বলেছেন: গরীব দেশে মেগা প্রজেক্ট শুরু করা সাহসের ব্যাপার, একটা যখন পেরেছি, ভয় অনেকটা কেটে গেছে

২৭ শে জুন, ২০২২ ভোর ৫:৪৪

সোনাগাজী বলেছেন:




এটা যথাসম্ভব মেগা প্রজেক্ট ছিলো না; আমাডের মেগা প্রজেক্ট হলো(১) সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও সবার জন্য চাকুরী (২) কোন কিশোরীকে যেন চাকরাণী হতে না'হয়।

২৪| ২৭ শে জুন, ২০২২ সকাল ১১:৪৫

রানার ব্লগ বলেছেন: সেতু তো হলো এখন সেই সেতুর উপর প্রেতাত্মারা যা করছে এটা তো দেখছি আরো বিনোদন তৈরী করছে ।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৯

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা সেতুকে অনুভব করার চেষ্টা করছে; এগুলো প্রমাণ করছে, জাতির মাথায় দরকারী পরিমাণ বুদ্ধিমত্তা নেই।

২৫| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৩৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার মনে আছে নাকি ২০১২ সালের শেষের দিক "আমার ব্লগে" পদ্মাসেতু নিয়ে ওখানকার "আওয়ামী ব্লগারদের সাথে আমার আলোচনা গুলো"?

''আমার ব্লগ'' এর ভিতরের ইতিহাস আমি ইচ্ছা করেই জানি নাই। যে বা যারা আমার ব্লগ পরিচালনা করেছে আমি তাদের চিনি। এমন কি তাদের গ্রামের বাড়ি পর্যন্ত গিয়েছি। সেই সময় ''আমার ব্লগ'' আপনি দারুন একটিভ ছিলেন। আপনাকে নিয়ে ব্লগের বাইরে আলাপ হতো। তখন আমি আপনাকে খুব একটা জানতাম না। চিনতাম না। যাই হোক, আমার ব্লগ এর শেষ পরিনতি এরকম করুণ হলো কেন?

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:০১

সোনাগাজী বলেছেন:




"আমার ব্লগ"কে ব্যবহার করে কয়েকটি বড় ব্যবসা ধরে নিয়েছে কয়েকজন দুষ্ট লোক, সরকারী টাকা হজম করেছে ৫০ কোটী।

২৬| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

পদ্মা সেতুকে নিয়ে কিছু বাঙ্গালী যা করছেন, তা সার্কাস।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:০৩

সোনাগাজী বলেছেন:



সরকার যে দরকারী কিছু করতে পারে, মানুষ সেটা আগে দেখনি; ফলে, মানুষ একটুখানি অভিভুত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.