নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া, সাইফুর রহমান, মুহিত, শেখ হাসিনা কি চাকুরী সৃষ্টি করার মতো দক্ষ?

৩০ শে জুন, ২০২২ সকাল ৯:৪৮



বেগম জিয়া এসএসসি'ও পাশ করেননি, ১২ বছর বাংলাদেশের সবচেয়ে বড় চাকুরীটা করেছেন, আরো ১২ বছর দেশের ২য় বড় চাকুরী করেছেন, ৩৮ বছর দেশের বৃহত্তম দলের সভানেত্রী হিসেবে চাকুরী করেছেন, সভানেত্রীর চাকুরীটা হলো আসলে সোনার খনির মালিকের থেকেও বড় চাকুরী। উনি কি জানতেন যে, রূপক বিধৌত সাধু নামে ১ জন ব্লগার আছেন, এবং উনার চাকুরী দরকার! উনার কাছে কি বেকারদের নিয়ে ডাটা ছিলো? আসলে উনার মাথায় বড় ধরণের ভাবনাচিন্তা ছিলো কিনা, উহাও ভাবনার বিষয়! যদি সামরিক ক্যু না'হতো, বিএনপি না'হতো, বেগম জিয়া কি প্রাইমারী স্কুলে কোন চাকুরী পেতেন? উনি আপনার , আমার চাকুরীর কথা ভাবতে পারার কোন সম্ভাবনা ছিলো?

রওশান এরশাদের প্রফেশান কি ছিলো? এখন বাংলাদেশের ২য় বৃহত্তম চাকুরী করেন; উনি কতবার বিসিএস পাশ করেছেন, কত হাজার বিসিএস উনার অধীনে চাকুরী করছেন এখন? উনার যোগ্যতাটা কি? জেনারেল এরশাদের স্ত্রী; জেনারেল এরশাদ ক্যু করে ক্ষমতা দখল করেছিলো। রওশন এরশাদ কাউকে চাকরাণীর চাকুরী দিতে পারবেন হয়তো; কোন অবস্হায় উনি একজন ইন্জিনিয়ারকে চাকুরী দেয়ার মত দক্ষ ছিলেন না।

সাইফুর রহমান সাহেব একজন একাউন্টেন্ট ছিলেন; ব্যবসায়ীদের টাকা পয়সার হিসেব রাখতেন, সেটাই ছিলো আয়ের পথ; উনি একলাফে হয়ে গেলেন কয়েক কোটী মানুষের টাকা পয়সা খরচ করার মালিক, প্ল্যানের মালিক। উনি সিলেটি মানুষ, বাংগালীরা কে কি করে উনি জানতেন? সিলেটী মানুষেরা নিজের আত্মীয় স্বজনের বাইরে কাউকে চেনেন বলে মনে হয়?

মুহিত সাহেবের কথা আমার মনে পড়লে মনটাও খারাপ হয়ে যায়; আজকের পৃথিবীতে যিনি ষ্টক-মার্কেট বুঝেন না, তিনি ১ দেশের অর্থমন্ত্রী? আজকের দিনে ষ্টক-মার্কেট না বুঝলে, আপনি অর্থনীতিতে ৩৩ নম্বর পাবেন? উনি কি করে দেশের ব্যবসায় ফাইন্যান্স করেছেন? আসলে উনি ছিলেন সরকারী লোকদের বেতন দেয়ার কেরানী। এই লোক ইউনিভার্সিটির ছেলেমেয়েদের জন্য চাকুরীর কথা ভাবতেন? উনি একটা কাজ করেছেন, উনার ভাইদের জন্য বড় বড় চাকুরীগুলো শেখ হাসিনা থেকে চেয়ে নিয়েছেন!

এইসব কারণে এখন দেশে ৩০/৪০ লাখ বেকার গ্রেজুয়েট আছে; বেকারের সংখ্যা আগামী ৫ বছরে আরো বাড়বে।


মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২২ সকাল ১০:২২

কামাল৮০ বলেছেন: দেশ উন্নত না হলে বেকার সমস্যার সমাধান হবে না।উন্নয়নেয় ধারনা জনে জনে আলাদা।চীন,জাপান এবং কোরিয়া এই তিন দেশের উন্নয়ন আলাদা আলাদা ভাবে হয়েছে।সিঙ্গাপুর মালয়েশিয়া উন্নত হয়েছে অন্য ভাবে।বাংলাদেশের ভুল পথে আছে।সঠিক পথ দেখাবার লোক নাই।গনতন্ত্রকে শক্তিশালী করা ছাড়া বিকল্প আপাতত নাই।

৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৫০

সোনাগাজী বলেছেন:



দেশ উন্নত না হলে, বেকার সমস্যা থেকে যাবে; মানুষ বেকার থাকলে দেশ উন্নত হবে না; ফানী বক্তব্য!

২| ৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৫০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: তিতা কথা।

৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৫২

সোনাগাজী বলেছেন:




লজিক্যাল কিনা?
বছর যাচ্ছে, শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে; এরা কমাতে পারবে?

৩| ৩০ শে জুন, ২০২২ সকাল ১০:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অবশ্যই লজিক্যাল। বেকারদের জন্য চাকুরীর বাজার কেউ তৈরি করেনি। সরকার এখন সবাইকে উদ্যোক্তা বানাবে। ইন্জিয়ারিং পাশ করে অনলাইনে থ্রিপিস বিক্রি করাবে।

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:০০

সোনাগাজী বলেছেন:



৪০ লাখ উদ্যোক্তা, টং দোকানে পটেটো চিপ বিক্রয় করবে?
ভাড়ার অভাবে ঢাকা গিয়ে অনেকে ইন্টাভিউ দিতে পারছে না।

৪| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বিদিশা সম্পর্কে আপনার বক্তব্য কি?

৩০ শে জুন, ২০২২ সকাল ১১:২১

সোনাগাজী বলেছেন:



এগুলো টার্গেট করে বিয়ে করার লোকজন, লোভী।

৫| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ৪০ লাখ উদ্যোক্তা, টং দোকানে পটেটো চিপ বিক্রয় করবে?

সরকার তাতেই খুশি। সব ক্রেডিট তাদের।

৩০ শে জুন, ২০২২ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:



এটা হয়তো ক্রিকেট কামাল সাহেবের আবিস্কার।

৬| ৩০ শে জুন, ২০২২ সকাল ১১:৩৪

জুন বলেছেন: দেখেন নেতা নেত্রীরা আপনার মতে তথাকথিত শিক্ষিত হলেই দেশের উন্নয়ন হবে, বেকার সমস্যা দূর হবে আমার মনে হয় এটা ঠিক না। তাই যদি হতো তাহলে ভারত বর্ষে এত লোক বেকার থাকতো না। চাকরির জন্য সুইসাইড করতোনা। মোদীর উদাহরণ দিবেন না, উনি ব্যাতিক্রম। এর আগে যারা সর্বোচ্চ ক্ষমতা বা তার আশেপাশে ছিলেন তারা সবাই ব্যারিস্টার, ডক্টরেট ডিগ্রিধারী। আপনি যা চাইছেন তার জন্য দরকার নেতা নেত্রীদের আন্তরিক ইচ্ছা আর দেশপ্রেম।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:০২

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া, রওশন এরশাদ, শেখ হাসিনার মুখে কখনো শুনেছেন কিনা যে, "বেকারত্ব" আমাদের সবচয়ে বড় সমস্যা, আমাদেরকে প্ল্যান করে চাকুরীর সৃষ্টি করতে হবে।

৭| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:১৭

কাছের-মানুষ বলেছেন: দেশে বেকার সমস্যা ভয়াবহ বিশেষ করে যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তাদের অবস্থা ভয়াবহ! আমার আত্নীয়স্বজন কয়েকজন অর্নাস পাশ করে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে , এরা হয়ত টিউশুনি নয়ত কম বেতনে কিন্ডার গার্ডেনে পড়ায়!

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:০৪

সোনাগাজী বলেছেন:



ইহা যে আমাদের জাতির সবচেয়ে বড় সমস্যা, তা কোন প্রাইম মিনিষ্টার, বিরোধীদলের নেত্রী, কিংবা প্রেসিডেন্ট ১বার বলেছেন?

৮| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১২:৫১

রানার ব্লগ বলেছেন: জুন বলেছেন@ আপনি যা চাইছেন তার জন্য দরকার নেতা নেত্রীদের আন্তরিক ইচ্ছা আর দেশপ্রেম।

সম্পুর্ন একমত !!! বাংলাদেশে বর্তমানে যারাই রাজনীতি করতে আসেন লক্ষ্য সেই একটাই ইট লোহা সিমেন্ট বালুর ব্যাবসা কন্ট্রল করা, স্থানীয় পর্যায় ফ্ল্যাট বানিজ্যের বখরা খাওয়া, রাস্তার ট্যাক্স তোলা, বিদেশে নিজের জন্য একখানা রাজপ্রাসাদ, হজ্ব বানিজ্য, টেন্ডারবাজি, অন্যের জমি নিজে দখল বা পার্টির ব্যানারে দখল আর নামের আগে সাবেক এমপি পদবি !! ব্যাস জীবন ফিটফাট। তাদের এতো সময় নাই কে চাকরি পাইলো কে পাইলো না এটা নিয়ে চিন্তা ভাবনা করা। উলটা চাকরী না পাইলেই সুবিধা, তারে ধরে এনে নিজের দলের ক্যাডার বা তোষামদী বানানো সহজ।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:০৭

সোনাগাজী বলেছেন:


যাদের চাকুরী নেই, তারা পরিবারের জন্য বোঝা, মা-বাবা, ভাইবোন এদের উপর আশা করে বসে আছে; ইহা সরকারের লোকেরা, ফাইন্যান্স মিনিষ্টার, প্রাইম মিনিষ্টার বুঝেন না। বেকারত্ব কমানোর প্রজেক্টই আমাদের জন্য "মেগা প্রজেক্ট"।

৯| ৩০ শে জুন, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: চাকরী সৃষ্টি করার জন্য যে ইচ্ছা ও বুদ্ধি দরকার সেটা কারো নেই।

১। সরকার সবাইকে চাকরী দিতে পারবে না।
২। ফুটপাতে থাকা মানুষদের জন্য কিছু করতে পারবে না।
৩। সরকারী হাসপাতাল থেকে দালাল দূর করতে পারবে না।
৪। দূর্নিতি বন্ধ করতে পারবে না।
৫। ছাত্রলীগের অবিচার বন্ধ করতে পারবে না।
৬। ঢাকার বন্যা দূর করতে পারবে না।
৭। বাজার নিয়ন্ত্রন করতে পারবে না।
৮। রাজনীতিবিদদের বিদেশে চিকিৎসা নেওয়া বন্ধ করতে পারবে না।
৯। শিক্ষার মান বাড়াতে পারবে না।
১০। জনগনকে ভদ্র ও রুচিশীল করে গড়ে তুলতে পারবে না।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:০৯

সোনাগাজী বলেছেন:



আনুমানিক ২/৩ লাখ পরিবার দেশের সকল সম্পদ ও সুবিধা দখল করে নিয়েছে; সরকার তাদের দরকারগুলো দেখছে ও ম্যানেজ করছে।

১০| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:১৯

বিটপি বলেছেন: আপনার মত এত টেনশনে কেউ নেই। সরকার তো নয়ই। সবাই চাকরি পেয়ে গেলে নেতাদের পেছনে পেছনে ঘুরবে কে? তাদের পোষা কুত্তার অভাব পড়ে যাবেনা? দেশে খাল কাটা কর্মসূচীর মাধ্যমে সরকারীভাবে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করেছিলেন সাবেক একজন প্রেসিডেন্ট। তার করুণ পরিণতি আপনার নিজের চোখেই দেখা। যে দুইজন রাষ্ট্রপতির দেশের জন্য সত্যিকারের ভালোবাসা ছিল, তাদেরকেই করুণ পরিণতি বরণ করতে হল।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:১৪

সোনাগাজী বলেছেন:




কতটুকু খাল, কোথায় দরকার ছিলো, উহা কত বছর চলার দরকার ছিলো, উহাতে মাথাপিছু আয় কত হতো, জাতীয় আয় কত বাড়তো?

আমাদের দরকার ছিলো টেকনোলোজীতে ও হাইটেক ম্যানুফেকচেররিং'এ দক্ষ মানুষ ও শিল্প এবং কৃষি।



১১| ৩০ শে জুন, ২০২২ দুপুর ২:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: জুন বলেছেন: দেখেন নেতা নেত্রীরা আপনার মতে তথাকথিত শিক্ষিত হলেই দেশের উন্নয়ন হবে, বেকার সমস্যা দূর হবে আমার মনে হয় এটা ঠিক না। তাই যদি হতো তাহলে ভারত বর্ষে এত লোক বেকার থাকতো না। চাকরির জন্য সুইসাইড করতোনা। মোদীর উদাহরণ দিবেন না, উনি ব্যাতিক্রম। এর আগে যারা সর্বোচ্চ ক্ষমতা বা তার আশেপাশে ছিলেন তারা সবাই ব্যারিস্টার, ডক্টরেট ডিগ্রিধারী। আপনি যা চাইছেন তার জন্য দরকার নেতা নেত্রীদের আন্তরিক ইচ্ছা আর দেশপ্রেম।

রানার ব্লগ বলেছেন: জুন বলেছেন@ আপনি যা চাইছেন তার জন্য দরকার নেতা নেত্রীদের আন্তরিক ইচ্ছা আর দেশপ্রেম।

সম্পুর্ন একমত !!! বাংলাদেশে বর্তমানে যারাই রাজনীতি করতে আসেন লক্ষ্য সেই একটাই ইট লোহা সিমেন্ট বালুর ব্যাবসা কন্ট্রল করা, স্থানীয় পর্যায় ফ্ল্যাট বানিজ্যের বখরা খাওয়া, রাস্তার ট্যাক্স তোলা, বিদেশে নিজের জন্য একখানা রাজপ্রাসাদ, হজ্ব বানিজ্য, টেন্ডারবাজি, অন্যের জমি নিজে দখল বা পার্টির ব্যানারে দখল আর নামের আগে সাবেক এমপি পদবি !! ব্যাস জীবন ফিটফাট। তাদের এতো সময় নাই কে চাকরি পাইলো কে পাইলো না এটা নিয়ে চিন্তা ভাবনা করা। উলটা চাকরী না পাইলেই সুবিধা, তারে ধরে এনে নিজের দলের ক্যাডার বা তোষামদী বানানো সহজ।

সার্টিফিকেটের কাজ কি। মেধা এবং অভিজ্ঞতাই আসল। শিক্ষিত হতে কি স্কুলে যেতে হয় স্যার ?

৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:১৮

সোনাগাজী বলেছেন:



আধুনিক অর্থনীতি, ফাইন্যান্স ও টেকনোলোজীর লোকজন ছাড়া অন্যেরা চাকুরী সৃষ্টি করতে পারার কথা নয়।

শিক্ষিত হতে হলে স্কুলে যেতে হয়, সমকালীন টেকনোলোজী ও সমকালীন উৎপাদন ব্যবস্হা, সমকালীন কৃষি ও ফার্মিং জানতে হয় ও এসের জন্য ফাইন্যান্স'এ দক্ষ হতে হয়।

১২| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাদের মেরিকাতো উন্নত দেশ,
সেখানে এক কোটি লোক বেকার কেনো?

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০৫

সোনাগাজী বলেছেন:



এতদিন ১২ মিলিয়ন পদ কাহলি ছিলো, লোক পাওয়া যাচ্ছিলো না; কিন্তু সাথে সাথেবেকারও ছিলো, অনেক মানুষকাজ করতে চাচ্ছে না। এখন সামনে রিসেশন আছে, চাকুরী দেসয় বন্ধ হয়ে যাবে।

১৩| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাদের মেরিকাতো উন্নত দেশ,
সেখানে এক কোটি লোক বেকার কেনো?

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



মেক্সিকো'তে একটি বিচিত্র সমস্যা আছে, ওখানে ২টি আলাদা জাতি বাস করে: (১) সাদা ইউরোপিয়ান স্পেনিশদের বগশধর (২) স্হানীয় বিবিধ জাতির মিশ্রণ। ২য়'টাকে কিছুই দেয়া হয় না; তাদেরকে সীমান্ত হয়ে আমেরিকায় প ঠায়ে দেয়।

১৪| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এর মধ্য থেকে মন্দের ভালো বেছে নিতে হবে।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:



আপনি নিশ্চয় মন্দের ভালোর মাঝে আছেন, বাকীরা বাতাস খাক।

১৫| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০১

শূন্য সারমর্ম বলেছেন:

বাঙালী যোগ্যতা মাপে কিভাবে?

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



কার মিথ্যা কথা বলার দক্ষতা কতটুকু ও দখল করার ক্ষমতা কতটুকু!

১৬| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: লোকজন তো এনাদেরকেই বারবার ভোট দিচ্ছে।

৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:




ভোট দেয়ার পর, বউকে দেশে রেখে সৌদী আরব যাচ্ছেন।

১৭| ৩০ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১১

তারেক ফাহিম বলেছেন: দেশের বেশিরভাগ শিক্ষিত বেকার যুবক সরকারি চাকরির আশায় বসে থাকেন।

৩০ শে জুন, ২০২২ রাত ৯:৩৬

সোনাগাজী বলেছেন:




সরকারী চাকুরী যারা করছে তারা তো নতুন করে চাকুরী সৃষ্টি করতে পারছে না; এখন যারা আছে, তারা চাকুরী পাবার সময় তাদের লাল নীল সুতা বেরিয়ে গেছে।

১৮| ৩০ শে জুন, ২০২২ রাত ১১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: সরকারের কাছে সাধারণ মানুষ দান, খয়রাত চায় না। চায় কর্মসংস্থান এবং আয় রোজগার করার পরিবেশ।

৩০ শে জুন, ২০২২ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



সরকার নিজকে বৃটিশ কলোনিয়েল সিষ্টেমের মতো কিছু মনে করছে; তারা যে, জনতার প্রতিনিধি ও জনতার কাজ করার জন্য নিযুক্তি পেয়েছে, এই রকম কোন ধারণা তাদের মাঝে আছে বলে মনে হয় না।

১৯| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:০৩

রাজীব নুর বলেছেন: সরকার কিছু লোককে দূর্নীতি করতে দিচ্ছে। কারন তাঁরা দূর্নীতি করে নানান রকম ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। সেখানে অনেকে চাকরী পায়। এভাবে সরকার চাকরীর বাজার তৈরি করছে।

০১ লা জুলাই, ২০২২ ভোর ৬:১২

সোনাগাজী বলেছেন:



দুষ্ট লোকেরা ব্যবসা বাণিজ্য, ব্যাংকের ক্যাপিটেল, সম্পদ ও সুযোগ দখল করায় দরকারী পরিমাণ চাকুরী সৃষ্টি হয়নি।

২০| ০১ লা জুলাই, ২০২২ দুপুর ১:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন বলা হয়ে থাকে, চাকুরী আর নয়
.....................................................................
নিজে নিজ কর্ম নির্ধারন কর, কৃষিজাত পণ্য তৈরী কর
আরও পাঁচজন বেকারকে কর্ম দাও, তাহলেই দেশ সঠিক
দিক নির্দেশনা পাবে ।

০১ লা জুলাই, ২০২২ বিকাল ৪:৪৫

সোনাগাজী বলেছেন:


যারা বলে,নিজ কর্ম নিজে নির্ধারণ কর, ওরা দুষ্ট ইডিয়ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.