নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

দেশের ইন্জিনিয়ার অফিসে বসে ব্লগিং করেন, পদ্মা বানায় চীনারা!

০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৭



আমাদের ১'জন ব্লগার, পেশার দিক থেকে ইন্জিনিয়ার; মনে হয়, সরকারী চাকুরী করেন; আজকে পোষ্ট দিয়েছেন যে, অফিসে বসে সামুতে ব্লগিং করতে গিয়ে, পোষ্টের ছবির কারণে বিব্রত বোধ করেন, উনার পক্ষে অফিসে বসে ব্লগিং করতে অসুবিধা হচ্ছে ; দেখছেন, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় এগুলো কি বানাচ্ছে? আপনাদের মাঝে আরো কেহ কেহ হয়তো এই ধরণের কাজ করতে পারেন; কিন্তু ইহা যে অন্যায়, সেটা নিশ্চয় বুঝেন!

বাংলাদেশের সাড়ে ৬ বিলিয়ন ডলারের সেতু করলো ৪/৫ শত জন চাইনীজ টেকনিশিয়ান ও কিছু ইন্জিনিয়ার মিলে; কিন্তু আমাদের 'ইন্জিনিয়ারিং এসোসিয়েশনের' সদস্য সংখ্যা হচ্ছে ৮০ হাজারের কাছাকাছি; দেশে ১ লাখ ৫০ হাজারের মতো ইন্জিনিয়ার কাজ করছেন। কেন সরকার নিজেদের ইন্জিনিয়ারদের নিয়ে একটি কনসোর্টিয়াম খুলে, সে্তুর দায়িত্বটা দিলো না?

বাংগালী ইন্জিনিয়ারদের কনসোর্টিয়াম যদি সেতু করতো, এবং যেসব কাজ নিজেরা করলে বেশী খরচ পড়ার সম্ভাবান থাকতো, সেগুলো চীনা মীনাদের সাব-কন্ট্রাক্ট দিতে পারতো।

কেন সরকার দেশের ইন্জিনিয়ারদের বিশ্বাস করতে পারেনি, সেটা সরকার জানে! আমি যদি সেতুর দায়িত্ব থাকতাম, অবশ্যই ১টি কনসোর্টিয়াম গঠন করে, নিজেদের ইন্জিনিয়ারদের দ্বারাই সেতু করাতাম। যারা সরকারী বা বেসরকারী অফিসে বসে মালিকের কাজ ফেলে নিজের কাজ করে, ব্লগিং করে, তাদেরকে কেরাণী পদে বদলী করে, দায়িত্বশীলদের এসব দায়িত্ব নিয়ে আসা সম্ভব।

আপনারা যারা সরকারী কিংবা পরাইভেটে চাকুরী করেন; কোন অবস্হায়ই, এমন কি লান্চ ব্রেকের সময়ও নিজের প্রয়োজনে অফিসের কম্প্যউটারে অন্য সফটওয়ার ব্যবহার করবেন না, ইহা বেআইনী ও অন্যায়।


মন্তব্য ৪২ টি রেটিং +১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: এদের মগজে সমস্যা। মেয়েদের দেখলেই ধর্ষণ করতে ইচ্ছা করে এদের।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:




আমি এই ব্লগারকে অনেকদিন থেকে জানি; আমি সব সময় বিশ্বাস করতাম, এরা সরকারী অফিসে বসে নিজের কাজকর্ম করে, সরকারের কাজ করে না।

২| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অফিসের ফাঁকতালে আমিও ব্লগিং করি। অনেক ঝামেলার দায়িত্বপূর্ণ কাজ। তারপরেও একটু অবসর পেলেই ব্লগে ঢুকি। আমার কাছেও কিছু ছবি আসলে বিব্রতকর। অনেকেই মনে করে আমি ইমেল বাদে ফিমেল দেখি। কেউ যদি দেখেও ফেলে তাচ্ছিল্যের কণ্ঠে বলে , " কি ভাই ? কাজ বাদ দিয়ে মেয়ে দেখেন ? "
বাসাতে টাইম পাই না। অফিসেই কিছুটা সময় দেই।
আসলে আমি সেই ফ্যামিলি থেকে এসেছে সেখানে একসাথে মুভি দেখা হয়নি কোনদিন। মেয়েদের কিছু বিব্রতকর ছবি এলে লজ্জায় পড়তে হয়।
এই ব্যাপারটা এখনো কাটিয়ে উঠতে পারিনি।

তারমানে এই নয় যে , মেয়েদের ওই ছবিগুলো দেখলে রেপ করতে ইচ্ছা হয়।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



অফিসের কম্প্যুটারে অপ্রয়োজনীয় সফটওয়ারে যাওয়া বেআইণী; মনে হচ্ছে, বাংলাদেশে অনেকেই এই ধরণের কাজ করে; আমেরিকায় মনিটরিং করে।

৩| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে মেসেঞ্জারে কিছু ছাগু এক জোট হয়েছে । এদের মানসিকতা মাদ্রাসার কচি বাচ্চাদের বলৎকার করা। এই রকম অনেক নোংরা মানসিকতার জামাতি মাথা ছড়া দিয়ে উঠছে। এদের গদাম দেয়া সময়ের দাবী। পুরা ফেসবুক ওদের দখলে। ভদ্র লোক এসব ছাগুদের ইগনোর করে। আগের মন্তব্য ডিলিট দিন।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের অনলাইন ওদের দখলে; মনে হয়, ওরা অনলাইনের দখলের জন্য চাকুরী দিয়ে লোকজন রেখেছে।

৪| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
অফিসের কম্প্যুটারে অপ্রয়োজনীয় সফটওয়ারে যাওয়া বেআইণী; মনে হচ্ছে, বাংলাদেশে অনেকেই এই ধরণের কাজ করে; আমেরিকায় মনিটরিং করে।


অফিসে সামু খোলা পাওয়া যায়। প্রথমআলো সহ কিছু নিউজ সাইট বন্ধ করে দেয়। ফেসবুক , ইউটিউব বন্ধ।
আমি অফিসের কম্পিউটার থেকেই ব্লগিং করি। জানি উচিত না। সামু ইউজ করার জন্য কিছুটা সময় বের করি। এমন ধরেন চা, সিগারেট থেকে নিচে যায়না। এখনো অফিস থেকেই ব্লগিং করছি। মাত্র কয়েজন অফিসে আছে। কখন বাড়ি ফিরবো ঠিক নাই। নিচে ইন্সপেকশন চলছে। বড় একটা শীপমেন্ট যাবে।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



প্রাইভেটে কাজ শেষ করতে হয়; সরকারী কাজ শুরু না'করলেও চলে। সরকারে যারা চাকুরী করছে, এদের মরাল বলতে কিছু আছে বলে মনে হয় না।

৫| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অফিস কাজ করার জন্য।
ব্লগিং করুন নিজের সময়ে।
অশ্লীল ছবি অসুস্থ্য
মানসিকিতার
বহিঃপ্রকাশ।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



পাবলিক ডোমেইনের জন্য সঠিক ছবি দেয়া উচিত। দেখছেন, আমাদের ইন্জিনিয়ার কি করে বেড়াচ্ছেন?

৬| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


ওয়ার্ক এথিক 'বলে দেশে কিছু নেই।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



প্রাইভেটে কাজ না'করে দীর্ঘদিন টেকা যায় না। আমাদের সরকারে যারা চাকুরী করে, এরা নিয়মিত অপরাধ করে বেড়ায়।

৭| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আমরিকান ইন্জিনিয়াও সামুতে বসে আছে। ;)

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



সম্ভব।
তবে, আমেরিকায় মনিটরিং করে।

৮| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অফিস টাইমে ব্লগিং না করলে আপনার পোস্টে রিপ্লাই দেব কীভাবে? অফিসের কাজের ক্ষতি না করেও ব্লগে সময় দিলে কোন সমস্যা হওয়ার কথা না...

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



আমি জানি না, আমি যখন চাকুরী করেছি, আমি লান্চে সামুতে যেতাম, আমার সাথে আমার ল্যাপটপ থাকতো।

৯| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রাইভেটে কাজ শেষ করতে হয়; সরকারী কাজ শুরু না'করলেও চলে। সরকারে যারা চাকুরী করছে, এদের মরাল বলতে কিছু আছে বলে মনে হয় না।


আমার ভাই সরকারী চাকুরে। কি পরিমাণ ঘাঁনি টানতে হয় আমি জানি।
যাইহোক আমার ছবি বিষয়ে কিছু বললেন না।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:



আপনার ভাই ব্যতিত আরো ২৬ লাখ আছেন,

১০| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অফিস থেকে ফিরছি। এখন মোবাইলে ব্লগিং করছি। বাসাতে ছেলেকে সময় দেবো। কাল অফিসে কাজের ফাঁকে ব্লগিং চলবেই।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা গড়ে ৮ ঘন্টা কাজ কিছু্তেই করছে না।

১১| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

কামাল৮০ বলেছেন: সরকার এখন অনেক কাজ আর্মি ইঞ্জিনিয়রিং কোর দিয়ে করায়।সিভিলিয়ানদের উপর আস্থা নাই।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সোনাগাজী বলেছেন:



আর্ৈ দ্বারা কাজ করানো ভালো; তবে, আমাদেরটা মিশরের আর্মিকে অনুসরণ করছে।

১২| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: যে দেশে রাষ্ট্র প্রধান থেকে শুরু করে হোমরা চোমরারা হেলথ চেক আপের জন্য বিদেশে দৌঁড়ায়, (ডাক্তার ও চিকিৎসা ব্যবস্থার উপর অনাস্থায়) যে দেশে রডের বদলে বাঁশ দিয়ে ছাঁদের স্ট্রাকচার বানায় (ইঞ্জিনিয়ারদের উদ্ভট উদ্ভাবনী শক্তির প্রখরতায়), সে দেশের মেধাবী ইঞ্জিনিয়াররাই আবার মাইক্রোসফট, নাসাসহ বিভিন্ন বড় গবেষণায় তাঁদের কাজের প্রমাণ রাখে।
এই দেশের সরকারের দেশপ্রেম নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। সুযোগ খুঁজে সুইস ব্যাংকে টাকা পাচারের।

০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

সোনাগাজী বলেছেন:




সরকারের লোকদের আচরণে এটা স্পষ্ট যে, এটা তাদের উপনিবেশ মাত্র।

১৩| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: অফিসে ব্লগিং করা অন্যায়।
আমি একসময় এই অন্যায় কাজটা করেছি। তার জন্য অনেক খেসারত দিতে হয়েছে। আআমি অনুতপ্ত।

০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



আমাদের ইন্জিনিয়ার সাহেব উল্টো আমাকে শাসাচ্ছে! এরা বেতন নিয়ে যায়, কোন কাজই ঠিক মতো করে না; ব্লগিংও ঠিক মতো করতে জানে না।

১৪| ০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসসবুকীয় এরা অত্যন্ত নীচু লেভেলের জামাতি ছাগু। এস্টেমেনা খরচ করে লাভ নাই। ক্লাসই নাই আজকালকার ছাগু গুলোর।

০৬ ই জুলাই, ২০২২ রাত ১২:৫১

সোনাগাজী বলেছেন:



এরাই দেশকে আফগানিস্তান বানাবে।

১৫| ০৬ ই জুলাই, ২০২২ রাত ২:৩৫

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাংলাদেশ কোনও কালেই জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর দেশ ছিল না।এখনও না।সুতরাং মেগা স্ট্রাকচার তৈরি করতে যে বিদেশী সাহায্য লাগবে এটা আশ্চর্যের বিষয় না।নিজস্ব প্রযু্ক্তিতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে ক্যালকুলেটর বানানো,ই-কমার্স সাইট বানানো আরো ৫০ বছর ধরে চলবে।

০৬ ই জুলাই, ২০২২ রাত ২:৫৪

সোনাগাজী বলেছেন:



যারা কাজ করবে, যারা পথ দেখাবে, তারা কাজের সময় অফিসের কম্প্যুটারে ব্লগিং করছে; দেশটা ভরে গেছে লিলিপুটিয়ানে।

১৬| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অফিস থেকে মাঝে মধ্যে ব্লগিং করা বন্ধ হলে সামু অচল হয়ে যাবে।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



কাজের কম্প্যুটার কাজের জন্য, ইহাই নিয়ম, এটুকু বনাগলাদেশের শিক্ষিতরা বুঝতে আরো অনেক সময় লাগবে; সেজন্য চীনারা বড় কাজ পাচ্ছে, বাংগালীরা ইন্জিনিয়ার হয়েও কেরানীর কাজ করছে।

১৭| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ৯:৩১

বিটপি বলেছেন: অফিস আমাকে দিনে ৮ ঘন্টা কাজের বেতন দিয়ে ৯ ঘন্টা আটকে রাখে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত লাঞ্চ টাইম হলেও আমি ৩টার আগে কখনোই লাঞ্চ করার সুযোগ পাইনা। ৬ টার সময় অফিস থেকে বের হবার কথা থাকলেও খুব কম দিনই আমি সেই সুযোগ পাই। আপনার কি মনে হয়, অফিসে আমি প্রয়জনের চেয়ে বেশি সুযোগ দিচ্ছিনা? এখন তার থেকে কিছু সময় আমি নেজের জন্য রাখলে তাতে অসুবিধা কি?

চীনা ইঞ্জিনিয়ার কোনদিন রডের বদলে বাঁশ ব্যবহার করেছে বলে শোনা যায়নি। এই কারণে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদেরকে বিশ্বাস করা যায়না। পদ্মা সেতুর এ টু জেড পুরোটাই চীনারা করেছে, তাতেও এই প্রকল্প দুর্নীতির হাত থেকে রেহাই পায়নি। দেশি ইঞ্জিনিয়ারদের কনসোর্টিয়াম করলে কি অবস্থা হত - একবার ভেবে দেখেছেন?

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১১:০০

সোনাগাজী বলেছেন:



আপনার প্রোডাক্টিবিটি কম।

১৮| ০৬ ই জুলাই, ২০২২ সকাল ১০:০৫

কোনেরোসা বলেছেন: দেশের ইন্জিনিয়রদেরকে ঘাড় ধরে নিউইয়র্কে পাঠিয়ে দেয়া হউক, সেখান থেকে এরা ব্লগিং করার নিয়মনীতি শিখে আসবে।

০৬ ই জুলাই, ২০২২ সকাল ১১:০২

সোনাগাজী বলেছেন:



নিউইয়র্ক সবাই আসতে চায়, সবাই আসতে পারে না; সৌদী কেহই যেতে চাহে না, অনেককেই যেতে হয়।

১৯| ০৬ ই জুলাই, ২০২২ দুপুর ১:৫৪

রায়হান চৌঃ বলেছেন: পেশাদ্বারিত্বের ছাপ আমাদের কোথাও নেই। আমি যে কম্পেনিতে কাজ করি, এরা মূলত সার্ভিস কম্পেনি হিসেবে ই কাজ করে। সার্ভিসে এদের অনেক গুলো পার্ট আছে, মূল কাজ হলো ওয়েল ফিল্ড এ ড্রিলিং করা। ড্রলিং রিপোর্ট এনালাইসিস করার জন্য সাপোর্টিং হিসেবে আছে অনেক গুলো ডেটাবেইজ, আপ্লিকেশন।

সৌদী আরবে এসে দেখতে পেলাম, সৌদী আরামকো এর সাথে যখনি নতুন কোন সার্ভিসের কন্টাক্ট হয়, তখন এদের মূল রিকোয়ারমেন্ট থাকে কজের সাথে সাথে আমার লোক দের ট্রেইনিং করাতে হবে। তা না হলে কন্টাক্ট হবে না। ভেবে দেখুন এ দের মতো মোটা মাথার মনুষ গুলো নিজেদেরকে কি ভাবে দক্ষ করে নিচ্ছে। সে হিসেবে আমাদের মানুষ দের দক্ষ করার মতো কোন উদ্যেগ দেখতে পাই না। আজ পর্যন্ত কোন যাযগায় দেখতে পেলাম না। এমন কি রুপপুরের এজেন্ডা তে ও নাই।
আর তাই তো আমাদের ইন্জিয়র রা বসে বসে তাস খেলে বা টেকনিশিন এর কাজ করে।

ভাই, একটা সমাজ কে দক্ষ করে গড়ে তোলার জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং এর প্রয়োজন সাপোর্ট দিতে হয়। তা না হলে হয় না।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৫

সোনাগাজী বলেছেন:


ব্যুরোক্রেটরা দেশীয় এক্সপার্টিজ গড়ে তোলার কথা কখনো ভাবে না, ওরা বিদেশীদের দিয়ে কাজ করায়ে, ওভার ইনভয়েসিং করে ডাকাতিতে লিপ্ত; আমাদের ইন্জিনিয়ারেরা ফেইসবুকে আছেন, তাবলিকে আছেন।

২০| ০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৫

অক্পটে বলেছেন: আমাদের দেশের মানুষদের মন পড়ে থাকে ঘুষ আর দূর্নিতিতে। দক্ষ হবার মানসিকতা এদের নেই। এরা বাটপারিতে দক্ষ হয়। তাইতো চাইনীজ বা বিদেশিরা এসে আমাদের কাজ করে যায়। এই কারণেই সরকারের মূল জায়গায় একজন বিচক্ষণ লোক বসা দরকার যে তার জনগণকে সঠিক পথ দেখাবে।

০৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:০৬

সোনাগাজী বলেছেন:



ব্যুরোক্রেটরাই বিদেশীদের আনছে; কিন্তু দেশের ইন্জিনিয়ার ও প্রফেশানেলদের চোখে এগুলো পড়ছে না।

২১| ০৭ ই জুলাই, ২০২২ রাত ১১:০৮

আলাপচারী প্রহর বলেছেন: আমি যখন একটা বিখ্যাত রিয়েল এষ্টেটের কর্মকর্তা ছিলাম তখন ১ বছর দেখার পর ২য় বৎসর থেকে আইটি ম্যানেজারকে দিয়ে ফেসবুক ও ইউটিউব বন্ধ করে দিয়েছিলাম। কাজের মান বেড়ে গিয়েছিলো।
এখন ভ্যাট কনসালট্যান্ট হিসাবে প্রতি মাসে ১থেকে ১৫ তারিখ পর্যন্ত ভ্যাট অফিসে যাই। বিশ্বাস করবেন কিনা জানি না, কেউ কাজ করে না। পিয়ন হতে অফিসার উবু হয়ে বসে নিজ নিজ মোবাইলে মশগুল।
অফিসাররা আবার নিজ নিজ কম্পিউটারে কেউ কেউ ইউটিউবে ওয়াজ, কেউ গান ছেড়ে বিনোদিত হচ্ছে।

একটা বিদেশী ব্যাংকের ব্রাঞ্চে গেলাম। কর্মীদের মোবাইল ধরা নিষেধ। তীক্ষ্ণ নজর রাখা হয় কেউ মোবাইলে পারসোনাল কথা বলে কিনা।

০৮ ই জুলাই, ২০২২ রাত ২:১৭

সোনাগাজী বলেছেন:



আমাদের প্রখ্যাত ইন্জিনিয়ার সাহেব সরকারী চাকুরী করেন, এদের মাথায় মগজ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.