নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট ক্ষমতা না\'থাকলে, ব্লগিং করা কি সম্ভব?

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩



মাস দুয়েকের মতো বড় ধরণের জেনারেল পদে আছি, বোনাস হিসেবে কমেন্ট ব্যান; শুরুতে খুব একটা মনে থাকতো না যে, আমি কমেন্ট ব্যানে আছি, ব্লগারদের পোষ্ট পড়ে কমেন্ট করে বসতাম, ক্লিক করার পর, ম্যাসেজ এসে আমাকে আমার 'ষ্ট্যাটাস' জানিয়ে দিতো, আমার মন খারাপ হতো। ২ মাস লম্বা সময়, এখন আর ভুল হচ্ছে না; তবে, পড়ার সময় মনে হয়, কমেন্ট যখন করতেই পারবো না, পড়ে লাভ কি, বরং একটা 'লাইক' দিয়ে দিই, লেখক কিছু একটা তো লিখেছেন!

কিছু কিছু পোষ্টে আবার লাইকও দেয়া যায় না, অনেকের পোষ্টে মনে হয়, মেশিন লার্নিং'এর লজিক আছে, আমাকে চিনে ফেলে, লাইক নেয় না।

আমার কমেন্ট নিয়ে বেশ বড় সমস্যা, ইহা নাকি 'ব্যক্তি আক্রমণ' করে! আমি বসে বসে চিন্তা করি, কমেন্ট করলাম পোষ্টে, উহাতে ব্যক্তি কিভাবে আক্রান্ত হলো, আমার কমেন্ট কি অদৃশ্য অস্ত্র তৈরি করে, আমার অমতেই ভার্চুয়েলী লেখকের প্রতি ছোঁড়ে? ইহা নিয়ে ভেবে ভেবে আমি বেশ চিন্তিত হচ্ছি।

এই নিকের আগে আমার আরেকটা নিক ছিলো, ঐ নিকের নামটা বলা হয়তো ঠিক হবে না; সেই নিকটা ব্লগটিম থেকে প্রায়ই কমেন্ট ব্যানে পড়তো, আবার ব্লগারদের থেকেও ব্যান খেয়ে বসতো; অবস্হা দেখলে মনে হতো, আমার কমেন্টগুলোর একটি মাত্র কাজ, ব্যান অর্জন করা! ইহা আমাকে মনোকষ্ট দিতো; আমি পোষ্ট না'লিখলে, আমার তেমন খারাপ লাগতো না, কিন্তু কারো পষ্ট পড়ে কমেন্ট করতে না'পারলে খুবই খারাপ লাগতো। সেই নিককে যেসব ব্লগার 'কমেন্ট ব্যান' করেছিলেন, সেসব ব্লগারদের আজকাল ব্লগে আর দেখি না; সেসব ব্লগারদের সাথে আমার নিকটাও চলে গেছে। মাত্র ১ জনকে দেখি; উনার লেখাগুলো সব সময় প্রায় সাদা খাতার মতো পরিস্কার থাকে, কেহ সেখানে কিছু লিখে, লেখার সৌন্দয্য নষ্ট করতে চান না, মনে হয়।

এখন আমি আমার পুরানো কমেন্টগুলোকে বাদ দিয়ে কয়েকটা নতুন কিছু কমেন্ট আয়ত্ত করেছি, আমি খেয়াল করছি, এগুলো ব্লগে পরিক্ষিত, এগুলো ভালো রিটার্ণ-কমেন্ট ও অনেক 'ধন্যবাদ' নিয়ে আসে; সবচেয়ে যেটি বেশী উপকারী, সেটা হলো, "সুন্দর"! লেখক যদি জানতে চান, কি সুন্দর? বলা যাবে পোষ্ট সুন্দর, লেখক সুন্দর, পোষ্টের ছবি সুন্দর, সবই সুন্দর! তবে, এখনো আমার একটা সমস্যা থেকে যেতে পারে, সেটা হলো, যত সহজে আমি এই কমেন্টটা শিখেছি, তত সহজভাবে মনে রাখতে পারবো কিনা যে, আমাকে শুধু এই কমেন্টাই করতে হবে পোষ্টে, অন্য কিছু নয়! যেদিন আমি শিউর হবো যে, "সুন্দর" ব্যতিত অন্য কমেন্ট আর লিখতে পারি না, সেদিন আমার কমেন্ট সমস্যার অবসান হবে, আশাকরি; কমেন্ট করা কেহ বন্ধ করতে পারবে না।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কষ্টটা বুঝি।
কমেন্ট করার ক্ষমতা না'থাকলে
ব্লগিং করা হয়তো সম্ভব কিন্তু মন
বরেনা। মনই যদি না ভরে তা হলে
ব্লগিং পানসে লাগে।
আশা করি অচিরেই
মন্তব্য করার সুযোগ
পাবেন। অপেক্ষা করুন।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



আমি যতদিন কমেন্ট ক্ষমতা না'পাই, আপনি সব পোষ্টে লিখে দিবেন, "সোনাগাজী বলেছেন, 'সুন্দর' "। প্রথমে ১টি কমেন্ট করে জেনে নেবেন, পোষ্টে লেখকের মা-ভাবা,আত্মীয় স্বজনের মৃত্যু-খবর আছে কিনা; থাকলে, আমার হয়ে কমেন্ট করার দরকার নেই!

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



'সুন্দর'??? হা, হা, হা!

আমি আপনার পোস্টে মাঝে মাঝে লাইক দিতে ভুলে যাই। আজ দিয়েছি!

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৯

সোনাগাজী বলেছেন:



লাইকের জন্য ধন্যবাদ, এখন 'লাইকেও' ইনফ্লেশান।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২

সাড়ে চুয়াত্তর বলেছেন: মন্তব্য করার ক্ষমতা না থাকলে ব্লগিং আরও নিরাপদ। কারণ বোবার কোন শত্রু নাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৪

সোনাগাজী বলেছেন:



সমাজে বোবার স্হান কোথায় যে, শত্রু থাকবে!

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্য করে যদি ব্যান হতে হয় মন্তব্য না করাই বেটার। তখন আবার লেখাও বন্ধ হয়ে যাবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৫

সোনাগাজী বলেছেন:



আমার মনে হয়, আমার মন্তব্য নয়, আমার চলন বাঁকা।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৭

রানার ব্লগ বলেছেন: আমাকে বেশ কিছু ব্লগার কমেন্ট ব্যান করে রেখেছে। তারপরও আমি তাদের লেখা পরি এবং মনে মনে বাহব দেই। আমাকে কেউ ব্যাক্তি আক্রমন করে লিখলে আনি বা তাকে ছেড়ে দেব কেনো। আমার কি মাথা হাত নাই। যারাই কান্নাকাটি করেন তারা হয় অন্যের ধার করা মস্তিষ্কে চলেন নতুবা একদম নতুন ভূমিষ্ট। আবার কিছু ফেইসবুক কেন্দ্রিক লেখক আছেন তারা ভাবেন কি আমি হনু আর সেই হনু কে আক্রমন কাভি নেহি।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



আমার বেলায় সমস্যা, আমি নাকি 'ব্যক্তি আক্রমণ' করি! অনেককে জিজ্ঞাসা করেও একজনও পাইনি, যিনি আক্রান্ত হয়েছেন! যারা সঠিকভাবে লিখতে পারে না, তারাই 'কমেন্ট ব্যান' করে।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:



সম্ভব;ব্লগিং করে যান।

তা নাহলে একটা কাজ করুন :যার পোস্টে কমেন্ট করতে চান,তাদের লিস্ট সামনে রেখে নিজের পাতায় পোস্ট আকারে দেন।( ভার্চুয়াল তাসনিম) মত করে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:



কৌশল বের করা সম্ভব; তবে, ব্লগিং'এর মান থাকে না।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:


পোষ্টের ছবিটা সুন্দর!

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:০৫

কামাল৮০ বলেছেন: কমেন্টে সব থেকে বেশি সুন্দর লিখি আমি।পোষ্ট পড়ে যখন লেখার মতো কিছু পাই না তখন হাতে কাছে পাওয়া সুন্দরটাই লিখেদিই।লেখক বুঝে নিবে কি সুন্দর।অপেক্ষা করুন এবং সহ্য করুন,সফল একদিন হবেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩২

সোনাগাজী বলেছেন:



আপনাকে কমেন্ট ব্যান করলে, আপনি কি করেন?

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন:



বিচুটি পাতার মত মন্তব্য

বিচুটি পাতার মত চুলকানি আছে
আপনার সুমন্তব্যে, কতিপয় বলে
সেজন্য কমেন্ট ব্যান;জন কোলাহলে
ব্লগটিম নিয়েছেন সিদ্ধান্ত এমন।
সবিনয় অনুরোধ আপনার কাছে
করেছেন অনেকেই। সে বিনয় দলে
আপনি পিষে দিলেন নিজ পদতলে
বলেন তো হে এবার হলো এ কেমন?

সোনাগাজী বার বার ভুল যদি হয়
ব্লগটিম কত আর করবে তা’ ক্ষমা
সেজন্য আপনি বন্ধ মন্তব্য বেলায়।
আপনার কতকথা মনে আছে জমা
প্রকাশের পথ আর না পেয়ে সে সব
আপনার ভিতরেই করে কলরব।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৬

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্য ঠিক ছিলো সব সময়ে; আমাদের লেখকেরা চান যে, আপনি গড়ে ১০/২০ লাইন মন্তব্য করবেন ও লেখকের সুনাম করবেন, পোষ্টে আড্ডা জমাবেন; লেখার সমালোচনা করা যাবে না। লেখকদের বুঝার দরকার আছে যে, সমালোচনার ভাষা প্রেমের কবিতার মতো হয় না।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৮

ঢাবিয়ান বলেছেন: অন্য ব্লগারদের কথা ভেবে সময় নষ্ট না করে ব্লগের নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হন তবেই আর কোন সমস্যা থাকবে না। আশা করি শীঘ্রই আপনাকে সেফ করা হবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:



আমি নীতিমালার বিশ্বে বাস করি।

১১| ০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: মন্তব্য করার ক্ষমতা রহিত হলেও যে ব্লগিং করা যায় সেটা তো আপনার কাছ থেকে ফের শিখছি :)

০২ রা অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৫২

সোনাগাজী বলেছেন:



সামুতে অনেক লেখা "ভুল ধারনা ও অতীতকালের ধারণা'র উপর লেখা" হয়। এগুলো নিয়ে কেহ কিছু বলে না; অনেকই ১০/১৫ লাইনের অবান্তর কমেন্ট লেখেন; এসব নিয়ে কথা বলতে হলে 'কমেনটের ক্ষমতা" থাকার দরকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.