নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের অনুমানই সত্য, আমেরিকার পতন আসন্ন

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০৯



আগে আমি আমেরিকা নিয়ে অনেক পোষ্ট দিতাম, ওবামা এই করছে, ওবামা সেই করছে, আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করবে; বিল ক্লিনটন প্যালেষ্টাইনের স্বাধীনতার জন্য কাজ করছে, ছোট বুশের ভয়ে ইরান বোমা বানানো বন্ধ রেখেছে, ইত্যাদি ইত্যাদি। তখন বেশ মন্তব্য আসতো; কিন্তু অর্ধেক মন্তব্যের সারমর্ম থাকতো, আমেরিকার পতন আসন্ন। আমি যথাসম্ভব আমেরিার পক্ষে বলতাম; কারণ, চাকুরী করতাম আমেরিকায়, রুটি কিনতে যেতাম আমেরিকানদের দোকানে, উহার পতন হলে যাবো কোথায়, আমি তো আর এলিয়েন না যে,বাংলাদেশ বিমানে করে প্রোক্সিমা বি'তে চলে যাবো।

কিছুক্ষণ আগে (রাত ১১টায় ) হাঁটতে বের হলাম, ঘন্টাখানেক হাঁটলাম; দেখলাম বিষন্ন ব্রুকলীন, সাজগোজহীন 'হালোউইন', আলোকসজ্জা, মজ্জা কিছুই নেই; রাস্তায় লোকজনও নেই, গাড়ীও কম। নভেম্বরের ৮ তারিখে খুবই দরকারী ভোট, কোথায়ও ১টা প্লাকার্ডও নেই এবার। নিউইয়র্ক হচ্ছে ডেমোক্রেটদের রাজ্য; ভয় হচ্ছে, ট্রাম্পের চ্যালা হয়তো গভর্ণর হয়ে যাবে। ব্রুকলীনে প্রতিরাতেই গুলিতে মানুষ মরছে; আফ্রিকান আমেরিকান ( কালো ) মেয়ের হলে, অপরাধ এত বেড়ে যায় যে, ডেমোক্রেটরাই পরাজিত হয়ে যায়।

বাইডেনের জনপ্রিয়তা কমে গেছে; মনে হয়, কংগ্রেসে মেজোরিটি হারিয়ে ফেলবে। ট্রাম্প আবার মাঠে নেমেছে, কংগ্রেসে মেজোরিটি হারালে, ট্রাম্পের বিচার করা সম্ভব হবে না; ট্রাম্প ভোটে দাঁড়াতে পারবে। ট্রাম্প রেসিজমের যেই ভিত গড়েছে, উহা কাজ করছে। পুরো দেশের মানুষ কেমন হতাশ হতাশ, রাতদিন গাঁজা খাচ্ছে। সাদারা মুখে কিছু বলছে না; তবে, মিডিয়া দেখলেবুঝা যায় যে, বৃটেনে ঋষি পিএম হওয়াতে লোকজন অত খুশী হয়নি।

কোভিডে মৃতদের অর্ধেকই আমেরিকান। আমাদের পাশে ১ মাইল লম্বা ও আধামাইল চওড়া এক করবস্হান আছে; উহার মেইন গেইটে হাজার হাজার কোভিডে মৃতদের নাম ঝুলছে, সেদিকে গেলে ভয় লাগে। হঠাৎ করে অনেক ভালো রেষ্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, চীনাদের গার্বেজ রেষ্টুরেন্ট বাড়ছে। ২ মাস আগে সরকার বলছিলো ১৩ মিলিয়ন পদ খালি আছে, এখন বলছে কয়েক মিলিয়নের চাকুরী চলে যাবে। সামুর ব্লগারদের অনুমানই সত্য হচ্ছে, আমেরিকার পতন আসন্ন।






মন্তব্য ৪১ টি রেটিং +২/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বাঘের বল ১২ বছর - আসন্ন সম্ভাব্য দুর্ভিক্ষ -২০২৩ এর পর আপনার দেশেও আমেরিকার ভাগ্য বরণ করতে যাচ্ছে বলে মনে করেন কি?

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৭

সোনাগাজী বলেছেন:



বাঘের বল ১২ বছর, আমেরিকার বল হাজার বছর।
আপনি বলছেন, আমাদের দেশের অবস্হা কি আমেরিকার মতো খারাপ হয়ে যাবে?

২| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৫৭

কামাল৮০ বলেছেন: যারা ভাবে আমেরিকার পতন হবে তারা বোকার স্বর্গে বাস করে।আমেরিকা রাশিয়া চীন এদের পতন হবার আগে ধুনিয়া নড়েচড়ে উঠবে।সোভিয়েত ভেঁঙ্গে গেলো তাতে কি রশিয়ার পতন হয়ে গেছে।তবে বড় রকমের একটা যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।আপনারা যারা বিশ্ব রাজনীতির খবর রাখেন তারা ভালো বলতে পারবেন।আমি বর্তমানে সহী ইসলাম নিয়ে পড়াশুনা করছি।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৭

সোনাগাজী বলেছেন:



আপনার যেই অভিজ্ঞতা আছে, ইসলাম কিংবা যেই কোন ধর্ম নিয়ে ২ দিন পড়লেই তো পরিস্কার হয়ে যাওয়ার কথা; ধর্ম হচ্ছে আদি কালের রূপকথা।

বিশ্বযুদ্ধ লাগার আগেই হয়তো ইউরোপ বুঝতে পারবে যে, থামার সময় হয়েছে। তবে, বিশ্বের প্রায় দেশের সরকারে ক্রিমিনালরা ঢুকে পড়েছে; বাকী আছে কানাডা ও অষ্ট্রেলিয়া, জাপান ও স্ক্যানডেনেভিয়া।

৩| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:০৯

নেওয়াজ আলি বলেছেন: বিশ্বের প্রায় দেশের সরকারে ক্রিমিনালরা ঢুকে পড়েছে; বাকী আছে কানাডা ও অষ্ট্রেলিয়া।
উপরের মন্তব্যের এই অংশ লেখায় থাকলে আরো পরিষ্কার হতো লেখার ভাবার্থ ।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১২

সোনাগাজী বলেছেন:



পোষ্ট ছোট রাখার চেষ্টা করছি, ব্লগে বিবিধ জেনারেশনের লোকজন আছেন, বেশী পড়লে মেমোরীতে চাপ পড়তে পারে।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:১৪

সোনাগাজী বলেছেন:



আপনি এখন ভালো আছেন তো? চাঁনগাজীতে আসা-যাওয়া আছে?

৪| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:২৯

নতুন বলেছেন: চাইনিজদের সম্পদ বেড়েছে তারা আমেরিকার পতনের পক্ষে কাজ করবেই।

কিন্তু চাইনিজদের রাজত্ব প্রভাব বিশ্বে আরো খারাপ কিছু নিয়ে আসবে।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৫

সোনাগাজী বলেছেন:


চীনাদের ব্যক্তিত্ব ও 'ফেইস ভ্যালু' নেই, মানুষ ওদের দেখলে সালাম করে না, ওরাও মানুষকে সালাম করে না; ওরা ১৪ ঘন্টা করে কাজ করবে, একদিন মরে যাবে; সম্পদের মালিক হচ্ছে, জীবন বলতে কিছু বুঝে না।

৫| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৪

শাহ আজিজ বলেছেন: আপনার একটা পোস্ট গায়েব হয়ে গেছে , সকালে দেখলাম । বিষয় কি ??



আমেরিকা কখনো হারে না হারতে জানে না । সাময়িক থেমে যাওয়া নিয়ে ব্লগাররা অনেক কিছু বলবে , অনুমান ভিত্তিক । রাশিয়া পরাজিত হবে কিন্তু মুছে যাবে না ।

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৭

সোনাগাজী বলেছেন:



আমেরিকানরা মৌমাছির মতো পরিশ্রমী, বাবুইর মতো চালাক; রাশিয়ানরা কচ্ছপের মতো ধৈয্যশীল ও ভালুকের মতো শক্তিশালী; এদের সাথে কেহ পেরে উঠবে না।

৬| ২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক কিছুই মনে করা ও ভাবা যায়, বাস্তবতা বড়ই কঠিন

২৭ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৮

সোনাগাজী বলেছেন:



সায়েন্স, টেকনিলোজী, রাজনীতি ও অর্থনীতিই জ্ঞান।

৭| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:৪৮

নতুন বলেছেন: চীনাদের ব্যক্তিত্ব ও 'ফেইস ভ্যালু' নেই, মানুষ ওদের দেখলে সালাম করে না, ওরাও মানুষকে সালাম করে না; ওরা ১৪ ঘন্টা করে কাজ করবে, একদিন মরে যাবে; সম্পদের মালিক হচ্ছে, জীবন বলতে কিছু বুঝে না।

সমস্যা তো ঐ খানেই, এরা টাকা ছাড়া কিছুই বোঝে না। এটা দরিদ্রদের উপরে অনেক কঠর হবে।

২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:

সেদিন কম্যুনিষ্ট পার্টির কংগ্রসে দেখেছেন, কিভাবে শি নিজ পিং তার নেতা 'হু জিনতাও'কে বের করে দিলো? এরা মানুষ খেয়ে ফেলবে, সন্দেহ নেই।

৮| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:১৯

বিটপি বলেছেন: আমেরিকার পতন অবশ্যম্ভাবী। সারা দুনিয়ার উপর তারা যে পরিমাণ অনাচার করেছে, তার ভোগ তাকে ভুগতেই হবে।

২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



আপনার কথা কচুর পাতার উপর বৃষ্টির পানি পড়ার মতো।

৯| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


বিশ্বের কত বিলিয়ন মানুষ আমেরিকার পতন চায়?

২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:



৮ বিলিয়নের মাঝে ৩/৪ বিলিয়ন আমেরিকার পতন চায়; এদের মাঝে ইয়েমেন, আফগান, সুদান, বার্মা, উ: কোরিয়া, চীন হচ্ছে অন্যতম।

১০| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার হিসাবে বাইডেন আমেরিকার সর্বকালের শ্রেষ্ট অকর্মা প্রেসিডেন্ট। এমন মেরুদন্ডহীন প্রেসিডেন্ট আর দেখা যায়নি।

২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:


বাইডেন খারাপ সময়ে এসেছে, ট্রাম্প আমেরিকাকে বিভক্ত করে গেছে, কোভিড বেড়েছে ট্রাম্পের কারণে; ট্রাম্প দেশের তহবিল শেষ করে গেছে কর্পোরেশনগুলোকে টাকা দিয়ে।

১১| ২৭ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: আমেরিকাতে নাকি প্রতি তিন মাস পর পর প্রতিটা রেস্টুরেন্ট চেক করা হয়। ময়লা আবর্জনা পেলে বি বা চি গ্রেড দিয়ে দেয়। আর যদি তেলাপোকা বা ইঁদুর পায় তাহলে নাকি রেস্টুরেন্ট তালা মেরে দেয়?

২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:





সঠি.ক।
তবে, চেকের জন্য পরিমাণ মতো লোকজন নেই।

১২| ২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪০

মোগল সম্রাট বলেছেন:

আমরিকাতে যাবো মোরা ইমিগ্রেশন চাই.................।

২৭ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:




আমেরিকানরা থাইল্যান্ড চলে যাচ্ছে। আপনি মদীনা চলে যান, ওখান থেকে বেহেশত কাছে।

১৩| ২৭ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমেরিকার পতন হয়ে উত্থান হচ্ছে কার?

২৭ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



মনে হয়, ইয়েমেনের।

১৪| ২৭ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

প্রামানিক বলেছেন: ভাই কেমন আছেন?

২৭ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



আমি ভালো আছি ধন্যবাদ। আপনার পোষ্ট পড়লাম; ছবি দেখে মনে হচ্ছে, ওজন বেড়েছে।

১৫| ২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৪

তানভির জুমার বলেছেন: বাংলাদেশ নিয়ে আপনার কি মত? আপনাদের উচিত ছিল নিজ দেশ কে সমৃদ্ধ করার জন্য দেশে থেকে যাওয়া, আপনারা থাকলে দেশে এত লুটপাট হতো না।

২৭ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:


মনে হয় এটা ঠিক; কিন্তু আমার পরিবার গরীব ছিলো, যুদ্ধে সব ঘরবাড়ী পোড়ায়ে দেয়ার পর, দেশ কোনভাবে সাহায্য না'করাতে বিদেশে চলে যেতে হলো।


১৬| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৩:২১

বিষন্ন পথিক বলেছেন: এখন তো ভিসা নিয়ে কাবযাব করে , পতন হইলেই আমেরিকা জামু

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:




আমেরিকাতে এক্সপার্ট সব সময়ই দরকার, এবং ওরা যেকোন ধরণের এক্সপার্টকে আসতে দেয়।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২২ ভোর ৫:১৮

কাছের-মানুষ বলেছেন: আমাদের অবস্থা হল, দিনের বেলায় মিছিলে আমেরিকার পতন চাওয়া ব্যাক্তিও সন্ধ্যায় কোন আমেরিকা ফেরত কাউকে দেখলে বলে আমেরিকায় কেমনে যাওয়া যায়? পুলাডারে আমেরিকায় পাঠাইতে চাই!

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:





এজন্য আমাদের দেশের মানুষ পরস্পরকে বিশ্বাস করে না।

১৮| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:১৩

ঢাবিয়ান বলেছেন: আমেরিকা ভালই আছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে যে পরিমান অস্ত্র বিক্রি করেছে , তাতে আমেরিকার খারাপ থাকার কোন কারন নাই।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:




এত কম জ্ঞান নিয়ে কিভাবে টিকে আছেন, বলা কঠিন; ইউক্রেনের কাছে কেনার মত ডলার আছে?

আপনার কাছে প্রশ্ন,"যুদ্ধটা কার, ইউক্রেনের, নাকি ন্যাটোর?"

১৯| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪০

মোগল বলেছেন: ওয়ার অন টেররের খেলা ভেংগে গেছে, আমেরিকান ড্রিম শেষ হয়ে যাচ্ছে। মিথ্যার উপরে ভর করে কোন কিছু বেশিদিন টিকে না।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:




আপনি দরকারী বিষয়ের উপরও আবোল তাবোল লেখেন। আপনি নিজ চোখে জ্বীনভুত দেখেছেন?

২০| ২৮ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৩

মোগল বলেছেন: আমেরিকার পতনের পর আমেরিকা কয়েক টুকরা মেক্সিকো হয়ে যাবে। ড্রাগলর্ড, খুনাখুনি, নিকৃষ্ট নিম্নমানের জীবনযাত্রা ইত্যাদিতে পরিপুর্ন হয়ে যাবে। রেড ইন্ডিয়ানদের প্রেত্মাত্মারা অট্টহাঁসি দিবে।

২৮ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৭

সোনাগাজী বলেছেন:


আমেরিকা আবিস্কারের পর, ইউরোপ থেকে যারা এসেছিলো, তারা রেড ইন্ডিয়ানদের অনেকটা নির্মুল করে দিয়েছিলো, সেটা ছিলো ভয়ংকর অপরাধ। তখন বিশ্বের অন্য প্রান্তে কি ঘটছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.