নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ইউক্রেনের কাছে কি পরিমাণ অস্ত্র বিক্রয় করেছে আমেরিকা?

২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১০



প্রথমত, ইহা ইউক্রেনের যুদ্ধ নয়, ইহা ন্যাটোর যুদ্ধ, তথা ক্যাপিটেলিজমের যুদ্ধ, ইউক্রেন প্রক্সি যুদ্ধ করছে, লোকবল দিয়ে বরং বিলিয়ন বিলিয়ন আয় করছে, ইউক্রেনও উপকৃত হওয়ার কথা ছিলো; দ্বিতীয়ত, ইউক্রেনকে "বিনা পয়সায়" এর থেকে অনেক অনেক বেশী শক্তিশালী অস্ত্র দেয়ার ব্যবস্হা হচ্ছিলো বলেই এই যুদ্ধ শুরু হয়েছে; ইহা সোজা লজিক, ইহা যদি ব্লগারদের মাথায় না'ঢুকে, কেমনে কি!

বিশ্বের মোড়ল হিসেবে জাতীয়তাবাদী দেশগুলোর নাগরিকেরা আমেরিকাকে ভালোই ঘৃণা করে। মোড়লের নীচে পাতি মোড়লরা আছে; আজকের পাতি মোড়ল হচ্ছে: রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা, চীন, জার্মানী, ভারত। পাতি মোড়লদের ব্যাপারে বিশ্বে বিবিধ মতামত আছে।

আমি কাজ করার কারণে আমেরিকা ও ইউরোপে দীর্ঘদিন ছিলাম, এদের সংস্কৃতি, আচরণ, জীবনযাত্রা, অর্থনীতি, মরাল, শিক্ষার সাথে কিছুটা পরিচিত। আমি আমেরিকার চলমান ঘটনা প্রবাহসমুহ নিয়ে মাঝে মাঝে লিখি; এবং আলোচনার সময়, দেখা যায় যে, আমাকে আমেরিকার পক্ষে কথা বলতে হয় বেশীরভাগ সময়ে। অথচ, কিছুটা সোস্যালিষ্ট মনোভাবের মানুষ হওয়াতে আমি আমেরিকার অনেক কিছুই পছন্দ করি না।

আমেরিকার পক্ষে কথা বলতে হয়, কারণ ব্লগে আমেরিকা সম্পর্কে অনেক সময় এমন সব কথা লিখেন, যা' আসলে ভুতের গল্পের মতো আজগুবি।

গত ফেব্রুয়ারী থেকে আজ অবধি, মোটামুটি বেশীরভাগ ব্লগার ইউক্রেন যুদ্ধ নিয়ে লিখেছেন, কিংবা গড়ে ১০/২০টা মন্তব্য করেছেন; আমি কমপক্ষে ২০ জনের বেশী পরিচিত ব্লগারকে দেখেছি, তাঁরা বলেছেন যে, আমেরিকা "অস্ত্র বিক্রয় করছে, অস্ত্র বিক্রয়ের জন্য এই যুদ্ধ শুরু করেছে"; আাদের শিক্ষিত শ্রেণী আমেরিকা, ন্যাটো, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ স্পর্কে এত বড় ভুল ধারণা নিয়ে যদি ব্লগিং করেন, তা'হলে বিশ্ব ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে এঁদের কি ধারণা আছে? কোন ধারণাই নেই!


মন্তব্য ৪০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: ভুল ধরিয়ে দিলে যারা মারতে ওঠে ওরা ভুলের মধ্যে ডুবে থাকতে চায়। ভুল ধরিয়ে দিলে যারা নিজেকে সংশোধন করে তারাই পৃথিবীর শিক্ষিত সমাজ। আমাদের শিক্ষত সমাজের সাথে থাকতে হবে।

২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২৬

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগারের অর্থনৈতিক ও আন্তর্জাতিক রাজনৈতিক ধারনা ভুলে পরিপুর্ণ।

২| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্ঞানীরা কথা কম কাজ বেশী করে, মূর্খরা কাম কম করে কথা বেশী বলে।

২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



জাতির শিক্ষিতদের অবস্হা ভয়ানক হওয়াতে আমরা ৩য় বিশ্বে পড়ে আছি।

৩| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কামাল ৮০ জ্ঞানী মানুষ। উনার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্লগ লেখা উচিত। উনি কি কোন কারণে ব্লগ লিখতে ভয় পাচ্ছেন? দেখলাম উনার কমেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী ওঠছে।

২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



উনাকে থামানোর জন্য অপব্লগারেরা সক্রিয়।
যেহেতু উনি লিখেন না, উনার উচিত নয় ধর্ম নিয়ে কথা বলা; ধর্ম নিয়ে কথা বলতে হলে, নিজের লজিক্যাল ভাবনাকে তুলে ধরার দরকার, এবং ইহার জন্য লেখার দরকার।

৪| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: উনি মন্তব্যের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করার ক্ষেত্রে স্বাধীন। তিনি তো কাউকে কটাক্ষ/ব্যক্তি আক্রমণ করছেন না। গালি দিচ্ছেন না। তবে কেন এই অভিযোগ।

২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:



আমরা স্বাধীন, জাপানীরা স্বাধীন, কানাডিয়ানরা স্বাধীন; কিন্তু আমরা ওদের মতো নই।

৫| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

কামাল৮০ বলেছেন: কোন একটা বিষয়ের সব দিক ভাবা আসলেই একটা কঠিন কাজ।এই বিষয়টা আমি এখনো রপ্ত করতে পারলাম না।যার জন্য বেশির ভাগ মন্তব্যই একদেশদর্শী হয়ে যায়।এই বিষয়টার যে একটা অন্য একটা দিকও আছে এটা আর ভাবনায় আসে না।এ বিষয়ে আপনি বেশ সচেতন।এই জন্য আপনার পোষ্টে ও মন্তব্যে অনেক কিছু জানার থাকে।

২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৫২

সোনাগাজী বলেছেন:



আমি চেষ্টা করি ভুল ধারণা যাতে সম্প্রসারিত না'হয়।
আপনাকে থামানোর চেষ্টা অব্যাহত আছে, চেষ্টা করবেন, ধর্ম নিয়ে না'জড়াতে।

৬| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৫

নূর আলম হিরণ বলেছেন: একজন আজ বললো আমেরিকার রিজার্ভ নাকি দ্বিগুণ হচ্ছে! আমি বললাম কিভাবে উনি উত্তর দিলো না। তবে যুদ্ধের কারনে কি আমেরিকা ফিয়ট মানি মুদ্রা বাজারে যোগ করছে?

২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:




আমেরিকাকে কোন ধরণের রিজার্ভ রাখতে হয় না; মেচুরড বন্ড কেনার জন্য আমেরিকাকে ফান্ড রাখতে হয়

৭| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের মানসিকতা ওদের মতো নয়।

অটঃ একটা মাল্টি এট্যাকের শিকার হয়ে আমি একবার আমার পোস্টে ট্যাগ লাইন লিখেছিলাম - আমার পোস্টে - মিথ্যুক, হিংসুক, নিন্দুক, ছাইয়া, ক্যাচালের উদ্দেশ্যে রেজিষ্ট্রেশন করা মাল্টি, গালিবাজ নিষিদ্ধ। ব্লগের এক হর্তাকর্তা হণু মডারেশনের দৃষ্টি আকর্ষণ করছে এই ধরণের ট্যাগ লাইন কেউ দিলে যেনো মডারেটর ব্যবস্থা নেয়। এর ২ দিন পর মডারেশনের পক্ষ থেকে ট্যাগ লাইন না লেখার জন্য সতর্কবার্তা দেয়া হয়। অথচ উক্ত হনু সুশীল। তিনি মাল্টিও না ছাইয়াও না মনে করতাম। অহেতুক মডারেশনের দৃষ্টি আকর্ষণ করাতে কারও বুঝতে দেরী হইলো না হেতে ক্যাচালের উদ্দেশ্যে মাল্টি ও ছাইয়া নিক চালায়। কোন মন্তব্য ব্লগের নীতিমালার বাইরে গেলে মুছে দেয়ার ও নীতিমালায় আনার সুযোগ থাকার পরও কিছু ব্লগার ঠিক করে দিতে চায় কে কিভাবে ব্লগিং করবে। এটা ব্লগের জন্য ভালো সাইন নয়। কামাল ৮০ মন্তব্যের মাধ্যমে তার সুচিন্তিত মতামত ব্যক্ত করার ক্ষেত্রে কোন বাঁধা না আসুক মডারেশনের কাছে এটাই প্রত্যাশা।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫২

সোনাগাজী বলেছেন:




ব্লগিং আমাদের শিক্ষিত শ্রেনীকে বুঝতে সাহায্য করছে; জাতির শিক্ষিত শ্রেণী এত পেছনে আছে যে, তারা আসলে জাাতিকে বিভ্রান্ত করার জন্য যথেষ্ট।

৮| ২৮ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সোস্যালিজম ও ক্যাপিটেলিজমের যুদ্ধ চলছে। এতে কোন পক্ষ জিতবে বলে আপনার মনে হয়?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



রাশিয়ায় এখন ভয়নংকর দুর্নীতিবাজ ও জতীয়তাবদী ক্যাপিটেলিষ্ট সরকার; রাশিয়ার মানুষের মাঝে এখনো সোস্যালিষ্ট মনোভাবের সামান্য লোকজন আছে। এই যুদ্ধ ক্যাপিটেলিজই জয়ী হবে, ক্ষতিগ্রস্ত হবে ৩য় বিশ্ব।

৯| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:২৭

পেঁংকু বঁগ বলেছেন: ন্যাটোর বেকায়দা যুদ্ধ। ঠিক মত প্রস্তুতি ছাড়াই যুদ্ধ আরম্ভ করতে হয়েছে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৮

সোনাগাজী বলেছেন:



যুদ্ধের প্রস্তুতি আসলে ন্যাটোরই ভালো হয়েছে; পুটিন যেসব ভুল করেছে, রাশিয়ান কোন স্কুল ছাত্রও এসব ভুল করার কথা নয়: শীতে উত্তরান্চলে যে "আক্রমণে" যাবে, সে নিজের থেকেই ক্ষতিগ্রস্ত হবে।

১০| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: একমত। আমেরিকার পক্ষে কথা বলা উচিত, কারণ ওদের বিষয়ে আমাদের দেশে প্রচলিত ধারণার ৯৫% মনগড়া বানোয়াট কিচ্ছা কাহিনি। বাস্তবে ওদের অনেক ইতিবাচক দিক রয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনাসহ আরো বড় পোস্ট আশা করছি। পোস্টটি পড়ে ভালো লাগলো।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



আমেরিকা যদি ক্রমাগতভাবে অন্যায় করতো, কানাডা, জাপান ও ইউরোপ তাকে সাপোর্ট করতো না।

১১| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৪২

মহাজাগতিক চিন্তা বলেছেন: যুদ্ধে ন্যাটো জয়ী হলে ইউক্রেন ক্রিমিয়া ফেরত পাবে। রাশিয়া হারলে চেচনিয়া আবার স্বাধীনতার চিন্তা করতে পারে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০১

সোনাগাজী বলেছেন:



পুটিনকে না'সরাতে পারলে কেহ বিজয়ের মুখ দেখার সম্ভাবনা কম।

১২| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১০

জগতারন বলেছেন:
ন্যাটো ও ইউ, এন, আলোচনার পথ তৈরি না করে
অস্ত্র দিয়ে এ পর্যন্ত ইউক্রেন কি পেল?
বা ভবিষ্যতে কি পাবে?
একটু বলেন গাজী সাহেব?

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৯

সোনাগাজী বলেছেন:



ইউএন মানেই আমেরিকা, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা ও রাশিয়া; আবার ন্যাটোও এরা; ফলে, ইউএন কোন সঠিক পদক্ষেপ নিচ্ছে না। ন্যাটো রাশিয়ার বিপক্ষে গিয়ে বিশ্বকে সমুহ বিপদের মাঝে টেনে এনেছে । ন্যাটো শুধু পশ্চিমের ক্যাপিটেলিজমের আধিপত্য বজায় রাখার জন্য চেষ্টা করছে; কিন্তু চীন ও রাশিয়াও দুর্নীতিবাজ ক্যাপিটেলিষ্ট; মনে হয়, তারা শীঘ্রই এক লাইনে আসবে।

১৩| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৬

জগতারন বলেছেন:
সচেতন (ব্লগার'রা) মূল বিষয়টাতে একটু নজর দিন দয়া করে।
দুর্বলেরা পক্ষে ও্ স্ববলের বিপক্ষে থাকাই মানবতা/ নয়।
দুর্বলেরা সর্বদাই নিরীহ নয়।
তাহারা কখনো কখনো স্ববলের ঘুম হারামের কারণ ও হয় l
চলুন একটি বিষয়ে দেখি -
ইউক্রেন বর্তমানে একটি দেশের নাম।
৩০ বছর আগে পশ্চিমাদের প্ররোচনায় বিনা রক্তপাতে রাশিয়া টি আলাদা করা হয়েছিল।
রাশিয়ার এমন আরো ১০টি দেশকে স্বাধীনতা দেয়া হয়েছিল।
বর্তমানে রাশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্ত সবাই যে যার মতো ভালোই আছে/ ছিল।
এখন এই ইউক্রেন যদি রাশিয়ার নাকের ঢগায় বসে আমেরিকা ও (ন্যাটো)-কে
দাওয়াত করে এনে সমরশক্তি প্রদর্শন করে।
তখন রাশিয়ার মাথা ব্যাথার কারণ হয় কিনা ?
যা একপ্রকার প্রত্যক্ষ হুমকি আর ধামকি।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



আপনি যেভাবে দেখছেন, এতে আমেরিকা কি অস্ত্র বিক্রয় করতে পারবে এখানে?

১৪| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১৮

জগতারন বলেছেন:
আপাততঃ আমার যা মনেঃ
রাশিয়ার ইচ্ছা তাহার দেশের আয়তন বড় করার পরিকল্পনা নেই (হয়তো)।
তবে আসে পাশে মোড়লদের (ন্যাটো) ছায়া যেন না থাকে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩৫

সোনাগাজী বলেছেন:



পুটিন নিজে ভালো মানুষ নয়, কিন্তু রাশিয়ান জাতির ঘরের আংগিনায় সে ন্যা টোকে আসতে দিতে পারে না।

১৫| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:২৫

জগতারন বলেছেন:
আগ্রাসনকে সমর্থন করা আর বিশ্বমানবতাকে অপমান করা সমান কথা,
আমরা বিশ্বে সকল আগ্রাসনকে নিন্দা জানাই।
এখন প্রশ্ন হলো;
রাশিয়া আগ্রাসী না ইহূদী'র বাচ্চা জেলেনেস্কি ?
তা আমাদের বুঝতে হবে।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



জেলেনস্কীর কারণে ইউক্রেনবাসী প্রাণ দিচ্ছে। তবে, জাতি হিসেবে ইউক্রেনবাসী নীচু মানসিকতার পরিচয় দিয়েছে, যারা পশ্চিমে পালায়েছে ও আমেরিকা আসছে, তারা আর কোনদিন ইউক্রেনে যেতে চইবে না।

১৬| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩০

জগতারন বলেছেন:
ই-ইউ এবং যুক্তরাষ্ট্র গং কেবলমাত্র আগুনে ঘি ঢেলেই যাচ্ছে।
রাশিয়া এবং তার প্রতিপক্ষ জোট নিজ নিজ অস্ত্রের
পরীক্ষা চালানোর জন্য ইউক্রেনের ভূমিকে ব্যবহার করছে।
রাশিয়া কে জিজ্ঞেস করা হোক;
কেন তারা ইউক্রেনে আক্রমণ করেছে?
যদি তারা যুক্তিসংগত কারণ দেখাতে পারে,
তবে সে বিষয়ে একটা সমাধান করা হোক ।
যুদ্ধটাকে বন্ধ করা খুবই প্রয়োজন ।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:




বিশ্ব কিন্তু চুপ, ২০০০ সালের দিকে সারা বিশ্ব ছিলো এটমিক অস্ত্রের বিপক্ষে, হাজার হাজার মিছিল হতো, এখন সবাই চুপ।

১৭| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:১০

শাহ আজিজ বলেছেন: আমি যুদ্ধ শুরু থেকেই খেয়াল রাখছি । এখন আগ্রহ কমছে ধীরে । এক পুতিন সারা বিশ্বে হই চই লাগিয়ে দিয়েছে , এটা খেয়াল করার মত বিষয় । আশা করছি রাশিয়ায় কিছু ঘটবে যা এই অপ্রয়োজনীয় যুদ্ধের সমাপ্তি ঘটাবে ।

২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২৭

সোনাগাজী বলেছেন:



আপনার মনে আছে, মানুষ আগে কেমন যুদ্ধ-বিরোধী ছিলো? এখন সবাই মুরগীর মতো গলা বাড়িয়ে দিচ্ছে! আমেরিকা পুটিনকে সরানোর চেষ্টা করছে, হয়তো (অনুমান )।

১৮| ২৮ শে অক্টোবর, ২০২২ রাত ১০:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার জানা নাই। সত্যি বলছি আমার জানা নাই। আমি এই কর্মের সাথে যুক্ত না। যারা যুক্ত তারা আপনার প্রশ্নের উত্তর দিতে আসবে না।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



আমি জানি, আপনি অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত নন; আপনার আশ্রমে আপনারা যখন যান (শুকনো মওশুমে ), আপনারা সব সময় ফুটবল খেলেন?

১৯| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১২:১৭

ইলি বলেছেন: যাই হোক পশ্চিমাদের মোড়লী পনার দিন শেষ, এটাই দেকতে চাইছে বাকি বিশ্ব। ইরাক সিরিয়া লিবিয়া আফগানিস্তান সবখানেই আমেরিকা গং রা হোচট খেয়েছে, ইউক্রেনে ও একি অবস্তা হবে মাঝ থেকে সাধারণ ইউক্রেনিয়রা মারা পরছে। এক ষ্টুপিড জেলেনেস্কির জন্য। নেটোর ৫টি সম্প্রসারন রাশিয়া দেখেছে কিছু বলেনি কিন্তু এবার আর নয় নেটোকে একটা সবক দেয়া উচিত বলেই পুতিন কাকু তক্কে তক্কে ছিল, মউকা পেয়ে গেছে।

২৯ শে অক্টোবর, ২০২২ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



পশ্চিের মোড়লীপনার শেষ হওয়ার পর, কেহ কি সেই যায়গা পুরণ করবে?

২০| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ইউক্রেন দীর্ঘদিন যুদ্ধ করার মতো ক্ষমতা নেই। রাশিয়ার কাছে তাঁরা কিছুই না। তবু কেন যুদ্ধ এত লম্বা সময় ধরে হচ্ছে?

২৯ শে অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৬

সোনাগাজী বলেছেন:




পুটিন হচ্ছে বিশ্বের ও রাশিয়ান জাতির ইতিহাসে সবচেয়ে দুর্নীতিবাজ লোক, ওর জেনারেলরা আফ্রিকানদের মত দুর্নীতিবাজ ও অদক্ষ। পুটিনের মৃতয়ু হতে পারে তার জেনারেলদের হাতে। পুতিনের সৈন্যবাহিনী এই যুদ্ধ নিয়ে সংশয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.