নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিলের ভোটের রেজাল্ট, শুরুটা হতাশ হওয়ার মতো ছিলো

৩১ শে অক্টোবর, ২০২২ রাত ২:৫৪



১) লুলা: ===== ৪৮.৬% || ৪৮.৯||৪৯.৯|| ৪৯.৪|| ( ৫০.৬ ) || ( ৫০.৭ ) || ( ৫০.৮ )
২) বোলসেনারো: ৫১.৪% || ৫১.১||৫০.১|| ৫০.৯||==৪৯.৪|| ==|| ৪৯.৩ ||=|| ৪৯.২ ||

নীচের সময়ের সাথে ( লাইনের, ১,২, ...। ) উপরে ভোটের শতকরা হার (কলামে, ৪৮.৬%, ৫১.৪%, ... )।

আপডেট:
(১) সময়: ৪:৫৩, রিপোর্টেড ভোট: ২২%
(২) সময়: ৫:০০, রিপোর্টেড ভোট: ২৬%
(৩) সময়: ৫:১০, রিপোর্টেড ভোট: ৩২%
(৪) সময়: ৫:২০, রিপোর্টেড ভোট: ৪২%
(৫) সময়: ৬:২১, রিপোর্টেড ভোট: ৯৩%
(৬) সময়: ৬:৩১, রিপোর্টেড ভোট: ৯৭%
(৭) সময়: ৬:৪০, রিপোর্টেড ভোট: ৯৮%
(৮) সময়: ৭:০৭, রিপোর্টেড ভোট: ৯৯% --- লুলা ৫০.৯% ; বোলসেনারো ৪৯.১% ; লুলা জয়ী

শুরুতে বিকেল ৫:২০ অবধি বোলসেনেরো এগিয়ে ছিলো; আমি বেশ ঃতাশ ছিলাম।
**** ৬:২১ মিনিটে লুলা ১% ভোট বেশী পেয়ে গেছে; আমি ভয়ংকরভাবে আনন্দিত। লুলাজয়ী হলে, বোলসেনেরো মানতে চাইবে না, গন্ডগোল হতে পারে।

***** ৫৬ লাখের বেশী ভোট বাতিল হয়েছে; লুলার পক্ষের বেশী হওয়ার সম্ভাবনা।

শুরুতে লুলা পেছনে ছিলো।
এখন লুলা জয়ী হয়েছে; ব্রাজিলের গরীব মানুদের জন্য অভিনন্দন; আগামী ৫ বছর গরীব মানুষরা একটু শান্তিতে থাকবে, দেশের উন্নয়ন হবে; তবে, আজকে থেকে দেশে গন্ডগোল হবে কিছু সময়ের জন্য; কারণ, বোলসনেরো হচ্ছে ২য় ট্রাম্প, সে ফলাফল মানতে চাইবে না। সে গন্ডগোল করলে অনেক গরীব মানুষের প্রাণ যাবে।

লুলা সোস্যালিষ্ট, তিনি ২০০৩-২০১০ সালে প্রেসিডেন্ট থাকার সময় ব্রাজিলের ব্যাপাক উন্নয়ন করেন; আমি নিজেই সোস্যালিজমে বিশ্বাসী, লুলার বিজয়ে আনন্দিত হয়েছি। বাংলাদেশে সোস্যালিজম হলে, জাতি নিজ পায়ে দাঁড়াতে পারতো।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:০০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লোক দেশ শাসন করুক সে যেই হোক যে দলের হোক। অভিনন্দন লুলা।

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৩

সোনাগাজী বলেছেন:




সব সময়ই আমাদেরমতো বিশৃংখল অবস্হায় ছিলো, লুলা ইহাকে ঠিক করেছিলো; লুলার পরে ইহা আবার ভয়ংকর অবস্হার মাঝ দিয়ে গেছে; কোভিডের মৃতয়ুতে বিশ্বের ২য় স্হানে আছে। লুলা ইহাকে গড়বে।

২| ৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১০:৩৬

আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা হইলাম হিযিবিজি বাঙ্গালি
আমাদের ইনকেই হবি সোনাগাজী দা
ভাল থাকবেন-------------

৩১ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



কথা ছিলো সোনার বাংলা করবে, করেছে ১ দোযখ

৩| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১১

রেজাউল৮৭ বলেছেন: অসাধারণ এনালাইসিস। আমার তো ভয় হচ্ছে আপনার এইলেখা চুরি করে বিবিসি বা ভয়েস অব আমেরিকা ছাপিয়ে দেয় নাকি।


লুলা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? সেও কি মগজহীন মেও পেও নেতা? নাকি মাঝে মাঝে আপনার কাছ থেকে পরামর্শ নেয়?

৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



এডমিন সাহেব আপনার মালটি নিক ব্লগে রেখেছেন আমাকে কমেন্ট ব্যানের নোটীশ পাঠাতে মনে হয়!

৪| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১২:১৩

রেজাউল৮৭ বলেছেন: একজন এডমিনের উচিৎ নহে রাত বিরাতে চিন্নিত ক্রিমিনালদের সাথে আড্ডা দেয়া।

এ বিষয়ে আপ্নার মূল্যায়ন কি?

৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:




আপনি নতুন নিক নেন, 'কুকুরের লেজ সাহিত্য-বিশারদ'

৫| ৩১ শে অক্টোবর, ২০২২ দুপুর ১:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাঙালী ইউরোপ চেনে, দুবাই ঘুরতে যায়,
সুতরাং তাদের সোস্যালিজম মানায় না,গ্রহনও করবে না ।

................................................................................
প্রথম পাতায় আপনার লেখা দেখে সান্তনা পেলাম,
সবারই এই মহামারীর সময় শান্তি দরকার ।

৩১ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



দুবাই এয়ারপোর্টে যতবার বার্থরুমে গেছি, ততইবারই 'জেনিটর' দেখেছি বাংলাদেশের; প্রতিবারই টিপস দিয়েছি। আমাকে ব্যান করলে, কিংবা পেছনের পাতায় রাখলে সামু কোন না কোনভাবে লাভবান হয়।

বেগম জিয়াকে সোস্যালিজম বুঝাতে হলে, নতুন নবী লাগবে ১০ জনের মতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.