নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ঘোষণা দিয়ে ব্লগ ছাড়া উচিত নয়।

০৩ রা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫



ব্লগার 'সাসুম' ঘোষণা দিয়ে ব্লগ ছেড়েছেন; আমার মতে, ঘোষণা দিয়ে ব্লগ ছাড়াটা সঠিক কাজ হয়নি; যদি ছাড়তে হয়, নীরবে দুরে সরে গেলেই হতো।

ব্লগে, আমাকে সব সময়ই কিছু না কিছু বিপত্তির সন্মুখীন হতে হয়েছে; যখনই বিপত্তির সন্মুখীন হয়েছি, তখনই আমি বলেছি, আমি ফিরো আসবো। শত শত ব্লগারকে ব্লগ ছাড়তে দেখেছি; এদের মাঝে কিছু ব্লগার "ঘোষণা" দিয়ে ব্লগ ছেড়েছেন; যারা ঘোষণা দিয়ে ছাড়েন, তাদের একাংশ কোন কারণে রেগেমেগে ছাড়েন, একাংশ হতাশ হয়ে ছাড়েন, একাংশ ক্লান্ত হয়ে ছাড়েন। যেই কারনেই ব্লগ ছাড়েন না কেন, ঘোষণা দিয়ে ছাড়াটা ঠিক নয়, ইহা বাকী ব্লগারদের কিছুটা হলেও হতাশ করে।

ঘোষণা দিয়ে ব্লগ ছাড়ার সময়, ব্লগারেরা যেই পোষ্টটি দেন, উহাতে ৯৯ ভাগ ব্লগার 'ব্লগ না ছাড়ার' জন্য অনুরোধ করেন, ফিরে আসার জন্য অনুরোধ করেন; সাসুমের বেলায়, শেষ পোষ্টটিতে মন্তব্য করার অপশন বন্ধ ছিলো, ইহা আরো বেঠিক কাজ।

ব্লগার সাসুম বেশ কিছুটা সময় প্রবাসে ছিলেন; তিনি চাকুরী কিংবা ব্যবসা উপলক্ষে, মনে হয়, পুর্ব এশিয়ায় ছিলেন। আমি নিজে প্রবাসী হওয়ায় প্রবাসী ব্লগারদের লেখা একটু বেশী পছন্দ করি; আমার কেন যেন মনে হয়, এদের ধারণা ও অভিজ্ঞতা খাঁটী দেশী ব্লগারদের থেকে একটু আলাদা; এরা অন্য জাতির সাথে (বিশেষ করে উন্নত দেশে থাকলে) থাকলে, সেসব জাতির ভাষা,সংস্কৃতি, জীবনযাত্রা দেখেন, শিখেন; ইহা ভালো, ইহা তাঁদের আচরণ ও দৃষ্টিভংগির উপর প্রভাব রাখে।

সাসুম অর্থনীতি ও ফাইন্যান্স বুঝতেন, ইহা বাংলা ব্লগিং'এর জন্য খুবই দরকারী একটা বিষয়; বাংলা ব্লগিং'এ অনেকেই এই বিভাগে লেখেন টেখেন, কিন্তু বেশীরভাগ পোষ্টই ভুলে ভরা থাকে, ভুল ধারণার উপর ভিত্তি করে লেখা হয়। সাসুম এসব পোষ্ট কমেন্ট করতেন। উনার একটা সমস্যা ছিলো, কমেন্ট লম্বা হয়ে যেতো। আমার ধারণা, লম্বা কমেন্টে পানি থাকে।

সাসুম ভালো ব্লগার ছিলেন; তাঁকে না'যাওয়ার জন্য অনুরোধ করা সম্ভব হয়নি; তাই এই পোষ্টটি লেখা; তিনি যদি এই পোষ্ট পড়েন, তাঁকে অনুরোধ করবো, সময় পেলে ব্লগে আসতে, ২/১টা কমেন্ট করতে। ভালো ও সঠিক কমেন্ট ব্লগিং'এর জন্য খুবই দরকারী।

যদি আমি ব্লগ ছাড়ার ঘোষণা দিই, মিষ্টি বিতরণের সম্ভাবনা আছে? থাকলে, ভেবে দেখতে পারি।





মন্তব্য ৫৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭

গেঁয়ো ভূত বলেছেন: আপনার পোস্ট এর বক্তব্যের সাথে একমত পোষণ করছি, ধন্যবাদ।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:



দেখিয়েন, শেষ পোষ্ট লিখে ড্রাফট করে রাখেননি তো?

২| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৬

শূন্য সারমর্ম বলেছেন:



সাসুম থেকে গেলে যোগ-বিয়োগ করলে ব্লগেরই লাভ।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩২

সোনাগাজী বলেছেন:



সাসুম লিখতো না, দরকারী কমেন্ট করতো; আমার পোষ্টে কমেন্ট করতো না।

৩| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মিরোরডডল বলেছেন:




একটা বিষয় লক্ষ্য করেছি মানুষের ফেয়ারওয়েলে এমপ্লয়ার এমপ্লয়িকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলে ।
সে কতোটা স্কিলড বা ডিভোটেড ছিলো, বা অর্গানাইজেশনের একজন এসেট ছিলো ব্লা ব্লা ব্লাহ । তখন মনে হয়, এতোই যদি ভালো, তাহলে সে থাকতে কেনো তাকে সেভাবে মূল্যায়ন করা হয়নি, কেন অন্য কোথাও বেটার অপরচুনিটি নিয়ে চলে যেতে হয়!

ব্লগাররা যখন চলে যায় তখন তাদের অনেক আদর কিন্তু থাকতে শুধু কমপ্লেইন আর রেষারেষি । সাসুম থাকতে খেলাঘর কখনও তাকে এপ্রিসিয়েশন জানিয়েছিলো, হয়তো কিন্তু আমি দেখিনি । অবশ্য কখনও কনফ্লিক্টও দেখিনি, সেটা ভালো ।
যাইহোক, সাসুমের কমেন্ট আমার পছন্দ, He’ll be missed. But I believe he’ll be back.
সামুতো নেশা । এই নেশা ছাড়া কি এতো সহজ !


০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

সোনাগাজী বলেছেন:



আমি উনার কমেন্টের বিরোধীতা করে কোন কমেন্ট লিখিনি, এটা ছিলো আমার এপ্রিসিয়েশন।

৪| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪২

মিরোরডডল বলেছেন:




যদি আমি ব্লগ ছাড়ার ঘোষণা দিই, মিষ্টি বিতরণের সম্ভাবনা আছে? থাকলে, ভেবে দেখতে পারি।

মিষ্টি বিতরণের কোন সম্ভাবনা নেই কারন কেউ এই ঘোষণা বিশ্বাস করবে না :)
এতো ড্রামা মুভি ডকুমেন্টারি হবার পরও খেলাঘর থেকে গেছে, সে কি আর ঘোষণা দিয়ে যাবে ।

কেনো যাবে, কোথায়ই বা যাবে ।
আমরাতো চাই সবাই মিলেমিশে থাক, কেউ যেন না যায় ।
খুনসুটি থাকবেই, ওগুলো কিছু না ।


০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:



মিলে মিশে থাকাটা দরকারী, সহ অবস্হান শিক্ষার গুণ; কিন্তু জটিলভাইদের সাথে মিলেমিশে থাকলে ব্লগিং'এর প্রয়োজনীয়তাই ফুরায়ে যাবার কথা।

৫| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


:সাসুম লিখতো না, দরকারী কমেন্ট করতো; আমার পোষ্টে কমেন্ট করতো না।

- যতটুকু মনে পড়ে(প্রোস্টেট ক্যান্সার,পুতিনের ইউক্রেন আক্রমণ,দেশের নির্বাচন) নিয়ে কমেন্ট চালাচালি হয়েছিলো আপনার সাথে।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:


চাঁদগাজী নিক ও সোনাগাজী নিকে মিলে আমি ৯৬ হাজার কমেন্ট পেয়েছিলাম; উনার কমেন্ট ৬টার থেকে কম ছিলো।

৬| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

মিরোরডডল বলেছেন:



আমি উনার কমেন্টের বিরোধীতা করে কোন কমেন্ট লিখিনি, এটা ছিলো আমার এপ্রিসিয়েশন।

ভেরি ওয়েল সেইড।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

৭| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩

নতুন বলেছেন: রাগ করে চলে যাওয়া এক রকমের ছেলেমানুষী।

সময়ের জন্য লেখা হয়তো হয়ে উঠবে না কিন্তু লেখাতে ভালো মন্তব্য করে আলোচনা জমিয়ে তুলতে ব্লগে থাকা উচিত।

ব্লগে কারুর কথায় চলে গেলাম এটা খুবই একটা খারাপ আইডিয়া।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৮

সোনাগাজী বলেছেন:




জাতি হিসেবে বাংগালীরা রাগী জাতি!
আপনি ইয়েমেনীদের দেখেছেন?

৮| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: জনাব সাসুমের সাথে আমার কোন পরিচয় তেমন নেই তার কমেন্টের সাথে আমার পরিচয় আছে তবে সে নিয়ে তাকে আমি পরিমাপ করছি না । আমার সেই যোগ্যতা নেই বলেই মনে করি । তবুও আমিও চাই উনি ফিরে আসুক । না লিখুক অন্তত মন্তব্য করুক তাতেও নাহয় দুধের সাধ ঘোলে মিটবে !!!


আমারও মনে হয় তিনি ফিরে আসবেন !!

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



মনে হয়, ফিরে আসবেন।

৯| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

মিরোরডডল বলেছেন:




নতুন বলেছেন: রাগ করে চলে যাওয়া এক রকমের ছেলেমানুষী।

সাসুমতো রাগ করে যায়নি । হয়তো ব্যস্ত ।
অথবা অন্যকিছু যেটা হয়তো বলেনি কিন্তু রাগ করে যাবার মানুষ ওকে মনে হয় না ।


১০| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মিরোরডডল বলেছেন:



মিলে মিশে থাকাটা দরকারী, সহ অবস্হান শিক্ষার গুণ; কিন্তু জটিলভাইদের সাথে মিলেমিশে থাকলে ব্লগিং'এর প্রয়োজনীয়তাই ফুরায়ে যাবার কথা।

মিলেমিশে থাকা মানে গলায় গলায় ভাব বা আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা না ।
সম্পূর্ণ বিপরীতধর্মী দুটো মানুষও একই ছাদের নীচে থাকতে পারে যদি জানে কোথায়, কখন, কার সাথে কি আচরণ করতে হবে, কোন কথাটা বলতে হবে অথবা ইগ্নর করতে হবে ।
জটিল অথবা কুটিল কারো যদি কোন কিছু ভালো না লাগে, তাহলে তার সাথে কোন ইন্টারেকশনে যাবে না, ইনভল্ভড হবে না, সিম্পল । সে যদি কোন ভুলও করে, if you do the right thing, there shouldn’t be any conflict.
Your right action is just ignore. If you don’t like, just don’t focus on them, keep busy with something else.

আমি বুঝতে পারি, খেলাঘরের কাছে যদি মনে হয় ভুল, সেটা ধরিয়ে দিতে চায় কিন্তু এটাও বুঝতে হবে সামু একটা কমিউনিটি ব্লগ যেখানে নানারকম মানুষ থাকবে, কেউ কারো ছাত্র না, কেউ কারো শিক্ষকও না ।
Let the other people live their life and you live the way you want.
এভাবেই আমরা মিলেমিশে থাকতে পারি ।

শুভরাত্রি খেলাঘর ।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৪৩

সোনাগাজী বলেছেন:


কিছু বাংগালী আছে, এদের সাথে মিলার কোন পথ নেই। আমাকে বের করা জন্য কিছু ব্লগার ৭ ব্ছর চেষ্টা করেছে, ১ম ৬ বছর আমি টিকে ছিলাম; শেষের ১ বছর ছিলো ভয়ংকর; ১০/১২ জন ব্লগার মিলে আমাকে অপদস্ত করেছে, সেটাকে ক্যাপিটেল করে আমাকে ( চাঁদগাজীকে ) বের করা হয়েছে; আমার পক্ষে থাকা সম্ভব হয়নি।

১১| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগ এবং ব্লগারদের প্রতি আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ। আপনাকে সুলেমানি ব্যান মারা হয়েছিল, তথাপি আপনি ব্লগ থেকে মুখ ফিরিয়ে নেননি। আর সেজন্যই আপনি সেরা ব্লগার।

০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আপনার লেখা সামনের পাতায় আসছে?

১২| ০৩ রা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি ফ্রন্ট পেজ ব্যান সেফ ব্লগার। বিষয়টা উপভোগ করছি। আর মডু আমাকে যথেষ্ট অপমান জনক কথা বললেও আমি ব্লগ ছাড়িনি। সময় পেলেই ব্লগে ঢুঁ মারি। আর আপনার পোষ্ট খোঁজ করে পড়ে নেই। যদিও আপনি আস্তিক নন। তথাপি আপনার আস্তিকতার বিরোধীতা ছাড়া আর সব কিছু ভালো লাগে। আপরার ডাবলস্ট্যান্ড না হওয়ার বিষয়টি উপভোগ্য এবং একজন ব্লগারের ডাবলস্ট্যান্ড বিষয়টি বিরক্তিকর। সেজন্য তার পোষ্ট এখন আর খুব একটা পড়ি না।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:



আমি নাস্তিক নই; আস্তিকতাকে বাংগালীরা মুর্খতার চর্চায় পরিণত করেছে। বিশ্বের ৮০ ভাগ আস্তিক, ইহুদীরা আস্তিক, কিন্তু ওরা বুদ্ধিমান, আরবরা আর মুসলমানরা মগজ-হারা আস্তিক।

১৩| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:১০

নিমো বলেছেন: ব্লগ নীতিমালায়তো এ ব্যাপারে কোন নিষেধ নাই, তো সমস্যা কোথায় ?

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:


সমস্যা আমিও দেখছি না।

১৪| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৩০

কাছের-মানুষ বলেছেন: ব্লগার সাসুম সাহেবের বিদায়ি পোস্টটি আমার চোখে পরেনি! তাকে দেখছিলাম না কয়েকদিন ধরে, ভাবছিলাম গা ঢাকা দিয়েছে কিছুদিনের জন্য আবার ফিরে আসবে! তিনি কমেন্ট করে অসামান্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন ব্লগে!
কমেন্ট দেখে ভেবেছিলেন তিনি রাইফ এন্ড টাফ টাইপ হবেন, এই ধরনের মানুষ কান্নাকাটি করে ব্লগ ছাড়লে অবাক লাগে! (কান্নাকাটি বললাম এজন্য কারন বিদায়ী পোস্টে সাধারনত এক গাদা অভিমান এবং অভিযোগ করে ব্লগাররা!)

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৩৭

সোনাগাজী বলেছেন:



উনার পোষ্ট দেয়াটা ঠিক হয়নি

১৫| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে প্রত্যক্ষ ভাবে ছাগুশ্রেণীর গু পোস্ট ও গু মন্তব্য করার সুযোগ নেই। তবে পরোক্ষভাবে সে মানসিকতার লোকজন বাংলাদেশের বিরুদ্ধে রাজাকারদের পক্ষে ইনিয়ে বিনিয়ে কথা বলতে চাওয়ার সাথে সাথে যারা গদাম দিতেন ও প্রতিবাদ করতেন সাসুম ভাই তাদের মধ্যে একজন। সারাক্ষণ ব্লগে অনলাইন থেকে পাহারা দিতেন মৌলবাদীরা ধর্মান্ধতা ও রাজাকারীতা করসে কিনা। সামুতে সাসুম ভাইদের খুব দরকার। সকল রাগ অভিমান পানিতে ফেলে বাংলাদেশের জন্য ও ব্লগের জন্য তাকে ব্লগে ফেরার অনুরোধ করছি।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৮:৪৮

সোনাগাজী বলেছেন:


তিনি গার্বেজ লেখা সহ্য করতেন না।

১৬| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন:



মহাগুরু

চাঁদ থেকে সোনা হয়ে মুঠি মুঠি সোনা
বিলাবেন আশাকরি ওহে মহাগুরু
আবার নতুন করে হোক তবে শুরু
মূল্যবান কথাচিত্র হিরক খচিত।
মন্তব্য মার্জিত হোক। মধুর ব্যঞ্জনা
থাকুক আলোচনায়। মরুদ্যান মরু
না হোক আরেক বার।গুরুজনে গরু
কেউ না বলুক আর বিদ্বেষে সঞ্চিত।

লিলিপুটিয়ান আর ডোডো পাখি সব
আপনার বন্ধু হোক। তারা মুগ্ধ হয়ে
আপনার সুমন্তব্য করে অনুভব
নামুক বীরের ভেসে দারিদ্রের জয়ে।
ব্লগ হোক সুন্দরের মহাস্থান এক
অন্তরে এ ইচ্ছা থাকে সময়ে প্রত্যেক।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:



সনেটের জন্য ধন্যবাদ।
আমরা আছি, চেষ্টা করে যাবো।

১৭| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৩২

রানার ব্লগ বলেছেন: সাসুম তো একজন পরিপক্ব ব্লগার। তার ব্লগ ছাড়ার কারন কি? আমি তার কমেন্ট বেশ মনযোগ দিয়ে পড়ি। নিরবে বা সরবে কোন ভাবেই তার ব্লগ ছেড়ে যাওয়া উচিৎ না। এতে ছাগল পার্টি উৎসাহিত হয়ে পরবে তাদের ম্যাতকার শোনানোর জন্য।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৫৩

সোনাগাজী বলেছেন:


ব্যস্ত থাকলে, না'এলেও চলতো, ঘোষণা না'করলে ভালো হতো।

১৮| ০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৪৮

নেওয়াজ আলি বলেছেন: বগ্ল আসা না আসা ব্যক্তিগত কিন্তু ঘোষণা কেনো বুঝি না।

০৩ রা নভেম্বর, ২০২২ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:



ঘোষনার পেছনে কারণ থাকে।

১৯| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
আস্তিকতাকে বাংগালীরা মুর্খতার চর্চায় পরিণত করেছে।
- ধন্যবাদ আপনাকে, একটি গুরুত্বপূর্ন পয়েন্ট উল্লেখ্য করার জন্য। এই বিষয়ে আলোচনার সুযোগ আছে।

যে কোন ব্লগারের বিদায় দুঃখজনক। প্ল্যাটফর্ম হিসাবে ব্লগ কখনও চায় না কোন ব্লগারের প্রস্থান ঘটুক। আমাদের জীবনে 'ভিন্নমত' এবং 'সহমত' আছে বলেই জীবন বৈচিত্র্যময়। আশা করি, নিজের ব্যস্ততার ফাঁকে তিনি ব্লগারদের জন্যও লিখবেন। এটা ব্লগের লাভ ক্ষতির জন্য নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য নিজের দায়বদ্ধতার প্রেক্ষাপট থেকেই কাজটি করবেন।

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১:৩২

সোনাগাজী বলেছেন:



আপনাকেও ধন্যবাদ।
আশাকরি, উনি ফিরে আসবেন। উনি দেশের বাইরে থাকার কারণে, ভিন্নভাবেও ভাবার চেষ্টা করতেন।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১:৪৫

রোকসানা লেইস বলেছেন: সাসুম ভালো কমেন্ট করতেন। আমার অনেক পোষ্টে তিনি ভালো মন্তব্য দিয়েছেন।
তিনি কেন ব্লগ ছাড়লেন। উনার পোষ্ট দেখার সুযোগ হয়নি।
ব্লগে সবাই নিজের সাধ্য এবং পছন্দ মতন পোষ্ট করবেন। কিন্তু পছন্দ না হলেই লাগালাগি করার জন্য কেউ কেউ বসে থাকেন এটা ঠিক না।
ভালো বুঝদার ব্লগাররাই চলে যান শেষ পর্যন্ত এসব জটিলতায়। ঝামেলা বাধানেওয়ালারা রয়ে যায়।

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:




উনার দৃষ্টিভংগি ভালো ছিলো; আশাকরি, সামনের দিনগুলোতেও ব্লগিং'এ সময় দেবেন।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৩:২২

বিষন্ন পথিক বলেছেন: সাসুম খুবই ফেবারিট ব্লগার ছিলেন আমার কাছে, যে কোনো পোস্টে ওনার মন্তব্য খুবই শিক্ষণীয়, কিছু ক্ষেত্রে পোস্ট থেকে মন্তব্যই ভালো হতো, আশা করি উনি ফিরে আসবেন। আপনি চলে গেলে 'কুকুর' জাতীয় পোস্ট পড়বো কিভাবে?

০৪ ঠা নভেম্বর, ২০২২ ভোর ৪:৩১

সোনাগাজী বলেছেন:



সাসুম না'থাকলে 'কুকুরের লেজ সাহিত্যবিশারদ' সাহেব দুনিয়ার গোজামিল পোষ্ট করতে থাকবেন

২২| ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৩:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার ধারণা ব্লগের সবচেয়ে ভালো এবং শক্তিশালী মন্তব্যকারীদের একজন ওনি। সাসুম সাহেবের চলে যাওয়ায় মর্মাহত হলাম। ওনি অবশ্যই ফিরে আসবেন।

০৪ ঠা নভেম্বর, ২০২২ ভোর ৪:৩২

সোনাগাজী বলেছেন:


নিয়ম অনুযায়ী তো ফিরে আসার কথা।

২৩| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ৮:১৬

সোহানী বলেছেন: মিস্টি কি কানাডায় কোনভাবে পৈাছাবে? যদি না পৈাছায় তাহলে আগ্রহ নাই ;)

ওওও সাসুমের আবার কি হলো?? জানি না তো!!!

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



সম্ভব।

নিউইয়র্কের অনেক ব্লগারের সাথে আমার দেখা হয়েছে বিবিধ সময়ে।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ৯:১০

শূন্য সারমর্ম বলেছেন:


চাঁদগাজী,পংবাড়ী,ফারমার 'উনারা ঘোষনা দিয়ে চলে গিয়েছিলো??

০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



ফারমার নিকটি ৩টি ব্লগে ব্যান হয়েছিলো।

এই নিকগুলোকে সামুতেও ব্যান হয়েছে।

২৫| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন:
মিষ্টি বিতরণের কোন সম্ভাবনা নেই। |-)

উনি দেশের বাইরে থাকার কারণে, ভিন্নভাবেও ভাবার চেষ্টা করতেন।
আর যারা দেশের বাইরে থাকে নি তার ভিন্নভাবেও ভাবার চেষ্টা করে না। ;)

০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:



যেসব ব্লগার কোন উন্নত দেশ দেখেননি, তাদের বুঝার জীবনযাত্রা বুঝেন না; বিশ্ব সম্পর্কে তাঁদের পুরোপুরি সঠিক ধারণা নেই।

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৪

ঢাবিয়ান বলেছেন: আপনি যাবার ঘোষনা দিলে মিষ্টিটা খাওয়াবে কে? যেই খাওয়াক জানিয়ে রাখি যে আমার প্রিয় মিষ্টি রসমালাই। :`>

০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



সময় আসবে, আমি অনেক ব্লগারেরর সাথে বসে খাবো দাবো, গল্পগুজব করবো।

২৭| ০৪ ঠা নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: সাসুম সাহবের কিছু সমস্যা আছে। তবে উনি 'কুকুরের লেজ' বিশেষজ্ঞ না।
আমি চাই- তিনি ফিরে আসুক। কারন তার চিন্তা ভাবনা আধুনিক। তার মধ্যে কোনো কুসংস্কার নেই।

০৪ ঠা নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:





আপু তানভীর গল্প লিখে ৬ টি মন্তব্য পায়; কুকুরের লেজ নিয়ে লিখে ৬০টি মন্তব্য পেয়েছে; উনার আগামী গল্প হবে "কয়লা ধুলে ময়লা যায় না"; উনি যদি ছাঁঘাজীকে নিয়ে গল্প লেখেন, ১১০ টি মন্তব্য পাবেন।

২৮| ০৬ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৯

রাজীব নুর বলেছেন: এডমিনের জন্যই এরা বাড়াবাড়ি করতে সুযোগ পাচ্ছে।

০৬ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



এই কারনে বেশ কিছু ব্লগার আবোল তাবোল কিছু লিখে পোষ্ট দিতেছে। অপু তানভির সন লেখাই আবোল তাবোল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.