নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

খচ্চরে চড়ে ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসি\'র পথে?

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২১



সম্ভাবনা আছে, আগামী ১ সপ্তাহের মাঝে ডোনাল্ড ট্রাম্প নিজকে ২০২৪ সালের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করবে; কিন্ত সে হাতীর বদলে, খচ্চরদের পিঠে চড়ে রওয়ানা হবে মনে হয়; এবং এই জীবনে আর হোয়াইট হাউসে পৌঁছার সম্ভাবনা নেই। সে মধ্যবর্তী নির্বাচনে হাতীর বদলে বেশ পরিমাণ খচ্চরকে আশির্বাদ দিয়ে পাশ করায়েছে।

আমেরিকায় কোন রাজনৈতিক দলের কোন কমিটি কাউকে নমিনেশন দিতে পারে না; নমিনেশন প্রক্রিয়া শুরু হয় প্রাইমারী ভোটের মাঝ দিয়ে; প্রাইমারী ভোটে, বেশীরভাগ সময়ে নিজ দলের সাধারণ ভোটারেরাই ভোট দিয়ে থাকে; এই ভোটে বিজয়ীরা দলের থেকে নমিনেশন পেয়ে থাকে। আমাদের দেশে, দলের প্রধান, কিংবা দলের কোন একটা কমিটি নমিনেশন দিয়ে থাকে; ইহা বর্তমান যুগের জন্য পিগমী বুদ্ধি।

২০২০ সালের ভোটে ও এই বছরের ৮ই নভেম্বরের ভোটে, রিপাবলিকান দলের যারা ট্রাম্পের আশির্বাদ পেয়েছে, তারাই দলের প্রাইমারীতে জয়ী হয়েছিলো; ইহার খারাপ দিক হলো, দলের অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ নমিনেশন পায়নি। গতকালের ভোটে যদিও রিপাবলিকানরা হাইজে মেজোরিটি পাচ্ছে, কিন্তু ইহাতে অনেক অনভিজ্ঞ নতুন ট্রাম্পী খচ্চর আছে। এদের উপর নির্ভর করে ট্রাম্প কোন অবস্হায় আর পাশ করতে পারবে না। দলের যারা ট্রাম্পের আশির্বাদ না পাবার কারণে, প্রাইমারীতে ফেল করেছে, তারা ট্রাম্পকে সাহায্য করবে না; ফলে, তার সাপোর্ট পাওয়া, কম-অভিজ্ঞ কংগ্রেসম্যান ও সিনেটরেরা ট্রাম্পকে খুব একটা সাহায্য করতে পারবে না। ট্রাম্প দলের শৃংখলা ভেংগে যে বাহিনীকে জয়ী করেছে, এরা আসল রিপাবলিকান নয়, এরা হাতী নয়, এরা খচ্চর; ট্রাম্প রওয়ানা দিবে টিকই, কিন্তু খচ্চরের জন্য ওয়াশিংটন আসলে বেশী দুর, খচ্চর অত দুরে যেতে সক্ষম হবে না।

গতকালের ভোটের পুরো রেজাল্ট পেতে আরও ৩/৪ দিন লাগবে; এখন, ডেমোক্রেটরা ৪৮ জন সিনেটর ও রিপাবলিকানরা ৪৯ জন সিনেটর পেয়েছে, দরকার ৫১ জন। হাউজে ডেমোক্রেটরা পেয়েছে ১৯১ জন, রিপাবলিকানরা পেয়েছে ২০৯ জন; দরকার ২১৮ জন। হাউজে রিপাবলিকানরা ২২১ জনের মতো পাবে।


মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৯

জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: আমি তো দেখছি সামনের যুগে কোনো এক ভারতীয় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবে।

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩২

সোনাগাজী বলেছেন:


অসম্ভব কিছু নয়; তবে, আগামী ৫০/৬০ বছরে তা ঘটার সম্ভাবনা নেই।

২| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২৯

জিয়াউর রহমান ফয়সাল বলেছেন: আমি তো দেখছি সামনের যুগে কোনো এক ভারতীয় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যাবে।

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৪

সোনাগাজী বলেছেন:



আপনি কি বৃটেনের কথা ভেবে বলছেন, নাকি আমেরিকার রাজনীতি বুঝে বলছেন?

৩| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৬

ইফতেখার ভূইয়া বলেছেন: @জিয়াউর রহমান ফয়সাল: ব্রিটেন আর আমেরিকার পার্থক্য আকাশ আর পাতাল আর সেটা বোঝার জন্য আপনাকে আমেরিকার ঘরোয়া রাজনীতি সম্পর্কে যথেষ্ট ঘাটাঘাটি করতে হবে। সব সম্ভবের দেশ আমেরিকা হলেও আমেরিকা ইউরোপ নয় এটা বোঝা জরুরী।

১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

সোনাগাজী বলেছেন:




আমার ধারণাও তাই।

বৃটেনে ভারতীয় প্রিমিয়ার হয়েছে, নাকি ঋষিকে জনসনের সরকারের জন্য "placeholder" বানানো হয়েছে, সেটা ভেবে দেখার দরকার।

৪| ১০ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ট্রাম্প আমেরিকার সুন্দর গনতন্ত্রকে কলঙ্কিত করেছে আমেরিকার সুশীল সমাজ তাকে হয়তো আর চাইবেনা।

১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০১

সোনাগাজী বলেছেন:



গতকালের ভোটেই তার নীতি ফেল করেছে; বাইডেনের সরকারের যেই খারাপ অবস্হা, ট্রাম্প যদি রিপাবলিকানদের নেতৃত্ব না'দিতো, ডেমোকরেটদের অবস্হা অনেক খারাপ হতো।

৫| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমি সময় সুযোগ করে ভারতীয় ক্ষমতায়ন নিয়ে কিছু লিখবো। ট্রাম্প কি তাহলে এবার আবার সরকার করবে?


১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:১৪

সোনাগাজী বলেছেন:


এবার তো সরকার গঠন হচ্ছে না; সে আগামী ভোটে (২০২৪ সাল ) জয়ী হওয়ার জন্য এবারের প্রাইমারীতে তার পছন্দের লোকদের এনডোর্স করেছিলো; সেটা তার জন্য বড় সমস্যার সৃষ্টি করেছে; কারণ, ডেমোক্রেটদের প্রচুর দুর্বলতা থাকা সত্বেও রিপাবলিকানরা খুব বেশী সীট পায়নি।

৬| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:০৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এবার ট্রাম্প ই পাশ করবে, লাগবেন বাজি ?

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



ইস্রাফিলের শিংগা বাজার পর উহা ঘটতে পারে।

৭| ১০ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পরমানু ক্ষমতাধর রাষ্ট্রে খ্যাপাটে লোক ক্ষমতায় না আসাই ভালো মনে হয়না বুদ্ধিমান আমেরিকানরা ট্রাম্পকে আবার ক্ষমতায় আনবে।

১০ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:২০

সোনাগাজী বলেছেন:



গতবার পরাজিত হওয়ার সময়, সে যেই পরিমাণ ভোট পেয়েছিলো, ইহা আবার জয়ী হওয়ার জন্য যথেষ্ট ছিলো; সেটা এই ভোট হারিয়ে গেছে। তবে, বাইডেন যদি রিশেসান থেকে বের হতে ভুল পদক্ষেপ নেয় ও দ: আমেরিকার লোকদের অকারণে ইমিগ্রেশন দেয়, ট্রাম্প আবার পালে বাতাস পেতে পারে।

৮| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ট্রান্প বা বাইডেন কেউই বিশ্বে র ভালো চায় না ।
..................................................................
এমন একজন ভালো শাসক দরকার যে , এই মন্দায়
সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে ।

১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



সেটাই ক্যাপিটেলিজমের ধর্ম।

৯| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: তাহলে কোন দল জিতবে ফাইনালি?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৫৪

সোনাগাজী বলেছেন:



হাউজে 'সামান্য মেজোরিটি নিয়ে রিপাবলিকান'রা" জিতবে; সরকারের যেই অবস্হা, ট্রাম্প যদি খচ্চরদের নমিনেশন না'দিতো রিপাবলিকানরা অনেক সীট পেতো সিনেটে ও হাউজে।

১০| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক আগে আমেরিকায় নির্বাচন হলে বাংলাদেশে বিবিসি রেডিওতে শোনতেন। আমি তখন ছোট ছিলাম।।এখন বাংলাদেশে তেমন উদ্দীপনা নেই তবে সব টিভি চ্যানেল নিউজ করছে।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ২:০০

সোনাগাজী বলেছেন:



কি নিউজ দিচ্ছে কে জানে! বাংলাদেশের সাংবাদিকদের যা অবস্হা! সবাই মাইভান্ডারের স্কুল শেষ করেছেন!

১১| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ২:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সাংঘাতিক এর সংখ্যা বেশী হলেও কিছু ভালো সাংবাদিক যে নেই তা নয়। প্রাই দিনের সব খবরেই নির্বাচন এর আপডেট দিচ্ছে। ভারত হারাতে আজ দেশের ৮০% মানুষ খুশী।মিডিয়াও।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ২:৩০

সোনাগাজী বলেছেন:



আমাদের দেশের মানুষের বিচার বুদ্ধি লোপ পেয়েছে; বেশীরভাগ মানুষের আচরণ লিলিপুটিয়ানদের মতো, এরা সবকইছুকে নষ্ট করে ফেলেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.