নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আপনাকে নিজ সম্পর্কে কিছুই বলতে হবে না, আপনার লেখা সবকিছুই ফাঁস করে দিবে।

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৭



আপনি ব্লগার তো, ভালো; লিখুন, সবাইকে নিয়ে লিখুন, সবকিছু নিয়ে লিখুন, কিন্তু আপনার নিজকে নিয়ে কিছু লিখবেন না; আপনার লেখা আপনার সব পরিচয় বাকী ব্লগারদের দিতে থাকবে, ক্রমাগতভাবে দিতে থাকবে। শ্রদ্ধেয় প্রয়াত ব্লগার ইমন জুবায়ের জীবিত থাকাকালে আমি উনার কোন পোষ্ট পড়িনি; পরে পড়েছি, আমি উনার জীবনের বেশকিছু দিক বুঝতে পেরেছি; কেহ আমাকে বলেনি, উনি নিজকে নিয়ে কিছু লিখেননি; আমার ধারণা, উনার হার্টে সমস্যা ছিলো, যথাসম্ভব।

আপনি যদি ১ম পোষ্টে নিজ পরিচয় দিয়ে থাকেন, নিজ সম্পর্কে কিছু ধারণা দিয়ে থাকেন, সেটা ভালো করেছেন; তবে, না'দিলে অনেক অনেক ভালো হতো। কারণ, আপনার দেয়া পরিচয়টা পাঠকেরা মনে রেখেছেন, পরে আপনার লেখা আপনার সম্পর্কে যা বলছে, উহার সাথে মিলিয়ে দেখছেন; মিলে গেলে ভালো; কিন্তু না'মিলার সম্ভাবনা সব সময় বেশী। অনেকেই লিখেন,"ছোটকাল থেকে টুকটাক লেখার অভ্যাস ছিলো"; সমস্যা হলো, "টুকটাক" জিনিষটা অনেক ভারী, উহার ভার এখন সারাজীবন বইতে হবে।

কেহ আপনার সম্পর্কে জানতে চাইলে শুধু প্রয়োজনীয় তথ্যটুকু জানাবেন, না'জানতে চাইলে কিছুই জানাবেন না; আপনার লেখা থেকে আপনার সম্পর্কে সবকিছু সবাই জেনে নেবেন। বেশ পরিমাণ লোক নিজের সম্পর্কে একটু বেশী বলে নিজকে বিপদে ফেলে দেন; বেশী বলার ভারটা ভয়ংকর ভার, ইহাকে অকারণে বইতে হয়, এবং এক সময় ইহার ওজন টানাই একটা কাজ হয়ে দাঁড়ায়।

আমার একটা পরিচয় আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কোন ব্লগার আমাকে আক্রমণ করতে চাইলে, উহা নিয়ে আক্রমণ চালায়; আমার সেই পরিচয়টা আমি ব্লগে নিজের থেকে দিইনি; আমার সেই পরিচয়টা দিয়েছিলেন আমার একজন সুহৃদ ব্লগার, ব্লগার ভুমিহীন জমিদার; তিনি আজকাল ব্লগে আসেন না। উনার দেয়া সেই তথ্য আমার জন্য কাল হয়ে দাঁড়ায়েছে; আক্রান্ত হলে, আমি উহা প্রমাণ করতে চেষ্টা করি না; কারণ, ব্লগে আমি আমার পরিচয় দিতে চাহি না, আমি ছদ্মনামে আছি।

আমি অনেকের প্রশ্নের জবাবে আমার জেলার নাম, পেশা, বয়স, শিক্ষার বিষয় এসব জানিয়েছি; বাকীটুকু অনেকেই আমার লেখা থেকে জেনে নিয়েছেন। আমাকে আমার নিজের সম্পর্কে কিছু লিখতে হয় না, আমার লেখা আমার সম্পর্কে সবই বলে দিচ্ছে; কোন কিছুই লুকানো সম্ভব নয়।





মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আজ পবিত্র জুম্মা বার। মাত্র নামাজ পড়ে আসলাম। খুতবার বিষয়বস্তু আপনার পোস্টের শিরোনাম ও বক্তব্যের সাথে মিল আছে। খতিব সাহেব বলেছেন, কোরানে আছে - একজন মানুষ নিজের উপর ভিত্তি করে অন্যকে অনুমান করে।যেমনঃ একজন মিথ্যুক অন্যজনকে মিথ্যুক মনে করবে, একজন চাপাবাজ অন্যজনকে চাপাবাজ মনে করবে।যে নোংরা তা ব্যক্তি জীবনে তার ভাষা থেকে ও অনলাইনে পোস্ট মন্তব্য থেকে বুঝা যাবে। যে জীবনে সুখ শান্তি সম্মান শ্রদ্ধা ইনার পিস অনুভব করেনি সে অন্যেরটা দেখে জ্বলে ফলে লেখার মাধ্যমে মনের বিষ ছেড়ে দেয়। সরকার প্রধানদের চেটে দেশের কিছু নোংরা প্রভুভক্তরা কিছু ক্ষমতা পায়।আর সে ক্ষমতা পেয়ে এতো নোংরা ভাষায় কথা বলে ও অন্যকে ব্যক্তি আক্রমণ করে যে পৃথিবীর নিকৃষ্টতম মানুষ গুলোও লজ্জা পায়।

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০২

সোনাগাজী বলেছেন:


উনার কথা কিছুটা সঠিক। তবে, মসজিদের ইমামেরা যা বলেন, সেগুলো অনেক পুরানো গল্প, বেশীরভাগই ভুল।

২| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: তিনি তো নিজের কথা বলেন নি, কোরানের আয়াত কোট করে বাস্তবতার নিরিখে নসিহত করেছেন। সমস্যা হলো যা অন্যকে নসিহত করেন তা বিশ্বের অধিকাংশ ইমামই নিজে পালন করেন না।

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:০৮

সোনাগাজী বলেছেন:



মাদ্রাসা, মক্তবে যারা পড়ছেন, তারা বর্তমান সভ্যতা ও আধুনিক জ্ঞান থেকে বন্চিত হচ্ছেন।

৩| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি বলেছেন নিজের সম্পর্কে কিছু বলা বা লেখা ঠিক নয়। দেখুন যারা ছদ্মনামে ব্লগে লিখেন তাদের নিজের সম্পর্কে কেউ জানতে চাইলে পুরোপুরি না বললেও কিছুটা জানাতে হয়।না হলে মাল্টি মনে করে। আর আসল পরিচয়ে যারা ব্লগে লিখে তাদের পক্ষে কোন কিছু গোপন করা বা বাড়িয়ে বলা সম্ভব নয়। এখন ফেসবুকের মাধ্যমে একজন ব্লগার আরেকজন ব্লগারের সকল এক্টিভিটিজ স্পেশালি প্রতিদিনের স্টোরি, মাই ডে, কে কি করেন এগুলো দেখেন। অনেক ব্লগার ব্যক্তিগত ভাবে পরষ্পর পরষ্পরকে চিনে, একে অপর সম্পর্কে জানে, ধারণা রাখে। তাই আসল নিক থেকে কোনকিছু গোপন করা বা বাড়িয়ে বলা অসম্ভব। ছদ্মনাম থেকে কে সত্যি কথা বলে আর কে বস্তিতে থেকে, মাল্টি/ছাইয়া থেকে অস্ট্রেলিয়া লন্ডন থাকার ভান করে এগুলো মোটামুটি যাদের মাথায় মগজ আছে তারা বুঝবে।

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের যেই অবস্হা, ইহার কারণে ছদ্মনাম ব্যবহারের দরকার। দেখেছেন,'রেজাউল৮৮' ছদ্মনাম ব্যবহার করেন ও খুব সুন্দর ভাষায় মন্তব্য করেন; কিন্তু উনার মন্তব্য পড়লেই বুঝা যায় যে, লোকটা ক্রিমিনাল; ছদ্মনাম খুব একটা সাহায্য করছে না।

৪| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:

নিজেকে নিয়ে মানুষ কেন লিখে?

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪২

সোনাগাজী বলেছেন:



দরকারী কিছু তথ্য অবশ্যই দিতে হয়।
তবে, ব্লগে অনেকই নিজের সন্পর্কে বেশী বলে ফেলেন।

৫| ১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার মতো জ্ঞানী যারা তার পারে, আমার মতো ভোদাই যারা তারা পরে না। B:-/

১১ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

সোনাগাজী বলেছেন:




আপনি ভালো করছেন, অকারণ কোন ধরণের ভার বহন করছেন না।

৬| ১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নিজেকে লুকিয়ে রেখে লেখা আমার দ্বারা সম্ভব নয়। চেষ্টাও করিনা। আমার লেখা প্রতিটা শব্দ আমার পরিচয় বহন করে।

১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:



নিজের সম্পর্কে বেশী বললে, উহার ভার সইতে হবে, যা আসলে বেশ কষ্টকর।

৭| ১১ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার পোস্টের মূল বক্তব্যটা ধরতে পেরেছি। মন্তব্যে আরো পরিষ্কার হচ্ছে।


ফিচার লিখবেন তো ব্লগ ডের জন্য?

১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

৮| ১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমি নিজে কিছুই লিখতে পারি না, বলতে পারেন আমার লেখার কোন যোগ্যতা নেই; তবে আমি আপনাদের লেখা অনিয়মিত কিংবা নিয়মিত পড়ার জন্য ব্লগে আসি।

** আপনি এ বয়সেও ধৈর্য্য ধরে ব্লগে বসবাস করে যা্চ্ছেন যা সত্যিই সাহসী মনের পরিচয়।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৪

সোনাগাজী বলেছেন:



লিখতে থাকুন।
আপনারা আছেন, আমি আছি

৯| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: নিজের পরিচয় দেওয়ার দরকার নেই। বগ্লে লেখা হতে বগ্লার সার্বিক পরিচয় পাওয়া। ছোটকালের টুকটাক লেখা কিভাবে ভারি হয়ে দাঁড়ায়?

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৫

সোনাগাজী বলেছেন:



যদি কেহ বলেন যে, উনি ছোটকাল থেকে টুকটাক লেখােন, তখন পাঠকদের এক্সপেকটেশান বেড়ে যয়।

১০| ১১ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪৮

রাজীব নুর বলেছেন: একদম খাটি কথা বলেছেন। কিন্তু আমি ভুল করে ফেলেছি। এই পোষ্ট আরো আগে দিলে আমি সর্তক হতে পারতাম।

১১ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৬

সোনাগাজী বলেছেন:



আপনার আসল নাম রাজিব নুর?

১১| ১২ ই নভেম্বর, ২০২২ রাত ১:৩৪

কাছের-মানুষ বলেছেন: আমার মনে হয় মুক্তিযোদ্ধা শব্দ ব্যাবহার করাটা আপনার জন্য বেশী ওজন হয়ে দাঁড়িয়েছে! প্রাসঙ্গিকতা ছাড়া ব্লগে নিজের ব্যাপারে বেশী বললে মাঝে মাঝে নিজের জন্যই কাল হয়ে দাঁড়ায়!! আবার নিজের দূর্বলতাও কারো সাথে শেয়ার করা ঠিক না, কারন মানুষ সুযোগমত দূর্বল জায়গায় আঘাত করে আরো বেশী দূর্বল করার চেষ্টা করে!

১২ ই নভেম্বর, ২০২২ রাত ৩:১৩

সোনাগাজী বলেছেন:




আমি নিজের সেই পরিচয়টা সামুতে দি্ইনি; আমি জানি, সামুতে মুক্তিযুদ্ধ-বিরোধী পরিবারের সন্তানেরা সব সময় বেশী ছিলো; সর্বোপরি, বেশীরভাগ বাংগালী আমাদের মুক্তিযুদ্ধের সন্মান ও গুরুত্ব বুঝে না।

১২| ১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৪৪

মোহামড বলেছেন: আলাপা করতে হবে বিষয় ভিত্তিক।নিজের সম্পর্কে যত কম বলা যায়।

১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১১

সোনাগাজী বলেছেন:


সঠিক।

কিন্তু বাংগালীরা বলতে থাকেন, "আমি এমবি'এ করার জন্য যখন লন্ডনে ছিলাম, তখন রানীর সাথে দেখা হয়েছিলো।"

১৩| ১২ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:৩৩

রানার ব্লগ বলেছেন: কথা সত্য। বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়।

১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৪

সোনাগাজী বলেছেন:


অেক ব্লগার "আমি এই, আমি সেই, করতে করতে মানুষকে বিরক্ত করে তোলেন; পরে দেখা যায় যে, উনার লেখা সেটা বলছেনা।

১৪| ১২ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩৩

গেঁয়ো ভূত বলেছেন: পোস্ট টি ভালো লেগেছে। বক্তব্যের বিষয়বস্তুর সাথে একমত।

১২ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

জুল ভার্নের ব্লগিং ষ্টাইল দেখে ইহা লিখতে হলো।

১৫| ১২ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: গুরু আর শিষ্য গড়বে এ বিশ্ব, থাকবে না কেউ আর বঞ্চিত, নিঃস্ব।

১২ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

সোনাগাজী বলেছেন:



সেটা ঘটবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.