নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

পুরো আমেরিকা তাকিয়ে আছে নেভেদার সিনেট-ভোট গণনার দিকে।

১৩ ই নভেম্বর, ২০২২ ভোর ৬:৫৫




***** আপডেট, ভোটযোগ হয়েছে, ক্যাথরিণকে সিএনএন নির্বাচিত ঘোষনা করেছে। সিনেট এখন ডেমোক্রেটদের দখলে।
১) ডেমোক্রেটদের সিনেটরের সংখ্যা: ৫০ জন
২) রিপাবলিকানদের সিনেটরের সংখ্যা : ৪৯ জন

এখন:

১) বিপাবলিকান, এডাম লেক্সেট: ৪৮.৭%; ভোট সংখ্যা: ৪৭৬,৬৭৬
২) ডেমোক্রেট, কোরটেজ মাষ্টো:---৪৮.২%; ভোট সংখ্যা : ৪৮১,৬৫৯ ( কিছুক্ষণ আগে নির্বাচিত )

---------------------------------------------------------------------------
নীচের অংশ ছিলো মুল পোষ্ট; উপরের অংশ আপডেট।

চলমান ভোট গণনার এই মহুর্তে নেভেদার ১ সিনেট সীটের ভোটের হিসেব হচ্ছে নিম্নরূপ:

১) বিপাবলিকান, এডাম লেক্সেট: ৪৮.৫%; ভোট সংখ্যা: ৪৬৮,৪৩৭
২) ডেমোক্রেট, কোরটেজ মাষ্টো:---৪৮.৪%; ভোট সংখ্যা : ৪৬৭,৫৭৫

****গতকাল ক্যাথারিণ ২% পেছনে ছিলো; আজকে ০.১% পেছনে।

আগামী কয়েক মিনিটের মাঝে, আজকের গণনার প্রায় ২০ হাজার ভোটের ফলাফল উপরের ফলাফলের সাথে যোগ হবে। এতে ফলাফল বেশ বদলে যাবার সম্ভাবনা আছে; ইহা ক্যাথেরিনের পক্ষে যাবার সম্ভাবনা। ক্যাথেরিন যদি শতকরা ৫৫ ভাগের বেশী ভোট পেয়ে যায়, সে ভালো অবস্হানে চলে যাবে।

এই ২০ হাজারের পর, আরো প্রায় ৪৫ হাজার ভোট গণনার জন্য বাকী থাকবে। সেগুলোর মাঝে কিছু " কিউর ভোট" ( আনুমানিক ৯ হাজার) আছে; এই ভোটগুলোতে সাামান্য কোন সমস্যা আছে; যেমন সিগনেচার বুঝা যাচ্ছে না, ভোটার আইডি নেই, ইত্যাদি ইত্যাদি; "প্রোভিশানেল ভোট"কে ঠিক করার সুযোগ দেয়া হবে ভোটারদের। এতে করে, পুরো ফলাফল বের হতে বুধবার অবধি সময় লেগে যাবে। সম্ভাবনা, এই সীটের ভোট পুনরায় গণনায় যাবে; ট্রাম্পের অবস্হা ভালো থাকলে কোর্টে যবযর সম্ভাবনা ছিলো।


মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সর্বশেষ খবর জানাবেন। দুষ্টরা দূরে থাক এটা সবাই চায়।

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:১১

সোনাগাজী বলেছেন:



জানাবো, গত ৩ ঘন্টা অপেক্ষা করছি, মাঝে মাঝে ব্লগে আসছি।

২| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৩

নাহল তরকারি বলেছেন: আমেরিকার নির্বাচন কত ভালো!!

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:০৬

সোনাগাজী বলেছেন:



আপনি রাজনীতির ছাত্র, কোন এক দলের হয়ে কাজ শুরু করেন।

৩| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

জুন বলেছেন: আমি খুব হতাশ, তোতলা বুড়োটা হারলে সারা দুনিয়া একটু শান্তি পেতো। বিভিন্ন দেশে গিয়ে খোচাখুচি বন্ধ হতো।

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:



বাইডেন আসলে যুদ্ধবাজ।

কিন্তু ট্রাম্পকে ঠেকায়ে দিয়েছে; ট্রাম্প আমেরিকাকে পাকিস্তান বানায়ে ফেলছিলো অনেকটা।

৪| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: যাক ভাল একটা সংবাদ জানাচ্ছেন
অনেক শুভ কামনা জানাই

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২০

সোনাগাজী বলেছেন:



আমেরিকা কম সমস্যায় থাকলে বিশ্বের জন্য ভালো হবে।

৫| ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

মোঃমুশফিকুর রহমান বলেছেন: ডেমোক্রেটদের এই বিজয়ের কারন কি রিপাবলিকানদের গর্ভপাত আইনের সমর্থন?

১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

সোনাগাজী বলেছেন:




সেটাও এবার বড় ফ্যাক্টর। সবচেয়ে বড় ফ্যাক্টর হলো, ট্রাম্প বাংলাদেশ ষ্টাইলে নিজের অনুপযুক্ত লোকদের প্রার্থী করেছিলো।

৬| ১৩ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আপডেট চলুক।

অঃ টঃ

পাকিস্তান টি-২০ ফাইনালে ইংল্যান্ড কে ১৩৮ রানের টার্গেট দিসে মাত্র । পাকিস্তান না গিয়ে অন্য যে কোন দল আজ ফাইনাল খেললে জমজমাট একটা ম্যাচ উপভোগ করা যেতো। ইংল্যান্ড জেতার সম্ভাবনা ৮০ % যদি পাকি বোলাররা অঘটন না ঘঠায়।

১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:




আমি ঘুম থেকে উঠেই খবর পেলাম, ইংল্যান্ড জয়ী হয়েছে, ভালো হলো।

৭| ১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৩

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: অন্যকিছু নিয়া লেখেন জগতে লেখার বিষয়ের অভাব নাই, নির্বাচনের পিছনে মেধা নষ্ট করছেন

১৩ ই নভেম্বর, ২০২২ রাত ৮:১১

সোনাগাজী বলেছেন:


গত ৮ বছরে পশ্চিমা বিশ্বে ভয়ংকর ডানপন্হীরা "ভোটে" জয়ী হচ্ছে, ইহা বিশ্ব রাজনীতিকে বদলিয়ে দেবে। আমেরিকা, ব্রাজিল, ইতালী, ফ্রান্স ও ইসরায়েলে গুরুত্বপুর্ণ ভোট হয়েছে সম্প্রতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.