নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আজ ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করবে।

১৫ ই নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫০



***** ট্রাম্প ২০২৪ সালের ভোটে দাঁড়াবে, এবং পরাজিত হবে।

২০২৪ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিবে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকে এক সংবাদ সন্মেলনে ইহা প্রকাশ করা হবে। আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে ২ টার্ম কাজ করা যায়। ট্রাম্প ২য় টার্মের জন্য নির্বাচন করে অ্ল্পের জন্য হেরে যায় ২০২০ সালে; হেরে যাবার পর, সে পরাজয় মেনে নেয়নি, এবং নির্বাচনে দুর্নীতি হয়েছে বলে কোর্টে যাওয়া শুরু করে, এবং ক্ষমতা হস্তান্তর না'করার হুমকি দেয়ার শুরু করে। সে বাাংলাদেশের মত জনসভার শুরু করে, ইহাতে প্রচুর জনসমাগম ঘটে; মানুষের সমর্থন দেখে সে মনে করেছিলো যে, সে নির্বাচনের ফলাফল ঘুরায়ে দিতে সমর্থ হবে।

নির্বাচনে ফলাফল ঘুরায়ে দেয়ার উপায়ও আমেরিকায় আছে, কিন্তু উহা কখনো প্রয়োগ করা হয়নি; আমেরিকার গণভোট হয়; তবে, নির্বাচনে প্রেসিডেন্ট চুড়ান্তভাবে নির্বাচিত হয় না; প্রেসিডেন্টকে নির্বাচন করার জন্য ডেলিগেটদের নির্বাচিত করা হয়; ইহা বেশ কমপ্লেক্স নিয়ম অনুসরণ করে। যেদিন ডেলিগেটরা মানুষের ভোটের প্রতিফলন ঘটায়ে, মানুষের পক্ষে নিজেরা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করে, সেদিন যদি ভািস-প্রেসিডেন্ট ডেলিগেটদের ভোট নাকচ করে দেয়, তখন ডেলিগেটদের বদলে গভর্ণররা ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে; তবে, ইহাও কখনো আমেরিকায় প্রয়োগ করা হয়নি। ট্রাম্প সেটা করার নির্দেশ দিয়েছিলো ভাইস প্রেসিডেন্টকে। ভাইস প্রেসিডেন্ট তা না'করাতে, ৫০ হাজারের বেশী ট্রাম্প সাপোরটার পার্লামেন্ট ভবন দখল করে রাখেে ৪ ঘন্টা।

কিন্তু ৪ ঘন্টা পরে, পার্লামেন্টের অধিবেশন শুরু হয়, এবং ডেলিগেটরা সাধারণ ভোটে বিজয়ী জো বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচন করে। ট্রাম্পের সমর্থকরা ২০২১ সালের ৬ই জানুয়ারীতে পার্লামেন্ট দখল করে রেখেছিলো; বর্তমানে উহার বিচার চলছে, ইতিমধ্যে ৫০০ লোকের জেল জরিমানা হয়েছে। ইহাতে ট্রাম্পের উস্কানী ছিলো; সেটার বিচার করার জন্য এখন তদন্ত চলছে। যদি সেটার বিচারে ট্রাম্পের দোষ প্রমাণিত হয়, ট্রাম্প ভোটে দাঁড়াতে পারবে না।

সেই বিচার থেকে রক্ষা পাবার জন্য ট্রাম্প গত ৮ই নভেম্বরের মধ্যবর্তীকালীন ভোটে নিজের সাপোর্টারদের নমিনেশনে এনডোর্সমেন্ট করে; কিন্তু নির্বাচনে তার হস্তক্ষেপের ফলে, তার দল আসলে ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; এতে তার দলের লোকেরা ও নিরপেক্ষ মানুষজন তার বিপক্ষে কথা বলছে; তার জনপ্রিয়তা কমে গেছে; সে কোনভাবেই আগামী নির্বাচনে জয়ী হতে পারবে না।


মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: ভারত ট্রাম্পের পক্ষে আছে। শেখ হাসিনা মোদীর পক্ষে আছে।

১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প, শি জিনপিং, পুটিন, আয়াতোলা্লাহ, এরদেগান, কিম ও মোদী বিশ্বকে ভুল পথে নিয়ে গেছে।

২| ১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১

গেঁয়ো ভূত বলেছেন: খুব সম্ভবতঃ ২০২৪ নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প কে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করা হবে অথবা তার যতটুকু জনপ্রিয়তা আছে তা নষ্ট করে দেয়ার চেষ্টা করা হবে।

১৫ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



সে ভয়ংকর অপরাধ করেছিলো পার্লামেন্ট দখলে উস্কানি দিয়ে; বিচার হলে সে নির্বাচনের জন্য অযোগ্য হওয়ার কথা। কিন্তু রিপাবলিকানরা হাউজে মেজোরিটি পেয়েছে; আপাতত: বিচার নিয়ে কিছু বলা যাচ্ছে না; কারণ, ইহার সাথে ক্যাপিটেলিষ্ট ব্লক ও সাদা আমেরিকা ও যুক্ত।

৩| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২২

শেরজা তপন বলেছেন: বাইডেনকে আপনার প্রসিডেন্ট হিসেবে কেমন মনে হয়?

'হাটতে গিয়ে ভদ্রলোক এখনি বেতাল হন- যেদিন ক্ষমতা যাবেন সেদিনই অক্কা পাবেন মনে হয়। এত বয়স্ক লোককে প্রেসিডেন্ট বানানো ঠিক হয়নি- কি?

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:



আসলে আমেরিকায় নেতৃত্বের অভাব ঘটেছে; ইুক্রেনের যু্দ্ধটা বাইডেনের হঠকারিতা। বাইডেন অযোগ্য।

৪| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৮:৫৭

রানার ব্লগ বলেছেন:
" সে ভয়ংকর অপরাধ করেছিলো পার্লামেন্ট দখলে উস্কানি দিয়ে; বিচার হলে সে নির্বাচনের জন্য অযোগ্য হওয়ার কথা। কিন্তু রিপাবলিকানরা হাউজে মেজোরিটি পেয়েছে; আপাতত: বিচার নিয়ে কিছু বলা যাচ্ছে না; কারণ, ইহার সাথে ক্যাপিটেলিষ্ট ব্লক ও সাদা আমেরিকা ও যুক্ত। "

তার মানে যে দেশ নিজেকে সব সময় গনতন্ত্রের উচ্চ পর্যায়ের দেশ ভাবে সেই দেশেই এমন একটি জঘন্যতম অপরাধের বিচার হবে না সাদা সংখ্যাগরিষ্ঠ বলে। কি লজ্জা!!!! ইহা কেমন গনতন্ত্র??!

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



আমেরিকান গণতন্ত্রকে ক্যাপিটেলিষ্টরা কন্ট্রোল করছে।

৫| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:০৮

শূন্য সারমর্ম বলেছেন:


ট্রাম্প জয়ী হলে হোয়াইট হাউজে পুটিনকে এনে হোয়াইট পয়জন দিয়ে চা খাওয়াবে।

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:



ট্রাম্প আর জয়ী হবে না; পুটিনও আর আমেরিকায় আসবে না।

৬| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৮

রেজাউল৮৪ বলেছেন: স্যার আপনি কি শুধু ফরচুন টেলিংই করেন নাকি রত্ন পাথর ও বিক্রি করেন?
সিত্রাংএ আমার দুইটা সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন রত্ন সাজেস্ট করবেন কি প্লিজ?

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:


আপনার মগজ ঠিক করার জন্য সদরঘfের তাবিজ লাগবে।unction at() { [native code] }

৭| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৯

রেজাউল৮৪ বলেছেন:

আমাকে কি আপনি গননায় ধরেন না? নাকি আমি টং ঘর না বরং বস্তির বাসিন্দা বলে মনে করেন?
নিজের নাম না দেখে অসম্ভব কষ্ট পেলাম।
পরেরবার এই অধমের নাম, সাথে মেভেরিক ভাই, শায়মা, স্যাম উইনচেস্টার, শেরশায়েরি , মফিজ, ঢাবিয়ান, জিকো, পদাতিক, আরোগ্য, ঈশ্বরকণা, নকিব, এনাদের নাম লিখে দিয়েন অনুরোধ থাকলো। আপনি ব্র্যান্ডিং না করলে আমাদের কে চেনে ?
অফুরান ভালোবাসা।

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



ব্লগ এখন অনেকটা ক্যাচালবাজদের আড্ডায় পরিণত হয়েছে।

৮| ১৫ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৯

রেজাউল৮৪ বলেছেন:

প্রথমত কাউকে যদি প্রশ্ন করেন তাহলে তাকে ব্লক না করাই সঙ্গত মনে করি।
২য়ত, ব্লগে কেন?
বিভিন্নজন বিভিন্ন কারণে আসেন। কেউ লেজের বাহার দেখাতে আসেন। কেউ চুরি করা মুরগি দেখাতে আসেন। ‌ কেউ ম্যাওপ্যাও করতে আসেন। কেউ আবার এমনি এমনি আসেন। আপাতত আমি আসছি ফিচার লেখার মসলা খোঁজার জন্য। ‌ একাত্তরে বাংলাদেশে রয়ে যাওয়া পাঞ্জাবীদের বংশধরেরা কে কোথায় তা নিয়ে ফিচার লিখবো ভাবছি। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অফুরান ভালোবাসা।

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৬

সোনাগাজী বলেছেন:



আপনি ক্রিমিনাল মানুষ, ব্লগে আপনার জন্য নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.