নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার নুরু সাহেবের খোঁজ খবর নিতে হয়।

১৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫১



নুরু সাহেব অনেকদিন ব্লগে নেই; সর্বশেষ উনার সম্পর্কে খবর ছিলো, উনি কিছুটা অসুস্হ; কেহ উনার সম্পর্কে জানলে জানাবেন। মাঝে মাঝে ব্লগীয় শত্রুদের খোঁজ খবর নিতে হয়; মাঝে মাঝে মনে হয় যে, এই ধরণের লোকজন আমার ভয়ে অসুস্হ হয়ে যান কিনা?

অতীতে আমি যাঁদের সাথে ব্লগিং করেছি, তাঁদের অনেকই আজকাল ব্লগিং করছেন না; টিকে থাকা পুরাতনদের মাঝে একজন হলেন নুরু সাহেব; উনি আমার কঠিন সমালোচনা করতেন, সেজন্য উনাকে এখনো ভুলিনি।

সময়ের সাথে, নুরু সাহেবের ব্লগিং অনেক বদলে গেছে; শুরুতে উনি মোটামুটি ধর্ম প্রচার করতেন; ফলে, আমার সাথে লেগে যেতেন। বরাবরই আমার ধারণা ছিলো, যাঁরা ধর্ম নিয়ে লিখেন, তারা এক রূপকথার জগতে বাস করেন। আমার কমেন্টে "রূপকথা" শব্দটা নুরু সাহেব পছন্দ করতেন না।

পরে, নুরু সাহেব ধর্ম নিয়ে আর তেমন পোষ্ট দিতেন না; মনে হয়, ধর্ম নিয়ে লেখার মতো তেমন কোন কিছু বাকী ছিলো না; এরপর, তিনি বাংগালী ও বিশ্বের বিখ্যাত লোকদের জন্মদিন, মৃত্যুদিন, জীবন, অবদান, ইত্যাদি নিয়ে লিখতেন; ইহা মোটামুটি ভালো ধরণের ব্লগিং ছিলো। আমি প্রসিদ্ধ বাংগালীদের সম্পর্কে তেমন কিছু জানতাম না; উনার লেখা থেকে অনেক নামকরা বাংগালীর বেশ অবদানের কথা জেনেছিলাম। এখানে একটা সমস্যা ছিলো, উনি জন্মদিন ও মৃত্যুদিবস, উভয় দিবসে 'ফুলেল শুভেচ্ছা' জানাতেন।

সম্প্রতি, উনি সমকালীন সমাজ, রাজনীতি, মানুষের আচরণ, ইত্যাদির উপর ছড়া লিখছিলেন; পাঠকেরা বেশ উৎসাহী ছিলেন উনার ছড়ার ব্যাপারে। উনি যদি আমার এই পোষ্ট পড়েন, উনার জন্য উপদেশ থাকবে: হাঁটুন, গ্রামে গিয়ে কিছুদিন রেষ্ট নেন, মাঝে মাঝে ব্লগে আসুন; পারলে রোগ, শোকের উপর ২/১ কবিতা ছাড়বেন!




মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: নুরু ভাই একজন মজার মানুষও।মিস করার মতো ব্লগার। হঠাৎ করে কোন ব্লগার ইনএকটিভ হয়ে গেলে ব্লগের অন্যরা কিছুটা হলেও মিস করবেন। কিছু পোস্ট টুকলিফাইং করলেও তার মন্তব্য এবং ছড়া খুব উন্নত মানের।

তার সুস্থতা কামনার সাথে ব্লগে ফিরে আসা কামনা করি। সবাই সম্মানের সাথে পরষ্পরকে সম্মান করে ব্লগের নীতিমালা মেনে ব্লগে থাকুক।।এটাই প্রত্যাশা।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৮:২৪

সোনাগাজী বলেছেন:


ব্লগের নীতিমালা সবার জন্য সমান নয়, নুরু সাহেবের জন্য নীতিমালাগুলো একটু আলাদা ছিলো।

২| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: উনাকে ফেসবুকেও পাইনা। উনার কথা বলবো ভাবছিলাম কদিন ধরে।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



ফেইসবুকেও নেই? বেশী অসুস্হ হয়ে গেলেন নাকি?

৩| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১০

নেওয়াজ আলি বলেছেন: সুস্থ ও স্বাভাবিক থাকা কামনা করি। আমি প্রতিদিন সকাল বেলায় হাঁটি সত্যিই ডায়াবেটিস রোগির জন্য এটা খুবই উপকারী ।

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৬

সোনাগাজী বলেছেন:




আপনি গড়ে কতটুকু হাঁটেন?

৪| ১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫০

শূন্য সারমর্ম বলেছেন:


নুরু সাহেব কতদিন হলো অনুপস্থিত?

১৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



মাস'খানেক দেখছি না।

৫| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


নুরু ভাই একুশে টিভিতে চাকরী করতেন।

এতটুকুই জানি তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:১৪

সোনাগাজী বলেছেন:



উনি চাকুরী পাবার পর, একুশে কি ব্যবসায় টিকে ছিলো?

৬| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


একুশে টিভি এখনো আছে।

নুরু ভাইয়ের একটি লিংকডইন একাউন্টও আছে।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:



আশাকরি, তিনি ভালো আছেন।

৭| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:৫৩

কাছের-মানুষ বলেছেন: ব্লগার নুরু সাহেবকে আমি যতদুর মনে পরে প্রথম আলোতে ব্লগিং করতে দেখেছিলাম, তিনি তখন শুধু বিখ্যাত ব্যাক্তিদের জন্মদিন মৃত্যুদিন নিয়ে পোষ্ট দিত। তবে সামুতে তার ছড়ার হাত ভাল ছিল।

তার সবশেষ অবস্থা কি সেটা জানার কৌতূহল বোধ করছি!

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৩

সোনাগাজী বলেছেন:


আমিও জানতে চাচ্ছি, কেহ কিছু জানলে জাবনাবেন আশাকরি। আপনি ১ম আলোতে ছিলেন, কোন সালের দিকে? আমি ছিলাম না।

৮| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:০৬

কাছের-মানুষ বলেছেন: আপনি ১ম আলোতে ছিলেন, কোন সালের দিকে? আমি ছিলাম না।
২০১০ এ শুরু করেছিলাম সেখানে, তখন কোরিয়াতে আন্ডার গ্রাজুয়েট এর শেষ বর্ষে ছিলাম। ব্লগিং শুরু সেসময়েই!!

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:



আচ্ছা, তখন অনেকই ব্লগিং করছিলেন। ব্লগিং আসলে কঠিন ব্যাপার।

৯| ১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৩

শেরজা তপন বলেছেন: ব্লগার রাজীব নুরের সাথে সম্ভবত তাঁর যোগাযোগ আছে!
আমিও নুরু ভাইকে মিস করছি। আপনার স্বভাবজাত খোঁচা দিয়ে স্যাটায়ারধর্মী লেখাটা মজার হয়েছে।

১৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫২

সোনাগাজী বলেছেন:



রাজিব ও প্রামাণিক জানতে পারেন, মনে হচ্ছে!

১০| ১৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কিছু দিন আগে ফেসবুকে উনার ছবি দেখেছি আইসিইউ তে ভর্তি। এরপরে আর কোনো আপডেট চোখে পরেনি।

১৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৫১

সোনাগাজী বলেছেন:



কোনভাবে খবর নিতে পারবেন? আইসিইউ'তে ভর্তি হয়েছেন, সেই খবরটা তো ব্লগে দিতে পারতেন!

১১| ১৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: কোনভাবে খবর নিতে পারবেন? আইসিইউ'তে ভর্তি হয়েছেন, সেই খবরটা তো ব্লগে দিতে পারতেন!
- কোনো ভাবে খবর নেয়ার সুযোগ আমার নেই। রজীব সাহেবকে বলতে পারেন। তার সাথে যোগাযোগের উপায় থাকতে পারে।
- খবরটি ব্লগে দেয়া যেতো। তবে খবরটি দেখেছিলাম অন্য আরেকজনের পোস্টে।

১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:০০

সোনাগাজী বলেছেন:



দেখি রাজিব জানায় কিনা!
যার ফেইসবুকে দেখেছেন, সম্ভব হলে, তার থেকে জানার চেষ্টা করেন; ধন্যবাদ।

১২| ১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের সাথে আমার শেষ কথা হয়েছে ২৭ সেপ্টেম্বর।
উনি আমাকে জানালেন- তিনি অনেক অসুস্থ। কিডনী সমস্যা, ডায়বেটিকস, চোখে সমস্যা। বিছানা থেকে উঠে বসতে পারেন না। দোয়া চেয়েছেন।

এ বছরেই তার মেয়ের বিয়ে হয়েছে।
উনি ঢাকাতে থাকে। যাত্রাবাড়ির ওইদিকে বাসা। আমি তার বাসার ঠিকানা জানি না।
তার মোবাইল নম্বর আমি হারিয়ে ফেলেছি। তাই যোগাযোগ করতে পারছি না।

ফেসবুকে উনি এখন একটিভ নেই।

১৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

সোনাগাজী বলেছেন:




সংবাদ তো ভালো মনে হচ্ছে না। প্রামাণিক সাহেব জানতে পারেন?

১৩| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৮:০৪

শাহ আজিজ বলেছেন: আমাকে সর্বশেষ মেসেজ দিয়েছিলেন শরীর খুব খারাপ । কাল আপনার পোস্ট দেখে ফেসবুকে মেসেজ দিলাম, ন রিপ্লাই । আজ সন্ধ্যায় কোহিনুরের সাথে কথা বলেছি , ও কাল আমায় খবর দেবে নুরু ভাইয়ের । নুরু ভাই বসিলায় থাকেন ।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৩৪

সোনাগাজী বলেছেন:




অনেক ধন্যবাদ।

কোহিনুর কি ব্লগার?

১৪| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনি কি ভালো আছেন?

২৪ ঘণ্টার মাঝে আপনার পোস্ট না দেখে অবাক হলাম!

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৪

সোনাগাজী বলেছেন:




আমি ভালো আছি, ধন্যবাদ।

লিখবো।

১৫| ১৮ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৭

শাহ আজিজ বলেছেন: কোহিনুর আগে ব্লগে লিখত । আই ডি মিসিং হওয়ার পর আর লেখে না ।

১৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



ব্লগটিমকে লিখলে কোন কাজ হয় না, অনেকটা বাংলাদেশের সরকারী চাকুরীর মতো ভাবসাব।

১৬| ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি কি ফিচার লেখার কাজে ব্যস্ত?

১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:




না, আমি ফিচার লিখবো না; আমি ব্যস্ত নই।

১৭| ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:০৩

রানার ব্লগ বলেছেন: যাদের সাথে নুরু ভাইএর যোগাযোগ আছে তারা দয়া করে তার আপডেট জানাবেন।

১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৮

সোনাগাজী বলেছেন:



একমাত্র "ব্লগের কোহিনুর" নাকি উনার খবর জানতে পারেন; ব্লগার শাহ আজিজ খবর নেয়ার চেষ্টা করবেন।

১৮| ১৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৫৮

মিরোরডডল বলেছেন:




স্যাড টু নো !
আইসিইউতে ভর্তি হয়েছেন তারমানে সিরিয়াস ।
আই উইশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ।

১৯ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

সোনাগাজী বলেছেন:



এখন উনার সম্পর্কে কেহ কিছুই তেমন জানে না, মনে হচ্ছে।

১৯| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: আমার ধারনা উনি বেঁচে নেই।

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১১:১২

সোনাগাজী বলেছেন:




আপনি কেন এই রকম ভাবছেন?

২০| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: নূরু সাহেবের স্বাস্থ্য সম্পর্কে আপডেট জানার জন্য উদগ্রীব হয়ে আছি। তিনি দ্রুত আরোগ্যলাভ করুন!

২১ শে নভেম্বর, ২০২২ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



উনার সাথে প্রামানিক সাহেবের কিছু যোগাযোগ ছিলো; উনিও ব্লগে নেই।

২১| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার বন্ধু নেই। কোথায় খুঁজবেন ? কি খবর রাখবেন ?
উনার সেই সময়কার প্রোফাইল ছবির কথা মনে পড়ছে খুব। উনাকেও মনে পড়ছে।

২০১৯ সালের ব্লগ ডেতে উনার সাথে দেখা হয়েছিল। এগিয়ে এসে হাত বাড়িয়ে পরিচয় দিলেন। দাঁড়িতে উনাকে কিনতে পারিনি। পরিচয় দেয়ার পর জানলাম উনি শ্রদ্বেয় নূর মোহাম্মদ।
চাঁদগাজীর সাথে সেই সময় ওনার বেশ জমতো। আমি উনাকে বললাম , আপনার বন্ধু তো আসেনি।
উনি বললাম , বন্ধু কে ?
আমি হেসে বললাম , কেন চাঁদগাজী।
উনিও হেসে বললেন, হ। গাজীসাব আসলে ভালো হতো।

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ; উনি একজন আধুনিক মনোভাবের মানুষ ছিলেন।

২২| ২৮ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৪৭

মিরোরডডল বলেছেন:




কিভাবে কি হয়ে গেলো !
এরকম একটা সংবাদ অপ্রত্যাশিত ।
খেলাঘরের নিশ্চয়ই খুব খারাপ লাগছে ।
যার সাথে বেশি খুনসুটি হয়, বিবাদ হয়, তার অবর্তমানে সেই বেশি কষ্ট পায় ।
ভালো থাকবে খেলাঘর ।

২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১০:১৫

সোনাগাজী বলেছেন:



তিনি মহা ভুল করে গেছেন, আমাদের জানানোর দরকার ছিলো।

২৩| ২৮ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসম্ভব কষ্ট পেয়েছি নুরু ভাইয়ের এইভাবে চলে যাওয়াতে। আল্লাহ ওনাকে জান্নাতের সম্মানিত স্থান দান করুন।
নুরু ভাইয়ের সাথে শেষ মন্তব্য-প্রতিমন্তব্য জুলাই মাসের ৩ তারিখে :

২৯ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



এখন আর করার নেই; উনি দীর্ঘদিন থেকে ভুগছিলেন; কিন্তু আমাদেরকে জানাননি।

২৪| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:২৬

মিরোরডডল বলেছেন:



খেলাঘর কি নোটিস করেছে নিয়ারলি সাত মাস ব্লগার স্বামী বিশুদ্ধানন্দ ব্লগে নেই।
খেলাঘরের পোষ্টে এটাই ওনার শেষ মন্তব্য।
সেদিনের পর আর আসেনি।

১০ ই জুন, ২০২৩ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:




আমি উনার কথা পুরোপুরি ভুলেছিলাম, স্যরি। উনি কানাডায় থাকেন, কিভাবে যে, উনার খবর নেয়া যাবে!

১০ ই জুন, ২০২৩ রাত ১:৪১

সোনাগাজী বলেছেন:



আপনি ১টা পোষ্ট দেবেন?

২৫| ১০ ই জুন, ২০২৩ সকাল ৮:৪৬

মিরোরডডল বলেছেন:



এখনই পোষ্ট দিচ্ছি না, কারণ ওনার ব্লগে কমেন্ট রেখেছি।
দেখি কোন রেসপন্স করে কিনা।

১০ ই জুন, ২০২৩ বিকাল ৩:২৫

সোনাগাজী বলেছেন:


ঠিক আছে।

আরেকটা কথা, "জটিল ভাই" ১জন ক্রিমিনাল লোক; অনেক ব্লগার ইহা বুঝেন; কিন্তু আপনি জটিল ভাইকে যেভাবে উৎসাহ দেন, সেটা সবার চোখে পড়ে; ইহা ক্রমেই আপনার অবস্হানকে দুর্বল করতে পারে।

২৬| ১১ ই জুন, ২০২৩ রাত ১২:৫৩

মিরোরডডল বলেছেন:




I absolutely understood what you said from your experiences, as you two had conflict.
But my way of thinking is different.

আমি কাউকে ট্যাগ দেই না।
খেলাঘরকে কেউ সাইকোপ্যাথ বললে আমি যেমন সেটা সমর্থন করিনা, ঠিক একইভাবে জটিল ক্রিমিনাল, এ কথার সাথে একমত নই। ভালো মন্দ সবার মাঝে আছে। ভালোটার পাশে থাকি, এপ্রিশিয়েট করি, মন্দটার সমালোচনা করি। সেটা যেই হোক।

আমার অবস্থান দুর্বল বা সবল হবার কিছু নেই। আমি একজন সাধারণ পাঠক মাত্র।
থ্যাংকস খেলাঘর। ভালো থাকবে।

১১ ই জুন, ২০২৩ সকাল ৭:৪২

সোনাগাজী বলেছেন:



ভালো, আপনার নিজস্ব ভাবনাচিন্তা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.