নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জলবায়ু পরিবর্তন: বাংলাদেশ কি টাকা পাওয়া উচিত, নাকি টাকা বিনিয়োগ করা উচিত

২০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৩৪



জলবায়ু পরিবর্তনের বড় বড় কারণ গুলো হচ্ছে: (১) উন্নত দেশগুলোতে বিপুল শিল্পায়ন (১) ট্রান্সপোর্টেশান থেকে গ্যাস নির্গমন (৩) কয়লা ও তেলের বিদ্যুত কেন্দ্রগুলো হতে নির্গত গ্যাস, তাপ ও ধুয়া (৪) বনভুমি ধ্বংস (৫) দুষণ ও মিথান গ্যাস (৬) তাপের ফলে হিমবাহ গলে সমুদ্রে পানির স্তর বৃদ্ধি (৭) ভয়ংকর সাইক্লোন, অশান্ত সমুদ্র (৮) ওজোন স্তরের ক্ষতি।

আজকে (১৯'শে নভেম্বর ) মিশরের শারম এল শেখে জাতিসংঘের ২৭তম জলবায়ু কনফারেন্স, COP27( নভে: ৬ -নভে: ১৮ ) শেষ হয়েছে। এবারের কনফারেন্সের একটা বড় দিক হলো, "লস এন্ড ড্যামেইজ কন্ট্রোল" ফান্ডের টাকার ব্যাপারে সব দেশ একমত হয়েছে। এই ফান্ডের কাজ হলো ক্ষতিগ্রস্ত গরীব দেশগুলোকে অবস্হার সাথে তাল মিলানোর জন্য সাহায্য প্রদান করা।

এবারের বৈঠকে ক্ষতিগ্রস্ত গরীব দেশগুলোর মাঝে বাংলাদেশ বেশ সবর ছিলো; বাংলাদেশ আফ্রিকার দেশগুলোকে নিয়ে ঐক্যমত সৃষ্টি করে শিল্পোন্নত দেশগুলোর চাপ সৃষ্টি করে যাতে উন্নত দেশগুলো "লস এন্ড ড্যামেইজ কন্ট্রোল" ফান্ডে টাকা দেয়। এতে কাজ হয়েছে, জলবায়ু পরিবর্তনের অন্য খরচের সাথে ইহাকে সম্পৃক্ত করা হয়েছে।

আগের কনফারেন্সগুলোতে বেশী জোর দেয়া হয়েছিলো জলবায়ু পরিবর্তনের ফ্যাক্টরগুলো সমাধানের জন্য ব্যয় ও ভবিষ্যতে সকল জাতির উন্নয়ন কার্যক্রমকে জলবায়ু বান্ধব করার পেছনে ব্যয়কে মুখ্য হিসেবে মনে করা হয়েছিলো। কিন্তু ইতিমধ্যে যেসব গরীবদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সাহায্য করার ব্যাপারে অনেকেই জোর দিচ্ছিলো না।

এখন, অপর ২টি বড় খাতের মতো, "লস এন্ড ড্যামেইজ কন্ট্রোল" ফান্ডও গুরুত্বপুর্ণ ব্যয় হিসেবে বিবেচিত হবে। যেসব গরীব দেশ লোনা পানি, সাইক্লোন, খরা, বন্যা, অতিবৃষ্টি, ফসল ক্ষতির সন্মুখীন হবে, তারা ক্ষতিপুরণ পাবে। বাংলাদেশের উপকুলের চাষের জমি ও ঘরবাড়ী হারায়ে মানুষ ভুমিহীন হচ্ছে, আফ্রিকায় খরার কারণে ফসল নষ্ট হচ্ছে; পাকিস্তানের মতো দেশে বন্যা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে।

উপরে বর্ণিত অবস্হা থেকে, কি মনে হচ্ছে, বাংলাদেশ টাকা পাওয়া উচিত, নাকি বরং নিজের জমি ও মানুষকে রক্ষার জন্য সবার সাথে মিলে বিনিয়োগ করাই সঠিক হবে?




মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: সবার সাথে মিলিয়ে বিনিয়োগ করার ইচ্ছা থাকলেও উপায় নাই। তার চেয়ে বরং কিছু টাকা পাক আপাতত সেটাই ভালো। সমথিং ইজ বেটার দেন নাথিং।

২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:৫১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশ টাকা পেলে, জলবায়ুর মতো কমপ্লেক্স সমস্যার সমাধানের প্ল্যান করে, টাকা খরচ করতে পারবে একা একা?

২| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: সঠিক বলেছেন দাদা
ভাল থাকবেন-----

২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:১৬

সোনাগাজী বলেছেন:


কি সঠিক বলেছি আমি?

৩| ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২৮

বাকপ্রবাস বলেছেন: টাকা পেলে কিছু মাছ গোসত খাওয়া যেত, যে করেই হোক টাকাটা আসা দরকার, এমনিতেই ক্রাইসিস যাচ্ছে টাকার

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:



৩০ বছরের মাঝে, বাংলাদেশের শতকরা ২০ ভাগ জমিতে লোনা প্রবেশ করতে পারে। ইহা ঠেকানোর জন্য বিনিয়োগ করার দরকার।

৪| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৪৩

রানার ব্লগ বলেছেন: জলবায়ু পরিবর্তনের জন্য সবথেকে বেশি দায়ী যুক্তরাষ্ট্র । আমরা সেই দায় কেনো নেব । ওজন স্তরের ক্ষতি সাধনে যুক্তরাষ্ট্রের অবদান অনস্বিকার্য ।

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:



যুক্তরাষ্ট্র কিভাবে এককভাবে দা্যী? তারা সভ্যতার চাকা ঘুরাতে গিয়ে নতুন নতুন আবিস্কার করে, বুঝার আগেই অনেক সমস্যা নিয়ে এসেছে। ছোট বাংলাদেশে নিজের পানিকে দুষিত করেছে, প্রায় ৪০/৫০ বছর ইটের ভাটা থেকে কয়লার ধুয়া ছেড়েছে, গার্মেন্টস এর কেমিক্যাল পানিতে ছেড়েছে।

আজকে আমেরিকার মানুষ দরকারের চেয়ে বেশী গাড়ী ব্যবহার করছে, ইহা ভয়ংকর।

৫| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলাদেশ টাকা পাবে।

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



নিজের মানুষ ও নিজের ভুমি রক্ষার জন্য বিনিয়োগ করার দরকার; তারা যত টাকা পাবে, ৮০ ভাগ চুরি হয়ে যাবে; সেজন্য এই ফান্ড নিয়ে টানাটানি; আফ্রিকানরা ১০০ ভাগ চুরি করবে।

৬| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জলবায়ু পরিবর্তন নিয়ে কিছু দিন পড়েছিলাম। ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের বেশ কিছু এলাকা ডুবে যাবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে গ্রিন হাউস গ্যাস ট্র্যাপ করছে অনেক দিনে ধরেই।

টাকাটা পেলে এমন অনেক প্রজেক্ট নিতে পারবে।

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



টাকার জন্য উৎগ্রীব সেক্রেটারীরা; ওরা টাকা চুরি করবে, সেজন্য ইউরোপ দরিদ্র দেশগুলোকে টাকা দিতে চাহেনী এতোদিন।

৭| ২০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জলবায়ু পরিবর্তন নিয়ে এনিমেটেড মুভিটি আশা করি দেখেছেন।

কান চলচ্চিত্র উৎসবে বেস্ট এনিমেটেড মুভি'র খেতাব জিতে এটি। অথচ, এই নিয়ে তেমন মাতামাতি নেই আমাদের দেশে!

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:


না, আমি এখনো দেখিনি, দেখবো।

৮| ২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১২

রাজীব নুর বলেছেন: আপনাকে একটা সহজ সরল সত্য কথা বলি- জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের কেউ চিন্তিত না। কেউ না।

২০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



যেই জাতি, ৯/১০ বছরের কিশোরীদের চাকরাণী বানায়েছে, তাদের মাথায় কি আছে, সেটা পরিস্কার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.