নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সৌদী, জাপান ও কোরিয়ার খেলা, বাংগালীদের জন্য উৎসাহের ব্যাপার

২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৩৫



আপনি নিশ্চয় বিশ্বকাপের জন্য দিন গুনেছেন; এখন খেলা চলছে, আপনার কাছে কেমন লাগছে! নিশ্চয় একটা ভালো অনুভুতি কাজ করছে, এক ধরণের ঝোঁকের মাঝে আছেন। ইহা হতে পারতো আরো গভীর, আরো উদ্দীপনার যদি বাংলাদেশ খেলতো। আমেরিকায় স্পেনিশদের আয়োজন দেখলে বুঝা যায়, বিশ্বকাপের এই সময়টুকুকে তারা গভীরভাবে অনুভব করে, পুরো পরিবারসহ বসে খেলা দেখে, স্পেশাল খাবার ইত্যাদি নিয়ে বসে।

জাপানী ও সৌদীদের জয় প্রমাণ করেছে বাংগালীরা খেললেও ভালো করতো; ভালো খেলার জন্য অগ্রিম প্রস্তুতি ও দীর্ঘমেয়াদী প্ল্যানের দরকার, একটা বাজেট থাকার দরকার। জাতির মানসিক ও শারীরিক স্বাস্হ্যের জন্য জাতির পছন্দের খেলাকে জনপ্রিয় করা উচিত।

বাংগালীরা ১২ বছর থেকে ৩৫ বছর বয়স অবধি গড়ে ভালো স্বাস্হ্যের অধিকারী; ফুটবলের জন্য ভালো স্বাস্হ্যের দরকার ও কঠিন মনোভাবের দরকার। যারা খেলেন তাদের স্বাস্হ্য সব সময়ই ভালো থাকে; একই সাথে তাদের ব্যক্তিত্ব ও আচরণ ভালোর দিকে যায়।

বাংলাদেশে বেসরকারীভাবেও ভালো টিম গড়া সম্ভব। দরকার কয়েকজন ভালো সংগঠক, যারা সময় দিতে পারবেন ও যারা এই খেলাকে ভালোবাসেন।

আগে, স্কুলগুলোতে খেলার ব্যবস্হা ছিলো, এখন উহা নেই বললেই চলে; প্রায় স্কুলে ২/১ শিক্ষক থাকে, যাঁরা খেলাধুলায় উৎসাহী। আমাদের স্কুলের হেমামাষ্টার ও অংকের শিক্ষক ছিলেন ফুটবল খেলায় খুবই উৎসাহী। অংকের শিক্ষক ছেলেদের সাথে খেলতেন ও কিছুটা ট্রেনিং দিতেন। হেডমাষ্টার সাহেব ফুটবলারদের বেতন ইত্যাদি নিতেন না, প্রেকটিস করলে খাওয়ার ব্যবস্হা করতেন; অন্য কোথায় খেলতে গেলে সব খরচ বহন করতেন ও সামান্য পকেট খরচও দিতেন।

এখন দেশের যেই অবস্হা, কয়েকটা ভালো টিম গঠন খুবই সম্ভব। দেখা যাক, এবারের খেলা দেখে ২/৪ জন বেরিয়ে আসে কিনা!



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫০

রানার ব্লগ বলেছেন: নেইমারের মিডিয়া ম্যানেজার একজন বাংলাদেশী । তাকে প্রশ্ন করা হয়েছিলো বাংলাদেশের মানুষ কেনো পারছে না ফুটবলে ভালো কিছু করতে । তখন তার উত্তর ছিলো । একজন শিশুর প্রতিভা গড়ে তোলার সময় ৬ থেকে ১২ বছরের মধ্যে এই সময়েই শিশু কে যদি প্রপার প্রশিক্ষণ ও তার শারীরিক অবস্থা অনুযায়ী খাবার দেয়া হয় তাহলে সম্ভব । বাংলাদেশের মানুষ খেলা শুরু করেই ১৫ বছরের পরে । এরা খেলা কে প্রফেশান হিসাবে নেয় না ।

২৪ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৫

সোনাগাজী বলেছেন:


কম বয়সী বাংগালী বাচ্চাদের মা-বাবা ডানার নীচে ধরে রাখেন।

খেলার এক পর্যায়ে টিমের খেলোয়াড় ও লোকদের বেতন দিতে হয়।

২| ২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৩

গেঁয়ো ভূত বলেছেন: বাবা-মা বাচ্চাদের শুধু পড়ো পড়ো বলে সারাদিন, অথচ পড়াশোনার পাশাপাশি খেলাদুলাও যে শিশুর মানসিক বিকাশের জন্য অত্যাবশ্যকীয় এটা আমাদের এখানে খুব বেশি মা-বাবা বুঝে বলে মনে হয় না।

২৪ শে নভেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:


দেশের মানুষ কোনভাবে সুস্হির হতে পারছেন না; জাতী অস্হির জীবন যাপন করছেন।

৩| ২৪ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

নেওয়াজ আলি বলেছেন: আজ ব্রাজিল হেরে গেলে আরো মজার ব্যাপার হবে

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



ঘটতে পারে, সার্বিয়ানরা জানপ্রাণ দিয়ে খেলে। আমাদের দেশে ৪/৫টা টিম গড়ে তোলা সম্ভব?

৪| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৩৭

শেরজা তপন বলেছেন: আজকে কোরিয়ার খেলা দেখছেন? চমৎকার খেলছে- উরুগুয়েদের মাথা আউলায় গ্যাছে!!!

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৮:৪৩

সোনাগাজী বলেছেন:


দেখতেছি, কোরিয়ানরা সবশক্তি দিয়ে চেষ্টা করছে; কিন্তু স্কোরার নেই; কানী লি নেমেছে, দেখা যাক।

৫| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৯:১৩

শূন্য সারমর্ম বলেছেন:


ফুটবল এখন অনেক পরিবর্তিত হয়ে গেছে, টেকনোলজি ডুকছে ; সবাই ফুটবল বুঝে, মাঠের খেলায় দেখাতে চায়।

বাংলাদেশ থেকে টিম সম্ভব নয়; দ.এশিয়া থেকে কেউ বিশ্বকাপ আগে খেলুক তারপর না হয় বাংলার কথা ভাবা যাবে।

২৪ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩১

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে, এই দেশে টিম করা সম্ভব।

৬| ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১১:১৮

তানভির জুমার বলেছেন: আপনি যে সাধারণ বস্তু মনে করে গান্জা খাওয়ারত দুই মেয়ে গায়ে শট মারছিলেন পরে কি তাদের সাথে আর দেখা হয়েছিল? আমাদের দেশেও খুব ভালো টিম তৈরী সম্ভব তবে সবার আগে স্বাধীন একটা প্রতিষ্ঠান থাকা লাগে। বর্তমানে আপনার দলের ফেসিস্ট শাসনের কারণে ফুটবল- ক্রিকেট সহ সব প্রতিষ্ঠানই প্রায় ধ্বংস। ফুটবলের সালাউদ্দীনের কথাই ধরেন তারে পছন্দ করে এমন মানুষ খুব কম কিন্তু সে দীর্ঘ সময় ধরে অদক্ষভাবে একক আধিপত্য ধরে রাখছে।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:


সালাউদ্দিন, ক্রিকেট কামাল, এরা এসেছে শেখ হাসিনা ক্ষমতা পাওয়ায়; শেখ হাসিনা ক্ষমতা পেয়েছে, শেখ সাহেবকে হত্যা করায়।

না, মেয়েগুলোর সাথে আর দেখা হয়নি, ওরা মনে হয় স্হানীয় ছিলো না।

৭| ২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৪৮

রাজীব নুর বলেছেন: পাপন সাহেব একাই ক্রিকেটের রাজত্ব করছেন।
সালাউদ্দিন ফুটবলে রাজত্ব ওকরছেন। এদের দ্বারা ভালো কিছু সম্ভব নয়।

চাই ভালো মানুষ, চাই দক্ষ ও পরিশ্রমী মানুষ।

২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



এরা মাফিয়া; দেশের খেলাধুলাকে শেষ করে দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.