নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ড: এম এ আলী ও মোঃ সাজ্জাদ হোসেন অসুস্হ, নুরু সাহেবের খোঁজ নেই।

২৫ শে নভেম্বর, ২০২২ সকাল ৭:২৮



মনে হচ্ছে, ড: এম এ আলী বেশ অসুস্হ; তবে, ইহা ভয়ংকর কিছু নয়, ব্যাক-পেইন। ব্যাক-পেইনের কারণে উনি আগের মতো স্বাভাবিকভাবে লিখতে পারছেন না। আশাকরি, উনি সুস্হ হয়ে উঠবেন, আমরা তাঁকে ব্লগে দেখতে পাবো শীঘ্রই। তিনি সর্বশেষ পোষ্ট দিয়েছিলেন ২০২১ সালের ২৭'শে ডিসেম্বর; তখন আমার নিক ছিলো 'চাঁদগাজী'। আমার বর্তমান নিকে (সোনাগাজী ) লেখা কোন পোষ্টে তিনি মন্তব্য করেছেন বলে আমার মনে পড়ছে না।

তিনি দেশে ও প্রবাসে কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন, ইউরোপে থাকার ফলে তিনি আমাদের জাতিকে ইউরোপীয় ভাবনার দিক থেকেও বুঝার চেষ্টা করেন, মনে হয়। উনার পোষ্ট ব্লগে এলে আমি সব সময় পড়েছি, মন্তব্য করেছি।

আমাদের আরেক ব্লগার, নুরু সাহেব অনেকটা নিখোঁজ; বেশ কয়েকজন মন্তব্যে জানিয়েছিলেন যে, তিনি অসুস্হ। এখন নাকি তিনি ফেইসবুকেও নেই; উনার সাথে সরাসরি যোগাযোগ থাকার কথা ব্লগার প্রামানিক সাহেবের। এখন প্রামাণিক সাহেব নিজেও ব্লগে অনিয়মিত। কারো সাথে প্রামণিক, কিংবা ব্লগার 'সাদা মনের মানুষ'এর সাথে যোগাযোগ থাকলে, নুরু সাহেবের খবর নেয়ার চেষ্টা করবেন।

ব্লগার রাজিব কমেন্টে জানালেন, মালয়েশিয়ায় প্রবাসী ব্লগার মোঃ সাজ্জাদ হোসেন খুবই অসুস্হ; তিনি খুবই উন্নত মানের পোষ্ট লিখতেন: মালয়েশিয়ার রাজনীতি, অর্থনীতি, সামাজ ইত্যাদি নিয়ে লিখতেন; এছাড়া উনার লেখার ১টা বড় বিষয় ছিলো প্রবাসী বাংগালীদের জীবন। প্রবাসে নিজ পরিবারের অবস্হান নিয়েও লিখতেন। উনার সুস্হতা কামনা করছি। রাজিব, আপনি উনার উপর আপডেট দেবেন।

সবাই সুস্হ থাকার চেষ্টা করুন; সুস্হ থাকার জন্য দরকার সঠিক সময়ে ভালো খাবার খাওয়া, দরকারী পরিমাণ ব্যায়াম করা ও অকারণে চিন্তিত না'হওয়া। খাবারের লিষ্ট থেকে পেঁয়াজু, সিংগারা, পাকুড়া, চমুচা, সোডা ও মিষ্টি বাদ দেবেন।


মন্তব্য ৩১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:১২

শেরজা তপন বলেছেন:
২৫ শে নভেম্বর, ২০২২ ভোর ৫:০৪০
ব্লগার খায়রুল আহসান ভাই এর একটা কবিতায় মন্তব্য করে ডঃ এম এ আলী বলেছেন:


বেশ অনেকদিনপর সামুতে লগ ইন করে দেখতে পাই
আমার অনেক লেখায় আপনার অনেক মুল্যবান মন্তব্য
না দেখা আবস্থায় জমে আছে । সে গুলি দেখে উত্তর দিতে
না পারার জন্য মনটা ভারাক্রান্ত হয়ে গেছে ।
কোমরের প্রচন্ড ব্যথার কারণে বলতে গেলে শয্যাসায়ি আছি,
চলা ফেরায় ও লেখালেখি করতে পারছিনা । চিকিৎশা, ঔষধ সেবন
ও থেরাপী সবকিছুই চলছে, কিন্ত নিরাময় হচ্ছেনা , সাথে যুক্ত হচ্ছে আরো
অনেক ব্যধি । তাই সামুতে চিচরণ করে লেখালিখি করা বেশ কষ্টকর ।
শুয়ে শুয়ে স্পীচ টু রাইটিং টেকনোলজি ব্যবহার করে এখন লিখছি,
এ পদ্ধতিতে লিখতে বেশ সময় নেয় । তবু এই মন্তব্যটি লিখছি ।
দোয়া করবেন সুস্থ হয়ে যেন লেখালেখিটা করতে পারি ।
সময় করে আপনার করা মন্তব্যগুলির জবাব দেবার আশা রাখি ।
....
অনেক অনেক শুভেচ্ছা রইল
*****
নুরু ভাইকে নিয়ে এর আগের পোস্টে কে যেন বলেছিল; তিনি আই সি ইউ তে আছেন।
আশা করি উনি সুস্থ হয়ে উঠে ব্লগে নিয়মিত হবে। আমরা অনেকেই বিরূপ মন্তব্য করে তার স্বাভাবিক ব্লগিং ছন্দ নষ্ট করে দিয়েছিলাম। এ দায় থেকে আপনিও মুক্ত নন।

২৫ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:১৭

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "... আমরা অনেকেই বিরূপ মন্তব্য করে তার স্বাভাবিক ব্লগিং ছন্দ নষ্ট করে দিয়েছিলাম। এ দায় থেকে আপনিও মুক্ত নন। "

-আপনারা কারা আবার উনার লেখায় "রিরূপ" মন্তব্য করেছেন? উহা তো শুধু একা আমার দায়িত্ব ছিলো!

২| ২৫ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০২

শাহ আজিজ বলেছেন: সুস্থতা কামনা করছি ডঃ আলীর । আমার সর্বশেষ কথা নুরুর সাথে মেসেঞ্জারে কিন্তু তার ফেসবুক এখন বন্ধ । তিনি বলেছিলেন তার নানাবিধ অসুখে বেশ নাকাল অবস্থা । হয়ত চিকিৎসা নিচ্ছেন বা ভারতে গেছেন ।

সবাই সুস্থ হয়ে ফিরে আসুন ব্লগে ।

২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:০০

সোনাগাজী বলেছেন:



নুরু সাহেবের ব্যাপারে আপনার ধারণাই সত্য হোক, ভারতও যেতে পারেন; কিছু ভয়কংর ভাইরাস উনাকে আক্রমণ করেছিলো

৩| ২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


আশা করতেই পারি ফিরুক উনারা; তবে আসল সত্যিটা জানা দরকার।

২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



এই ২ জন বিখ্যাত ব্লগার যখন ব্লগে নেই, কেহ কিছু বলেননি।

৪| ২৫ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৮

রাজীব নুর বলেছেন: আরেকজন ব্লগার আছে মোঃ সাজ্জাদ হোসেন। মালোশিয়া থাকেন। উনিও অনেক অসুস্থ। তবে আমার ধারনা উনি অফ লাইনে থেকে সামুতে চোখ রাখেন।

২৫ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০

সোনাগাজী বলেছেন:



আমি উনার ঘনিষ্ঠ পাঠক ছিলাম; স্যরি, উনার কথাটা ভুলে গেছিলাম; আপনি ১টা পোষ্ট দিয়ে উনার বিষয়ে আপডেট জানাবেন। উনি খুবই উন্নত মানের বিষয় নিয়ে আলাপ করতেন: মালয়েশিয়ার রাজনীতি ও প্রবাসী বাংগালী শ্রমিকদের নিয়ে লিখতেন।



৫| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ৯:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
- শুকলের জন্য শুভকামনা রইলো।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৩

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের খাওয়া-দাওয়া, জীবযাত্রায় সমস্যা আছে।

৬| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১০:০৪

অপ্‌সরা বলেছেন:
Abdul Jabbar Bachchu is with Shahidul Islam Pramanik at ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ,ঢাকা.

আমার সহকমি' শহিদুল ইসলাম প্রামানিক ভাই হঠাৎ অসুস্থ তা অনুভব করলে তাকে ন্যাশনাল হাট ফাউন্ডেশন এ ভতি করলে ডাক্তার বলেন যে সে মারাত্মক ঝুকিতে আছেন সি সি ইউ ভতি সকলের দোয়া চাই
https://www.facebook.com/shahidul.pramanik


প্রামানিক ভাইয়াও অসুস্থ্য। ফেসবুকে কেবলই দেখলাম।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৫

সোনাগাজী বলেছেন:



উনার জন্য শুভকামনা রলো; মনে হচ্ছে, ব্লগারেরা স্বাস্হ্যের বেলায় খুব একটা সচেতন নন।

৭| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১০:২৭

নেওয়াজ আলি বলেছেন: আগের মন্তব্যটা ভুলবসত হয়েছে। দয়া করে মুছে দিন
সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকার আশা করি।

২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:



ব্লগারেরা অনেক কিছু লেখেন, কিন্তু নিজেদের খবর নেই।

৮| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৩৪

মিরোরডডল বলেছেন:




সবাই সুস্থ হয়ে উঠুক আর যে যেখানে আছে, সবাই ভালো থাকুক ।


২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৪৫

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, ব্লগারদের খাবারে সমস্যা আছে।

৯| ২৫ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৫৪

অপ্‌সরা বলেছেন: ভাইয়া
নুরু ভাইয়ার খবর পেয়েছি।

উনি ২৯শে অক্টোবর মারা গেছেন।

অনেকদিন আগে নুরুভাইয়া উনার মেয়ে নাফিসার বিউটি পেইজের লিঙ্ক দিয়েছিলো আমাকে। আমি সেখান থেকে খুঁজে বের করলাম পেজটা। পেজের মেয়েটা জানালো। নাফিসা নুরু ভাইয়ার মেয়ের নাম্বার পেলে জানাচ্ছি।

২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



এতবড় কষ্টের খবর আমি আমার জীবনে আর কখনো পাইনি।

১০| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০১

একলব্য২১ বলেছেন: নুরু ভাইয়ার খবর পেয়েছি।

উনি ২৯শে অক্টোবর মারা গেছেন।


ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

১১| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১২:০১

নূর আলম হিরণ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশ্বাস করতে কষ্ট হচ্ছে নুরু ভাই আর নেই!

১২| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১২:৫৬

অপ্‌সরা বলেছেন: ভাইয়া
আমি সব সময় বলতাম ভাইয়া তিড়িং বিড়িং ছড়া লেখে, তার জন্য আমার এখন খুবই খারাপ লাগছে। অনেক কথা হয়েছে নাফিসার সাথে আমার। নাফিসা জানেনা আমাকে। সে বলছিলো অনেক কষ্ট পেয়েছে ভাইয়া শেষ কটা দিনে। আমি সবগুলি কনভারসেশন নিয়ে লিখছি একটু পরে। নাফিসা তার ফোন নংও দিয়েছে তুমি ফোন করতে পারো। কাভা ভাইয়াকেও জানিয়েছি।

ভাইয়া যে এতগুলি সমস্যার মাঝ দিয়ে যাচ্ছিলো আমরা তা কখনও বুঝিনি।

১৩| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ১:২১

কাছের-মানুষ বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বাংলা ব্লগিং এর একজন নিয়মিত ব্লগার চলে গেল। এর আগে নাঈম জাহাঙ্গীর নয়ন সাহেব গত হলেও ব্লগাররা অনেক পরে জানতে পেরেছিল, তিনিও নয়মিত ব্লগার ছিলেন একসমসয়।

দুংখজনক সংবাদ, এর উপর বিস্তারিত একটি স্টিকি পোস্ট আশা করছি।

১৪| ২৬ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:১৯

সোহানী বলেছেন: এতোগুলো খারাপ খবর এক সাথে। খুব খারাপ লাগছে।

প্রামানিক ভাই, আলি ভাই, সাজ্জাদ ভাই তাড়াতাড়ি সুস্থ্য হয়ে আমাদের মাঝে আসুক, এই প্রার্থনা।

নুরু ভাইকে আল্লাহ বেহেসতে্ নসীব করুক। খুব খুব মিস করবো উনাকে।

১৫| ২৬ শে নভেম্বর, ২০২২ ভোর ৬:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করি তিনি যেন নুরু ভাইকে বেহেসতে্ নসীব করুন |

সবার সুস্থতা কামনা করি।

১৬| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:০১

শেরজা তপন বলেছেন: আপনি তাকে নিয়ে বেশ দুঃচিন্তায় ছিলেন কিছুদিন।
লেখা ও মন্তব্যে আপনি মানুষটা যেমনই হন না কেন- চেষ্টা করেন ব্লগারদের নিয়মিত খোঁজ খবর নেবার!
ভাল লাগলো। আপনার ভীষণ মনঃকষ্টের কারণটা অনুধাবন করতে পারছি।

১৭| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৩১

খায়রুল আহসান বলেছেন: উনি এখন সব খোঁজ খবরের ঊর্ধ্বে চলে গেছেন!
ওনার এবং অন্যান্য ব্লগারদের প্রতি আপনার তীক্ষ্ণ নজর আমাকে মুগ্ধ করে। মনে পড়ে, ২০১৯ সালে বিদেশ ভ্রমণের কারণে আমি বেশ কিছুদিন ব্লগে একটানা অনুপস্থিত থাকায় আপনি আমারও খোঁজ খবর করেছিলেন। ধন্যবাদ, আপনার এ সহমর্মী অনুভবের জন্য।

১৮| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগে সদা উৎফুল্ল , অনেক কিছু বলা মানুষ টা অনেক বিষয়েই নীরব ছিলেন।

আপনি তার অনেক খোঁজ করেছেন। ভালো থাকুক উনি। আপনিও ভালো থাকবেন। ব্লগিং জীবনের সবচেয়ে কষ্টের দিন আজ।

১৯| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৩৯

ডঃ এম এ আলী বলেছেন:



আমার শারিরিক কুশল সহ আরো গুণী
কয়েক ব্লগারের অসুস্থতা নিয়ে লেখার
জন্য ধন্যবাদ । প্রিয় নুরু ভাই এর
মহাপ্রয়ানে খুবই মর্মামত । আল্লাহ
উনাকে বেহেস্ত নসিব করুন এ দোয়া
রইল।
সাজ্হোজাদ হোসেনের সুস্থতা কামনা করছি ।
আমি তাঁর মুল্যবান পোষ্টগুলির নিয়মিত
পাঠক ছিলাম ।

মাথাচাড়া দিয়ে উঠা আমার পুরানো
ব্যকপেইন সাথে আরো কিছু ব্যধির
কারণে সাবলিল ভাবে ব্লগে বিচরণ
করতে পারছিনা । মাঝে মধ্যে ব্লগে
এসে স্পল্প সময় থেকে পছন্দের
লেখাগুলির উপর চোখ বুলিয়ে যাচ্ছি,
মন্তব্যের ঘরে অনেক কথা বলার ইচ্ছে
থাকলেও লিখতে কষ্ট হয় বলে লিখতে
পারছিনা। পোষ্ট ভাল হয়েছে , সুন্দর
হয়েছে জাতীয় লেখা আমার ধাতে নেই,
মনে মনে ঠিক করে নিই একটু ভাল
ফিল করলে পরে এসে লিখব কিন্তু
সহসাই তা হয়ে উঠেনি । আপনার
মুল্যবান কিছু পোষ্ট আমি পাঠ করেছি,
সে একই কারণে মন্তব্য লেখা হয়ে উঠেনি ।
একটু সুস্থ বোধ করলে সে গুলিতে ফিরে
যাওয়ার ইচ্ছা রাখি ।

এখানে এই পোষ্টে আমার সুস্থতা কামনাকারী
সকলের প্রতি রইল কৃতজ্ঞতা । সকলেই সুস্থ
থাকুন এ কামনা রইল ।




২০| ২৬ শে নভেম্বর, ২০২২ রাত ৯:৪৪

ডঃ এম এ আলী বলেছেন:




আমার শারিরিক কুশল সহ আরো গুণী
কয়েক ব্লগারের অসুস্থতা নিয়ে লেখার
জন্য ধন্যবাদ । প্রিয় নুরু ভাই এর
মহাপ্রয়ানে খুবই মর্মামত । আল্লাহ
উনাকে বেহেস্ত নসিব করুন এ দোয়া
রইল।
সাজ্হোজাদ হোসেনের সুস্থতা কামনা করছি ।
আমি তাঁর মুল্যবান পোষ্টগুলির নিয়মিত
পাঠক ছিলাম ।

মাথাচাড়া দিয়ে উঠা আমার পুরানো
ব্যকপেইন সাথে আরো কিছু ব্যধির
কারণে সাবলিল ভাবে ব্লগে বিচরণ
করতে পারছিনা । মাঝে মধ্যে ব্লগে
এসে স্পল্প সময় থেকে পছন্দের
লেখাগুলির উপর চোখ বুলিয়ে যাচ্ছি,
মন্তব্যের ঘরে অনেক কথা বলার ইচ্ছে
থাকলেও লিখতে কষ্ট হয় বলে লিখতে
পারছিনা। পোষ্ট ভাল হয়েছে , সুন্দর
হয়েছে জাতীয় শুধু মাত্র এ দুএকটি কথা
লিখে মন্তব্য করা আমার ধাতে নেই, তাই
মনে মনে ঠিক করে নিই একটু ভাল
ফিল করলে পরে এসে বিস্তারিত লিখব কিন্তু
কিন্তু সহসাই তা আর হয়ে উঠেনি ।
সামপ্রতিক সময়ে লেখা আপনার বেশ
মুল্যবান কিছু পোষ্ট আমি পাঠ করেছি,
সে একই কারণে মন্তব্য লেখা হয়ে উঠেনি ।
একটু সুস্থ বোধ করলে সে গুলিতে ফিরে
যাওয়ার ইচ্ছা রাখি ।

এখানে এই পোষ্টে আমার সুস্থতা কামনাকারী
সকলের প্রতি রইল কৃতজ্ঞতা । সকলেই সুস্থ
থাকুন এ কামনা রইল ।

২১| ২৯ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নুরহোসেন নুর , গড়ল , স্বপ্নের শঙ্খচিল ... অনেকদিন দেখি না।

০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:





গড়ল ও স্বপ্নের শঙ্খচিল ভালো আছেন, এঁরা কম লেখেন; নুরহোসেন নুর সম্পর্কে তেমন কিছু জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.