নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ মানুষকে যুদ্ধ, রিসেশন ও কভিড থেকে সাময়িক মুক্তি দিয়েছে।

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৭



বিশ্বকাপ সারাবিশ্বের মানুষকে সময়িকভাবে হলেও যুদ্ধের বিভীষিকা, কভিড ও রিসেশনের মানসিক চাপ থেকে কিছু সময়ের জন্য মুক্তি দিয়েছে; সারা বিশ্বের মানুষ আনন্দিত, পুলকিত, উৎসাহিত! মানুষের সুস্হ জীবনের জন্য খেলাধুলার ভুমিকা ব্যাখ্যা করার দরকার আছে বলে মনে হয় না। বিশ্বের এই বিশাল আসর থেকে আফ্রিকাও বাদ পড়েনি, সেনেগালের সাফল্য আফ্রিকাকে উজ্বীবিত করছে নিশ্চয়। ল্যাটিন আমেরিকা জুড়ে উৎসব চলছে।

বাংগালীরাও পেছনে নেই, কিছু বিশৃংখল ও অনেক অপ্রয়োজনীয় কর্মকান্ড ঘটালেও, দেশে যা ঘটছে, ইহা নিশ্চয় কোন ধরণের নিরানন্দের বহির্প্রকাশ নয়। আমাদের নিজস্ব একটা টিম থাকলে, আমাদের মানুষ আরো সুশৃংখল হতো, আচরণ আরেকটু ভারী হতো। জাপান, সৌদী ও কোরিয়ানদের প্রচেষ্টা দেখে বাংগালীরা নিশ্চয় উৎসাহিত হয়েছেন।

যুদ্ধে এখন কি হচ্ছে কে জানে, এরই মাঝে রাশিয়ান ও ইউক্রেনী সৈন্যরা নিশ্চয় সময় করে খেলা দেখছে, ওরা খেলেও ভালো; ভালো হতো যদি খেলায় জন্য উভয়পক্ষ মাস'খানেকের জন্য যুদ্ধবিরতিতে যেতো; ২০১০ সালে, আমি বিশ্বকাপের ফাইনাল দেখতে গিয়ে চাকুরী হারায়েছিলাম, আমি ১ পয়সার দু:খও পাইনি, উল্টা ডিরেক্টরকে বকে দিয়ে ২ ঘন্টা আগে কাজের থেকে বাড়ী চলে এসেছিলাম।

ব্লগে লোকজন তেমন নেই, ইহা খারাপ লক্ষন নয়, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। আমি প্রায় এসে দেখে যাচ্ছি, কেহ কিছু লিখেছেন কিনা। ব্লগে অবশ্য নতুন তেমন কিছু আসছে না, একই ধর্ম, একই ধরণের কবিতা, নতুন কোন গল্পটল্প নেই, দেশ নিয়েও উৎসাহজনক কোন নতুন খবর নেই। অসুবিধা নেই, কিছুদিন সবই খেলা নিয়ে মেতে থাকুক। আমি সবখেলা দেখছি, আমার স্ত্রীও দেখছে; আমেরিকানরাও এবার খেলা দেখছে; সমস্যা হবে, যদি তাদের দল পরাজিত হয়ে যায়; ওদের দল খেলায় না'থাকলে ওরা সকার খেলা দেখে না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

নূর আলম হিরণ বলেছেন: এক অথর্ব কাজী সালাউদ্দিন এদেশের ফুটবলটাকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যদিও ফুটবলে আমরা কখনো আন্তর্জাতিক পর্যায়ে ছিলাম না। তারপরও এখনকার থেকে কিছুটা ভালো ছিলাম ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, ভুটান এদেরকে হারাতে পারতাম, এখন তাও পারছি না

৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১০:০৪

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা ক্ষমতা পেলে অজগর হয়ে যায়।

২| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিরোনামের সাথে সম্পূর্ণ একমত।





বাংলাদেশ বিশ্বকাপে চান্স না পাওয়াই ভালো।
ব্রাজিল আর আর্জেন্টিনার বিপক্ষে খেলার দিন ভীষণ দেশপ্রেমের (!) পরীক্ষা দিতে হবে।

৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

সোনাগাজী বলেছেন:



জাতি নিজের কোন সঠিক পরিচয় দিতে পারছে না, সব কিছুেই পেছনে।

৩| ৩০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:৫৭

শূন্য সারমর্ম বলেছেন:


বাংলার ব্রাজিল/আর্জেন্টিনা ক্রেজি ফ্যান বাছাই করে কিছু একটা করতে পারে ফিফা/ বা ওদের ফুটবল এস্যোসিয়েশন।


ইরান হেরে গেলে আমেরিকার কাছে।

৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩১

সোনাগাজী বলেছেন:


ইরানের পক্ষে বেশী দুর যাওয়া সম্ভব নয়; ওদেরকে দেখলে খেলোয়াড় মনে হয় না।

৪| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১২:৫৩

শেরজা তপন বলেছেন: শুধু পতাকাটা করতে গিয়েই ছয় জন মরেছে নাকি!!
প্রতিদিনই সাপোর্ট নিয়ে সাপোর্টারদের মধ্যে খুনখুনি হচ্ছে!! শুধু পতাকাটা করতে গিয়েই ছয় জন মরেছে নাকি!!
প্রতিদিনই সাপোর্ট নিয়ে সাপোর্টারদের মধ্যে খুনখুনি হচ্ছে!! - কালকের ঘটনার খবর এটা।

৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:



হারাধনের ছেলেরা কিছু করতে চায়, কিন্তু কি করবে জানে না।

৫| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: অবশেষে কন্যার জার্সি পেয়েছি। যদিও দুই সাইজ বড়। আপনাকে অবশ্যই ছবি দেখাবো।
আজ আর্জেন্টিনার খেলা আছে। আর্জেন্টিনা জিতবে এ বিষয়ে আমি নিশ্চিত।

৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:



আমিও চাই দক্ষিণ আমেরিকার কেহ জিতুক, খেলাই ওদেরকে বাঁচিয়ে রেখেছে।

৬| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

মোগল সম্রাট বলেছেন:

ব্লগে দুই একটা ওল্ড ভালচার আছে তো তাই উঠতি রয়সী ব্লগার উৎসাহ পায়না কিছু লেখার

৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:২৮

সোনাগাজী বলেছেন:




গরুর রচনা মুখস্হ করেছেন সেই ৪র্থ শ্রেনীতে, ইহাই আপনার সম্বল, এভাবেই চলবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.