নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

"আশাকরি, আমার ক্যান্সার হবে না।"

০১ লা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২



ক্যান্সারের বেলায়, ঢাকার সবাই হয়তো ভাবছে, "আশাকরি, আমার ক্যান্সার হবে না"। ঢাকার বসবাসের পরিবেশ ও খাদ্য ক্যান্সার হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মেডিক্যাল কলেজগুলো, হাসপাতালগুলো, ডাক্তারেরা, ইউনিভার্সিটি শিক্ষকেরা ইহা নিয়ে মুখ খুলছে না, কোন ধরণের প্রচার ও কার্যক্রমের কথা বলছে না, সবাই মোটামুটি নীরব; ভাবছেন, "আশাকরি, আমার ক্যান্সার হবে না"।

নিউইয়র্ক শহরের ৩/৪টি সংস্হা শিশুদের ক্যান্সার সারানোর কথা বলে, বছরের পর বছর দানের টাকা তুলে যাচ্ছে, ১৫/২০ হাসপাতাল উন্নত মানের ক্যান্সার চিকিৎসা দেয়ার বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে রাতদিন, কিন্তু এই শহরে কিংবা জাতির ক্যান্সার কমানোর জন্য এরা কোন কথা বলে না।

আমার ধারণা, আমাদের প্রয়াত ব্লগার নুরু সাহেব হয়তো প্রষ্টেট ক্যান্সারে ভুগছিলেন; উনার সম্পর্কে যতটুকু জানা গেছে, উনার চিকিৎসা হয়নি ঠিক সময়ে।

ঢাকা হয়তো সহজে ক্যান্সারের ঔষধ বের করতে পারবে না; কিন্তু ঢাকার মানুষের বসবাসের পরিবেশে কিছু পরিবর্তন করতে পারবে ও খাবারে অনেক পরিবর্তন আনতে পারবে ও গরীব ক্যান্সার রোগীদের কিছুটা চিকিৎসার ব্যবস্হা করতে পারবে।

আজকে ব্লগার শাহ আজিজ উনার পরিচিত শিল্পীর ক্যান্সার নিয়ে একটা পোষ্ট দিয়েছেন; আমরা শুলাম, আল্লাহকে বলবো, উনাকে সুস্হ করে দিতে; এর বেশী কিছু করা সম্ভব হচ্ছে না। তবে, ঢাকার শিল্পীরা যদি ইহাকে নিয়ে কিছু পদক্ষেপ নিতেন ও বাকীদের থাতে সম্পৃক্ত করার চেষ্টা করতেন, এক সময় ইহা সবার চোখে পড়তো।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: ঢাকার শিল্পীরা ছবি বেচা কেনা নিয়েই ব্যাস্ত থাকে , তাদের সময় কোথায় । ব্যাস্ত সরকারের দালালিতে ।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৮

সোনাগাজী বলেছেন:



হারাধনের ছেলেরা ১টা ১টা করে হারিয়ে যাবে।

২| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৭

শাহ আজিজ বলেছেন: আপনার লাইফ স্টাইল ভাল । আশা করি কোন ব্যাধি আপনাকে ছোঁবে না ।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৯

সোনাগাজী বলেছেন:



আমার সামান্য সমস্যা আছে, আমি মোল্লাদের চেয়ে বেশী দাওয়াত পাই, খেতে কার্পন্য করিনা; এই বেকুবীটা চলছে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: সকল ব্যবসায়ীী রাজনৈতিক ছত্রছায়ায় লালিত-পালিত! এদের বিরুদ্ধে কথা বলে কিংবা অভিযান করে কোন ফল হয় না! রাজনীতিতে ব্যবসায়ী আসা নিষিদ্ধ করলেই ভেজাল বিরোধী আন্দোলন করা সম্ভব।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৫

সোনাগাজী বলেছেন:



অনেক কন্ডিনশন, অনেক যদি; মানুষ একা নিজে বাঁচার চেষ্টা করছে।

৪| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৫

নেওয়াজ আলি বলেছেন: আমার এক চাচা কিছুদিন আগে ক্যানসারে মারা গিয়েছে । এক ভয়ংকর অবস্থা হয়েছে। শেষ হয়ে যায় আর্থনীতিক অবস্থা শেষ হয়ে যায় শারীরিক অবস্থা । খাওয়া এবং বাস করা দেশে আমাদের কঠিন হচ্ছে দিন দিন দেখবে কে।

০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



ক্যান্সার প্রাণ নেয়, পরিবারের অর্থনীতিও ভেংগে দেয়; জাতি চুপ করে আছে, আশা করছে, অন্যদের হবে মাত্র।

৫| ০১ লা ডিসেম্বর, ২০২২ রাত ১১:২১

শূন্য সারমর্ম বলেছেন:


ঢাকা চেরোনোবিল হওয়া দরকার।

০২ রা ডিসেম্বর, ২০২২ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:



ঢাকার পরিবেশ বদলানো সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.