নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি\'র সন্মেলন, আওয়ামী লীগের ঘাম বেরুচ্ছে কেন?

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৩



বিএনপি'র ঢাকা সন্মেলন নিয়ে আওয়ামী লীগের ঘাম বেরুচ্ছে কেন? আওয়ামী লীগের ঘাম বেরুনোর কারণ হচ্ছে, আওয়ামী লীগ বুঝতে পেরেছে, দেশের বেশীরভাগ মানুষ এখন সরকার-বিরোধী, সন্মেলনের সময় সেটা পরিস্কারভাবে বুঝা যাবে।

বিএনপি হচ্ছে তলানীর রাজনীতিবিদদের রাজনৈতিক দল, তাদের সন্মেলন তারা করুক; আওয়ামী লীগের সন্মেলন আওয়ামী লীগ করুক। ট্রেন বন্ধ করতে হবে, বাসের মাফিয়াদের দ্বারা বাস ধর্মঘট করাতে হবে, হোটেলে লোক থাকতে দেবে না, ঢাকার প্রবেশ পথ বন্ধ করতে হবে, পুলিশ দিয়ে দৌঁড়াতে হবে; এগুলো কি, এগুলো কি রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক কার্যকলাপ? সমস্যা হচ্ছে, আওয়ামী লীগ ভুলেই গেছে রাজনীতির মানে কি! তাদের ধারণা, আপা যা করবেন, সেটাই রাজনীতি, সেটাই দেশের নীতি; কত বড় লিলিপুট!

তবে, আওয়ামী লীগ নিশ্চিত থাকতে পারে যে, মানুষ বিএনপি-জামাতের সাথে মিলে দেশ দখল করে নিয়ে আপাকে রাস্তায় বের করতে যাবে না; মানুষ চায়, আপা যেন ব্যুরোক্রেট ও প্রশাসনের হাতে দেশকে ছেড়ে না দিয়ে দেশকে ভালোভাবে চালাক। মানুষ জানে যে, রিজভী, মির্জা দেশ চালাতে পারবে না, দেশ চালানোর মতো লোকজন বিএনপি-জামাতে কোনদিন ছিলো না, কোনকালে থাকবেও না; এবং দেশও এখন আগের মতো নেই।

বিএনপি দলীয় সন্মেলন করবে, তাদেরকে নির্দেশ দেয়া হোক, কোন বড় হলে সন্মেলন করতে হবে; হলের বাইরে কোন কার্যকলাপ করা যাবে না; সন্মেলনের ডেলিগেইটরা আসবে, হলে বসে ২/৩ দিন সন্মেলন করুক। আর জনসভা করলে হলেও হলেই করতে হবে; কোনভাবে জনজীবন ব্যাহত করা যাবে না।

আওয়ামী লীগ দেশে ৩য় বিশ্ব চালাচ্ছে, তারা গলাকাটা ক্যাপিটেলিজম গড়ে তুলেছে; মানুষ বুঝতে পারছে, ইহাতে অর্ধেকের বেশী মানুষ কিছউ পাচ্ছে না, দেশ ভরে গেছে বেকারে; ছোট একটা অংশ সবকিছু দখল করে নিয়েছে, এভাবে চললে আমরা আজীবন বার্মা কিংবা আফ্রিকার মতো হয়ে থাকবো। তারা যদি এখন নিজেদের না'শোধরায়, দেশ একদিন বিএনপি, মিএনপি, জামাত, মিলিটারীর হাতে চলে যাবে, আমরা ইয়েমেন বা আফগানীদের মতো বেঁচে থাকবো।




মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৭

শাহ আজিজ বলেছেন: এখন যা হচ্ছে তা গুণ্ডামি ।

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৩

সোনাগাজী বলেছেন:




তরুণরা ছাত্রলীগে গিয়ে গুন্ডাপান্ডায় পরিণত হয়, সেখান থেকে যখন আওয়ামীলীগে আসে, উহার আর বির্তন হয় না।

২| ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২২

তানভির জুমার বলেছেন: গত ২ মাসে বিএনপির ৫ জন কর্মীকে পুলিশ বুক বরাবর গুলি করে হত্যা করেছে। গত দশ বছর ধরে নির্বাচন বলতে দেশে কিছু অবশিষ্ট নাই, আওয়ামীলিগ ক্ষমতায় আসার পর থেকে কয়েক লক্ষ হাজার কোটি টাকা পাচার হচ্ছে, দ্রব্যমল্য বৃদ্ধি করে জনগণের ঘাড়েই এইসব লুটপাটের দায় চাপাচ্ছে। চাঁদা দেওয়া ছাড়া জনগণের কোন কাজ হয় না, এইগুলো মানুষ নিজ চখে দেখতে পাচ্ছে।
আওয়ামীলিগের ভয় হচ্ছে এখন সাধারণ মানুষও রাস্তায় নামতেছে।

এখন যদি আওয়ামীলিগ আপনি পছন্দ করেন আপনি এস আলম গ্রুপের কেউ অথবা অন্ধ আওয়ামীলিগার,

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৬

সোনাগাজী বলেছেন:



শেখ হ্ত্যা করে, উনার কবরের উপর বিএনপি করায় জাতি হারায়ে গেছে, এখন যা আছে এরা মগের মুল্লুকের সমান।

আমি সব সময় অন্ধ, আপনি দার্শনিক!

৩| ০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ভয় পেয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৮

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগের ভেতরে চোর-ডাকাত যারা আছে, তারা ভয়ে আছে।

৪| ০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৫

রানার ব্লগ বলেছেন: আত্মবিশ্বাসের অভাব তাই।

০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০৯

সোনাগাজী বলেছেন:



সঠিক, আওয়ামী লীগের আত্মবিশ্বাস নেই

৫| ০২ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: দেশের মানুষ কি পেয়েছে এক পদ্মাসেতু আর মেট্রোরেল ছাড়া? হ্যাঁ কিছু রাস্তাঘাট করা হয়েছে।
কিন্তু দেশে বেকারের সংখ্যা বেড়েছে। জিনিসপত্রের অনেক দাম, মানুষ খেয়েপরে বাঁচতে কষ্ট হচ্ছে। ভালো আছে শুধু রাজনীতিবিদ ও তাদের ছত্রছায়ায় থাকা মানুষজন।

০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



আওয়ামী লীগে এখন কোন রাজনীতিবিদ নেই, দেশ চালাচ্ছে প্রশাসন।

৬| ০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৫

নূর আলম হিরণ বলেছেন: বিএনপিকে আটকিয়ে মাটকিয়ে শেখ হাসিনা আরো বেশি মিডিয়া কাভারেজ দিচ্ছে ।

০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৬

সোনাগাজী বলেছেন:



মিকিটারী অফিসারেরা বিএনপি গঠন করেছিলো ক্যান্টনমেন্টে বসে, সেজন্য দলটাকে বিলুপ্ত করার দরকার ছিলো।

৭| ০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: রবিবার চট্টগ্রামের পলোগ্রাউন্ডে শেখ হাসিনার জনসভা। শোনেছি এমপি মন্ত্রী নেতা নেত্রীদের ৫ লাখ লোক আনার টার্গেট দিয়েছে।

০২ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৯

সোনাগাজী বলেছেন:



উনার দরকার দলকে নিয়ে মিটিং করা, মানুষ সেখানে গিয়ে কি করবে? উনার দরকার বিবিধ শ্রেণীর মানুষের সাথেে আলাদাভাবে বিভিন্ন হলে বসে দেশ চালনার ব্যাপারে আলাপ করা; জনসভার দরকার নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.