নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

চাঁদগাজী নিকের উপর থেকে ব্যান তুলে নেয়া হোক।

০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৪



১১ মাস আগে চাঁদগাজী নিকটিকে ব্যান করা হয়েছিলো; মনে হয়, বেশ সময় বয়ে গেছে, নিকটির উপর থেকে ব্যান তুলে নেওয়া উচিত। ব্লগিং কঠিন জিনিষ, লোকজন এই কঠিন এলাকা থেকে সরে গিয়ে নিজদের কমফোর্টজোন, ফেইসুকে স্হান করে নিয়েছেন। শুরুতে, বাংলাব্লগে বিস্ফোরণ ঘটেছিলো, মাতৃভাষায় লিখতে পেরেছেন লোকজন, নিজকে প্রকাশ করতে পেরেছেন; কিন্তু সময়ের সাথে শতকরা ৯৮ জনই ঝরে গেছেন। আবার, এটা সত্য নয় যে, শুধু মাত্র সবচেয়ে শক্ত লেখকেরাই টিকে আছেন; সব ধরণের লেখকই টিকে আছেন।

আমি কাজ উপলক্ষে পশ্চিমে থাকার কারণে, বাংলা ব্লগে মোটামুটি প্রবাসী ব্লগার হিসেবে লিখেছি; আমার পোষ্টে আমি পশ্চিমের চলমান ভাবনাচিন্তা, ধারণা, কালচার, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি নিয়ে লিখেছি। যাঁরা আজীবন দেশে ছিলেন, তাঁদের বেশীরভাগের সাথে আমার লেখার ধারণার মিল ছিলো না; ইহা কিছুটা সমস্যার সৃষ্টি করেছিলো। আরেকটা ব্যাপার, বাংগালীরা ব্লগিংকে অনেকটা আড্ডার মতো করে নিয়েছেন: তাঁরা এখানে 'ভাই', 'আপুনি'দের খুঁজে পেয়েছেন, দল বেঁধে নিজেদের সুখদু:খের কথা বলেছেন, অনেকটা ফেইসবুকের মতো; ফলে, কে কি লিখতে গিয়ে কি লিখছেন, উহা বিষয় ছিলো না।

আমি ব্লগে বন্ধু খুঁজতে আসিনি, আমি চলমান বিশ্ব নিয়ে আলাপ করেছি সব সময়; এতে কিছু ব্লগারের সাথে আমার মতের মিল হয়েছে, অনেকের লেখার ধারণার সাথে আমার মতের মিল ছিলো না; বাংগালীদের সাথে মতের মিল না'হলে, তারা জ্বিহাদ ঘোষণা করে বসেন। বেশীরভাগ বাংগালীর লেখার 'সমালোচনা' করা যাবে না; যা' লিখেন না কেন, কমেন্টে বলতে হবে,"চমৎকার লিখেছেন"; সমালোচনা করলেই "ব্যক্তি আক্রমণ" হয়ে যায়।

বাংলা ব্লগের লেখার বিষয় ও ধারণার পরিবর্তন সহজে হবে না; কারণ, উহার সাথে যেসব ফ্যাক্টর যুক্ত, সেগুলোর পরিবর্তন হচ্ছে না শীঘ্রই। ফলে, আমি ও যাঁরা পশ্চিমের সমাজে আছি, তাঁদের সাথে খাস বাংলাদেশী ব্লগারদের লেখার ধারণা, ভাবনাচিন্তার পুরোপুরি মিল হবে না।

আমার সাথে ভাবনাচিন্তার ও ধারণার মিল না'হওয়াতে আমাকে ব্যান করা হয়েছিলো, চাপ দেয়া হয়েছে সব সময়, আমি যেন প্রবাহের সাথে মিলে যাই। আসলে, উহা ঘটে না, এবং উহার দরকারও নেই; বিশ্বের সব অন্চলের মানুষ একইভাবে ভাবেন না।

আমার নিকটাকে মুক্ত করে দেয়া হোক।


মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৮

কাঁউটাল বলেছেন: পুনরায় লিখতে দেওয়া হোক। /:)

০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, লেখা বন্ধ করা ঠিক কাজ নয়।

২| ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৮

নীলসাধু বলেছেন: পোষ্ট পড়ে মনে হলো আপনি একলাই পশ্চিমে থাকেন আর সেই ধারায় লিখেন।
হা হা
নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যার তেমন দর্কার ছিল না। ব্লগিং কর্তে এতো জ্ঞান না হইলেও হয়।

যাইহোক
কারণ ছাড়া ব্লগ কর্তৃপক্ষ সেই নিককে ব্যান করেননি। আমি জানি না ঠিক কী কারণে আপনার সেই নিক ব্যান।
তবে আপনি ব্লগে নানা সময় ঝামেলা করেন, অনেককে বিরক্ত করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন এমন কথা আমরা শুনি, আমি নিজেও দেখেছি। আমার সাথেই একাধিকবার অপ্রয়োজনে বাদানুবাদে জড়িয়েছেন। সমালোচনা করা আর এমন অসংলগ্ন আচরণ এক নয় আশা করি সেটা বোঝার মতন জ্ঞান আপনি রাখেন। যদি সেটাই রাখেন সেখানে কিছু পরিবর্তন আনুন, আশা করি ব্লগ কর্তৃপক্ষ বিবেচনা করবেন। শুধু নিজে ব্লগিং করলেই হবে না অন্যান্য সহ ব্লগার যারা আছেন তারাও যেন স্বস্তিতে ব্লগিং করতে পারেন তা দেখাও একজন সচেতন ব্লগারের দায় ও দায়িত্বের মধ্যে পরেন।

ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৩

সোনাগাজী বলেছেন:



আপনি সেদিন আমাকে নিয়ে সামান্য ক্যাচাল করায় ২৯ জনের মন্তব্য পেয়েছিলেন, আর শীতের উপর সুন্দর লেখে ৩ জনের সাড়া পেয়েছিলেন!

৩| ০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৮

নীলসাধু বলেছেন: আরে ভাই ব্লগ কী শুধু মন্তব্য আর কজন দেখলো সেটাই নাকি?
নীলসাধু নামের ব্লগারের পোষ্টে মন্তব্য আর কজন পড়লো সে সব দিনের হিসাব করার সময় আছে? না দর্কার আছে? আপনি এই জায়গা থেকে বাইর হন মিয়া। আমার কথা চিন্তা কর্তে কে কইসে আপ্নারে? আমি কি এখন মন্তব্য আর পোষ্ট হিট করার যুগে আছি নাকি? অদ্ভুত আলাপ। ব্লগার নীলসাধু বহু পরীক্ষা চরাই উতরাই পার কইরা নীলসাশু হইসে। সে আলাপ এখানে ক্যান?
এখন ব্লগে ব্লগার কম। লেখক পাঠক সবই কম। এখন না এটা শুরু হইসে বহু আগেই। এগুলা আমরা জানি। এই দেশে বা বিদেশে ব্লগে বা সামাজিক মাধ্যমে কী হইতাসে সে সব আমাদের জানা। আপনি এগুলা আমারে কন ক্যান?
আপনি যে প্রাথমিক ক্লাসে র আলাপ কর্তাসেন এগুলা ২০০৮ এ কর্সি আমরা। এখন তো ২০২২!!
এখন ব্লগে আসি নিতান্ত অভ্যাসে। এমন কয়েকটা ব্লগ আর হাজার ব্লগার নিয়ে দিন কাটাইসি আমরা সে সব দিন ও ভুইলা গেসি আর আপ্নে আসছেন মন্তব্য আর ক্যাচাল শিখাইতে।

নিজের কথা ভাবুন। নিজের ব্লগিং করুন।
ধন্যবাদ।

০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৪

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এর স্বাস্হ্য বুঝার জন্য পাঠকের সংখ্যা, মন্তব্যের সংখ্যা, মন্তর‌্যের ভাবনা, ধারণা ও আকার দরকারী ভেরিয়েবল বলে আমি মনে করি।
আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন, আমি ব্লগিং নিয়ে ব্যস্ত আছি।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: আয়াতকে হত্যা করার সময় ফেরেশতারা কি বিশ্বকাপের ফুটবল খেলা দেখছিলো?

গতকাল একটা পোস্ট এ আপনি মন্তব্যটি করেছেন। এই মন্তব্যটিকে ঠিক কি ধরণের মন্তব্য বলা যায়? আপনার কাছেই জানতে চাই।

০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১১

সোনাগাজী বলেছেন:



ইহা ১টি বাস্তবধর্মী মন্তব্য: ১ টি শিশু হত্যার পোষ্টে রূপকথার চরিত্র যোগ কর টা লেখকের পক্ষ থেকে বড় ধরণের ভুল ছিলো, সেটাই বুঝানোর চেষ্টা করেছি।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার এই আবেদন খারিজ হয়ে যাবে। সম্ভবতো উহা চিরতরে পটল তুলেছে ধরে নিতে পারেন।

০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



ব্লগের অবস্হা দেখে তাই মনে হচ্ছে আপনার?

৬| ০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৭

কাঁউটাল বলেছেন: গেঁয়ো ভূত বলেছেন: আয়াতকে হত্যা করার সময় ফেরেশতারা কি বিশ্বকাপের ফুটবল খেলা দেখছিলো?

গতকাল একটা পোস্ট এ আপনি মন্তব্যটি করেছেন। এই মন্তব্যটিকে ঠিক কি ধরণের মন্তব্য বলা যায়? আপনার কাছেই জানতে চাই।


ব্লাসফেমাস মন্তব্য

০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

সোনাগাজী বলেছেন:




ভুতপেত্নী, জ্বীনপরী, ফেরেশতা, শয়তান, এগুলো রূপকথার চরিত্র।

৭| ০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৯

ঢাবিয়ান বলেছেন: আপনি কি ব্লগ নীতিমালা পড়েছেন কখনও ? পড়ে দেখবেন দয়া করে। সমালোচনা ও ব্যক্তি আক্রমনের পার্থক্য যদি আপনি না জানেন তাহলে তা খুবই দুঃখজনক।

যাই হোক বিভিন্ন পোস্টে আপনার ব্যঙ্গাত্মক কমেন্টগুলো উপভোগ্য এবং ব্লগিং এ সেটার দরকারো আছে তা নাহলে পিঠ চাপড়া চাপড়ি কমেন্ট ব্লগিং করে তুলবে একঘেয়ে। তবে খেয়াল রাখবেন যেন তা ব্যক্তি আক্রমনে না গড়ায় তা নাহলে এবারের নিকও ব্যান হতে পারে।

০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:




না, আমি পড়িনি; তবে, সোস্যাল মিডিয়ার নিয়মকানুন বুঝি। আপনি কতবার আমা কর্তৃক "ব্যক্তি আক্রমণ"এর শিকার হয়েছিলেন?

৮| ০৩ রা ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২২

ভুয়া মফিজ বলেছেন: চাদগাজী নিকে শেষ পেরেক ঠোকা হয়া গেছে। ওইটার কোন আশা নাই। কান্নাকাটি বন্ধ করেন। বরং সোনাগাজীর সোনা সামলান; নয়তো উহাও ফুটুস হয়া যাইবো গিয়া। =p~

কথাটা ইয়াদ রাইখেন। গরীবের কথা কিন্তু বাসী হইলে ফলে!!! :P

আরেকটা কথা। যা কওনের কইছি। হুনলে হুনেন, না হনলে মুড়ি চাবান। আর আমার মন্তব্যের উত্তরে খোচাখুচি কইরা লাভ নাই। উহা দেখতে আপনের পুষ্টে কিন্তু আর আইতাছি না। :-B

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:২৬

সোনাগাজী বলেছেন:




ভালো সুতার মিস্ত্রী পেরেক দিয়ে ঘরবাড়ী, আসবাব পত্র তৈরি করেন।

৯| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭

অনল চৌধুরী বলেছেন: ব্লগিং কঠিন জিনিষ, লোকজন এই কঠিন এলাকা থেকে সরে গিয়ে নিজদের কমফোর্টজোন, ফেইসুকে স্হান করে নিয়েছেন। - ব্লগিং ব্রাক্ষ্ণণ আর ফেসবুক হরিজন- এই আজব তথ্য আপনাকে কে দিয়েছে?
তাহলে তো যারা নিয়মিত দেশের প্রথম শ্রেণীর দৈনিকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখেন, তাদরেও ব্লগকে তুচ্ছ করা উচিত !!!
সারা বাংলাদেশ যেরকম গরু ছাগলে ভর্তি, ব্লগও তার ব্যাতিক্রম না।
এখানেও জ্ঞাণী-গূণী ও বোদ্ধার চেয়ে গরু-ছাগল সংখ্যায় বেশী।
লেখার মূল উদ্দেশ্য যদি মতামত প্রচার হয় তাহলে ব্লগের চেয়ে ফেসবুক সেটা অনেক বেশী কার্যকর কারণ সেখানে পাঠকের সংখ্যা অগণিত।
আমি আমার ফেসবুক গ্রপ ও পেজগুলিতে একটা লেখা দিলে সেটা মূহুর্তের মদ্যে ১০-১২ হাজার পাঠকের কাছে পৌছে যায়। আর ব্লগে পড়ে সর্বোচ্চ ২০০-৫০০- জন। তাই জনমত গঠনে ফেসবুক ব্লগের চেয়ে অনেক কার্যকর। বরং ব্লগে কিছু ‍লোক যেরকম নোংরামি করে এমনকি আমাকে এবং জনাব নুরুকে একেবারে বিতাড়িত্ করেছিলো, ফেসবুকে সেটা বিরল।
কিন্ত সত্য কথা হলো যার নিজের সন্মান আছে, সে সবাইকেই সন্মান করে।
কোনো মাধ্যমই একেবারে তুচ্ছ না।
যার যেখানে ভালো লাগে, তার সেখানেই লেখা উচিত।
আমি পত্রিকা, বই, ফেসবুক, ব্লগ এমনকি ইউটিউব প্রতিটা মাধ্যম ব্যবহার করে আমার দেশ-জাতি-সমাজ পরিবর্তনমূলক দর্শন,তত্ত্ব, মতবাদ ও নির্দেশনাগুলির প্রচার চালাই।
ব্লগকে তুচ্ছ মনে করিনা।
করলে এতো কম পাঠকদের জন্য লিখতাম না।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৩

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজী নিকটাকে অকারণে ব্যান করা হয়েছিলো।

১০| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

উমার বলেছেন: Click This Link

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৪

সোনাগাজী বলেছেন:



ব্লগিং বরাবরই কঠিন ছিলো।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সাহাদাত উদরাজী বলেছেন: এই ব্লগ পড়ে ভাবতে বসে গেছি। আপনি শুধু কমেন্টে সর্তক থাকবেন, তাই হলেই হয়ে যাবে।

০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



আমার কমেন্ট সঠিক ছিলো সব সময়; "চমৎকার লিখেছেন", "সুন্দর", "ইহা আগে জানা ছিলো না", "অনেক কিছু জানলাম", "শুভরাত্রি", ইত্যাদিকে আমি কমেন্ট মনে করি না।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০

কেকিমন্তব্যকর্লেন্তাদেখতেএলাম বলেছেন: এই বিনোদনমূলক পোস্টে কে কি মন্তব্য করলেন তা দেখতে এলাম।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



দেখেন!

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৪

কেমিক্যাল বাবু বলেছেন: মানুষকে যেমন তার পছন্দের নাম ধরে ডাকতে হয় তেমনি পছন্দের আইডি ব্যবহার করার সুযোগ ও করে দেন। এভাবে আর কত ......!

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৩

সোনাগাজী বলেছেন:



আমার নিকটাকে ব্যান করে রাখার মতো কোন কারণ আমি দেখছি না।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: আমি কোনোদিন দেখি নাই চাঁদগাজী কাউকে গালি দিয়েছেন। তার মতো শিক্ষিত, রুচিশীল এবং মানবিক ব্লগার সামুতে কমই আছে। আমি চাই চাঁদগাজী নিক ফিরিয়ে দেওয়া হোক। এটা আমার দাবী। সামুতে দীর্ঘদিন আছি এই দাবী আমি করতেই পারি। আশা করি ব্লগটিম বিষয়টা নিবেচনা করবেন।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪১

সোনাগাজী বলেছেন:



আমার নিকটা ব্যান করার পক্ষে সঠিক কোন কারণ দেখানো হয়নি।

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪২

নিমো বলেছেন: বড়ই বিচিত্র এ ব্লগ! ব্লগের শেয়াল মডারেটর ফেসবুকে দুর্নীতিগ্রস্ত গোলাপী আপু কেন জেলে বলে কান্নাকাটি করে রিপোর্ট খেয়ে আইডির জন্য হা হুতাশ করে। সেই আবার ব্লগে অন্যকে আইনের পাঠ পড়ায়। ব্লগে সরকার বিরোধিতার নামে যাদেরকে সে আশ্রয়-প্রশ্রয় দেয়, তাতে তার সমুচিত শাস্তি হওয়া দরকার।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫২

সোনাগাজী বলেছেন:



আমার ধাণার সাথে অনেকের ধারণার মিল হবে না, ইহা স্বাভাবিক ব্যাপার।

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪২

নেওয়াজ আলি বলেছেন: এক বছর দীর্ঘ সময় ব্যান মড়ু সাহেবগণ ভেবে দেখতে পারেন মুক্ত করে দিতে।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৪

সোনাগাজী বলেছেন:


সময় হয়ে গেছে।

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: আমি যা লিখিয়াছিলাম সহি লিখিয়াছিলাম।
আপনার চেয়ে ওদের আমি ভালো চিনি, জানি। ওদের ভালোর মুখোশ আমি খুলে দিবো। মার কাছে মামা বাড়ির গল্প করতে আসে। আমি সব জানি।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:


আমাদের চারিপাশে আমাদের জাতির মানুষ, এদের থেকে আমরা পালিয়ে যেতে পারবো না, এদের সাথে বসবাস।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৩

জগতারন বলেছেন:
চাঁদগাজী নিকের উপর থেকে ব্যান তুলে নেয়া হোক।

সহমত!

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৭

সোনাগাজী বলেছেন:




আপনাকে ধন্যবাদ।

১৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:



ব্লগের ফিনিক্স পাখি একজনই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৮

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা সব পাখী খেয়ে ফেলে।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:



ব্লগের ফিনিক্স পাখি একজনই।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৯

সোনাগাজী বলেছেন:




আমি ব্লগিং ভালোবাসি, আমি বাংগালীদের সাথে আছি।

২১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৫

সেতু আমিন বলেছেন: চাঁদগাজী নিকের উপর থেকে ব্যান তুলে নেয়া হোক।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, এই ব্যানটি একটি সমস্যা হয়ে আছে; ইহার সমাধান হওয়ার দরকার।

২২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনাকে নিয়ে দেখলাম দুই ব্লগার দুইটা পোস্ট দিয়েছেন সম্প্রতি। আগে আপনাকে নিয়ে প্রতিদিন পোস্ট আসত এখন অনেক কম। এটা পজিটিভ ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:


চাঁদগাজী নিককে ব্যান করাতে ব্লগারেরা বুঝতে পেরেছেন যে, ব্লগিং'এর মতো স্হানেও লোকজন ন্যায় অন্যায় কম বুঝেন।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৭

শ্রাবণধারা বলেছেন: সোনাগাজী ভাই, আপনার হয়তো মনে আছে আপনার চাঁদগাজী নিক সাময়িক ভাবে ব্যান করার পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম গত বছরে?

এখন আপনার সম্পর্কে এই এক বছরে আমার পুনর্মূল্যায়ন কেমন সেটা বলি। আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল বলেই এই মূল্যায়ন করার দাবী রাখি বলে মনে করি।

আমার মতে আপনার দেওয়া পোস্টগুলোর অধিকাংশই খুবই ভালো। আপনার লেখা পড়ে শিক্ষণীয় অনেক কিছু খুজেঁ পাই। শৈশব কৈশোরের বেড়ে ওঠার সময়ে বাংলাদেশের প্রান্তিক মানুষের সাথে আপনার যে নিবিড় সমন্ধ গড়ে উঠেছিলো, আপনার উত্তরজীবনে বহু বৈচিত্রময় অভিজ্ঞতার সাথে জারিত হয়ে সেই মমতা, দেশপ্রেম, মানবধর্ম সময়ের সাথে সাথে বাস্তবধর্মী হয়েছে, উজ্জ্বল হয়েছে, বাস্তবধর্মপ্রয়োগবাদী হয়েছে। তারই প্রতিফলন দেখি আপনার লেখায়।

মুসকিল হলো উপরের চরিত্রের ঠিক বিপরীত চরিত্র দেখি অন্যের পোস্টে আপনার মন্তব্যে। পাঠক এবং শ্রোতা হিসেবে আপনি যে নিতান্ত শ্রদ্ধাহীন, অগভীর এবং অসহিষ্ণু তারই প্রতিফলন দেখি আপনার অজস্র মন্তব্যে। উদাহরন হিসেবে বলা যায় ব্লগার নিবর্হণ নির্ঘোষের একটা দর্শন বা দার্শনিক গোষ্ঠির পোস্টে অনবরত অপ্রাসঙ্গিক মন্তব্য করে পাঠক হিসেবে আপনি নিজের দৈনতাকেই প্রকাশ করেছেন। একই ভাবে আহমেদ জী এস ভাইয়ের পোস্ট "একটি অযাচিত নিবেদন" এ করা আপনার মন্তব্য যে কারো কাছেই চরম বিরক্তির কারন হবে।

আপনার এইসব মন্তব্যের কারনে ব্লগের মডারেটর যখন আপনাকে চতুষ্পদ কোন প্রাণীর সাথে তুলনা করে, তখন আপনার বয়সের কথা ভেবে, আপনার জীবনের অর্জিত অভিজ্ঞতার কথা ভেবে দুঃখিত হলেও আশ্চর্য হইনা। আপনার অসহিষ্ণুতা, অশ্রদ্ধা, উদ্ধত আচরন এবং অন্যের পোস্ট ঠিকভাবে না পড়ে, না বুঝে অনর্থক অপ্রাসঙ্গিক মন্তব্য করা আপনার কৃতকর্মের পাল্লাকে দিনের পর দিন ভারী করেছে। তারই ফলাফল দেখতে পাচ্ছি।

আমার ধারনা এই যে চাঁদগাজী নিক ফিরে পাওয়া দূরে থাক, আপনার বর্তমান নিকও ঝুঁকির মধ্যে আছে। যে কোন একটা অসহিষ্ণুতা, অশ্রদ্ধার কারনে ব্লগ থেকে আপনাকে একেবারে চিরতরে ব্যান করে দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বলে আমি মনে করি। আর সেটা ঘটলে আরো অনেকের মতো আমিও খুবই দূঃখিত হবো।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:


আমার ব্যাপারে আপনার মুল্যায়ন সঠিক আছে।

আহমেদ জিএস সাহেব সম্পর্কে আমার ধারণা হলো, উনি স্বভাবগতভাবে সুবিধাবাদী মানুষ, উনারা শুধু ব্লগে নয়, জাতির মাঝেও স্বীয় স্বভাব নিয়ে অবস্হান করছেন; এরা এই দেশে সুযোগ খুঁজে ফেরে।

নিবর্হণ নির্ঘোষের মতো কিছু নিক থেকে এমনসব াজগুবি ভুল ধারণা নিয়ে লেখা হয়, মনে হয়, ব্লগটা টং দোকানের আড্ডাখানা; নিবর্হণ নির্ঘোষ অবশ্যই "দর্শন শাস্ত্রে'এর ডেফিনেশন জানে না।

২৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মনে হয় আপনার এই আবেদনে কাজ হবেনা; তার চেয়ে বর্তমান নিকে চালায়ে যান।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:




আপনি এডমিন হলে কি করতেন?

২৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩৪

নূর আলম হিরণ বলেছেন: ব্লগ টিম আগের নিকের ব্যাপারে নেওয়া সিদ্বান্ত রিভিউ করার দরকার। কোনো সুযোগ থাকলে ব্যান মুক্ত করে দেওয়া উচিত।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:



আমাকে ব্যান করেটিম ঠিক কাজ করেনি।

২৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৭

ঢাবিয়ান বলেছেন: আপনি কতবার আমা কর্তৃক "ব্যক্তি আক্রমণ"এর শিকার হয়েছিলেন?

অসংখ্যবার। পোস্ট বা মন্তব্য অপছন্দ হলেই আপনার আগের নিক থেকে আপনি ইচ্ছেমত আমিসহ আরো অনেককেই কথায় কথায় পিগমি, লিলিপুটিয়ান মগজ, প্রশ্নফাশ জেনারেশন, ডোডো পাখি , জামাত শিবির ইত্যাদি আজেবাজে ট্যাগ করতেন । বর্তমান নিক থেকেও মগজহীন , মধুর ক্যন্টিন গ্র্যজুয়েট, যা লিখি তাই ভুল লিখি ইত্যাদি বলেছেন। এগুলো সমালোচনা নয়, এগুলো ব্যক্তি আক্রমন । পোস্ট নিয়ে সমালোচনায় আমার মনে হয় না কারো অসুবিধা আছে। বরং যে কোন পোস্টে ভিন্নমত বা যৌক্তিক বিতর্ক ব্লগিংকে করে তোলে আকর্ষনীয়।

যাই হোক আপনার উদ্দেশ্যে এসব বলা অবস্য অনর্থক। তারপরেও আপনাকে সতর্ক করার জন্যই বলা।

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, সতর্ক থাকবো, ধন্যবাদ।

২৭| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইহা আর ফেরত আসিবে বলে মনে হইতেছে না

২৮| ০৬ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: ডিসেম্বর মাসে সবাইকে আন ব্যান করা হোক । ব্লগ কেয়ামতের ময়দান না যে কাউকে ব্যান করা হলে আন ব্যান করা যাবে না । কাউকে ব্যান করা আগে অন্য ব্লগারদের মতামত নেওয়া উচিত । যার যার যোগ্যতায় সবাই ব্লগিং করে । ব্লগের যোগ্যতায় নয় । মডুর উচিত সেটা নিয়ে ভোট চেয়ে প্রস্তাব উত্থাপন করা । চাঁদগাজী ভালো ব্লগার তাকে আন ব্যান করা উচিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.