নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রিসেশানের সময় দেশ স্হিতিশীল থাকার দরকার।

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:২৩



২০২৩/২০২৪ সালে, বিশ্বব্যাপী রিসেশানের সময় বাংলাদেশে সুস্হির সরকার থাকার দরকার আছে। শেখ হাসিনার সরকার এখন বেশীরভাগ মানুষের আস্হাভাজন সরকার নন; কিন্তু উনার সরকার ও প্রশাসন যদি এই সময়ে কোন ধরণের অস্হিরতায় ভোগে, দেশের মানুষের অবস্হা অনেক খারাপের দিকে যাবে। ২০২৩/২০২৪ সালে উনার সরকারকে সুস্হির রাখার জন্য নির্বাচনটি এই বছর করার দরকার ছিলো; কিংবা উহাকে ২০২৪ সালের শেষের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে।

বিশ্বব্যাপী রিসেশন শুরু হয়েছে; রিসেশন হচ্ছে, ক্যাপিটেলিষ্ট অর্থনীতির একটি বৈশিষ্ট যা নিজের ফাইন্যানসিয়াল সিষ্টেমকে নিজেই কিছু সময়ের জন্য ভোগায়, ভয়ংকরভাবে শ্লো করে দেয়। তৃতীয় বিশ্বের অর্থনীতির নিজস্ব রিসেশন থাকার কথা নয়, তারা ক্যাপিটেলিষ্ট দেশগুলোর শ্লো-ডাউনের কারণে কিছুটা ভোগে; তাদের হাতে ইহার কোন রিমেডি নেই; তাদের একমাত্র ভালো পদক্ষেপ হতে পারে নিজেদের খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দেশীয় উৎপাদন বাড়িয়ে অপেক্ষা করা কখন ক্যাপিটেলিষ্ট দেশগুলো আবার সক্রিয় হবে।

স্বাভাবিক নিয়মে বাংলাদেশের নির্বাচন হবে ২০২৩ সালের শেষের দিকে; সরকারের বিপুল অসফলতার কারণে দেশে সরকার-বিরোধীদের পরিমাণ অনেক বেড়েছে; জামাত-বিএনপি এই সুযোগকে কাজে লাগাতে চাইবে; ফলে, দেশ অস্হিরতার মাঝে প্রবেশ করার সম্ভাবনা আছ। আওয়ামী লীগ ইহাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে মনে হয় না, তাদের ভেতর রাজনীতি "রা" আছে বলে মনে হচ্ছে না; তারা ইহাকে শক্তি দিয়ে, কিংবা কোন কৌশল প্রয়োগ করে থামানোর চেষ্টা করবে; ইহা কাজ করার সম্ভাবনা ৮০ ভাগ; কিন্তু পুলিশ, প্রশাসন ও মিলিটারী উল্টে গেলে, আওয়ামী লীগ হেরে যাবে; যদিও ইহার সম্ভাবনা মাত্র ৫/১০ ভাগ; কারণ, প্রশাসন জানে যে, রিসেশানের ভেতর এই ধরণের কিছু ঘটলে দেশ ভয়ংকর এনার্খির মাঝে প্রবেশ করবে; তারা ইহা চাইবে না।

জামাত-বিএনপি'কে ইউরোপ, আমেরিকা ও ভারত রাজনৈতিক দল হিসেবে পছন্দ করে না; ফলে,জামাত-বিএনপি যদি অস্হিরতা করতে চায়, তারা ওদের সমর্থন পাবে না; ওদের সমর্থন না'পেলে প্রশাসন জামাত-বিএনপিকে সাপোর্ট করবে না। আমি যা বলছি, এগুলো সম্ভাব্য কিছু ধারণা মাত্র, আপনারা নিজেদের ধারণার সাথে মিলিয়ে দেখতে পারেন।


মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকা অনেকটা সামলে উঠেছে, চাকুরির বাজার লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ব্ল্যাক ফ্রাইডে, থ্যাঙ্কসগিভিং ক্রিসমাস বেচাকেনা ভালই হচ্ছে। রিসেশন আসলেও তীব্রতা আগের মত হবে না।

বাংলাদেশেও রিসেশন হবে না।
টাকা খেয়ে সাংবাদিকরা সংগবদ্ধ অপপ্রচার চালালেও সবার মুখে ছাই দিয়ে এই নভেম্বর, জালানি সংকটের ভেতরেও ১ মাসেই রফতানি ৫ বিলিয়ন ছাড়িয়ে গেছে। যা ৫০ বছরের ইতিহাসে সর্বচ্চ।
ডব্লিউটিও বাণিজ্য পরিসংখ্যান ও বলছে বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশ আবারও দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। ভিয়েতনামকে পিছে ফেলে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৪২

সোনাগাজী বলেছেন:


আপনার কারণে আমেরিকা ও বাংলাদেশ রিসেশান থেকে বেঁচে গেলো!
আপনি চাইলে ইউক্রেন যুদ্ধটাও বন্ধ হয়ে যেতো।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:৫৭

হাসান কালবৈশাখী বলেছেন:
যুদ্ধ তো প্রায় শেষ।
পরাজিত পুটিন দখলকৃত শহরগুলো থেকে লেজ গু্টিয়ে পালিয়েছে ২ মাস হয়ে গেল। পানির দরে তেল বিক্রি করতে বাধ্য হচ্ছে।
এখন দূর থেকে দুএকটা মিসাইল (আতশবাজি) মেরে যুদ্ধটা নামমাত্র বহাল রাখা আর কি।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



পুটিন ও কিম সামুতে কোন নিকে আছে বলা কঠিন, ব্লগার মা: হাসান বলতে পারবেন; তবে, ব্লগে আসার সময় পাচ্ছে না নিশ্চয়; আপনার কমেন্ট পড়লে, সব ছেড়ে দিয়ে, হজ্ব করে সোজা হয়ে যেতো।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৫

কাঁউটাল বলেছেন: ইউক্রেনের ১ লাখ সৈন্য মারা গেছে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০০

সোনাগাজী বলেছেন:



ওগুলো সৈন্য, নাকি মাছি?

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৭

নাহল তরকারি বলেছেন: আমি আপনার মত লেখক হতে পরলাম না।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০১

সোনাগাজী বলেছেন:



শীঘ্রই আমার থেকে আরও ভালো লিখতে পারবেন, ইউনিয়ন কাউন্সিলে গিয়ে প্রতিদিন হাজিরা দেন।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৩

নেওয়াজ আলি বলেছেন: আমেরিকা কাকে সাপোর্ট দিচ্ছে আমাদের দেশে

০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫

সোনাগাজী বলেছেন:




আমেরিকা ধর্মীয় জংগি ও পাকি মনোভাবের লোকদের ভয় পায়; তারা শেখ হাসিনার পক্ষে।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৯

শাহ আজিজ বলেছেন: ১০ ডিসেম্বরের দিকে চেয়ে আছি । ফাকা গুলির আওয়াজ একটু বেশিই হয় । নয়া পল্টনে ১৪৪ ধারা , কাজটা কাপুরুসচিত হয়েছে । রিসেশন বলতে যা বোঝানো হচ্ছে তা আসলেই হবে না । খাদ্যাভাব আগেও যা ছিল ২০২৩ সালে তাই থাকবে । পুতিন আসামির কাঠগড়ায় দাড়াতে চাইছে না বিধায় পিছু হটছে । ইউক্রেন যুদ্ধ ছিল সহস্রাব্দের শ্রেষ্ঠ ভুল । খেয়াল করেছেন পুতিনের যোগানদাতা এরদোগান , শি , কিম সব লেজ তুলে পালিয়েছে ।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:



পুটিন ভুল করেছে শীতে আক্রমণ করে, আক্রমণ করার দরকার ছিলো জুন/জুলাই মাসে।
রাশিয়ানরা যুদ্ধের পক্ষে নয়।

শেখ হাসিনা স্বাধীনতার পক্ষের লোকদের হতাশ করেছেন, উনার নামের সামনে থেকে 'শেখ' বাদ দেয়ার সময় হয়েছে।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১১

শূন্য সারমর্ম বলেছেন:

বিএনপি লোক জড়ো করছে ভালোই।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৬

সোনাগাজী বলেছেন:


বাংগালীরা নিজ পায়ে কুঠার মারার জাতি।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০১

Imran Khan 017 বলেছেন: দেখি কি হয়!

০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:


ঈদের পরেরদিন রাস্তায় বের হবেন না।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মনে হচ্ছে শেখ হাসিনা নিশ্চিত বি এন পি কিছু করতে পারবেনা। তিনি আবার সরকার গঠন করবেন।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



সরকার তিনিই গঠন করবেন; কিন্তু মানুষের জন্য তিনি কিছু করবেন না, যা করার করবেন প্রশাসন ও ব্যবসায়ীদের জন্য।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: খালি কলস বাজে বেশী- বিএনপির এখন এই দশা চলছে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:


আওয়ামী লীগের অনেক লোক বিএনপি'কে ঠেকানোর জন্য রাস্তায় বের হবে না।

১১| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫০

নতুন বলেছেন: দেশের মানুষ হুজুগে মাতাল হয়। কিছুদিন আগে হুজুগ উঠেছিলো ব্যংকে টাকা নাই দেওলিয়া হয়ে যাবে টাকা তুলে রাখো দেশের বাইরে পাঠাও।

দেশের মানুষ সচেতন না হলে সমস্যা বাড়বে ছাড়া কমবেনা।

বিদেশ থেকে রেমিটেন্সি বাড়ছে, রপ্তানি ধরে রাখতে পারলে সমস্যা কমে যাবে।

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



মানুষ সচেতন হয় শিক্ষিত হয়ে, প্রশ্নফাঁস করে কে কখন সচেতন হয়েছিলো?

১২| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:২১

গেঁয়ো ভূত বলেছেন: "নির্বাচনটি এই বছর করার দরকার ছিলো; কিংবা উহাকে ২০২৪ সালের শেষের দিকে নিয়ে যাওয়ার দরকার আছে।"

বর্তমান সংবিধান অনুসারে কি নির্বাচন ২০২৪ সালের শেষের দিকে নিয়ে যাওয়ার সুযোগ আছে?

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



রিসেশন তো সংবিধান মেনে আসেনি।

১৩| ০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৭

নূর আলম হিরণ বলেছেন: আগামী ফেব্রুয়ারি মার্চেই জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত।

০৫ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:



রিসেশন শুরু হওয়ার আগেই করলেই ভালো হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.