নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

১ জন ব্লগার আমাকে মন্দ কথা বলেছেন!

০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৮



১ জন ব্লগার আমাকে বলদ ও মানসিক ভারসাম্যহীন ডেকেছেন; ব্লগের জন্য ইহা অবশ্য তেমন ভয়ংকর কিছু নয়; ইহার থেকে খারাপ কথা ব্লগে বলা হয়; কিন্তু সমস্যা হলো, ব্লগের একজন দায়িত্বশীল লোক ইহা বলেছেন, সেই কারণে ইহার গুরুত্ব আছে। এই পোষ্ট পড়ার পর, সন্মানিত ব্লগার ভুয়া মফিজ ও জিকোব্লগ বলবেন যে, ইহা যথেষ্ট নয়, ইহার সামনে আরো ২/৪টা বিশেষণ যোগ করার দরকার আছে; সমস্যা নেই।

কিন্তু লোকজন ভুলে যান যে, আমাকে মন্দ কথা বলা মানে নিজ পায়ে কুড়াল মারার সমান; সাম্প্রতিক উদাহরণ হলো ব্লগার জটিল ভাই সাহেব।

আমি নিজকে কিছুটা সোস্যালিষ্ট মনোভাবের মানুষ মনে করি; ব্যবসায়ীরা যখন সবকিছুতে লাভ করতে চায়, সেটা আমার ভালো লাগে না; আমাদের মতো সীমিত আয়ের দেশে সীমাহীন লাভ সাধারণ মানুষকে জীবন থেকে বন্চিত করে চলছে। ক্যাপিটেলিজমে লাভই হলো ধনী হওয়ার মুল উপায়; কিন্তু শিক্ষিত ক্যাপিটেলিষ্টরা অবস্হা বুঝে সবকিছুর উপরে সীমাহীন লাভ করে না; তারা খাবার, শিক্ষা, বাসস্হানের বেলায় কিছুটা নমনীয় হয়।

সম্প্রতি, আমাদের এক ব্যবসায়ী ব্লগার একটা পোষ্ট দিয়েছিলেন, যেখানে উনার একটা দাবী ছিলো, যা কার্যকর হলে উনার ব্যবসাটা আরেকটু ভালো করতে পারে; ব্যবসাটা দীক্ষাশিক্ষা ও সংস্কৃতির সাথে যুক্ত। আমি সেখানে কমেন্ট করেছিলাম যে, সবকিছুতে লাভের সন্ধান করা ঠিক নয়। এতে তিনি মন খারাপ করে ১টা পোষ্ট দিয়েছিলেন; সেই পোষ্টে মন্তব্য করতে গিয়ে ১ জন আমাকে মন্দ কথাটা বলেছেন। ব্লগারদের মন্দ কথা আমাকে হজম করতে হয় সময় সময়; তবে, দায়িত্বশীল লোকজন এগুলো করলে, দায়িত্বটার ওজন কমে যায়; আরো খারাপ দিক হলো, জটিল ভাই হয়ে যাবার সম্ভাবনাও আছে।






মন্তব্য ৬১ টি রেটিং +১/-০

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৪

অনল চৌধুরী বলেছেন: আমার গবেষণা থেকে আমি দেখেছি যে , যাদের বাপ-মা-দাদা-দাদী-স্ত্রী-পুত্র কন্যা ১৪ গুষ্ঠি পাগল এবং যে নিজেও শারীরিক, অর্থনৈতিক, সামাজিকভাবে চরম ব্যার্থ, অসুখী এবং সৃষ্টিশীল কোনো কাজ করতে চরমভাবে ব্যার্থ হয়ে হীনমন্যতার বশবর্তী হয়ে বদ্ধ পাগল হয়েছে, তাদের মধ্যেই অন্যদের পাগল, বলদ ও মানসিক ভারসাম্যহীন বলার প্রবণতা সবচেয়ে বেশি থাকে
৫টা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং বিভিন্ন ক্ষেত্র ও প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার কারণে আমি এরকম অগণিত পাগল দেখেছি।
এই ব্লগেও এরকম কয়েকটা নারী এবং পুরুষও আছে।।
কারণ যে যা , সে সবাইকে সেটা ভেবেই আনন্দ পাবে-এটা্ স্বাভাবিক।
আপনি আবার এটা নিয়ে লিখে সময় নষ্ট করতে গেলেন কেনো !!!

০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:



একটু সময় দিলাম, কারণ গালটা দায়িত্বশীল লোক থেকে এসেছে।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০২

অনল চৌধুরী বলেছেন: কে গালি দিয়েছে? দেখিনি।
লিংক দেন।

০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৯

সোনাগাজী বলেছেন:



থাক, যিনি গালি দিয়েছেন, তিনি বুঝলেই হলো।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৮

নূর আলম হিরণ বলেছেন: কে এমন কথা বলেছে?

০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের লোকজন নিজ "দায়িত্ব"এর কথা মনে রাখেন না।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২২

নেওয়াজ আলি বলেছেন: একজনকে খারাপ কথা বলে আবার খারাপ কথা শুনে কী মজা পায় মানুষ।

০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:




আপনি কিছু সময় বিদেশে ছিলেন; খেয়াল করেছেন, আমাদের মানুষ ক্ষমতা পেলে উহার অপব্যবহার করে।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি এসব নিয়ে সময় দিচ্ছেন কেন?

০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৬

সোনাগাজী বলেছেন:



এটার দরকার আছে; অনেক বাংগালী কথা বলতে জানেন না।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৬

ফ্রেটবোর্ড বলেছেন: মন খারাপ করে আর কি হবে ? এগুলো সব প্রশ্নফাঁস জেনারেশনের মানুষ।
প্রাইমারী লেভেলে পড়ানো হয়েছে কানাকে কানা বলিও না অথচ সব বেমালুম ভুলে গেছে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২০

সোনাগাজী বলেছেন:



আমি মন খারাপ করার মানুষ নই; বলতে চাচ্ছি যে, মানুষ নিজের দায়িত্বের গুরুত্ব বুঝেন না।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: আসসালামু আলাইকুম। কেমন আছেন? কয়েকদিন ব্লগে ছিলাম না। কোথায় গিয়েছিলাম পড়ে বিস্তারিত বলব।

মন্দ লোক মন্দ কথা বলবেই। মন্দ লোকদের কথা সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই।
যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে তাদের জন্য আমার মায়া হয়। কোনো মানুষই শখ করে মন্দ কাজ বা মন্দ কথা বলে না।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:



জটিল ভাই একজন মন্দ লোক ছিলেন, এখন নেই।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ব্লগে একজন আরেকজনকে মন্দ কথা বলা-বলির ঝড় এখনো থামেনি দেখি!!!

আশা করি, আপনি ভালো আছেন।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৪৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি ভালো আছি।
যিনি মন্দ কথা বলেছেন, উনি বেশ সমস্যায় আছেন মনে হয়।

৯| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৮

কাছের-মানুষ বলেছেন: আমাদের দেশের সমাজ ব্যবস্থা এবং কালচার ক্যাপিটালিজম ভয়ংকর প্রভাব ফেলে! আমেরিকায় গলাকাটা ক্যাপিটালিজম হলেও সেখানে সামাজিক এবং কালচারের কারণে অধিকাংশর সম্পত্তির পাহাড় গড়ে পরের প্রজন্মের জন্য রেখে যাবার তাগিদ অনুভব করে না! অনেকে জীবন ভর টাকা জমিয়ে শেষ বয়সে বিভিন্ন ধাতব্য প্রতিষ্টানে দান করে যেটা আমাদের দেশে অসম্ভব, বিল গ্রেটস, জুকার ভাগ এরা প্রচুর অর্থ দান করে! আমি মেডিক্যাল ইউনিভার্সিটির একটি আই রিসার্চে ইন্সটিটিউটে কাজ করি, গত মাসে দেখলাম আমাদের ল্যাবের মিটিং রূপ পরিপাটি করে সাজানো হচ্ছে, আমি কারণ জিজ্ঞেস করাতে আমার আমেরিকান কলিগ বলল আমেরিকার এক রিচ ফ্যামিলি আসবে আজ আমাদের ইনস্টিটিউটে মোটা অংকের মালপানি ডোনেট করার জন্য!

সোশ্যালিজম অচল মাল, কনসেপ্ট সুন্দর কিন্তু কাজ করেনি! নর্ডিক দেশে সোশ্যালিজম-ক্যাপিটালিজমের সংমিশ্রণে চলে ভাল করছে, আমার রাশিয়ান কলিগ বলেছিল নর্ডিক দেশের সমাজ ব্যবস্থাও এখনো পরিক্ষিত হয়নি, ৩০-৪০ বছর পর বুঝা যাবে কেমন চলছে কারণ এটা বেশিদিন হয়নি চালু হয়েছে! অনেকে যখন রিটায়ারমেন্টে যাবে এক সাথে,সামাজিক ব্যানিফিট
বেশী মানুষ পাবে, তখন অর্থনীতি কেমন হয় তখন বুঝা যাবে!

জটিল ভাই সাহেবের কি অন্য নিকে থাকার সম্ভাবনা আছে?

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৫০

সোনাগাজী বলেছেন:


চীনারা ৪০০ বছর খেতে পায়নি, কোরিয়ানরা ওদের মেয়েদের নিয়ে গিয়ে চাকরাণী বানাতো, জাপানীরাও তা করতো; সোস্যালিজম চীনকে এখানে এনেছে, বিশ্বের ২য় বড় অর্থনীতি। ইউরোপে সোস্যালিজম ও ক্যাপিটেলিজমের সমন্ময়ে নতুন অর্থনীতি করছে, ওরা ভালো করছে, ভালো থাকবে।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:২৮

বিষন্ন পথিক বলেছেন: নীরব পাঠক হিসাবে যা বুঝেছি, প্রথম বিশেষণ টা ওই ব্লগের প্রথম কমেন্ট দাতাকে উদ্দেশ্য করে করা হয়েছে, স্বাধীন ব্লগে বোকামি টাইপ লেখা লিখলে ভদ্র ভাষায় অনেকেই 'বোকাসোকা' বলবে না. মানসিক ভারসাম্য তেমন কোনো খারাপ শব্দ নয়. আপনার stubborn বৈশিষ্ট যেখানে আপনি ইউনিক, যার জন্য আপনার সুপরিচিত নিক হারিয়েছেন, সেটার আক্ষেপ হতে বলা হতে পারে। সর্বোপরি আপনাকে ইঙ্গিত করা হয়েছে কিভাবে বুঝলেন? ব্লগে আমাকে কেউ চেনেনা, তাই কারো পক্ষ নেয়ার প্রশ্নই ওঠেনা। যা মনে হয়েছে তাই বললাম। দুঃখিত যদি আমার কথাগুলো খারাপ লাগে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:৩৯

সোনাগাজী বলেছেন:


আমার "চাঁদগাজী" নিকটাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে; যারা আমার ধারণা পছন্দ করেন না, তারা আমার নিকটাকে বন্ধ করার জন্য একটা বড় গ্রুপ তৈরি করেছেন; আমাকে টার্গেট করা হয়েছিলো।

যে সমান্য মন্দ কথা বলা হয়েছে, উহা নিয়ে আমি চিন্তিত নই; আমি চিন্তিত যে, একজন দায়িত্বপুর্ণ লোক উহা বলেছেন; ইহা দায়িত্বহীনতার একটা উদাহরণ।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৪৮

অনল চৌধুরী বলেছেন: চীনারা ৪০০ বছর খেতে পায়নি আপনাকে কে বলেছে ? পারলে সূত্র দেন ।
না জেনে বাপড়ে এধরণের আজব তথ্য দেন জন্যই রাগ হয়।
জেনে রাখেন , ইউরাপীয় ডাকাতগুলি চীনে লুটপাট করতে আসার আগে পর্যন্ত চীন ছিলো পৃথিবীর সবচেয়ে ধনী ও সমৃদ্ধ দেশ। মোহল ভারত ছিলো দ্বিতীয়।
চীনারা কোনোদিন ভারত বা প্রতিবেশী দেশ দখল করতে যায়নি , নিজেদের বিশাল দেশ নিয়ে সন্তষ্ট ছিলো।
ইউরোপীয় আক্রমণের পর থেকেই তারা উগ্র হয়েছে।
তারা রার্মা বা বাংলা দখল করতে সৈন্য পাঠায়নি। কিন্ত শত শত বছর ধরে বাংলায় দূত পাঠিয়েছে।
আনি পড়নে না। তাই এসব আপনার কাছে রুপকথার গল্প।
অতীতে অঅপনি সবা্ইকে পিগমি ,লিলিপুট,ডোডোপাথি বলেছেন।
এজন্য্ এখন কিছু লোক আপনাকে গালি দিচ্ছে । প্রকৃতির নিয়ম অনুযায়ী শাস্তি পাচ্ছেন, যদিও তার নিন্দা করেছি।

০৯ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৪৬

সোনাগাজী বলেছেন:


ডোডো পাখি, পিগমী, , লিলিপুটিয়ান, বলদ; এই ৪টি শব্দের মাঝে কোনটি একজন মানুষকে বললে সেটা মন্দ কথা বলে মনে হবে?

০৯ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৬:১১

সোনাগাজী বলেছেন:



১৬৩০ সাল থেকে চীনের মানুষ দরিদ্র জীবন যাপন শূরু করে; তখন থেকে কয়েক বছর পরপর ভয়ানক দুর্ভিক্ষ হয়ে প্রায় সাড়ে ৩০০ বছর ধরে।

১২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:০৯

নজসু বলেছেন:


শ্রদ্ধেয়, আপনি এসব তুচ্ছ বিষয় নিয়ে ভাবলে মানায় না। মন খারাপ করলেও ভালো দেখায় না। যারা ছোট মনের তারা সবসময় অন্যকে ছোট করার চেষ্টা করবেই। ওদেরকে ছেড়ে দিন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গভীর রাতে আটক করেছে পুলিশ বরং এটা নিয়ে আপনার জমজমাট একটি লেখা আশা করছি।

০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৫

সোনাগাজী বলেছেন:


বিএনপি বাংলাদেশের ২য় বৃহ্ত্তম দল, মির্জা সাহেব রাজনীতি "রা" না'বুঝে সেটাকে চালানোর চেষ্টা করছেন, উনাকে নিয়ে আমি কিভাবে কি লিখবো!
রিজভী সাহেবকে আমার অসুস্হ মনে হয়।

১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: সবাই একই আচ্রনের হবে না, ধরেই কাজ করতে হবে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:


যারা মুখে বড় বড় কথা বলেন, কিন্তু আসলে বড় নন, তাদেরকে চেনার দরকার।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: ১ জন ব্লগার আমাকে বলদ ও মানসিক ভারসাম্যহীন ডেকেছেন; - যথার্থ বলেছে

কিন্তু সমস্যা হলো, ব্লগের একজন দায়িত্বশীল লোক ইহা বলেছেন, সেই কারণে ইহার গুরুত্ব আছে - তাহলেতো ভালোই যথার্থ বলেছে

এই পোষ্ট পড়ার পর, সন্মানিত ব্লগার ভুয়া মফিজ ও জিকোব্লগ বলবেন যে, ইহা যথেষ্ট নয়, ইহার সামনে আরো ২/৪টা বিশেষণ যোগ করার দরকার আছে; - আমারও একই মত; তবে আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ নই, তাই আপনি আমাকে বাদ দিয়েছেন

কিন্তু লোকজন ভুলে যান যে, আমাকে মন্দ কথা বলা মানে নিজ পায়ে কুড়াল মারার সমান; - তাই নাকি?

সাম্প্রতিক উদাহরণ হলো ব্লগার জটিল ভাই সাহেব। - কি হয়েছে উনার?

সেই পোষ্টে মন্তব্য করতে গিয়ে ১ জন আমাকে মন্দ কথাটা বলেছেন। - লিংক দিয়ে দিলে সবার সুবিধা হতো।

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



জটিল ভাই নিজের থেকে পালিয়ে গেছে, অন্য কোন নিকে ম্যাঁওপ্যাঁও করছে হয়তো।

আমাকে যেজন মন্দ কথা বলে, ব্লগারদের কাছে তার গ্রহনযোগ্যতা কমে যায়।

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৩

নাহল তরকারি বলেছেন: আপনি সুন্দর লেখেন।

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:




এগুলো সুন্দর লেখা নয়।

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: জটিল ভাই নিজের থেকে পালিয়ে গেছে, অন্য কোন নিকে ম্যাঁওপ্যাঁও করছে হয়তো। - হতে পারে। জানা নাই।

আমাকে যেজন মন্দ কথা বলে, ব্লগারদের কাছে তার গ্রহনযোগ্যতা কমে যায়। - আপনার গ্রহণযোগ্যতা কতটুকু? আপনি আমার একাধিক পোষ্টে উল্টা পাল্টা মন্তব্য করে ধরা খেয়ে আর কখনও ঐ পোষ্টের দিকে আগান নাই! আপনি বহু আগেই আমার কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন।

০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:




আপনি পোষ্ট পারেন? পারলে, অভিনন্দন।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি পোষ্ট পারেন? পারলে, অভিনন্দন। - আপনি কি বাংলা পারেন? পারলে, অভিনন্দন!

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪২

সোনাগাজী বলেছেন:



আমার বাংলা লোকজন পড়ছেন গত ৭ বছর ধরে।

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! আপনাকে এইসব নোংরা কথায় গালি দিয়েছে???? যিনি বলেছেন ভারী অন্যায় করেছেন। কারণ এই ব্লগে কেবলমাত্র আপনারই অন্যের সম্মান হানি করার অলিখিত অধিকার আছে। এখন আপনার সেই অঘোষিত পেটেন্ট যিনি অস্বীকার করে উল্টে আপনাকে গালমন্দ করছেন তিনি মহা অপরাধ করেছেন। ব্যক্তিগতভাবে আপনি আমাকে যে বিশেষণে ডাকুন না কেন আজ এই বিপদের দিনে আমি আপনার পাশে আছি।যদি ক্ষতস্থানে তৈল মর্দন করতে হয় তাহলে তেলের ডিলার হিসেবে আপনাকে সে সেবা দিতে আমি প্রস্তুত। এমনকি যদি কান্না করে সাগর ভাসাতে চান তাহলেও আপনি আমাকে আপনার এই দুর্দিনে পাশে পাবেন। দেখুন বেশি ট্যারা ব্যাকা কথা করবেন না।বিপদ বলে কথা!আর যদি তা করেন তাহলে আমি কিন্তু আপনার অপনেন্টে গিয়ে কান্না করবো। আপনার দুক্কু আমি সইতে পারছিনা। :)

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



দাদাদের সাথে ভাষা ছাড়া আমাদের আর কোন কোন মিল নেই।

১৯| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:৫১

অনল চৌধুরী বলেছেন: ১৬৩০ সাল থেকে চীনের মানুষ দরিদ্র জীবন যাপন শূরু করে; তখন থেকে কয়েক বছর পরপর ভয়ানক দুর্ভিক্ষ হয়ে প্রায় সাড়ে ৩০০ বছর ধরে। - দুর্ভিক্ষ শাহজাহান ও বৃটিশদের সময় সোনার বাংলায় ও ভারতেও হয়েছিলো। কিন্ত সেজন্য গোটা দেশ গরীব হয়ে যায়নি।
চীনেও তাই।
চীনারা গরীব হলে বৃটেন-ফ্রান্স, এ্যামেরিকা, জাপান -৮ দেশ মিলে চীন দখল করতে যুদ্ধ করেছিলো কেনো ????
আফিম খাইয়ে সম্পদ লুট করতো কেনো????
আপনার পড়াশোনার অবস্থা দিন দিন মধ্যপ্রাচ্যের প্রবাসী শ্রমিকদের মতো হয়ে যাচ্ছে।
দাদাদের সাথে ভাষা ছাড়া আমাদের আর কোন কোন মিল নেই। এক ধর্ম ছাড়া খাওয়া-দাওয়া, চলাফেরা সবদিক দিয়ে দাদাাদের সাথে আমাদের মিল আছে। কারণ আমরা সবাই বাঙ্গালী।
আপনি দাদাকে অতীতে তেলের ড্রাম বলেছিলেন।
তারপরও তিনি আপনার পক্ষে কথা বলেছেন।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:১৯

সোনাগাজী বলেছেন:



দাদারা উত্তরকে দক্ষিণ বলে।

২০| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:২৪

ঈশ্বরকণা বলেছেন: হা হা হা ---You are a lucky dog ! 'বদ্দা আঁরতুন অনের হথাবাত্রা ব্লগে ত গম ন লা'র' বলে যে মডারেটর কুলুর ঘানি শিল্পের ডোমেস্টিক এনিমালটার মতো আপনার এই নিকটাকেও ডমিস্টিকেটেড করে দেয় নি মানে খোয়াড়ে ভরে দেয় নি আরো পরিস্কার করে বললে এই নিকটাকেও সুলেমানি ব্যান করে দেয়নি তাতেওতো একটু শুকরিয়া করতে পারেন! একটা কমেন্টেই কেউ একজন আপনাকে মন্দ কথা বলছে বলে কেঁদে কেটে স্থায়ী পোস্ট দিতে হলো ! অন্য অনেক ব্লগারইতো অনেক দিন থেকেই ব্লগে আপনার আপত্তিজনক ভাষার ব্যাপারে বলছে। একটু তুলনা করুন আপনার ভাষার সাথে আপনাকে বলা কথাটা কতটা আপত্তিজনক ! আপনি অবশ্য সেটা কখনো বুঝতে পারবেন না বলেই আমার ধারণা। কেন সেই ধারণা হয়েছে সেই কারণটাও আমি মডারেটরকে বলেছি অনেক দিন আগেই !

১০ ই ডিসেম্বর, ২০২২ ভোর ৪:০৪

সোনাগাজী বলেছেন:



আপনার ছেলেমেয়েদের সাথে গল্প করতে পারবেন যে, চাঁদগাজীর সাথে ব্লগিং করেছেন।

২১| ১০ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৮

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: আমাকে যেজন মন্দ কথা বলে, ব্লগারদের কাছে তার গ্রহনযোগ্যতা কমে যায়।
সমস্যা তো এখানেই আপনি নিজেকে সবজান্তা শমসের আলী বলে মনে করেন। বিশাল বারে খাঁ। এই হাম্বলী ভাবটা কখনও গেলো না বলেই আপনার পিছনে অনেকেই লাগে। নিজেকে একটু সংশোধন করার চেষ্টা করেন আর কত দিন? অনেককেই অপমানিত করবেন আর নিজে অপমানিত হবেন এই অবস্থার কি পরিবর্তন সম্ভব নয়?

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



শমসের বলছেন কেন, আমার লেখা আপনার থেকে ভালো কিনা, সেটা দেখেন!

২২| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০৬

রেজাউল৮১ বলেছেন: "জটিল ভাই নিজের থেকে পালিয়ে গেছে, অন্য কোন নিকে ম্যাঁওপ্যাঁও করছে হয়তো। "
আমার মনে হয় উনি এখন কাল্পনিক ভালবাসা নিক থেকে ম্যাওপেও করতেছেন, কারণ দুজনের লেখা একই রকমের; মুরুব্বিদের প্রতি কোন শ্রদ্ধা ভালোবাসা নাই।

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:২৯

সোনাগাজী বলেছেন:



আপনি ও অনেকেই প্রশ্নফাঁস জেনারেশনের লোকজন, সবই সম্ভব।

২৩| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১১

রেজাউল৮১ বলেছেন: আপনাকে যারা বলদ এবং মানসিক ভারসাম্যহীন বলেছেন তাদের ফাঁসি চাই

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩০

সোনাগাজী বলেছেন:



ফাঁসি দেয়ার দরকার নেই; তবে, এসব লোক আমাকে নিয়ে সমস্যায় ভোগে।

২৪| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩২

রেজাউল৮১ বলেছেন: অন সেকেন্ড থট ব্যাপারটা অন্যভাবে দেখা যায়। যারা সকালে ধর্মে থাকে বিকেলে জিরাফে থাকে তারা ভারসাম্য বজায় রাখে। আপনি সকালে পিগমির সাথে থাকলে বিকেলেও পিগমির সাথে থাকেন। ভারসাম্য বজায় রাখার মতো জঘন্য কাজ আপনি করেন না।
আর সম্ভবত বস বলতে যেয়ে ভুল করে বস ইন্ডিকা বলে ফেলেছে। আপনি মাইন্ড খাইয়েন না।

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



ব্লগিং করতে তো পারবেন না, আমার লেখায় ঘুরে বেড়াবেন

২৫| ১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৫

কাঁউটাল বলেছেন: আপনাকে "বলদ" বলছে? :)

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩১

সোনাগাজী বলেছেন:


আমাকে বলদ বলে উনি নিজেই সমস্যায় আছেন।

২৬| ১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৯

রেজাউল৮১ বলেছেন: এরপরেও যদি মাইন্ড খাইয়ে থাকেন তাহলে বলব অনল চৌধ্রীর সাথে যোগাযোগ করে আন্তর্জাতিক আদালতে মামলা করেন। অধল চৌধ্রী জ্ঞানী লোক। উনার লেখা " আজ আমি পাড়ার মেয়ে" বইটা পড়ে আমি আবেগে ভেসে গিয়েছিলাম। ওনাকে আপনার পাতায় দেখে খুব ভালো লাগে। আপনার ব্লগপাতা হল জ্ঞানের সমাহার।

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

সোনাগাজী বলেছেন:



আমাকে বাকীরা ব্লগারেরা চেনেন, আপনাকে কেহ চেনেন কিনা?

২৭| ১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:১৭

রেজাউল৮১ বলেছেন: "যারা মুখে বড় বড় কথা বলেন, কিন্তু আসলে বড় নন, তাদেরকে চেনার দরকার।"
আপনি কয়েক দিনের জন্য বেলজিয়ামে থেকে ঘুরে আসেন । আমেরিকাতে হয়তো পাওয়া যায় না, কিন্তু বেলজিয়ামে খুব ভালো আয়না পাওয়া যায়।

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৬

সোনাগাজী বলেছেন:


আমি ইউরোপ দেখছি, আপনি ভাগাড়েই থাকবেন।

২৮| ১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি কোনোদিন কোন ব্লগার কে মন্দ কথা বলেছেন ?

১৫ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



না, বলিনি।
আপনাকে কখনো বলেছিলাম?

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মন্দ কথা বলেননি। তবে একটা মন্তব্যে কষ্ট পেয়েছিলাম। মন খারাপ করেছিলাম।
আসলে আপনার মন্তব্যের ধারায় এমন।


বিজয়ের শুভেচ্ছা নিই। ভালো থাকবেন। আজ ঢাকাতে বেশ শীত।

১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১০

সোনাগাজী বলেছেন:



আমার মন্তব্যে অনেকেই কষ্ট পেয়েছেন; কারণ, আমি লেখা পড়ে, লেখাকে মনে রেখে মন্তব্য করে থাকি?

৩০| ১৬ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
নাহ। আমার ক্ষেত্রে তেমন হলে মন খারাপ বা কষ্ট পেতাম না।
বাদ দিন। আমি আপনাকে শ্রদ্ধা করি। শ্রদ্ধা করি বলেই ওটা নিয়ে ভাবি না।

৩১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২৯

সোনাগাজী বলেছেন:


ঠিক আছে, বাদ দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.