নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আজকে ব্রাজিলের খেলার পরপরই দেশ চলবে বেগম জিয়ার হুকুমে!

০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬



আজকে ব্রাজিলের খেলার পর, টেলিভিশনের সংবাদের প্রতি খেয়াল রাখবেন, ১০ তারিখ থেকে দেশ বেগম জিয়ার হুকুমে চলার কথা আছে।

বেগম জিয়া বিএনপি'র সেক্রেটারীর পদটা তারেক জিয়াকে দিতে চেয়েছিলেন, সেজন্য তিনি মির্জা ফখরুলকে ৫ বছর 'অস্হায়ী সেক্রেটারী' করে রেখেছিলেন। মির্জার ধৈর্যের অভাব ছিলোনা, অভাব ছিলো মগজের, তিনি যে রাজনীতি বুঝেন না, সেটা বেগম জিয়াও বুঝতে পেরেছিলেন। বেগম জিয়ার দরকার ছিলো, পদটি ছেলের জন্য ধরে রাখতে হলে, সেখানে একটা কলাগাছ রোপন করে উহাকে দখলে রাখা; অন্য কাউকে দিলে উহা বেদখল হয়ে যাবে।

যাক, ছেলে আসতে চাহেনি, সে আরো বড় পদের অপেক্ষায় ছিলো; তাই, বেগম জিয়া অবশেষে মির্জাকে পদটি দিয়েছেন; পদ পেয়ে মির্জা খুশী; কিন্তু মির্জা আগের মতোই আছেন; রাজনীতি উনাকে কোনদিন ছুঁতে পারেনি। তিনি রাজনীতি করছেন শেখ হাসিনার রাজত্বে, উনার লোকজন বলে বেড়াচ্ছে, ১০ তারিখ থেকে দেশ চলবে বেগম জিয়ার হুকুমে; ইহা রাজনীতি হলো?

আগামীকাল ১০ তারিখ, বুঝা যাবে দেশ কার হুকুমে চলে; তবে, মির্জা সাহেব যে হাজতে আছেন, উহা নিশ্চয় বেগম জিয়ার হুকুম নয়,সেটা মির্জা সাহেবের কাছে পরিস্কার!

বিএনপি'র কিছু লোকজন বেগম জিয়াকে জেলে পাঠাতে চাচ্ছে পুনরায়, উনি পেরোলে আছেন, ইহা অনেকের সহ্য হচ্ছে না; '১০ তারিখ থেকে দেশ বেগম জিয়ার হুকুমে চলবে' বলাতে, ও অকারণে ঢাকায় তান্ডব করায় বেগম জিয়াও আবার জেলে যাবেন, যথসম্ভব।

দলের লোকজন কি বলবে, কি বলা উচিত, সেটার ররূপরেখা দেয়ার কথা দলের সভাপতি ও সেক্রেটারী; সভাপতি থাকেন লন্ডনে, সেক্রেটারীকে কেহ ২ পয়সা দাম দেয় না, যার যা ইচ্ছে বলে যাচ্ছ, করে যাচ্ছে, ইহা রাজনীতি? সেক্রেটারীকে দুবাইতে থাকতে দিলে সভাপতির সাথে উনার যোগাযোগ বাড়বে।

বিশ্ব বদলে গেছে, ইউরোপ, জাপান, ইসরায়েলকে দেখে রাজনীতি শেখার সময় হয়েছে; রাজনীতি করতে হয় মানুষের জন্য, ইহা বাংগালীদের মাথায় কোনভাবে ঢুকছে না। দলের কনভেনশন করার কথা বড় হলে, অডিটোরিয়ামে; কিন্তু লিলিপুটিয়ানরা উহা করতে চাচ্ছে রাস্তায়! এগুলো কি রাজনীতিবিদ, নাকি রাজনীতির টোকাই?


মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২০

গেঁয়ো ভূত বলেছেন: সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সুযোগ হাতছাড়া করে মনে হয় বিএনপি একটা ভুল সিদ্ধান্ত নিলো। আপনার কি মনে হয়?

০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:



বিএনপি কোন ভুল করছে না, শুধু দলটিকে রাখাই বড় ভুল; ইহা শেখ হত্যার স্মৃতি।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: যমুনা টেলিভিশন দেখাচ্ছে বি এন পির লোকজন গোলাপবাগ মাঠে জড়ো হচ্ছে , সত্যি কিনা জানিনা । হয়ত আতাত হয়ে গেছে ।



রাস্তা বন্ধ করে মিটিং কখনই পছন্দ নয় আমার । সোহরাওয়ারদি মাঠও বন্ধ করে ঢাকা স্টেডিয়াম চালু করতে হবে ।

০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

সোনাগাজী বলেছেন:


বিএনপি হলো বিশ্বাসঘাতকদের নির্মিত মিলিটারীর স্মৃতিষৌধ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০০

তানভির জুমার বলেছেন: শেখ সাহেব কে হত্যা করাছিল বাঙ্গালীদের জন্য একটা ট্রাজেটি, এই পাপের প্রায়শ্চিত্ত মানুষ করেছে এবং করছে।

পাকি হানাদারদের মত আশে-পাশের লাইট বন্ধ করে মির্জা ফখরুল কে গ্রেফতার করে। গতকাল কাল ঢাকা থেকেই ৬০০ জন গ্রেফতার করে। গতকাল ঢাকার ওয়ারীতে ছাত্রদল নেতা কে বাসায় না পেয়ে তার বয়স্ক পিতা কে পিটিয়ে হত্যা করে। আবার এই আওয়ামীলিগই তাদের সমাবেশে বিরোধী দলের মানুষ পিটিয়ে আধমরা করে অত:পর তার উপর নিত্য করে পুরো মৃত্যু নিশ্চিত করে। ক্ষমতায় আসার পর গত ১৫ বছর ধরে গুম-খুনের রজত্ব কায়েম করেছে। এইসব পাপের প্রায়শ্চিত্ত কি আওয়ামীলিগ করবে না?

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫১

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা কি দেশ চালানোর কথা ছিলো? কে সেই পথ রচনা করেছিলো?

৪| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: টাইম ম্যাশিনে পড়ে বিএনপি অতীতে চলে গিয়েছিল। এখন তাদের রাজনীতির শৈশব চলছে বলে মনে হয়।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪১

সোনাগাজী বলেছেন:


মিলিটারী ওদেরকে সাহায্য করলে, ওরা ক্ষমতায় যেতে পারবে; রাজনীতি ওরা বুঝার কথা নয়; এমন কি বাংগালীরা ইহা কোনকালে বুঝবে না, উহা কঠিন বিষয়।
শেরে বাংলা ও মাওলনা রাজনীতি বুঝতেন; শেখ সঠিক রাজনীতি না'বুঝাতে অকালে প্রাণ হারায়েছিলেন।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৮

Meheraj_ahmed বলেছেন: এই দুঃসময়ে যারা ফ্যাসিবাদীদের পক্ষ নিবে তারাই এদেশের কুলাঙ্গার সন্তান

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, আপনি বাঘের বাচ্চা

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি গোলাপবাগের মত ছোট মাঠ বেছে নিল।
যেখানে মানুষ গায়ে গায়ে লেগে আঁটসাঁট করেও ১০ হাজারের বেশি থাকা সম্ভব না। (গুগল ম্যাপের এনালাইসিস)
কিন্তু বলা হবে ১০ লাখ।

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:




ওরা ১০ লাখ বললে আপনি ১০ জন বলবেন। শেখ হাসিনা যদি মানুষকে চাকুরী দিতেন, পড়াতেন, তা'হলে বিএনপি নামের দলও থাকতো না।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখের বেটি কিছুটা হলেও রাজনীতি বুঝেন বলে মনে হয়। আপনি এ বিষয়ে কি মনে করেন?

০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৬

সোনাগাজী বলেছেন:



রাজনীতি বুঝলে শেখ হাসিনা জে: জিয়ার পথে যেতেন না, বসুন্ধরা, আলম ব্রাদার্স, শিকদার ব্রাদার্স গং দেশকে গিলতে পারতো না; টং দোকানের মতো মোড়ে মোরে প্রাইভেট ইউনিভার্সিটি হতো না; মানুষের জন্য চাকুরী সৃষ্টি করতেন; উনি রাজনীতি জানেন না, কৌশল জানেন।

৮| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম,,,,,

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৮

সোনাগাজী বলেছেন:


আপনি আছেন? প্রোপিটা বদলায়ে ব্লগিং শুরু করেন, মানুষ ও দেশের কথা লিখেছেন।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রধানমন্ত্রী কৌশল বুঝেন- আপনার এ মূল্যায়নটি ভালো লেগেছে।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯

সোনাগাজী বলেছেন:


উনি যেভাবে টিকে আছেন, এগুলো রাজনীতি নয়; উনার টিকে থাকার জন্য মুল্য দিচ্ছে স্বাধীনতাকামীরা; উনার সময় আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে লাঠিয়ালের দল হয়ে গেছে, ক্ষমতা চলে গেছে দুষ্ট সেক্রেটারীদের ও ডাকাত ব্যবসায়ীদের হাতে।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাদের হাতে বিকল্প নেই। বিএনপির পক্ষে কথা বলার মত লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রধানমন্ত্রী ডাকাত সামলাতে পারলে তাঁকে ধন্যবাদ দেব। ডাকাতরাই একবার তাঁর বাবাকে ডুবিয়েছে। তিনিও কি আবার তাদের খপপরে পড়লেন?

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:


বিএনপি হচ্ছে আইয়ুব-< ইয়াহিয়া-<জিয়া-<এরশাদের ধারাবাহিকতা; দেখছেন, বার্মার অবস্হা কি?

শেখ হাসিনা শুধু নিজের সরকারকে টিকিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছেন, মানুষ উনার ভাবনার ২য় লেভেলে আছে।

১১| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি গোলাপবাগের মত ছোট মাঠ বেছে নিল।
যেখানে মানুষ গায়ে গায়ে লেগে আঁটসাঁট করেও ১০ হাজারের বেশি থাকা সম্ভব না। (গুগল ম্যাপের এনালাইসিস)
কিন্তু বলা হবে ১০ লাখ।
০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫২ ০
লেখক বলেছেন:




ওরা ১০ লাখ বললে আপনি ১০ জন বলবেন। শেখ হাসিনা যদি মানুষকে চাকুরী দিতেন, পড়াতেন, তা'হলে বিএনপি নামের দলও থাকতো না।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



উনার বাবার কবরের উপর জিয়া বিএনপি গঠন করেছিলো, সেটা উনার মগজে পৌঁছেনি আজো।

১২| ১০ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৯

নূর আলম হিরণ বলেছেন: আমি একথা অনেকবারই বলেছি যে, দেশে সুশিক্ষিত মানুষের সংখ্যা যত বাড়বে বিএনপি জামাতের সমর্থকও সমানুপাতিক হারে তত কমবে।

১০ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৯

সোনাগাজী বলেছেন:



মন্ত্রী নাহিদ ১০ বছরে একটা জেনরেশন দিয়ে গেছেন, প্রশ্নফাঁস জেনারেশন; ৫২ বছরে চাইনীজ রেষ্টুরেন্ট থেকে বেশী বেড়েছে প্রাইভেট ইউনিভার্সিটি।

১৩| ১০ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৩২

রাজীব নুর বলেছেন: আজকের ঢাকা শহরটি বড় অদ্ভুত।
রাস্তায় কোনো জ্যাম নেই। কোলাহল নেই। দোকানপাট বেশির ভাগ বন্ধ।
এমনকি গলির মোড়ে মোড়ে ভ্যানে করে আজ সবজি বা মাছ বিক্রি হচ্ছে না।

ঢাকা শহর দেখে মনে হচ্ছে সবাই ঈদের ছুটিতে গেছে।

১০ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪০

সোনাগাজী বলেছেন:



বিএনপি'র ১ সভার কারণে ঢাকা বন্ধ, ওরা শক্তিশালী হলে পুরো দেশ বন্ধ হয়ে যাবে।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ২০০৪ সালে আবদুল জলিলও এরকম এক তারিখ(৩০ এপ্রিল) দিয়ে সরকার পতনের ঘোষণা দিয়েছিল। কিন্তু তারেক আর কোকো সেদিন হাওয়া ভবনের সামনে ক্রিকেট খেলে কাটিয়ে দেয়। বিএনপি যে এরকম বলদামি করবে ভাবতে পারিনি। অবশ্য ক্ষমতা হারালে এমনই হয় হয়তো বা...

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৪

সোনাগাজী বলেছেন:



বেগম জিয়া মুল্য দিচ্ছেন।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৫

সোনাগাজী বলেছেন:



জলিলকে কৌশলে বের করে দেয়া হয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.