নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জে: জিয়া বলেছিলেন, রাজনীতিকে কঠিন করে দেবেন

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২২



জে: জিয়া যা বলেছিলেন, উহা না বুঝেই বলেছিলেন, রাজনীতির জন্য তিনি ছিলেন ২ দিনের বৈরাগী; তিনি জাতীর রাজনীতিকে কঠিন করেননি, তিনি উহাকে ধ্বংস করে গেছেন; দুরে যেতে হবে না, উনার পুত্র ও স্ত্রীর রাজনীতি দেখলেই উহা পরিস্কার হয়ে যাবার কথা; আবার, ইহার বাইরে আছে জামাত, জাপা, এমন কি আওয়ামী লীগ! উনি রাজনীতিকে এমন যায়গায় নিলেন যে, রাজাকারেরা পাকিস্তান থেকে ফিরে এসে, আবার জামাত শুরু করলো, আওয়ামী লীগ ৩ ভাগে বিভক্ত হলো, ক্যান্টনমেন্টে আরো ১টি রাজনৈতিক দলের জম্ম হলো, জাপা; এখন রাজনীতি করে মানুষ চোর ও ডাকাত হিসেবে পরিচিতি পাচ্ছে।

মুক্তিযুদ্ধ করায় উনাকে সামান্যতম সময়েই মেজর থেকে জেনরেল করা হয়েছিলো, সময় যে মানুষের জীবনের উপর প্রভাব রাখে, উহা যে ১টা ফ্যাক্টর, সেটা বুঝার সময় তিনি পাননি। তিনি উনার গুরু আইয়ুব খানের পদচিহ্ন ধরে, বাংগালীদের স্বপ্নের দেশকে দখল করে মগের মুল্লুক বানায়ে গেলেন। উনার গুরু বৃটিশের জেনারেল ছিলো, ১০বছর পাকিস্তান চালায়ে সরে পড়ে ছিলেন, কমপক্ষে প্রাণ হারাননি, বেঁচেছিলেন; জিয়া প্রানেও বাঁচতে পারেনি। জেনারেল জিয়া যেই পথে নেমেছিলেন, সেই পথ থেকে ফেরার পথ ছিলো না, উনি উহার শেষ অবধি পৌঁচে গেছেন।

তিনি বেঁচে থাকলে নিজের কৃতকার্যের ফল কিছুটা দেখে যেতে পারতেন; হয়তো, শেখ হাসিনাই উনার বিচার করতেন; তখন নিজের বাক্যটির অর্থ বুঝতে পারতেন। তিনি চলে গেছেন, কিন্তু জাতিকে কক্ষচ্যুত করে গেছেন; শুধু দেশবাসী যে মুল্য দিচ্ছেন, তা'নয়, উনার পরিবারও কিছুটা মুল্য পরিশোধ করেছেন।

রাজনীতি করার কথা যারা দেশকে, জাতীকে ভালোবাসে, যাদের জ্ঞান আছে, মান আছে। বাংগালীদের বড় অংশ দেশকে ভালোবেসেছিলেন, সেইজন্য ১৯৭১ সালে পাকিস্তানের বিপক্ষে প্রত্যেকেই নিজের অবস্হান থেকে যুদ্ধ চালিয়ে গেছেন। যারা দেশ চাহিনী, জিয়া তাদেরকে নিয়ে দল গঠন করেছিলেন; ইহা কি কি রাজনৈতিক দল ছিলো, নাকি দেশকে মগের মুল্লুকে পরিণত করার অশুভ শক্তি ছিলো? তিনি রাজনীতিকে কঠিন করে যাননি, রাজনীতিকে ধ্বংস করে গেছেন, নিজেও ধ্বংস হয়েছেন।



মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার একটা প্রশ্ন?

দেশ চালাবার মত দেশে কি আর কেউ নেই? নাকি সব একাত্তরে মৃত্যবরণ করছেন?

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:


এখন দেশের রাজনৈতিক দলগুলোতে রাজনীতিবিদের বদলে ক্রিমিনালরা আছে; দেশ চালানোর মতো লোক নেই। শেখ হত্যা করে মিলিটারী দেশকে ভুলপথে নিয়ে গেছে। ১৯৭১ সালে সবাই মরেনি, মরেছে ১৯৭৫ সালে।

২| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৫

হরিরাম বলেছেন: কেমন আছেন ? এই সব টপিক নিয়ে না লিখে গল্প কবিতা লেখা শুরু করেন

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



ব্লগে পদাধিকার বলে এক গল্পকার আছেন, আমি সুবিধা করতে পারছি না।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: মজার খবর হলো, আমার লেখা কেউ পড়ে না। বুস্ট করেও পড়াতে পারি না।

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

সোনাগাজী বলেছেন:




আমার মতে, আপনি লন্ডনের প্রবাসী বাংগালীদের জীবন নিয়ে লিখলে, মানুষ আগ্রহ নিয়ে পড়তেন।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

শাহ আজিজ বলেছেন: জিয়ার ব্যাপারে আমি একমত আপনার সাথে কিন্তু জাতির পিতা ৩ বছরে দেশকে কোনদিকে নিয়েছিলেন ?

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

সোনাগাজী বলেছেন:


আমাদের জাতির পিতাটা অন্য জাতির পিতা থেকে কিছুটা কম-জ্ঞানী ছিলেন; তিনি ৩ বছর নিজের দলের লোকদের নিয়ে চেষ্টা করে ফেল করলেন; জাতির পিতার উচিত ছিলো পুরো জাতিকে নিয়ে চেষ্টা করা।

পরে সবাইকে নিয়ে চেষ্টা করার জন্য "বাকশাল" করেছিলেন। বাকশালে সমাজতন্ত্র ছিলো বিধায় সিআইএ আমাদের মিলিটারী অফিসারদের কিনে উনাকে আলেন্দের মতো সরায়ে দিলো।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জাতে বাংলাদেশি লিখতে চেয়েছিলাম, পর ফিকশন করেছি ইচ্ছা করে। এখানে বেশি ঝামেলা। বাস্তবতা বেশি তিক্ত। কালো টাকার খেলা বেশি।

আমার মেয়ে নাতনিদের জন্ম এখানে, আমিও ১৩ বছর বয়সে এখানে এসেছিলাম। আপনি যা চাইছেন তা আমি পারব না।

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:


আজকের সাহিত্যে সমকালীন মানুষের জীবনভাবনা থাকতে হয়।

আমাদের ব্লগের গল্পকারেরাও তেমন সুবিধা করতে পাছেন না; এরা কোথাকার এলিয়েন, ফেলিয়েন, ভুত-পরী নিয়ে কিসব লেখেন! একজন অবশ্য "কুকুরের লেজ সোজা" করার গল্প লেখে কিছুটা খ্যাতি অর্জন করেছেন।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

হরিরাম বলেছেন: বিএনপি বরাবরই খুবই একটা ভালো ও জন প্রিয় দল। সমস্যা হলো বিএনপি ক্ষমতায় থাকা কালিন সময় আপনাদের যদি কিছু মালপানি ভাগ করে দিতো তাহলে আপনিও বিএনপির পক্ষেই থাকতেন। :)

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:



সেটা অবশ্য ঠিক বলেছেন, তারা মালপানি একা খেয়েছে, আমাকে দেয়নি; যা দেয়ার বেগম জিয়া ও তারেককে দিয়েছে! এখন মালপানি আওয়ামী লীগ দখল করেছে; তারাও আমাকে দিচ্ছে না; আপনি ইহার বিহিত করেন।

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগ আপনাকে জন্ম দিয়েছে মাত্র ৪১ মিনিট আগে, এত কম বয়সে আপনি লিখতেও শিখে ফেলেছেন?

৭| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি যা পড়তে চাইছেন তা হয়তো আমি পারব না। এখানের জীবন আসলে কাল্পনিক পর্যায়ের। পড়ার জন্য এবং কাজে জন্য যারা আসে ওরা বিপাকে পড়ে। এদের জীবন নিয়ে লেখার মত তেমন কিছু নেই। আর ইউরোপ থেকে যারা এসেছেন তাদের নিয়েও লেখার তেমন কিছু নেই। বিয়ে করে যারা এসেছে তাদের নিয়েও না। আমার মত যারা আছে তাদের নিয়েও না, আর তার কারণ হলো অন্যরা সত্য মিথ্যায় গল্প বানিয়ে বলবে। আমার মতরা নিজেকে নিয়ে ব্যস্ত।

জাতে বাংলাদেশি চাইলে কিছু পড়তে পারবেন। আবার রিরাইট করেছি। কয়েক পৃষ্টা পড়ে মতামত দিলে উপকৃত হব।

চাইলে এখানে লিংক দেব।

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮

সোনাগাজী বলেছেন:



ঠিক আছে, লিংক দিলে হবে; সময় করে পড়ে দেখবো।

৮| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লিংকিং করা যায় না


লিংক কপি পেস্ট করতে হবে হয়তো

https://mohammedabdulhaque.files.wordpress.com/2022/11/jate_bangladeshi-2.pdf

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৯

সোনাগাজী বলেছেন:




ঠিক আছে।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

শাহ আজিজ বলেছেন: একদলীয় শাসন যখন পরিত্যাক্ত হচ্ছে তখন বাকশাল আরও বিপদ ডেকে আনত । ৭৪ সালে জাতীয়করন করা শিল্প কারখানা এখনও ধ্বংসের আলামত হিসাবে উজ্জ্বল । জেঃ জিয়া নিজের অফিসারদের হুমকি মোকাবেলায় নিজের প্রান দিলেন । সুচনার এই দুই নায়ক প্রশাসনিক কিছুই বুঝতেন না ( আমি বিদেশি সংবাদের অল্প একটু উচ্চারন করলাম ) আর যে কারনে জাতিকে অনেক মুল্য দিতে হয়েছে । সেই বাংলাদেশ কিন্তু খুড়িয়ে খুড়িয়ে বেশ টিকে গেছে । দেশ বিরোধী শক্তিকে সাইজ করতে না পারার ব্যার্থতা তাদেরই ।

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:


এটাকে কি টিকিয়ে থাকা বলে? ৫২ বছরে কত কিশোরী চাকরাণী ও ঝি'তে পরিণত হয়েছে? ওরা আপনার মেয়ের মতো, ড: কামাল হোসেনের মেয়ের মতো জীবন পেয়েছে? ওদের চেহারার, ওদের গঠনের ভারতীয় মেয়েরা পুরো আমেরিকার আইটি চালু রেখেছে, জীবনকে উপভোগ করছে।

বাকশাল তো একদল ছিলোনা, বাংলার সব দল ছিলো ওখানে; ছিলো না শুধু ছাত্রলীগ থেকে হওয়া "জাসদ"; জাসদ কি জিনিষ এখন তো বুঝতে পেরেছেন।

১০| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৩

শাহ আজিজ বলেছেন: এটাকে কি টিকিয়ে থাকা বলে? ৫২ বছরে কত কিশোরী চাকরাণী ও ঝি'তে পরিণত হয়েছে?


আমি খুড়িয়ে বলেছি যার উত্তর আপনার কাছেই পেলাম । আমাদের সম্পদ ১ কোটি দাস । ধান চাল হয় বলেই আমরা টিকে আছি । শিক্ষায় বিনিয়োগ একদম নেই । ভারতের শিক্ষায় বিনিয়োগ ছিল বলে আই টি সেক্টর ধরে ফেলেছে । চীনে কোটি কোটি আই টি বেকার বিনিয়োগটা বেশি বলে । অবশ্য ওদের জনসঙ্খ্যা এত বেশি যে কেউই এর সমাধান দিতে অক্ষম । আমি মানতে রাজিনা যে বাকশাল একটি সভ্য পন্থা ছিল ।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:১৯

সোনাগাজী বলেছেন:



শেখের রাজনীতি থেকে ২টা কার্যক্রম বেরিয়ে এসেছিলো: (১) ৬ দফা, ইহার ভিত্তিতে দেশ আলাদা হয়েছে (২) বাকশাল, ইহার ফলে উনার মৃত্যু হয়েছে।

বাকশাল ফেল করলে, সবাই একযোগে ফেল করতো, আবার পথ খুঁজতো; কিন্তু বিএনপি-জামাত, বেগম জিয়া-তারেক, প্রশাসন মিলে যে ডাকাতীর সুচনা করে গেছে ইহা ঘটতো না।

১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:


আমাদের দাসের সংখ্যা ১০ কোটী: ৯ কোটী কৃষিতে, ১ কোটী আরব, মালয়েশিয়া, আফ্রিকা ও ইউরোপে (বেআইনীভাবে থাকা )।

১১| ১০ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪০

তানভির জুমার বলেছেন: এখন ছাত্রলীগ মানুষ কে ধরে ধরে মোবাইল চেক করে। আওয়ামী বিরোধী কোনকিছু পেলে পিটিয়ে পুলিশে হাতে দেয়। মানুষ কেন আওয়ামীলিগ কে ঘৃনা করে এখানে তারকিছু ছবি আছে। গতকালের ঘটনা এদের বাবার বয়সী হবে সাধারণ লোকটা।

১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ৩:২১

সোনাগাজী বলেছেন:



ছাত্রলীগকে বুঝার জন্য "জাসদ"কে বুঝতে হবে; রাজনীতিতে অপদার্থ ও লাঠিয়ালদের দল ছিলো জাসদ। ইহাই ছাত্ররলীগ। শেখ সাহেবের মৃত্যুর জন্যও ওদের অবদান ছিলো।

১২| ১১ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২৭

আমি নই বলেছেন: উনি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষনা করা প্রথম অফিসার ছিলেন এবং একজন সেক্টর কমান্ডার ছিলেন, এটাই এনাফ। বর্তমানে যা হচ্ছে সেটাওতো মুক্তিযুদ্ধের পক্ষের দাবী করা রাজনৈতিক দলই করতেছে, তাইনা? শুধু প্রেসিডেন্ট জিয়ারে দোষ দিয়ে লাভ কি?

১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৫

সোনাগাজী বলেছেন:




উনার ইতিহাস আছে, উনি পাকিদের বিপক্ষে বিদ্রোহ করেছিলেন, শেখ হত্যা করে জাতিকে ভুল কক্ষে নিয়ে গেছেন, নিজে মরেছেন, এসএসসি ফেল মহিলা, এরশাদ ও শেখ হাসিনাকে জাতির মাথায় উ ঠার মই লাগিয়ে দিয়ে গেছেন।

আপনিও বিখ্যাত মানুষ, লিলিটারী সরকারের সাপোর্টার।
unction at() {
[native code]
}

১৩| ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ান - কথাটার ব্যাখ্যা অনেকে করেন এরকম। জিয়া গতানুগতিক রাজনীতিবিদদের মত না হয়ে আরো গণমুখী ও স্বজনপ্রীতি মুক্ত, দুর্নীতিমুক্ত রাজনীতি করতে চেয়েছেন। অনেকটা ট্রাম্পের মত...

১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৭

সোনাগাজী বলেছেন:




তিনি হয়তো চেয়েছিলেন, কিন্তু মিলিটারী অফিসারেরা উনার ভুমিকা জানতো; ফলে, উনার জন্য বাঁচা থাকাটাই সমস্যা ছিলো।

unction at() {
[native code]
}

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩৩

রায়হান চৌঃ বলেছেন: আন্ত রাজনীতি বুঝতে পারে এ রকম কোন নেতা- ক্ষেতা আমাদের দেশে সাধারণত চোখে পড়ে না, যা দেখাযায় তা হলো পাঁ চাটা
আর বিরোধী দল পেটানো। এ কে রাজনীতি না বলে বরং সতীন এর সংসার বলাই শ্রেয়।

কিছু মনে করবেন না...... এদের কে আমি ঐ "হাতা, খুন্তি, ডালগুটুনি, কত্তি, বদনা" বলে ই মনে করি।

১১ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



সবাই লাঠিয়ালের দল, এরা রাজনীতি বুঝতে পারলে, দেশ মগের মুল্লুক হতো না।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

রাজীব নুর বলেছেন: পোষ্টে মন্তব্যের উত্তর গুলো চমৎকার হয়েছে।

কোনোদিন শুনেছেন, বাসে ট্রেনে রাস্তায় মোবাইল চেক করা হয়? আমাদের দেশে হয়। হাসিনা তো মনে হয় পাগল হয়ে গেছে।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৩

সোনাগাজী বলেছেন:



উনি যখন থাকবে না, এসবের জন্য কষ্ট পাবে স্বাধীনতার পক্ষের মানুষজন। ছাত্রলীগকে মুছে ফেলার দরকার।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪১

হরিরাম বলেছেন: ব্লগ আপনাকে জন্ম দিয়েছে মাত্র ৪১ মিনিট আগে, এত কম বয়সে আপনি লিখতেও শিখে ফেলেছেন?

চাঁদাবাজী সাহেব আমার মনে হয় আওয়ামীলীগ আপনাকে জন্ম দিয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



মাওলানা আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন, আমি মাওলানার অনুসারী। আপনি তো বাঘের বাচ্চা!

১৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩১

ইএম সেলিম আহমেদ বলেছেন: ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর আক্রমণ করার পর উনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দি করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।
দিনে কতবার জয় বাংলা হয় আপনার? নাকি ইদানিং বেশি জয় বাংলা হচ্ছে?

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১১

সোনাগাজী বলেছেন:


আপনিও নাকি টিক্কা খানকে বন্দী করে রেখেছিলেন?

১৮| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৬

রানার ব্লগ বলেছেন: জিয়া রাজনিতী কঠিন করেন নাই কলুষিত করেছেন !!!

১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



রাজনীতিকে কলুসিত করেছে, আরবী ও পাকীদের টাকা দিয়ে তলানীর রাজনীতির লোকদের কিনেছিলো; মিলিটারীকেও দ্বংস করে গিয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.