নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সময় হয়েছে, মির্জা ফখরুল ইসলামকে তারেক ও জামাতমুক্ত, স্বাভাবিক রাজনীতি করতে হবে।

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৩



মির্জা ফখরুল ঠিক তারেকের মতো ডাকাত ও মাফিয়া নন; কিংবা জামাত-শিবিরের মতো জংগী ভাবনার মানুষ নন। তবে, উনার রাজনৈতিক জ্ঞান কম; না'হয়, দেশে বিএনপি চালায়ে লন্ডনের নির্দেশের জন্য বসে থাকতেন না। গত ৭ তারিখে যারা পল্টনে সমবেত হয়েছিলো, এদের বেশীরভাগই রাজনীতির লোকজন ছিলো না, এরা ছিলো সন্ত্রাসী বাহিনীর লোকজন।

মির্জা ফখরুলকে সরকার কেন গ্রেফতার করলো? সরকার বলছে উসকানীর জন্য, আসলে উসকানী উনার তরফ থেকে আসছে বলে মনে হয় না, উসকানী দিয়েছে অন্যরা, যারা বলেছে দেশ চলবে বেগম জিয়ার হুকুমে।

শেখ হাসিনার জন্য জাপা ও বিএনপি সমান, শুধু পার্থক্য ছিলো বেগম জিয়া, তারেক ও মিলিটারী; শেখ হাসিনা বেগম জিয়াকে সাইজ করেছেন, বাকী আছে তারেক; মিলিটারী আরামে আছে, মনে হয়। মির্জা ফখরুল যদি তারেকমুক্ত হতে পারেন, মনে হয়, শেখ হাসিনা মির্জা সাহেবকে চলমান রাজনীতিতে স্হান করে দেবেন। যতদিন তারেক বিএনপিকে চালাবে, শেখ হাসিনা বিএনপিকে তাদের মিলিটারী রাজনীতি করতে দেবেন না; একা তারেকের জন্য মির্জা কি উনার রাজনৈতিক জীবনকে কোরবাণী দিতে চান?

মির্জা যদি তারেকমুক্ত হন, তিনি বিএনপি'র বড় অংশের ভোট হারাতে পারেন প্রথমে; কিন্তু মানুষ উনাকে বুঝতে পারবেন; তখন তিনি নতুন ভাষায় কথা বলতে পারবেন, এখন তিনি তারেকের ভাষায় কথা বলছেন, ইহা প্রতিশোধের ভাষা, ইহা মানুষকে বোকা বানানোর ভাষা, মানুষকে মিলিটারী শাসনের গুণগান শোনানোর ভাষা; মানুষ দেখছেন বার্মায় ও মিশরে কি হচ্ছে! মির্জা জানেন যে, মিলিটারী এখন বিএনপি'র সাথে নেই; ফলে, '৯১ সাল কিংবা ২০০১ সাল আর ফিরে আসবে না; এখন মির্জা সাহেবকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় রাজনীতি, না'হয় তারেকের দাসত্ব ও বৃহৎ বিএনপি'র সাময়িক মহাসচিব।

সরকার যখন উনাকে আটক করেছে, উনার সাথে উনার ভবিষ্যত নিয়েও আলাপ হবে নিশ্চয়; শেখ হাসিনার লোকজনও উনার সাথে নিশ্চয় আলাপ করবে। উনার উচিত হবে, তারেক ও জামাতকে বিদায় বলে, মুসলিম লীগের কালচারের বাংগালীদের নিয়ে রাজনীতিতে নেমে পড়া।


মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ২ পরিবার ছাড়া রাজনীতি করে টিকে থাকা যাবে না...

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:




আমার ধারণা, প্রথমে কষ্ট হলেও মির্জা টিকে যাবেন; সরকার-বিরোধীরা একটা প্লাট ফরম চাচ্ছে; কিন্তু তারা তারেকের সাথে যাবে না।

২| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভিন্ন ধারার রাজনীতি করে কেউ আজ পর্যন্ত মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারেনি। বি চৌধুরী পারেনি, মান্না পারেনি, ভিপি নূর পারেনি। সুতরাং ভিন্ন ধারার রাজনীতি নিয়ে ফখরুলও কিছু করতে পারবে না।

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১০

সোনাগাজী বলেছেন:



মান্না, মুন্না ছিলো ছাত্র রাজনীতিবিদ, ওরা আজীবন ছাত্রই থাকবে। বিএনপি'র মানুষজনও বুঝতে পারছে যে, তারেক হচ্ছে মাফিয়া।

১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১১

সোনাগাজী বলেছেন:



নতুন ধারা হতে হবে, মুসলীম লীগ ষ্টাইল, ইসলামী তমদ্দুন ও শেখ-বিরোধী।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩০

বাকপ্রবাস বলেছেন: তারেক জিয়া আর খাম্বা রাজনীতি ইহা একটি কুটনৈতিক চাল, সরকার খাইতে খাইতে দেশ ফুটা করে দিল, সেই কথা আড়াল করার জন্য পুরানা কাসন্দি তারেক জিয়া প্রসঙ্গ, বর্তমান সরকার যে পরিমাণ দূর্নীতি আর হত্যাযজ্ঞ চালিয়েছে সেই তুলনায় তারেক জিয়া দুধভাত।

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

সোনাগাজী বলেছেন:



কোন সরকারের সময় প্রথম খোলাখুলিভাবে, কে ডাকাতী শুরু করেছিলো? জিয়া এখন দুধভাত হয়ে গেছে নির্বাসনে গিয়ে; তারপরও দেশ থেকে শতকোটী টাকা তাকে বিএনপি'র লোকেরা ও জামাতীরা দিচ্ছে!

সবচেয়ে বড় কথা, সে রাজনীতিবিদ কিনা? মির্জা কেন মাফিয়ার নির্দেশ মানছেন? দাস হওয়ার আগে নিজের মগজটাকে একটু কাজে লাগান।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৪

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ জামাত ও চোরা তারেক মুক্ত চাই !!


বাকপ্রবাস বলেছেন: তারেক জিয়া আর খাম্বা রাজনীতি ইহা একটি কুটনৈতিক চাল ।

সিরিয়াসলি !!! তাইলে ভাই আমার বাড়ির সামনের খাম্বাটা ফেরত দিতে বলেন ।

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৮

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে সরকারীসম্পদ ডাকাতির প্রথম প্রতিষ্ঠানিক নজির সৃষ্টি করেছিলো তারেক ও ককো; এরা ২ জন হাওয়াভাবন নামে ডাকাতী কেন্দ্র খুলেছিলো।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: ফখরুল সাহেব বুদ্ধিমান হলে বিএনপিতে থাকতেন না।
আমি তার উত্তরার বাসাতে গিয়েছি। একবার তার দুই পাতা সাক্ষাৎকার নিয়েছিলাম। বেশ কিছু ছবিও তুলেছিলাম।
উনি ভদ্র মানুষ। বর্তমানে উনার মতো লোক বিএনপিতে আর নেই।

১২ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪১

সোনাগাজী বলেছেন:



তিনি যদি এবার তারেকমুক্ত না'হন, শেখ হাসিনার উচিত হবে উনাকে গেষ্ট হিসেবে রেখে দেয়া।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩

শূন্য সারমর্ম বলেছেন:


মির্জাকে দেশের সবাই সম্মান করে বোধ হয়।

১২ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

সোনাগাজী বলেছেন:



কি কারণে তিনি লন্ডনের মাফিয়ার ভৃত্য হয়ে বসে আছেন? নিজ পায়ে দাঁড়ানোর সময় হয়ে গেছে।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০১

নূর আলম হিরণ বলেছেন: মির্জা সাহেব বিএনপির নেতৃত্ব নিয়ে নেওয়া উচিত। দলের কর্মীদের কাছে আজীবন বেইমান হয়ে থাকবেন। এরপরেও উনি মেরুদন্ড সোজা করে রাজনীতি করা উচিত।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:


বিএনপি'তে যারা তারেকের অনুসারী, তারা মির্জার সাথে থাকবে না, সরকার-বিরোধী ও অনেক স্বাধীনতা-বিরোধীরা উনার সাথে থাকবে। উনি রাজনীতি করলে, তারেক শেষ।

৮| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২১

তানভির জুমার বলেছেন: মির্জা ফখরুল বেশী ভালো হওয়ার জন্যই আওয়ামীলিগ বিএনপিকে কচু কাটা করতে পেরেছে গত ১০ বছর ধরে। বিএনপি আগের তুলনায় এখন কয়েকগুন বেশী শক্তিশালী আরেকটি মুক্তিযুদ্ধ হবে দেশে , বিএনপি গত নির্বাচনে কামালের পিছনে গিয়ে যে চরম ভুল করেছে এটা এখন বুঝতেছে।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:


আরেকটি যুদ্ধ হলে, উহার নাম হবে "রাজাকার যুদ্ধ"।

৯| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৪

অন্ধঘোড়া বলেছেন: যে দাসত্ব মেনে নেয়, তার মধ্যে রাজা হওয়ার অন্যতম গুনই অনুপস্থিত।
উপরের নির্দেশ ছাড়া ফখরুল সাহেবের নিজস্ব বুদ্ধিতে দল চালানোর সাহস নেই- তার এতোদিনের কাজকর্মে এটাই পরিষ্কার।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৭

সোনাগাজী বলেছেন:



উনি আলাদিনের চেরাগের জ্বীন।

১০| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩২

কামাল১৮ বলেছেন: সকল মানুষের কিছু সীমাবদ্ধতা থাকে।সবাই দিয়ে সব কাজ হয় না।

১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৯

সোনাগাজী বলেছেন:



তারেকের এজেন্ট হিসেবে কাজ করে, মীর্জা একদিন জাতীর খাতায় মীর জাফরের স্হান দখল করবেন।

১১| ১৩ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪২

বিটপি বলেছেন: হাসিনার দেশে রাজনীতি করতে হলে মেরুদন্ড থাকতে হয়। মির্জা ফখরুলের ঐ জিনিসটা নেই। এজন্য সে সব সময় কুঁজো হয়ে থাকে। এরে দিয়ে রাজনীতি হবেনা।

১৩ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

সোনাগাজী বলেছেন:



সঠিক।

১২| ১৩ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১০

নীল আকাশ বলেছেন: ছাগল সারাজীবন কাঠাল পাতাই চিবিয়ে যাবে।
কারণ -
ছাগলের মাথায় কাঠাল পাতা ছাড়া অন্য কোনো কিছুর চিন্তা থাকে না।

১৩ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৫৫

সোনাগাজী বলেছেন:




শেখ হাসিনা এখনো জীবি্ত আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.