নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুল ইসলাম \'মুসলিম\' রাজনীতি করলে, তারেক বলতে কিছু থাকবে না।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০



এখন মির্জা ফখরুল যা করছেন, সেটা আলাদিনের চেরাগের জ্বীনের মত প্রভুর আদেশ পালন করে যাচ্ছেন; বেগম জিয়ার সময়েও তা করেছিলেন। শেখ হাসিনার কারণে দেশে সরকার ও আওয়ামী লীগের বিরোধীতা এখন তুংগে; কিন্তু এদের বড় অংশ তারেকের মতো মাফিয়া কিংবা মিলিটারী শাসনের পক্ষের লোক নন; সরকারের বিপক্ষে প্রতিবাদ করতে হলে, এরা বাধ্য হয়েই বিএনপি'র মিটিং মিছিলে যেতে বাধ্য। এ'ছাড়া দেশ পেছনে যাচ্ছে সব দিক থেকে, দেশে হেফাজতি ও মুসলীম লীগ ষ্টাইলের ইসলামী তমদ্দুনের মানুষ বাড়ছে; এদের জন্য রাজনৈতিক দল দরকার; সেই রাজনৈতিক দল হতে পারে তারেক-বিহীন-বিএনপি।

মির্জা যদি উনার লন্ডনের প্রভুকে নিজের ঘাঁড় থেকে নামিয়ে দেন, প্রভু লন্ডনেই হারায়ে যাবেন; মির্জা একটি বড় দল নিয়ে রাজনীতি করতে পারবেন। কিন্তু মির্জা বদরুদ্দোজা চৌধুরীর অবস্হা দেখে ভয় যে পেয়েছেন, উহা থেকে বের হতে পারছেন না; উনি একটা কথা ভুলে গেছেন, বদরুদ্দোজা চৌধুরী যখন বেকে বসলেন, তখন মিলিটারী ও প্রশাসন ছিলো বেগম জিয়ার শক্তি; তারেক হচ্ছে, কাগজের বাঘ, থাকে ৭ সমুদ্র দুরে; মিলিটারী এখন উহাকে পেলে পা উপরের দিকে তুলে ঝুলায়ে রাখবে।

মির্জা সাহেবের শিক্ষাদীক্ষা আছে, টাকা পয়সা আছে, আমান উল্লা আমান বা খায়েরুল কবিরদের মতো চুরি করার দরকার নেই; সোজা মুসলীম লীগের ও ইসলামী রাজনীতি করলে, ১ বছরেই উনার দল বড় দলে পরিণত হবে।

সরকার এবার তাঁকে ভালোভাবেই আটকাবে বলে মনে হয়; শেখ হাসিনার ধৈর্যের সীমা আছে, এই রিসেশানে উনি জ্বীনমিন নিয়ে ব্যস্ত থাকতে পারবেন বলে মনে হয় না; মির্জা যদি হাওয়া ভবনের অপরেটর হয়ে এই খারাপ সময়ে ম্যাঁওপ্যাঁও করেন, শেখ হাসিনা উনাকে বের হতে দেবেন বলে মনে হয় না; এবং দেয়া উচিতও নয়; রিসেশানের মাঝে কিসের এসব লিলিপুটিয়ানগিরি?





মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৭

কাঁউটাল বলেছেন: আপনের মাতায় দেহি অনেক বুদ্দি !

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



আমার পোষ্ট পড়েন, কয়েকদিন পর চাকুরী পেয়ে যাবেন।

২| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফখরুল চুল পাকিয়েছে জাতীয়তাবাদী রাজনীতি করে। তাঁর মুসলিম রাজনীতির তালিম নেই। সুতরাং তিনি যত দিন বেঁচে আছেন তত দিন তারেকের তাবেদার হয়েই থাকবেন। তাঁর থেকে এরচেয়ে বেশী কিছু আশা করা ঠিক নয়।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



এতদিন উনি ভুতের বেগার খেটেছেন।

জাতীয়তাবাদী ছিলেন ১৯৭১ সালের জেনারেশন, বিএনপি হচ্ছে, "মিলিটারীবাদী"।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৯

শূন্য সারমর্ম বলেছেন:


তারেক লন্ডনে বসে কি এমন করতে পারবে? মির্জার মগজ এত দিনে স্পষ্ট হয়নি আপনার কাছে?

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৭

সোনাগাজী বলেছেন:



মির্জা সাহেব ভাবছেন, একটা বড় দলের সেক্রেটারী হয়েছেন, এটাই বা কম কি! কিন্তু উনার ঘাঁড়ে বসে আছে এক মাফিয়া, সেটার খবর নেই।

৪| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২০

শূন্য সারমর্ম বলেছেন:


শেখ হাসিনা কি মির্জাকে দলে নিতে চায়?

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বিএনপি'কে লালন পালন করতে চান, সেখানে লোকজন দরকার।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২১

শূন্য সারমর্ম বলেছেন:


বিএনপির কৌশলটা কি?

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৮

সোনাগাজী বলেছেন:


সম্পদ লুন্ঠান।

৬| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: মির্জা ফকরুল লোম খারাপ না। খালি রাতের বেলা অতিরিক্ত মদ্যপান এর ফলে দিনে কি বলে রাতে ভুলে যান।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪০

সোনাগাজী বলেছেন:


ড্রিংকটা আমাদের জাতির জিনে নেই; আমাদের আব হাওয়াও ড্রিংকের জন্য ভালো নয়; উনি যদি ড্রিংক করেন নিয়মিত, উনি বেশীদিন বাঁচবেন না।

৭| ১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪০

কামাল১৮ বলেছেন: সবাই নিজেদের ভাগ্য গড়ার জন্য রাজনীতি করে।জনগনের জন্য কেই রাজনীতি করে না।জনগনের নিজেদের একটা রাজনৈতিক দল দরকার।সেটা চোর,বাটপার,টাউট ফাউটদের দিয়ে হবে না।

১২ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:



শেরে বাংলা ও মওলানার পর, কেহ রাজনীতি বুঝার চেষ্টা করেছে বলে মনে হয় না। তারেক জাতিকে ডাকাতের জাতি বানায়ে গেছে।

৮| ১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২১

হাসান কালবৈশাখী বলেছেন:

তারেক জিয়াকেও কোন নেতা বলা যায়?
একজন নেতা হতে হলে কমবেশি স্পিকিং পাওয়ার থাকতে হয়। কিছু বলার ক্ষমতা থাকতে হয়, সাংবাদিকে প্রশ্নের জবাব দিতে হয়।
উনি জনসমক্ষে কিছু বলেন না, মিডিয়ার সাথেও কিছু বলেন না।

তত্তাবধায়ক সরকারকে মুচলেকা দিয়ে ২০০৮ এ তারেক লন্ডনে গেলে বিবিসি সহ বড় বড় বিদেশী সংবাদ মাধ্যম তার আত্নপক্ষ সমর্থনে তার বক্তব্য জানতে চেয়েছিল।
উনি বিদেশী সংবাদমাধ্যম তো দুরের কথা, দেশী মিডিয়াতেও কিছু বলেন না।
বহু বছর লন্ডনে কাটিয়ে এই জীবনে একবারও লাইভ সাংবাদিকদের মুখোমুখি হয়নি। লন্ডনে বিবিসি ও আলজাজিরা টিভি বার বার তারেকের সাক্ষাৎকার নিতে চেয়ে পারেনি। পায়ে ধরার মত চেয়েও পায়নি। ২০১১তে আলজাজিরা ও সিএনএন হাসিনাকে তুলোধুনো করার পর, তারেকের সাথেও ইন্টারভিউ চেয়েছিল তাকে উচ্চ সম্মানিও দিতে চেয়েছিল। বিবিসি বাংলা বহুবার তাকে কথা বলাতে চেয়েছে, উনি এমনকি সামান্য ফোন ইন অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে চায়নি, কথা পর্যন্ত বলতে চায় না।
সাংবাদিকের সামনে বা ফোনেও কোন কথাই বলতে চায় না এই আবাল নাকি দেশের হবু প্রধানমন্ত্রী! ছাগল!

মাঝে মাঝে লন্ডনের ছাগু আয়োজিত সমাবেশে ছাগুদের লিখে দেয়া কিছু বক্তব্য পাঠ করেন, কাগজ বাদে কিছুই বলতে পারেন না।
মিটিং শেষে স্থানীয় বাংগালী সাংবাদিকরা চেপে ধরলে বলে সিটের টেবিলে রাখা প্রিন্ডেট শিটেই সব কথা লেখা আছে।

বিবিসি গতকাল (১১ ডিসেম্বর ২০২২) তারেককে নিয়ে একটি সচিত্র বিশাল রিপোর্ট করেছে, কিন্তু তারেকের সাথে কোন কথা বলতে না পেরে তারেকের বন্ধু কাছ থেকে কথা নিয়ে রিপোর্ট।
রিপোর্ট থেকে দুএকটি লাইন দিলাম দেখুন। -

"তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম বলছেন কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপির প্রতিটি স্তরের নেতা কর্মীদের সাথে সরাসরি যোগাযোগ তৈরি করেছেন মিস্টার রহমান, যা বিএনপিকে এই দুঃসময়েও চাঙ্গা করে তুলেছে। কর্মীদের মাঝে তিনি প্রবেশ করতে পেরেছেন। তার শেকড় অনেক গভীরে প্রোথিত হয়েছে"।

১৩ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:২৭

সোনাগাজী বলেছেন:



ডাকাতীই তারেকের রাজনীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.