নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

বিজয় দিবস কি কোনভাবে নাড়া দেয়, কোনভাবে কোন আশা দেয়?

১৬ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৯



বিজয় দিবসের শুভেচ্ছা!

১৯৭১ সালে, ৯ মাসের মুক্তিযুদ্ধে বাংগালী জাতি জয়ী হয়েছিলেন ১৬ই ডিসেম্বর; শত্রুপক্ষ সারেন্ডার করেছিলো, মানুষ ৯ মাস পরে নিজেদেরকে শত্রুমুক্ত অনুভব করেছিলেন; অনেক মৃত্যু, অনেক ভয়, ভয়ংকর অত্যচারের অবসান ঘটলো; মানুষ অনুভব করলেন যে, এখন থেকে শত্রুরা আটক হয়েছে, তাদের দোসরেরা পালিয়ে গেছে; সেটা ছিলো এক বিশাল অনুভুতি, সকল ভয় থেকে মুক্তি, নিজের মাতৃভুমিকে শত্রুমুক্ত দেখার এক অনাবিল আনন্দ ও গর্ব। যেসব পরিবার আপনজন হারিয়েছিলেন, তাঁদের মনে অনেক কষ্ট ছিলো; যেসব পরিবারের লোকজন যুদ্ধে ছিলেন, তাঁদের ভয় ছিলো, তাঁদের আপনজনরা জীবিত আছেন কিনা, ফিরে আসবেন কিনা, আশা নিরাশার মাঝে অপেক্ষা, সে এক ভয়ংকর মানসিক চাপ।

আজকে ৫১ বছর পর, দিনটি আপনাকে কোনভাবে নাড়া দেয়? আপনাদের পরিবারের মানুষ কিংবা ঘবিষ্ট কেহ শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, অত্যচারিত হয়েছিলেন? নিজ পরিবারের না'হলেও দেশের মানুষকে প্রাণ দিতে হয়েছে, নারীরা অত্যচারিত হয়েছেন, নারীরা স্বামী হরায়েছেন, সন্তান হারায়েছেন, এসব নিয়ে ভেবে আপনি কষ্ট পান? আপনার পরিবারের মানুষ যুদ্ধ করেছেন, বেঁচে আছেন, দেশের মানুষ যুদ্ধ করতে গিয়েছিলেন, বিজয়ের পর ফিরে এসেছেন, এসব আপনাকে উৎসাহিত করে, এসব মানুষকে দেখলে ভালো লাগে? ১৯৭১ সালের বিজয়ের দিনটিকে কল্পনা করেন কখনো, ভাবতে ভালো লাগে?

৫১ বছর আগে, যাঁরা মুক্তিযুদ্ধ দেখেছিলেন, সেটার অংশ হয়েছিলেন, সেটার বিভীষিকা দেখেছিলেন, ইহাতে অংশ নিয়েছিলেন, সেই রকম ৩ কোটী মানুষ ( ১৯৭১ সালে যাঁদের বয়স ১২ বছর থেকে বেশী ছিলো ) হয়তো এখন বেঁচে আছেন; আর যাঁরা সরাসরি যু্দ্ধে অংশ নিয়েছিলেন, তাঁদের থেকে ৫৫/৬০ হাজার মুক্তিযোদ্ধা হয়তো বেঁচে আছেন; আমার ধারণা, দিনটি তাঁদেরকে নাড়া দেয়, এদেশটি তাঁদের মন জুড়ে থাকে এইদিনে।


মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ৯:০০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পাকিস্তান বাহিনী কেন জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল এ বিষয়ে আপনার সুস্পষ্ট বক্তব্য জানতে চাই।

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:


জেনেভা ঘোষণানুসারে "বাংলাদেশ মুক্তিবাহিনী" বিশ্বের স্বীকৃত সেনাবাহিনী ছিলো না; ফলে, পাকিস্তানী বাহিনী তাদের সাথে সারেন্ডার চুক্তিতে যেতে চাহেনী।

মুক্তিবাহিনীর সাথে তাদের ওয়ারলেস যোগাযোগ ছিলো না ও তাদের প্রানের ভয় ছিলো।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১

কাঁউটাল বলেছেন: মুক্তিবাহিনীর কাছে কেন আত্মসমর্পন করে নাই?

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:




জেনেভা ঘোষণানুসারে "বাংলাদেশ মুক্তিবাহিনী" বিশ্বের স্বীকৃত সেনাবাহিনী ছিলো না; ফলে, পাকিস্তানী বাহিনী তাদের সাথে সারেন্ডার চুক্তিতে যেতে চাহেনী। ওরা জানতো যে, মুক্তি বাহিনী প্রতিশোধ নিতে পারে।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১

কাঁউটাল বলেছেন: জেনারেল ওসমানির কাছে কেন আত্মসমর্পন করে নাই?

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



জেনারেল অরোরা নিজেই পশ্চিম ভারতীয় হওয়ায়, পাকিস্তানীরা তাকে বিশ্বাস করেছিলো। ওসমানীকে ওরা ভয় করেছে; সর্বোপরি, বন্দি অবস্হায় ওরা ভারতের থাকতে চেয়েছিলো।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


বিজয় দিবসে আপনার প্লান কি ছিলো?

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



গত কয়েক বছর ঘরে পালন করছিলাম; বড় বড় অনুষ্ঠানে যাওয়া বন্ধ করেছি, প্রচুর ভুয়া-মুক্তিযোদ্ধারা আসে সেখানে।

এবার কিছু আমেরিকান গ্রেজুয়েট নিমন্ত্রণ করেছেন আজকে সন্ধার জন্য; সেখানে যাবো। ২৪ ও ২৫ তারিখে এলাকার লোকেরা নিমন্ত্রণ করেছেন।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



বিজয় দিবসের শুভেচ্ছা সকলের জন্য ।

দিনটি হৃদয় তন্ত্রীতে সাড়া দেয় প্রবলভাবে ।
হৃদয়ে মুক্তিযুদ্ধ, স্মৃতিতে স্বজন হারানোর ব্যথা বেদনা
চোখে মুখে কষ্টার্জিত স্বাধীন দেশটিকে গড়ার দৃপ্ত প্রত্যয়
ও একাগ্র সাধনা, মনে বাসনা সকলেই হোক সুখি সমৃদ্ধ,
দেশের স্বাধিনতা অটুট থাকুক এই হোক সকলের
দৃঢ় আঙ্গীকার ।

মুল্যবান কথামালা সমৃদ্ধ পোষ্টটির জন্য ধন্যবাদ ।

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০১

সোনাগাজী বলেছেন:



আপনাকে বিশেষ শুভেচ্ছা।

খুব অল্প মানুষ এখন পুলকিত হচ্ছেন!

৬| ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৪

কাঁউটাল বলেছেন: হ, পাকিস্তানিরা চায় নাই সেইজন্য জেনারেল ওসমানি আত্মসমর্পন অনুষ্ঠানে ছিল না, পরাজিত বাহীনির চাওয়া - না চাওয়ার যেন খুব মুল্য আছে। বাসার ছাদে গন্জিকা চাষ করেন নাকি?

১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১:১৬

সোনাগাজী বলেছেন:


মিলিটারীর কিছু নিয়ম কানুন আছে; সর্বোপরি, জেনারেল অরোরার সাথে জেনারেল নিয়াজী সারন্ডারের শর্ত নিয়ে আলাপ করেছে। সবাই চেয়েছিলো যে, কম ক্ষতিতে যুদ্ধ শেষ হোক।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০২

বিটপি বলেছেন: বিজয় হয় যুদ্ধের ক্ষয়ক্ষতি বা খেলার পয়েন্টের ভিত্তিতে। সেই খেলা বা যুদ্ধ ১৯৭১ সালে শেষ হয়ে গেছে। বিজয় হলে সেই বছরেই হয়েছে - মানুষ বিজয়ের আনন্দে মেতেছে। ৫১ বছর ধরে তাকে দিবস হিসেবে পালনের তাতপর্য কি? অন্য কোন দেশ কি বিজয় বলে কোন দিন পালন করে?

১৭ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



স্বাধীনতাকামীদের বিজয় দিবস আছে, ইহা থাকবে।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: পাকিস্তান বাহিনী কেন জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করেছিল এ বিষয়ে আপনার সুস্পষ্ট বক্তব্য জানতে চাই।

মুক্তি বাহিনী যদি পাকিস্তানীদের ধরতো তাহলে ওদের কলিজা টেনে ছিড়ে ফেলতো। ওরা বাঁচার জন্য ভারতের কাছে আত্মসম্পর্ন করেছে।

১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৪

সোনাগাজী বলেছেন:



সেটা একটা কারণা; অন্য কারণ হচ্ছে, জেনেভা ঘোষণা অনুযায়ী মুক্তিবাহিনী রিকোগনাইড বাহিনী ছিলো না।

৯| ১৭ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: যুদ্ধ করার মতো সাহস বা মনোবল সবার থাকে না। এজন্য অনেকেই কলকাতা চলে গিয়েছিলো। আর শেখ মুজিব তো কারাগারে বন্ধী। কলকাতা গিয়ে দেশের জন্য সবচেয়ে বেশী কাজ করেছেন তাজ উদ্দীন আহমেদ।

১৬ ডিসেম্বর শুধু মুক্তিযোদ্ধাদের বা তাদের পরিবারের জন্য বিশেষ দিন নয়। প্রতিটা বাংলাদেশীর জন্য জন্যই বিশেষ দিন।
শেখ হাসিনা স্রতিসৌধ ফুল দিয়েছেন।

আমি আমার পরিবার নিয়ে বের হয়েছি। ঘুরে বেড়িয়েছি। বিজয় দিবস উদযাপন করেছি। ঢাকার সব ,মানুষ মনে হয় বাইরে বের হয়েছে। মেয়েরা লাল সবুজ শাড়ি পড়েছে। আমি বাংলাদেশের পতাকা ওলা গেঞ্জি পড়েছি। আপনাকে ছবি দেখাবো।

১৭ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩২

সোনাগাজী বলেছেন:



বিজয় ছিলো জাতীর, যারা দিনটাকে অনুভব করবেন, তারা পালন করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.