নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগিং জীবনের সবচেয়ে দু:খজনক ঘটনা।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৩



আমার ব্লগিং জীবনের সবচেয়ে দু:খজনক ঘটনা হচ্ছে, ব্লগার নুরু সাহেবের অকাল মৃত্যু। এই ব্লগে উনার চেয়েও কম বয়সী ২ জন ব্লগারের মৃত্যুর কথা আমি জেনেছি; তবে, উনাদের সাথে আমার ব্লগিং ইন্টার-এ্যাকশন ছিলো সামান্য, উনাদের সম্পর্কে আমি তেমন কিছুই জানতাম না; কিন্তু নুরু সাহেবের সাথে ছিলো। ব্লগে উনার অনুপস্হিতি দেখে, আমি ২'টি পোষ্ট দেয়ার পর, খবর বের হলো যে, তিনি পরলোক গমণ করেছেন প্রায় ২ মাস আগে।

উনার মৃত্যু প্রমাণ করেছে যে, বাংলাদেশের মধ্যবিত্ত মানুষও অনেক সময় প্রয়োনীয় চিকিৎসা পায় না; কিংবা ঘরসংসারের কথা ভেবে চিকিৎসায় টাকা ব্যয়ের পজিশনে থাকে না।

নুরু সাহবের বেলায় আরকটি ব্যাপার পরিস্কার হয়েছে যে, বাংলাদেশের মানুষজন তাঁর আশপাশের মানুষের উপর অনেক সময় দরকারী পরিমাণ আস্হা রাখতে পারেন না। মনে হয়, পারিবারিক অর্তনীতির কারণে, নুরু সাহেব নিজের চিকিৎসার জন্য টাকা ব্যয় করতে চাননি, কিন্তু কাউকে উনার অসুস্হতা সম্পর্কে জানাতেও চাননি। অবশ্য অন্য কোন কারণও থাকতে পারে, যা আমার ভাবনায় আসছে না।

নুরু সাহেব অভিজ্ঞ মানুষ ছিলেন, লেখায় উনার হাত ছিলো; তিনি অনেক বিষয়ে লিখেছেন বিভিন্ন সময়ে। উনার শেষের সময়টুকুতে উনি ব্লগিং'এ মনোযোগী ছিলেন না তেমন, সুস্হিরতা কম ছিলো; উনার অসুস্হতাই হয়তো কারণ ছিলো; কিন্তু ঐ সময়টাতে ব্লগে উনি কিছু অনাকাংখিত ডিষ্টারবেন্চের মাঝ দিয়ে যাচ্ছিলেন; ফলে বুঝা মুশকিল কি কারণে সুস্হিরতা কম।

আমি ব্লগে এলে উনার অনুপস্হিতি টের পাই, এটা স্বাভাবিক; তবে, মনে কষ্ট পাই যে, তিনি আমাদেরকে নিজের অবস্হা জানতে দেননি।


মন্তব্য ৪৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

বাকপ্রবাস বলেছেন: পরকালীন শান্তি কামনা করি

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

সোনাগাজী বলেছেন:



সুখ,শান্তির দরকার এই জীবনে।

২| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

অর্ক বলেছেন: নূর মোহাম্মদ নূরু। গণমাধ্যমকর্মী। আহ, কিছুতে বিশ্বাস করতে পারি না যে, এখানে কোনওদিন তাকে দেখবো না! “এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে। তাকে শান্তিতে ঘুমোতে দাও।” [এপিটাফ: হুমায়ূন আহমেদ]
ব্লগে এলেই মনে পড়ে। সমস্ত গত তিক্ততা ভুলে আসেন ব্লগ ডে’র খুশিতে সবাই আজ উষ্ণ কোলাকুলি করি ঈদের।

শুভেচ্ছা থাকলো।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:



ব্লগ এমন একটি প্লাটফর্ম, যেখানে সব ধরণের মানুষ আসবেন, আলোচনা হবে, তর্ক হবে; ইহাকে ধ্রূব ধরেই ব্লগিং করতে হবে।

৩| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

নূর আলম হিরণ বলেছেন: উনি যখন উনাকে কটাক্ষ করে করা মন্তব্যের প্রতি উত্তর দিতেন নিশ্চয়ই শারীরিক কষ্ট ও মানসিক কষ্ট উপায় নিয়েই সে মন্তব্যের প্রতি উত্তর দিতেন।

১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



নতুন জেনারেশনের কিছু লোকজন অকারণে উনাকে অপদস্হ করার চেষ্টা করেছিলো, এগুলো ভয়ংকর।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

নতুন বলেছেন: দেশের মধ্যবিত্তের এখনো বড় অসুখের চিকিতসা করাতে কস্ট হয়ে যায়।

সরকারী হাসপাতাল দেখলে কস্ট হয়। কোটি কোটি টাকার হাসপাতালে মানুষ সেবা পায় না।

কিন্তু পাসেই প্রাইভেট ক্লিনিং মানুষকে টাকা দিয়ে সেবা কিনতে হয়।

আমাদের দেশের মানুষ ভালো হলে, সরকার কে সাহাজ্য করলে সর্বজনিন বিনা মুল্যে চিকিতসা সেবা দেবার ক্ষমমতা বাংলাদেশের আছে।

সুধুই মানুষের ধান্দা বন্ধ হয়ে যাবে বলেই এটা দেশে সম্ভব না।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:



সরকারী লোকেরা চুরি করতে গিয়ে দুষ্ট হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার, ডায়াগোনিষ্টিক ও দালাদর ডাকাতীর লাইসেন্স দিয়েছে।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৪২

রাজীব নুর বলেছেন: নুরু সাহেবের ছেলে আমাকে ফোন করে ছিলেন। তার বাবার কুলখানির কথা আমাকে জানিয়েছেন।

নুরু সাহেব নিজের চিকিৎসা করান নি, একথা সত্য এবং উনি যে এত অসুস্থ সে কথাও পরিবারকে জানান নি। আসলে উনি হয়তো মনে করেছিলেন, উনি সুস্থ হয়ে যাবেন। তবে শেষের দিকে আমাকে জানিয়েছিলেন উনি ভীষন অসুস্থ।

দুইজন ব্লগার তার সম্পদনা করা পোষ্ট গুলো নিয়ে খুব বেশি উপহাস করেছিল। সেটার চেয়েও আমি বেশি অবাক হয়েছি- যখন জানা গেলে নুরু সাহেব মারা গেছেন, তখনও তাঁরা এসে সমবেদনা জানায় নি। এই আচরনটা আমাকে কষ্ট দিয়েছে।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৯

সোনাগাজী বলেছেন:



উনার ছেলের বয়স কত হতে পারে, সে কি করে?

৬| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৫

নেওয়াজ আলি বলেছেন: দেশে বর্তমানে জীবন যাপন খুব কঠিন হয়ে পড়েছে। সব কিছুর অতিরিক্ত দাম কিন্তু সাধারণ জনগণ অতিরিক্ত টাকা রোজগার করতে পারছেনা। তেমনি চিকিৎসা করাও খুব ব্যয়বহুল । হয়তো উনার কোনো সমস্যা ছিলো যার কারণে অসুখ চেপে গিয়েছে। ডায়াবেটিস ভিতরে ভিতরে সব খেয়ে পেলে যদি ঠিকমত চিকিৎসা না করে। খুব কষ্ট লাগে উনার জন্য।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৫

সোনাগাজী বলেছেন:


কয়েক কোটী মানুষ এই অবস্হার মাঝে আছে; কিছু সংখ্যাক মানুষ নামের ডাকাত এই অবস্হার সৃষ্টি করেছে।

৭| ১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: ব কয়েকজন ব্লগার উনার অত্যন্ত সাথে অত্যন্ত খারাপ ব্যাবহার করেছে। সবচেয়ে বেশী অবাক হয়েছিলাম একজন প্রবীন ৭০ বছর বয়ষ্ক জাতীয়তাবাদী ব্লগার উনাকে অত্যন্ত নোংরা ভাষায় ব্যক্তি আক্রমণ করেছিলেন।

নূরু ভাই এর পরকালীন সম্মান ও সমৃদ্ধি কামণা করি।

১৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৪

সোনাগাজী বলেছেন:



যাঁরা উনার লেখা পড়েছেন, তারা উনাকে মনে রাখবেন।

৮| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০৪

কামাল১৮ বলেছেন: নূরু সাহেব এক জন ভালো মনের মানুষ ছিলেন।আমি তার লেখা নিয়মিত পড়তাম।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৬

সোনাগাজী বলেছেন:



নুরু সাহেব থেকে আপনার বয়স বেশী হওয়ার কথা; আপনি দরকারী চিকিৎসা পেয়েছেন, উনি পাননি; অথচ, ইহার ব্যবস্হা করার মতো সামর্থ জাতির আছে; কিন্তু যেসব ইডিয়টরা এগুলো করার কথা, তাদের মগজ নেই।

৯| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: উনার ছেলের বয়স কত হতে পারে, সে কি করে?

ছেলের সঠিক বয়স জানি না। আমার ধারনা ২০ থেকে ২৫ এর মধ্যে। ছেলে বেকার। এটাও আমার ধারনা।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৪

সোনাগাজী বলেছেন:



ছেলে যদি ঢাকায় থেকে থাকে, কিছু একটা করা যায় কিনা, ব্লগার গোফরানের ও সত্য পথিকের সাথে আলাপ করে দেখেন।

১০| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৫৪

হাসান জামাল গোলাপ বলেছেন: সাদা মনের মানুষ। যদি সম্মিলিতভাবে কোন কিছু করার সিদ্ধান্ত হয় তবে একটা pinned পোস্ট দিলে বাধিত হবো।

২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



কোন কিছু করা সম্ভব হবে কিনা বলা যাচ্ছে না এখনো।

১১| ২০ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৩৪

অনল চৌধুরী বলেছেন: ফেসবুক-ইন্টারেট-ব্লগে এসে অনেকে শান্তি পান। তিনিও এরকম একজন ছিলেন।এতে দোষের কিছু নাই। কিন্ত তাকে অপমাণিত করে ব্লগছাড়া করা হয়েছিলো শুনেছি।
এধরণের আচরণ করে কাউকে বিতাড়িত করা অপরাধ।

২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০১

সোনাগাজী বলেছেন:



কিছু করার নেই, দেরী হয়ে গেছে।

১২| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
খুব মনে পড়ে। আপনার বেশি খারাপ হবার কথা ছিল।

২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২০

সোনাগাজী বলেছেন:



আমাদের সামনেই ঘটনটা ঘটলো, আমরা জানলাম দেরীতে।

১৩| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এভাবে অনেকেই চলে যেতে পারে। যাবে।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সোনাগাজী বলেছেন:




সেটাই এই জাতির জন্য নিয়ম হয়ে গেছে।

১৪| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৪

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি নুরু দা র জান্নাত বাসি দোয়া করছি মহান সৃষ্টিকর্তা দান করুন আমিন

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:




সৃষ্টিকর্তা যদি উনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হতো, সৃষ্টিকর্তা কাজে ফাঁকি দিচ্ছেন আজকাল।

১৫| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

গেঁয়ো ভূত বলেছেন: হয়তোবা এমনি করেই বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



ইহা আবার কোথা থেকে মুখস্হ করলেন? কোন পরীক্ষায় কাজ দিয়েছে?

১৬| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:১৫

মনিরা সুলতানা বলেছেন: আমার সাথে ব্লগ ডে তে একবার দেখা হয়েছিল, পরিচয় দিলেন নিজের। আমি অবাক হয়েছিলাম কারন ব্লগ ফেসবুকে তখন ও উনার অল্প বয়সের ছবি ছিল। নুরু ভাই মেয়ের বিয়ের ছবি , দাওয়াত পত্র আমাদের মোটামুটি অনেকেই দিয়েছিলেন। আপনার খোঁজ নেয়া পোষ্ট দেখার পর আমি ফোন নাম্বার ও সংগ্রহ করেছি। এর মাঝেই শায়মা' র পোষ্ট।

সে যাই হোক সবার আত্মসম্মান বোধ এক রকম না, নুরু ভাই যেভাবে ফেসবুকে উনার বিভিন্ন পত্রিকায় লেখার লিঙ্ক দিতেন , সেভাবে এক বারের জন্যে ও নিজের অসুস্থ্যতার কথা আলোচনায় আনেন নাই । নুরু ভাই উনার আনন্দ সংবাদ , উনার সফলতার সংবাদ যেভাবে আমাদের সাথে ভাগাভাগি করেছেন , সেভাবে কস্টের সংবাদ ভাগাভাগি করেন নাই, ক্লিয়ারলি বুঝা যাচ্ছে চাইতেন না। আমি ব্যক্তিগত ভাবে উনার এই চাওয়া কে সমমান জানাই।

ব্লগে এই সবার সাথে বিপদ মুহূর্তের কস্টের সময়ের বোঝা ভাগাভাগি করে নেয়ার কালচার বহু পুরানো। শুরু থেকে এবং পুরানো ব্লগারদের মাঝে এখন ও যে কোন সময়ে কেউ অসুস্থ্য হলে, হার্ট এটাক করলে কিছু পরিবার এখন ও ব্লগাদের ই ফোন দেন। ফেসবুকে সেই সংবাদ প্রচারের পর নানাদিকে সাহায্য সহানুভূতি ভাগাভাগি ও বিন্দু মাত্র কম হয় না এখন ও। আমার নিজের ই লেখা একটা সাহায্য পোষ্ট ছিল।

এই ব্লগের একজন নারী ব্লগার পথে বিপদ মুহূর্তে জেলা শহর থেকে স্ট্যাটাস দেন , এবং ঢাকা থেকে ডি সি , এস পি কে ইনভ্লব করে সে ব্লগার কে নিরাপত্তা দেয়া হয় তাৎক্ষনিক। এমন উদহারন এর অভাব নেই।

কিন্তু বর্তমান সাথে ভয়ংকর জালিয়াতি, টাকা নিয়ে পরিশোধ করতে টাল বাহানা, চাকুরীর চাকরি দেবার পর প্রত্যাখ্যান। এমন অনেক কিছুর প্রেক্ষিতে নিজের দুর্বলতার কথা , প্রয়োজনের কথা ভদ্রলোক রা প্রকাশ করতে লজ্জা বোধ করেন।

আমার লেখায় করা নুরু ভাইয়ার শেষ মন্তব্য' টা প্রমাণ করে আমার সাথে ভাইয়ার ব্লগিং মিথস্ক্রিয়া!!!
উনার আত্মার শান্তি কামনা করছি।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৩

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতির ভুল জীবনযাত্রা ও ভুল চিন্তাভাবনা এক ধরণের ভুল আত্ম-সন্মানবোধের সৃষ্টি করতে বাধ্য করছে।

১৭| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২১

রানার ব্লগ বলেছেন: নুরু ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। যে মানুষিক কষ্ট ও বেদনা নিয়ে তিনি পৃথিবী ত্যাগ করেছেন তিনি পরবর্তী জীবনে (যদি এমন কিছু আদৌ থাকে) যেন সেই সকল কষ্ট ও বেদনা মুক্ত থাকে এটাই কামনা করছি ।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৪

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতি মানুষের জন্য দরকারী পদক্ষেপগুলো নেয়ার কথা ভাবছে না এখনো।

১৮| ২০ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪১

শূন্য সারমর্ম বলেছেন:


আমরা ১ মাস পর জেনে আত্নার শান্তি কামনা করেছিলাম। চমৎকার।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:



জীবিত অবস্হায় শান্তি-কামনা করার দরকার, শান্তির ব্যবস্হা করার দরকার।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: ব্লগটিমের উচির ব্লগারদের প্রতি আরো বেশী মনোযোগ দেওয়া।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সোনাগাজী বলেছেন:



ইহা বাংলাদেশ।

২০| ২০ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:২৫

ঢাবিয়ান বলেছেন: নুরু সাহেবের আত্মসম্মানবোধ দেখে শুধু আশ্চর্যান্বিতই নয় অসম্ভব চমৎকৃত হয়েছি। কোনদিনও নিজের দু;খ কষ্ট বা অসুস্থতার কথা ব্লগে লিখেননি। বোঝা যায় যে পরিচিতজনদের সাথেও শেয়ার করেননি । উন্নত বিশ্বেই কেবল এমন মানসিক শক্তির অধিকারী মানুষ দেখা যায়। এ ধরনের মানুষেরা মরে যা্য কিন্ত তারপরেও কারো করুনার পাত্র হয় না । স্যলুট উনার এমন অসাধারন চিন্তাধারাকে।

২০ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫

সোনাগাজী বলেছেন:




সেটা একদিক।

অন্যদিক হচ্ছে, জাতির বয়স্করা বিনা চিকিৎসায় অকালে মৃত্যুর কোলে চলে যাচ্ছেন।

২১| ২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:০৪

অক্পটে বলেছেন: নূরু ভাইয়ের চলে যাওয়া এইমাত্র আপনার লেখা পড়ে জানতে পারলাম। অবাক হয়ে গেলাম, ভাষাহীনও। দারুণ স্বরব একজন ব্লগার আমরা হারালাম। আপনার সাথে তার অসম্ভব রকম ভালো জমতো। ভালো লাগছেনা।

২০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৭

সোনাগাজী বলেছেন:



খারাপ লাগছে, উনি চিকিৎসা পাননি; আমাদেরকে জানাননি।

২২| ২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫১

মিরোরডডল বলেছেন:




মৃত্যু সবারই হবে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রপার চিকিৎসা ডিজার্ভ করে ।
বেঁচে থাকতে ঠিকমতো চিকিৎসা না হওয়া এটা খুবই দুঃখজনক ।

ওনার একটা মাল্টিনিক ছিলো সেটা থেকে অক্টোবরের শুরুতেও উনি লগিন করেছিলেন,
তখনও জানতেন না এন্ড অভ অক্টোবরে চলে যাবে সবাইকে ছেড়ে ।
ওনার এভাবে চলে যাওয়ায় আমিও খুব শকড হয়েছি ।
এখনও অবিশ্বাস্য মনে হয় ।

২১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৫

সোনাগাজী বলেছেন:



অবিশ্বাস্য, একজন ব্লগার বিনা চিকিৎসায় অকালে মৃত্যুবরণ করলেন!

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩১

রাজীব নুর বলেছেন: ১। উনি ধনী মানুষ ছিলেন না।
২। গত বছর উনার মেয়ের বিয়েতে অনেক টাকা খরচ হয়ে গেছে। হয়তো কিছু ধারধেনাও করেছেন।
৩। এ বছর তার শরীর খুব বেশি খারাপ করলো। হয়তো তার ধনী আত্মীয়স্বজনও নেই। কে চিকিৎসা করাবে? ছেলেটাও বেকার। থাকেন ভাড়া বাড়িতে।
৪। সঠিক সময়ে উনি চিকিৎসা পেলে আরো দীর্ঘদিন বেঁচে থাকতেন।

৩/৪ দিন হয়ে গেলো। নতুন কিছু লিখছেন না কেন?

২৩ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



আপনি ছেলেটার পড়ালেখা ইত্যাদি সম্পর্কে জেনে ব্লগে একটা পোষ্ট দেন; দেখেন,কেহ কোনভাবে চাকুরীর ব্যাপারে সাহায্য করতে পারেন কিনা।

২৪| ২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ব্লগে আসলেই আমি উনার পাতায় যেতাম,
খুব ভালো সম্পর্ক ছিল আমার সাথে ।
করোনার পূর্বে ব্লগদিবসে আমার সঙ্গে অনেক
মত বিনিময় হয়ে ছিলো ।

...........................................................................
আমি নুরু ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি।
আর হ্যাঁ তার ছেলের ব্যাপারে আমাদের করণীয় ও সাধ্যমত কিছু
করার চেষ্টা করব ।

২৪ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।

ব্লগার শায়মার কাছে নুরু সাহবের মেয়ের টেলিফোন আছে; পারলে ছেলেটার সাথে কথা বলে, ছেলেটাকে কোন ধরণের আয়ের পথ করে দেয়া যায় কিনা দেখেন প্লীজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.