নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

\'ম্যাঁওপ্যাঁও\' শব্দটি অনেকেই পছন্দ করেছেন

২৫ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৩৫



ম্যাঁওপ্যাঁও শব্দটি আমি নিজে প্রথমবার উচ্চারণ করার আগে কোথায়ও শুনেছি বলে মনে হয় না; আমি শব্দটি উচ্চারণ করেছিলাম নিউইয়র্ক সাবওয়ে ট্রেনের ভেতর। ইহার উচ্চারণটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো, এবং ইহা কাজও করেছিলো; শব্দটা বলার কারণে ১'জন আমেরিকান মেয়ে আমাকে সামান্য ভৎসনাও করেছিলো।

গরমের দিন, কাজ শেষে ঘরে ফিরছি সাবওয়েতে, তখন পিক-টাইম, অনেক ভীড়; ট্রেন ২ ষ্টেশনের মাঝখানে আটকা পড়েছে, গরমে সুুইচ নষ্ট হয়ে গেছে; মাটির নীচে আটকা পড়লে, সব সময় কিছু মানুষ অকারণে ভয় পেয়ে যায়, এদের মুখ শুকিয়ে যায়। তবে একটা ব্যাপার, যে কোন বিরূপ অস্হায় পড়লে আমেরিকানরা কথাবলা বন্ধ করে, চুপ হয়ে অপেক্ষা করতে থাকে নির্দেশনার জন্য। প্রায় ১৫ মিনিট ট্রেন দাঁড়িয়ে আছে, শুধু একবার এনাউন্স করা হয়েছিলো যে, সুইচের কাজ চলছে, সামনে বেশ কয়েকটা ট্রেন আটকা পড়েছে, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে।

২ /১ জন স্পেনিশ মেয়ে ফিসফাস করে কথা বলছে, বাকীরা চুপচাপ; শুধু ২ জন মাঝারী বয়সী চীনা মহিলা উচ্চস্বরে ক্রমাগতভাবে নিজেদের ভাষায় কি নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছিলো। ২ জন চাইনীজ মুখোমুখি দাঁড়িয়ে কথা বললে, ১০০ গজ দুরের মানুষও উহা শুনতে পায়। এর মাঝে ট্রেনের লোকেরা ২ বার এনাউন্স করলো, কেহ যদি অসুস্হতা বোধ করে, বগির কেহ যেন টেলিফোনে ক্রুদের জানায়, সাথে ওদের টেলিফোন নম্বর দিচ্ছিলো। মহিলাদের কথার কারণে আমি ২ বারই টেলিফোন নম্বর মিস করলাম। দেখলাম, অনেকেই মহিলাদ্বয়ের উপর বিরক্ত, কিন্তু কেহ কিছু বলছে না।

এবার এনাউন্স করছিলো, কোন অবস্হায় কেহ যেন দরজা খুলে বের না'হয়; এভাকুয়েশনের প্রয়োজন হলে, আরো নিয়মকানুন সম্পর্কে জানাবে। আমি মহিলাদ্বয়ের সামনেই দাঁড়িয়ে আছি, ওদের কথার কারণে মনযোগ দিতে পারছিলাম না। হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, " এই, তোমরা ২ জন চুপ করো, এসব ম্যাঁওপ্যাঁও বন্ধ করো ( ইংরাজী বলেছিলাম )"; বেশ জোর দিয়ে বলেছিলাম, ২ জন একেবারে চুপ! পুরো বগি শান্ত।

একটু পরে, একটি সাদা মেয়ে সাধারণ গলায় আমাকে বললো,
-তুমি বেশ কর্কশ ভাষায় ওদের কিছু বলেছ!
-স্যরি।

আমার মনে হলো, এই 'ম্যাঁওপ্যাঁও' শব্দটা, যা আমি ব্যবহার করলাম, উহা তো কখনো কোথায়ও শুনিনি আগে; শব্দটার মাঝে শক্তি আছে।



মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:২৪

রানার ব্লগ বলেছেন: যাক অবশেষে ম্যাওপ্যাও শব্দের উৎপত্তির কারন যানা গেলো।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:২৮

সোনাগাজী বলেছেন:



আমি আরো বেশ কিছু শব্দ বন্ধুদের সাথে ব্যবহার করে থাকি!

২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪১

কামাল১৮ বলেছেন: চাইনিজরা যখন নিজেরা নিজেরা কথা বলে,তখন ম্যাওপ্যাঁও শব্দ গুলোই শুনা যায়।এক জটিল ভাষা।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫০

সোনাগাজী বলেছেন:



আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিলো, আমি খারাপ কিছু বলতে চেয়েছিলাম।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৩

কাঁউটাল বলেছেন: ইহা একটি লিলিপুটিয়ান শব্দ, পিগমী এবং ডোডোপাখিরাই ইহা বলিয়া থাকে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:০৩

সোনাগাজী বলেছেন:



আপনি তো আমার ডিকশনারীর ১ম পাতা দেখে ফেলেছেন!

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৩৪

খায়রুল আহসান বলেছেন: ম্যওপ্যাঁও শব্দটা মন্দ নয়। এ দিয়ে যা বোঝাতে চান, তা সহজে বোধগম্য। আমার মনে হয় আপনার মাধ্যমে এখন এ শব্দটা ব্লগে বহুল প্রচলিত, এবং সম্ভবতঃ ব্লগের মাধ্যমে অন্যত্রও।

২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৩

সোনাগাজী বলেছেন:



আমি ব্লগের বাইরে প্রয়োগ করে দেখেছি, মানুষ সহজেই বুঝতে পেরেছেন।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




জ্বী, আপনার এই "ম্যাঁওপ্যাঁও" শব্দটি ব্লগের একটি আইকনিক শব্দ, বহুল ব্যবহৃত।
অবশ্য শব্দটির জনক " চাঁদগাজী" । আপনি একই ব্যক্তি "সোনাগাজী" হলেও ক্রেডিট গোজ টু "চাঁদগাজী" । এবং এটাই মনে হয় ঠিক।

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৩১

সোনাগাজী বলেছেন:



উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চাঁদগাজীর 'প্রশ্ন ফাঁস জেনারেশন' আমি অনেক জায়গাতে ব্যবহার করেছি।
শ্রদ্ধেয় চাঁদগাজী হলে বলতেন , প্রশ্ন ফাঁস জেনারেশন'।

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪০

সোনাগাজী বলেছেন:



সো আমি সব যায়গায় চালাচ্ছি

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০০

শাহ আজিজ বলেছেন: হুম , উত্তরের চীনারা উত্তেজিত হয়ে আলাপ করলে তা হাউ কাউ হয়ে যায় , কিন্তু এতে যে পাশের সবাই বিরক্ত হচ্ছে তা থোড়াই কেয়ার। কাজেই ম্যাও প্যাও উপযুক্ত জায়গা করে নিয়েছে আমাদের ছোট্ট ভুবনে । বাংলাদেশের এক উচ্চ কর্মকর্তার স্ত্রী এরকম ম্যাও প্যাও শুনে আমায় জিজ্ঞাসা করেছিলেন ওরা কি নিয়ে ঝগড়া করছে ? আমি বললাম ঝগড়া নয় সাধারন আলাপ , মেয়ের জন্য জামা কিনেছিল তা ছোট হয়ে গেছে । আর ঝগড়া করলে কুংফু শুরু হয় B-)

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪১

সোনাগাজী বলেছেন:



আপনি তাদের আলাপের কালচার তো পুরোপুরি জানেন।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:০৮

নেওয়াজ আলি বলেছেন: বিড়াল ম্যাঁও ম্যাঁও করে আপনি চাঁদগাজীতে যুদ্ধকালীন সময় শুনেন নাই।

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৬

সোনাগাজী বলেছেন:



না শুনিনি, মানুষের সাথে বিড়াল, কুকুর সব সরে গিয়েছিলো। আমরা চাঁদগাজী পৌঁছার আগে ইপিআর সেখানে গিয়ে অবস্হান নিয়ে ছিলো, তাঁরা মানুষজনকে সরিয়ে দিয়েছিলেন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


বিড়াল ম্যাওম্যাও না করে, বাঘ সিংহ করলে ব্যাপারটা কেমন দাড়াতো?

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

সোনাগাজী বলেছেন:



আমি ভেবে টেবে বলিনি, মুখে এসেছিলো, বলেছি

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে একটি নতুন শব্দ তৈরি করার জন্য।
এসব ম্যাঁওপ্যাঁও বন্ধ করো এর ইংরেজি কি?

২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪৯

সোনাগাজী বলেছেন:




Stop, stop your all these ম্যাঁওপ্যাঁও

১১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: আমেরিকায় যেসব চায়নীজ থাকে তাদের আপনি খুব একটা পছন্দ করেন না।
একসময় আপনি শান্ত ছিলেন। বয়স যত বাড়ছে, আপনার মেজাজ তত দ্রুত গরম হচ্ছে। অবশ্য পরিস্থিতি এমন হয় যে মেজাজ ঠান্ড রাখা যায় না।

ম্যাওপ্যাও শব্দটা সাফল্য কামনা করছি।

২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩০

সোনাগাজী বলেছেন:



চীনরা আমেরিকাকে গিন্জিতে পরিণত করছে; ওরা চীন ছেড়ে আমেরিকায় আসছে, যেই এলাকায় ওরা থাকে, ওখানে মানুষ বাস করার অবস্হা থাকে না।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: রবীন্দ্রনাথ অনেক ফুলের নাম দিয়েছেন।
একদিন দুপুরবেলা রবীন্দ্রনাথের দেখলেন পাহাড়ি মেয়েরা কিছু ফুল নিয়ে যাচ্ছে। তিনি মেয়েদের বললেন, এই ফুলের নাম কি? পাহাড়ি মেয়েরা বলল এই ফুলের নাম নেই। রবিন্দ্রনাথ অবাক। এত সুন্দর ফুল কিন্তু তার নাম নেই!! রবীন্দ্রনাথ বললেন এই ফুফ্লের নাম আমি দিলাম দুপুরমনি। সেই থেকে ফুলের নাম হয়ে গেলো দুপুরমনি।
রবীন্দ্রনাথ বেশ কিছু ফুলের নাম দিয়েছেন।

২৫ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৩

সোনাগাজী বলেছেন:



ঠাকুর যা বলতেন, উহা স্বরসতীর সৃষ্টি

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: চীনরা আমেরিকাকে গিন্জিতে পরিণত করছে; ওরা চীন ছেড়ে আমেরিকায় আসছে, যেই এলাকায় ওরা থাকে, ওখানে মানুষ বাস করার অবস্হা থাকে না।

শুনেছি চীনারা মালোশিয়ায় ব্যবসা করতে এসে গাড়ি বাড়ি করে ফেলেছে। অনেক এলাকায় চাউনীজ দিয়ে ভরা।
ঢাকাতে মাঝে মাঝে কিছু চীনা মানুষজন দেখি। মতিঝিল আত গুলশানে বেশ কয়েকজন চায়নীজ মেয়েকে দেখেছি চায়না মোবাইল বিক্রি করতে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৭

সোনাগাজী বলেছেন:



কর্মঠ কিন্তু মানবতাহীন জাতি।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ঠাকুর যা বলতেন, উহা স্বরসতীর সৃষ্টি

রবীন্দ্রনাথ ভালো মানুষ ছিলেন। সহজ সরল। মানুষ তাকে অনেক ঠকিয়েছে। তার বউঠান কাদম্বরী দেবী বেঁচে থাকলে রবীন্দ্রনাথের জন্য অনেক ভালো হতো।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৮

সোনাগাজী বলেছেন:



ঠাকুর বাংগালী জাতিকে বিশ্ব বড় আসন পেতে সাহায্য করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.