নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ফুটবলে লাথি দেননি, এখনো কোন সমস্যা নেই!

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৯



ফুটবল খেলেননি জীবনে? এখনো চিন্তিত হওয়ার কারণ নেই, বেশীরভাগ ঢাকার ছেলের পায়ে এখন আর বল লাগেনা। বল না'খেললেও, ফ্রান্স যেই কারণে এবার সহজেই কাপ হারালো, সেটা আপনি নিজ চোখে দেখেছেন, বুঝতে পেরেছেন: তাদের দলে দরকারী পরিমাণ (৫জন ) পেনালটি সুটার ছিলো না; একই অবস্হা ছিলো ব্রাজিলের; এগুলো ঘটেছে 'হেডকোচের' ভুল পরিকল্পনার কারণে।

নক-আউট পর্বে, উভয় দলের গোলের সংখ্যা সমান হওয়ার সম্ভাবনা শতকরা ৪০ ভাগ; এই পর্বে গোলের সংখ্যা কমে আসে, এবং পেনালটির উপর জয়পরাজয়ের সম্ভাবনা বাড়ে। এবারের ফাইনালে যেভাবে পেনালটি হয়েছে, ইহাও কোচদের ভুলের জন্য ঘটেছে। ৩ জন ব্যাক ও মিডফিল্ডারদের নিজের গোল এলাকায় ( পেনালটি এরিয়া ) খেলার আচরণ শেখাতে হয়, যাতে পেনালটি এড়ানো যায়।

শুনলাম, ব্রাজিলের কোচ সাহেব জাতীয় দল থেকে রিজাইন করেছে; কিন্তু সে ব্রাজিলের মানুষের মনে যেই কষ্ট দিয়েছে লোকটা,সেটা থেকে রিজাইন করতে পারবে না। সুট-আউটের জন্য প্রস্তুত করা ফুটবলের ট্রেনিং'এর মাঝে সবচেয়ে সহজ পার্ট: স্কোরারকে শতকরা ৯৮ ভাগ সময়ে চলন্ত বলের উপর কিক করতে হয়; কিন্তু পেনালটি সুটআউটে স্হির বলের উপর কিক করতে হয়; পেনালটি শুটআউটে কৌশলের সাথে বলের গতিও একটা ফ্যাক্টর।

পেনালটি সুটআউটের জন্য ১১ জনকেই প্রস্তত রাখতে হবে, ফ্রান্সের ও ব্রাজিলের কোচ ইহা অনুধাবন করেননি। যাক, খেলা হলো খেলা, মানুষ ইহা সহজেই ভুলে যায়। যেকোন কিছুতে নেতৃত্ব দিতে হলে, প্রতিটি ব্যাপারকে গুরুত্ব দিতে হয়, সেইসব ব্যাপারে দক্ষতা থাকতে হয় ও প্ল্যান করার মতো অভিজ্ঞতা থাকতে হয়।

ফুটবলে যদি লাথি না'দিয়ে থাকেন, বয়স ৪০ বছরের উপরে গেলে, কমপক্ষে প্রতি ২ বছরেও হলেও হার্টটা পরীক্ষা করায়ে নেবেন; ফুটবল খেলে থাকলে, ৫০ বছরের পর থেকে পরীক্ষা করালেও চলবে।



মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫১

রাজীব নুর বলেছেন: আমি ছোটবেলায় ফুটবল পাগল ছিলাম।
মাঝে মাঝে দুইবেলা ফুটবল খেলতাম। আমি ভালো দৌড়াতে পারতাম। আমার পায়ে বল এলে আমি চোখ মুখ খিচিয়ে বিপক্ষ দলের বারপোষ্টের দিকে চলে যাই। কাউকে বল দিতে ইচ্ছা করে না। নিজে একাই গোল করতে চেষ্টা করতাম। গোলকি পার হিসবেও আমার বেশ সুনাম ছিলো।

আমাদের এলাকায় একটা ক্লাব ছিলো। সান রাইজ স্পোটিং ক্লাব। সেই ক্লাবে আমি ফুটবল খেলতাম। কাপ মেডেল অনেকবার জিতেছি।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৫

সোনাগাজী বলেছেন:



আমাদের সময়ও "একা গোল করার" সমস্যা ছিলো; বেশীরভাগ খেলার শিক্ষক ফুলবল খেলা জানতেন না; ফলে সঠিকভাবে "পাস" দেয়ার ট্রেনিং বেশীরভাগই কাজ করতো না।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫২

কামাল১৮ বলেছেন: খেলা নিয়ে খুব একটা আগ্রহ নাই।এক সময় আবাহনী মোহামেডের সব খেলা মাঠে গিয়ে দেখেছি।আর খেলা শেষে পকেটে হাত দিয়ে দেখি পকেট গড়ের মাঠ।
আমাদের সময় ইন্টার স্কুল প্রতিযোগিতা হতো।স্কুল জীবনের শেষ দুই বছর এই প্রতিযোগিতায় খেলেছি।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৮

সোনাগাজী বলেছেন:


আমাদের পরপরই বাংলাদেশের গ্রামে ফুটবলে ভাটা পড়ছিলো: জোনের খেলাটা কোনভাবে চলছিলো।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: গত ত্রিশ বছর ধরে আমার সব রকম, খেলাধূলা বন্ধ।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫৯

সোনাগাজী বলেছেন:



আপনার পরিবারের যেসব খাদ্য তালিকা দেন, উহা ভীতিজনক।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০১

মরুভূমির জলদস্যু বলেছেন:
- কোচদের জন্য শেখানোর জন্য আমরিকায় একটি কোচিং সেন্টার খুললে কেমন হয়?

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:


আমেরিকায় ইহার অভাব নেই। আমাদের ১ মাইলের ভেতরেই ৩ টি মাঠ আছে, একই মাঠে গড়ে একই সাথে ৪/টি টিম খেলে ও ৬ বছরের উপরের বাচ্চাদের কোচিং করে।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের সময়ও "একা গোল করার" সমস্যা ছিলো; বেশীরভাগ খেলার শিক্ষক ফুলবল খেলা জানতেন না; ফলে সঠিকভাবে "পাস" দেয়ার ট্রেনিং বেশীরভাগই কাজ করতো না।

আমি কাউকে পাস এই কারনে দিতাম না, মনে করতাম তাঁরা গোল দিতে পারবে না। আমি পারবো। এটা আমার ভুল বিশ্বাস ছিলো।
ছোট ছোট পাস দিয়ে সকলে মিলে খেললে জেতা সম্ভব।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২০

সোনাগাজী বলেছেন:



ফুটবলের ট্রেনিং বেশ জটিল, ৯০ মিনিট পা, শরীর ও মাথা একসাথে কাজ করতে হয়; ইহাই খেলার রাজা

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনার পরিবারের যেসব খাদ্য তালিকা দেন, উহা ভীতিজনক।

সুস্থ থাকলে হলে খেতে হবে। বেঁচে থাকতে হলে খেতে হবে।
আমাদের বংশের লোকজন গরুর মাংস টা বেশি পছন্দ করে। এতই পছন্দ করে যে গরুর মাংস থেকে চুলা থেকে নামানোর আগেই খেতে শুরু করে। যখন কোনো অনুষ্ঠান হয়, বাবুর্চি রান্না করে। রান্না শেষ হবার আগেই আমরা পাল্লা দিয়ে খেতে বসে যাই।

মা আমাকে গরুর মাংস খেতে মানা করে। কোনো অনুষ্ঠানে যাবার সময় বলে, গরুর মাংস খাবি না। আমি বলি আচ্ছা। কিন্তু আমি ইচ্ছা মতো গরুর মাংস খাই। আমার ছোট ভাইয়ের ছেলে আরিশ সে-ও মাংস খুব পছন্দ করে। এমনকি আমার কন্যা ফারাজা মাংস পছন্দ করে। হোক গরু নবা মূরগী।

আমি ছোটবেলা থেকেই ছোট মাছ বা সবজি খেতাম না। সেই অভ্যাস এখনও রয়ে গেছে।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৩

সোনাগাজী বলেছেন:



মাংসের স্বাদ অনন্য ও শরীরের জন্য দরকার; আপনি পরিমাণ মতো খেলে অসুবিধাঘওয়ার কথা নয়। প্রতিদিন হাঁটবেন।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল দল হেরেছে টাই ব্রেকারে। খেলায় আধিপত্য ছিল ব্রাজিলের। ভিনিসিয়াসকে তুলে নেয়া হলো তুলে নেয়া হলো রিচার্লিসনের মত স্ট্রাইকার। কোচ দল নিয়ে পরীক্ষা করতেই পারেন তাই বলে নক আউট পর্বে? সবাইকে খেলার সুযোগ দেয়া বেশি দরকারি নাকি চ্যাম্পিয়ন হওয়া? প্রথম শুট করলেন রদ্রিগো একটা বাচ্চা ছেলে। গোলকিপার যে দিকে ড্রাইভ দিলেন সেদিকেই শুট করলেন। প্রথম গোল হয়ে যাওয়ার পর আর ফিরে আসতে পারেন নি। রেফারির সিদ্ধান্ত ও ব্রাজিলের বিপক্ষে। এমনকি নেইমার কে বলা হলো তুমি বেশি কথা বলো। ক্যাসিমিরু হলুদ কার্ড পেলেন কোন দোষ ছাড়াই। ডিবক্সে হ্যান্ডবল হলেও পেনাল্টি পেলনা। এক ই অবস্থায় আর্জেন্টিনা পেল ফাইনালে। সর্বোপরি নেইমারের করা অসাধারণ গোল শোধ হয়ে গেলো খেলা শেষের ৩ মিনিট আগে। এতো কিছু ডিসফেবারে যাওয়ার পর ব্রাজিলের হারা। টাইব্রেকারের খেলায় বিশ্বের সেরা পেনাল্টি শুটার নেইমার শুট ই করতে পারলেন না। অথচ ১ম শুট তার নেয়ার কথা। এই কোচ ব্রাজিল কে ডুবিয়ে ছেড়েছেন।

২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৭

সোনাগাজী বলেছেন:



শুট-আউটে ১ম সুযোগ দিতে হয়, যার ৯৯% সিউরিটি আছে, সেটা ছিলো নেইমার; রিচার্লিসনকে শেষ অবধি রাখার দরকার ছিলো। সর্বোপরি, ব্যাকের সব খেলোয়াড়ারকে "পেনালটি সুট ট্রেনিং" দিতে হয়; রেফারীর পক্ষপাতিত্ব সত্বেও সুট-আউট অবধি টিকার পর, ব্রাজিলের এই পরিণতির জন্য কোচই দায়ী।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: কথা সত্য ব্রাজিলের কোচ বড় একটা বেকুব প্রমাণ হয়েছে। অতীতে যে হারে খেলাধূলা হতো এখন বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত তার চেয়েও বেশী। কী হবে ভবিষ্যতে এদের

২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:০২

সোনাগাজী বলেছেন:



যারা শারীরিক খেলাধুলা করে না, তারা দুর্বল হয়, এমন কি ক্ষীণ মেজাজের মানুষ হয়।

ব্রাজিল ও ফরাসী কোচ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেনি।

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফুটবলে লাথি দিয়েছি। কিন্তু তেমন ভাবে খেলিনি।
আমি ক্রিকেট খেলতে পছন্দ করতাম। বেশ ভালোই খেলতাম। জেলা টিমে চান্স পাওয়ার মতো।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

সোনাগাজী বলেছেন:



বয়স যদি ৪০ হয়ে থাকে, একবার হার্টটা পরীক্ষা করাবেন।

১০| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৭

বিটপি বলেছেন: পেনাল্টি বক্সের আচরণবিধি সবাই জানে। ওসমান দেম্বেলের দূর্ভাগ্য যে ডি মারিয়া পেনাল্টির সুযোগ কেড়ে নিতে পেরেছে। তবে ফ্রান্সের পক্ষে ১১৬ মিনিটে দেওয়া পেনাল্টিটা অবশ্যই রেফারির ভুল। কনুইতে লাগলে তা কখনও হ্যান্ডবল হয়না। আর লেগেছিল অনিচ্ছাকৃত - তার জন্য হলুদ কার্ড দেখানোও ঠিক হয়নি।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০১

সোনাগাজী বলেছেন:



সেটা আমি খেয়াল করেছিলাম, মাত্র ৪/৫ ফুট দুরত্ব থেকে হাই স্পীড কিক এসে, কনুইতে লেগেছিলো। সাম্প্রতিক রোন রুলস থেকে কি কলটা দিয়েছিলো কিনা রেফারী, জানা যায়নি; পেনালটি না'হলে, স্ক্রীনে বসা বিচারকেরা রেফারীকে নির্দেশ দিতো।

১১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:


ফুটবল আর খেলা হয় না হাটুর ইনজুরীর কারণে, তবে ভালোই খেলতাম।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২

সোনাগাজী বলেছেন:



তা'হলে অন্য ব্যায়াম করেন।

১২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
বয়স যদি ৪০ হয়ে থাকে, একবার হার্টটা পরীক্ষা করাবেন।

জানুয়ারিতে করবো।

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২

সোনাগাজী বলেছেন:



ভালো।

১৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: শুনলাম আর্জেন্টিনা বাংলাদেশে দূতাবাস খুলবে? জানেন কিছু?

২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২১

সোনাগাজী বলেছেন:



আদম বেপারীরা ঐ রুটকে কাজে লাগাবার চেষ্টা করছে হয়তো। পশুখাদ্য কেনা যাবে কম দামে।

১৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মাস তিনেক আগে একবার ইকো করিয়েছিলাম। হাঁটলে বুকে ব্যাথা হতো তাই। এসমস্যা অনেক দিন ধরে। ২০১৪ থেকে শুরু হয়েছে।
ডাক্তার শুধু মন্টিলুকাস্ট সোডিয়াম (মোনাস ১০) চালাতে বলেছে।

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সোনাগাজী বলেছেন:



"মন্টিলুকাস্ট সোডিয়াম (মোনাস ১০) " কিসের জন্য দেয়া হয়?

হাঁটলে পায়ে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে, ঘাম দিতে পারে, হার্ট-রেট বাড়তে পারে।

১৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমাকে বলেছিলো পুরোনো ঠান্ডা। কিন্তু আমার তা মনে হয়না।

২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:


যাক, ইহা হার্টের বিষয় নয়।
আপনার কি এজমার সিম্পটমস আছে? থাকলে, সেই ঔষধ খান, না'থাকলে ঔষধ কমায়ে দেন।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এলার্জি আছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:১৬

সোনাগাজী বলেছেন:



এলার্জি থেকে এজমা অবধি গড়াতে পারে; আপনি কড়া রোদে যাবেন না, ঢাকায় মাস্ক ব্যবহার করবেন; দিনে ২ বার লাল চা খাবেন।

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
রাজীব নুর বলেছেন: গত ত্রিশ বছর ধরে আমার সব রকম, খেলাধূলা বন্ধ।

উনার বয়স কত হতে পারে বলে আপনার ধারণা?
যদি ৩৮ হয় তবে ৮ বড় বয়সে পাড়ার সানরাইজ ক্লাবে খেলেছে। মেডেল এনেছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫০

সোনাগাজী বলেছেন:



আমি ৭ বছর বয়স থেকে খেলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.