নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

রোহিংগাদের এত কষ্টের মুলে কি?

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:৪৮



রোহিংগাদের সব কষ্টের মুলে রয়েছে: তারা যেই দেশে বাস করে, সেই দেশের সংস্কৃতিকে ধারণ করে না, দেশের বৃহৎ জনগোষ্ঠীর সাথে তাল মিলিয়ে চলে না, তারা শিক্ষাদীক্ষা থেকে দুরে সরে গেছে, তাদের অপরাধ প্রবণতা, অসততা ও অনৈক্য।

উপরের যে ছবিটি দেখছেন, ইহা আমি অন-লাইন থেকে নিয়েছি; ইহা ভারতের হরিয়ানার কোন এক রোহিংগা রিফিউজী ক্যাম্পের কোন এক মক্তবের ছবি। ভারতে মাত্র ৪০/৫০ হাজার রোহিংগা রিফিউজী আছে; তাদের ভরণপোষণ করছে জাতি সংঘের রিফিউজী সংস্হা। ভারতের রোহিংগা রিফিউজীরা বার্মায় ফেরত যেতে চাচ্ছে না।

এখন ছবিটি খেয়াল করে দেখুন, ভারতের মতো দেশে, রোহিংগারা যদি থেকে যেতে চায়, এই ছবিটি রোহিংগাদের সাহায্য করবে, নাকি তাদের বিপক্ষে যাবে? ভারতের লোকজন যদি দেখে যে, এই ছোট শিশুদেরকে এই ধরণের মক্তবে, এই ধরণের একজন শিক্ষক ধর্মীয় শিক্ষা দেয়, এতে এই শিশুদের প্রতি দয়ার উদ্রেক হবে? বর্তমানে তাদের যেই অবস্হা, তাদের দরকার স্হানীয়দের সহানুভুতি; কিন্তু তারা প্রয়োজনীয় সহানুভুতি পাচ্ছেনা; ভারতের সাথে বার্মার সম্পর্ক ভালো, পুলিশ রোহিংগাদের উপর কড়া নজর রাখছে।

এই ছবির বদলে যদি একটা স্কুলের ছবি দেয়া হতো, যেখানে ইংরেজী কিংবা হিন্দী শেখানো হচ্ছে, কিংবা প্রাইমারী লেভেলে পড়ানো হচ্ছে, সেটা ১জন ভারতীয় নাগরিকের মননের উপর মানবিক প্রভাব রাখতো।

ভারতীয় দ্বীপপুন্জ, আন্দামান নিকোবর এলাকায় সাগরে এখন একটি রোহিংগা বড় নৌকা ভাসছে কয়েক সপ্তাহ, যাতে শ'খানেকের মতো মানুষ (আনুমানিক ) এখনো জীবিত আছে; জাতি সংঘের শত অনুরোধ সত্বেও কোন দেশ এদেরকে আশ্রয় দিচ্ছে না।

মন্তব্য ৪৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৪:৫৯

অনল চৌধুরী বলেছেন: আপনার যুক্তি অনুযাযী তাদের গীতা পাঠ করা উচিত !!!!!
সেটা কি তারা মরে গেলেও করবে ?????

২৭ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১২

সোনাগাজী বলেছেন:



আপনি বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, বার্মা, থাইল্যান্ডের রোহিংগা সমস্যা ও তাদের জীবনযাত্রার তথ্যগুলো মিলায়ে দেখেন; দেখবেন, গীতাও তাদের সাহায্য করবে না, তাদেরকে স্হায়ীয়দের সংস্কৃতি অনুসরণ করতে হবে।

২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৬

অনল চৌধুরী বলেছেন: সংস্কৃতি মানেই তো রামায়ণ-মহাভারত-গীতা !!!!

২৭ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



সংস্কৃতি হলো জাতির ট্রেডিশন, শিক্ষা, ভাষা, সাহিত্য, সুবোধ আচরণ, সময়োপযোগী জীবনযাত্রা ও সভ্যতার সাথে সম্পৃক্ততা।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:১৯

কামাল১৮ বলেছেন: বিশেষ একটা ধর্মের লোকেরা মনে করে ধর্মীয় পরিচয়ই তাদের সংস্কৃতিক পরিচয়।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৭

সোনাগাজী বলেছেন:



বিশ্বের যেকোন দেশে রোহিংগারা ভালো থাকতে পারতো, যদি তারা স্হানীয়দের সাথে মিলে চলতে পারতো; ভারতে যদি ওরা হিন্দি বা ইংরেজী শিখতো,ওরা ভারতীয়দের সহানুভুতি পেতো; এসব মক্তবে আরবী পড়তে শিখে শিশুদের কি হবে?

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৫৫

নীল আকাশ বলেছেন: আপনি একজন ইসলাম বিদ্বেষী মানুষ।
এখানে মক্তব না দিয়ে গীতা পাঠের আসর বসালে খুশিতে নাচতেন!

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:২২

সোনাগাজী বলেছেন:



পোষ্টটি বুদ্ধিমান মানুষদের জন্য।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪০

হাসান জামাল গোলাপ বলেছেন: While in Rome be a Roman. সহমত, কিন্ত তাঁদের পথ দেখাবে কে! খোদ আমাদের দেশের লোকেরাই অন্য দেশে যেয়ে সেটা মেনে চলে না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৩

সোনাগাজী বলেছেন:


আমাদের জাতিও এই ধরণের সমস্যায় ভুগছে; কিন্তু আমাদেরএকটা দেশ আছে, মানুষের কিছু শিক্ষা আছে, এবং আমাদের সাধারণ মানুষ খুব একটা অপরাধ প্রবন নন

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৩

কাঁউটাল বলেছেন: নিউইয়র্কের পাতাল রেলে চলার সময় কখনো কোন আমেরিকান মহিলা আপনাকে থাপ্পড় দেয় নাই?

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৭

সোনাগাজী বলেছেন:



না, দেয়নি; আমি প্রবাসে সন্মানজনক অবস্হানে ছিলাম ও আছি।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:২৯

সোনাগাজী বলেছেন:



আপনি ১ মাস ৪ দিনে ১টি পোষ্টও লিখতে পারেননি?

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:১৭

বাকপ্রবাস বলেছেন: আমি জব করি রোহিঙ্গা কোম্পানীতে, তাদের সাথে আমার উঠাবসা সব। আমি জানি তাদের খাসিলাত, প্রথম দিকে আমার সিম্পেথি কাজ করতো কিন্তু এখন আর করেনা, যারা কষ্টে আছে আল্লাহ তাদের সহায় হোন।

তারা অকৃতজ্ঞ
অশিক্ষিত
ধর্মান্ধ
রুচিহীন

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



৭৮ লাখ ইউক্রেনিয়ান রিফিউজী ইউরোপে চলে গেলো, নৌকার ১০০ জন লোককে কেহ নিচ্ছে না; বাচ্চাগুলো ও নারীরা ভয়ংকর কষ্ট পাচ্ছে।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: আমার চাচা ব্যবসা করেন। তিনি চায়না থেকে সেলাই মেশিন আনেন। সেই মেশিন সারা বাংলাদেশে পাইকারী বিক্রি করেন।
বিভিন্ন এনজিও চাচার কাছ থেকে ৪/৫ শ' করে সেলাই মেশিন নিয়েছে রোহিঙ্গাদের জন্য।
ঢাকা থেকে সেই সেলাই মেশিন নিয়ে গেছে সামাদ নামে একজন। সেখানে গিয়ে সামাদ প্রতিদিন একজন রোহিঙ্গাদের সাথে রাত কাটিয়েছে। প্রতিরাতে ১০০ শ' টাকা। রোহিঙ্গা ক্যাম্প গুলোতে প্রতিরাতে যৌনতার আসর বসে। এদের গ্রাহক হচ্ছে আশেপাশের গ্রামের মানুষজন। এবং ঢাকা থেকে যারা যায় তাঁরা।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:



এই জন গোষ্ঠীর মগজ নেই।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: সরকার চাচ্ছে রোহিঙ্গাদের ধার্মিক বানাতে। এজন্য তাদের আরবী পড়ার দিকে বেশী জোর দিচ্ছেন।
মনে হয় শেখ হাসিনা নোবেল পাওয়া না পর্যন্ত তাদের থাকতে দেওয়া হবে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৭

সোনাগাজী বলেছেন:



লোকগুলোর ভাগ্য খারাপ যে, তাদেরকে বাংলাদেশ উঠতে হলো; ওরা ইউরোপের দিকে চলে যেতে পারলে বেঁচে যেতো।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৬

বাকপ্রবাস বলেছেন: রাজীব নুর বলেছেন: সরকার চাচ্ছে রোহিঙ্গাদের ধার্মিক বানাতে।

রোহিঙ্গারা আদতেই অমন, ওরা মাদ্রাসায় বেশী পড়ে, আমাদের দেশের মাদ্রাসাতেও পড়ে আসছে ওরা, এখনো খবর নিলে পাওয়া যাবে রোহিঙ্গা ছাত্র, আর ওদের গন্তব্য যেন সওদি আরব, আরব কান্ট্রি তায় আরবীর প্রতি আগ্রহ। ওরা বাংলাদেশকে বিশ্বাস করেনা, খুবই অপছন্দ আর হিংসাও করে, ওরা আগে ভাবত বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সওদি আরব গিয়ে ওরাও সওদি বনে যাবে, তায় যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সওদি যাওয়ার পর বাংলাদেশকে আর পাত্তা দেয়না, এখন সওদি আরব এসব বন্ধ করে দিয়েছে, আর সহজে আসতে দিচ্ছেনা। ওরা এটাও ভাবত যে, টাকা দিলে বাংলাদেশের পাসপোর্ট কোন ব্যাপারইনা, তেমনটা ছিলও, টাকা দিয়ে পাসপোর্ট পেত, এখন কঠিন হয়ে গেছে, কেউকেউ পাচ্ছে বাট কঠিনভাবে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০০

সোনাগাজী বলেছেন:




আমাদের সরকার সাহায্য করলে, ওরা চুরি করে পাকিস্তান চলে গেলে, ওরা কিছুটা ভালো থাকতো।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০১

মোহামমদ কামরুজজামান বলেছেন: আপনি যা বলেছেন তা হয়ত একটা দিক বা কারন তবে তাই যে শুধু একমাত্র কারন তা নয়।

তাদের মূল যে সমস্যা বা যেখান থেকে শুরু তা মনে হয় তাদের নিয়ে ও তাদের ব্যবহার করে করা রাজনীতি এবং সাথে সাথে বিশ্বব্যাপী তাদের নিয়ে ব্যবসা করার মানষিকতা। তা সে আমাদের দেশ কিংবা ভারত,ইউ কিংবা আমেরিকা-চায়না যেই হোক না কেন।

এখানে সবাই খেলছে রোহিংগাদের বল বানিয়ে নিজ নিজ মিশন সামনে রেখে । আর ভূগছে টেকনাফ-কক্সবাজার স্থানীয় জনগণ আর এনজিওর কর্তারা কামাচছে বেশুমার ও মজা লুটছে রোহিংগা অবলাদের।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০২

সোনাগাজী বলেছেন:



তারা সৎ হলে, কেহ মজা লুটতে পারতো না।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৩৩

নতুন বলেছেন: অজ্ঞতা রহিঙ্গাদের সবচেয়ে বড় সমস্যা।

আর বর্তমানে তাদের নিয়ে সবাই ফয়দা লুটছে। এনজিও, স্থানীয়, সবাই।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

সোনাগাজী বলেছেন:



আসলেই ভয়ংকর অজ্ঞ জনগোষ্ঠী

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রোহিঙ্গাদের কষ্টের জন্য দায়ী তাদের মুসলিম বিরোধী সরকার। তবে, তারা সাহায্য পেতে পেতে এখন অলস জাতি হয়ে গিয়েছে। তারা বাংলাদেশ থেকে যেতে চায় না (এত আরাম ছেড়ে কেন যাবে?), আবার বাংলাদেশে থাকা এনজিও গুলোও চায় না তারা চলে যাক (এটা এখন ব্যবসা)। এক সময় মনে হয় তাদের জাতীয়তা দিয়ে মূলধারায় নিয়ে আসতেই হবে...

২৭ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

সোনাগাজী বলেছেন:



একাংশ বাংলাদেশে থেকে যাবে, একাংশ পালিয়ে যাবে।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৭

নেওয়াজ আলি বলেছেন: কিছুটা মন্দ রাজনীতি কিছুটা তাদের ভুল।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৮

সোনাগাজী বলেছেন:



বার্মার জেনারেলরা জেনারেল জিয়া থেকেও শক্ত, ওরা ৭২ বছর ক্ষমতায় আছে, সেটা বুঝার দরকার ছিলো।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:১১

অনল চৌধুরী বলেছেন: বাকপ্রবাস বলেছেন: আমি জব করি রোহিঙ্গা কোম্পানীতে, তাদের সাথে আমার উঠাবসা সব। আমি জানি তাদের খাসিলাত - রোগিঙ্গাদের প্রতিষ্ঠানে কাজ করে বেতন নেয়ার কারনে তো অপনার তাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত।
কিন্ত সেটা না করে দূর্নাম করছেন।
আমি ২০৪৪ সালের ডিসেম্বরে বিশেষ পাসপোর্ট কেরে রোহিঙ্গাদের দেশ মন্ডুতে গিয়েছিলাম। আমার কাছে বার্মার টাকা না থাকায় এক রোহিঙ্গা আমার হয়ে রিকশা ভাড়া ৩৫০ কিয়াত (১ ডলারে তখন ১৮ হাজার কিয়াত পাওয়া যেতো) দিয়ে দিয়েছিলো । বলেছিলো যাওয়ার পথে তাকে টাকা দিয়ে দিেতে।
আমি যে না দিয়ে চলে যেতে পারি, সেটা একবারও ভাবেনি।।
এরকম লোক আমি জীবনে কোথাও দেখিনি, যারা অপরিচিতদের এভাবে বিশ্বাস করে।
রোহিঙ্গা ক্যাম্প গুলোতে প্রতিরাতে যৌনতার আসর বসে। এদের গ্রাহক হচ্ছে আশেপাশের গ্রামের মানুষজন। এবং ঢাকা থেকে যারা যায় তাঁরা। -ওরা ধনী লোক।
এথন বিপদে পড়ে অনেকে অপরাধের সাথে যুক্ত হয়েছে।
কিন্ত একটা জাতির সবাই খারাপ না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:



আপনার লেখায় টাইপো আছে: ২০৪৪

ওরা ওদের বাঁচার পথ খোঁজার মতো বুদ্ধিমান নন; ওরা মাদক ব্যবসা, নারী ব্যবসা, মানুষ আটকায়ে রেখে টাকা আদায়ের ব্যবসা আজীবন করে আসছে।

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৬

অনল চৌধুরী বলেছেন: মাত্র কিছুদিন আগেই A-4 Tech এর নতুন কি-বোর্ড কিনেছি।
কিন্ত তারপরও লিখতে গিয়ে খুব ভুল হচ্ছে।
শুধু ২০০৪ লিখতে ২০৪৪ না , সব মন্তব্যেই অনেক বানান ভুল হচ্ছে।
মন্তব্য সংশোধনের ব্যবস্থা থাকা উচিত।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৮

সোনাগাজী বলেছেন:


বাংলা লেখার কি-বোর্ড কি পাওয়া যায়?

১৭| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৪

নূর আলম হিরণ বলেছেন: রোহিঙ্গাদের উজ্জ্বল ইতিহাস আছে কিন্তু এরা সময়ের পরিক্রমায় নিজেদেরকে আধুনিক করতে না পারায় অনেক পিছিয়ে পড়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বারবার হওয়ার কারণে এরা এখন পুরোই কক্ষচ্যুত হয়ে পড়েছে।

২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪১

সোনাগাজী বলেছেন:


শিক্ষায় পেছনে পড়ে গেছে; ৫/৬ বছরের বাচ্চাকে দেশের ভাষা না'শিখায়ে আরবী ও ধর্ম শিখচ্ছে; এরা নিজেদের পতন নিজেরা ডেকে এনেছে।

আমাদের মোল্লারা ও সরকার আমাদের জাতিকেও সেইদিকে নিয়ে যাচ্ছে।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:১৪

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের সব কি বোর্ড দিয়েই ১ যুগ আগে থেকে বাংলা এবং ইংরেজী লেখা যায়। যদিও সব চীন থেকে আমদানী করা হয়।
আপনার কয় হাজার লাগবে ?
রপ্তানী করবো ?

২৮ শে ডিসেম্বর, ২০২২ সকাল ৭:১২

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ, আমি রেগুলার কি-বোর্ডে টাইপ করি।

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৪৫

সাইফুলসাইফসাই বলেছেন: পাকিস্তানিরা চেয়েছিলো বাংলা ভুলাতে- আমরা কি ভুলেছি? ভুলি নাই, জিতেছি। কিন্তু এখন ইংরেজির কাছে হারছি.।

২৯ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৯

সোনাগাজী বলেছেন:



ইংরেজীর কাছে কেহ হারে না, ইংরেজী জানা মানে জিতে যাইয়া।

২০| ০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৭

অনল চৌধুরী বলেছেন: কামাল১৮ বলেছেন: বিশেষ একটা ধর্মের লোকেরা মনে করে ধর্মীয় পরিচয়ই তাদের সংস্কৃতিক পরিচয়- গবেষককে শেখাচ্ছেন সংস্কৃতি কি আর ধর্ম কি !!!!!
ভারত -পাকি-সৌদি-এসব দেশ সম্পর্কে বিন্দুুমাত্র ধারণা থাকলে জানতেন এদের সংস্কৃতিতে ধর্মের প্রভাব কতোটা।
মাদক-শীষা-ডিস্কো এদের সংস্কৃতি না। এদের দিনের শুরুই হয় ধম্ম-কম্ম দিয়ে।

লেখক বলেছেন:ইংরেজীর কাছে কেহ হারে না, ইংরেজী জানা মানে জিতে যাইয়া। - চীন, জপান কোরিয়া,জার্মানীসহ ইউরোপের দেশগুলি কোনটা ইংরেজী শিথে উন্নত করেছে????
আফ্রিকার নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের লোকজন ইংরেজী জেনেও এখনো গরীব কেনো ?
দুর্নীতি বন্ধ না হলে ইংরেজী উন্নয়নের কোনো আলাদিনের প্রদীপ না।

এতোবছর পরও বৃটিশ বর্বরদের শেখানো তোতোপাখির মতো কথা-বার্তা থেকে মুক্ত হতে পারলেন না।

০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৭

সোনাগাজী বলেছেন:



ইংরেজী জানলে বিশ্বের বেশীরভাগ জাতির লোকদের সাথে কম্যউনিকেইট করা যায়; বিশ্বের বড় বড় লেখকদের বই পড়ে বুঝা যায়।

২১| ০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৮

অনল চৌধুরী বলেছেন: পৃথিবীর বেশীরভাগ দেশের বেশীররভাগ লোকজনই ইংরেজী জানেনা ।
আপনর বেশীরভাগ ধারণাই ভুল।
ভারতে ইংরেজীর শিক্ষিক, এবং ইংরেজীতে পিএইচডি করা লোকজনও পিওন-দারোয়ানের চাকরীর জন্য লাইন আর ১০-১৫ লাখ টাকা ঘুষ দেয়।
ইংরেজীর জ্ঞান তাদের জন্য উপযুক্ত কাজের ব্যবস্থা করতে পারেনি।

০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২৬

সোনাগাজী বলেছেন:



ভারটীয়রা মিডলইষ্টে বাংগালীদের চেয়ে ভালো চাকুরী পাবার মুল ১টা কারণ হচ্ছে, ইংরেজী

২২| ০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৫০

অনল চৌধুরী বলেছেন: Over 93,000 candidates, including 3,700 PhD holders apply for peon job in UP Read more at: Click This Link

০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২৭

সোনাগাজী বলেছেন:





এগুলো বেঠিক প্রচারণা।

২৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩১

অনল চৌধুরী বলেছেন: আপনর উপরে মেজাজ ঠিক রাখা কঠিন।
The Economic Times-এর মতো ১৯৬১ সাল থেকে প্রকাশিত ভারতের বিখ্যাত একটা পত্রিকা বেকারত্বের মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে মিথ্যা তথ্য দেবে আর সরকার তাকে ছেড়ে দেবে ????
যা ইচ্ছা তাই বলেন, যা ইচ্ছা তাই লেখেন।
কোনো তথ্য-প্রমাণের ধার ধারেন না।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫০

সোনাগাজী বলেছেন:



কমেন্ট পরিস্কারভাবে বুঝতে পারিনি, কোন দেশে বেকারত্বের হার নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.