নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ডলার সম্পর্কে ব্লগারদের ধারণা কি রকম পরিস্কার?

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:২৪



দেশের ব্যাংকার ও শিক্ষিত ব্যবসায়ীদের কাছে ডলারের প্রভাব ও শক্তি মোটামুটি কিছুটা পরিস্কার। ব্লগেও ২/৪ জনকে বলতে শুনেছি, "আমেরিকার মোড়লগিরি থামাতে হলে, গ্লোবেল মুদ্রার ভুমিকা থেকে ডলারকে সরাতে হবে"। ষ্টেইটমেন্টটা ঠিক আছে, কিন্তু ডলারের ভুমিকায় আসার মতো কোন মুদ্রা নেই, আগামীতেও সহসা ডলারের স্হানে আসার মতো কোন মুদ্রা দিগন্তেও নেই।

পৃথিবীর ৭০'টি দেশ ইহাকে 'রিজার্ভ' হিসেবে ব্যবহার করছে; তৃতীয় বিশ্বের সকল সরকার থেকে শুরু করে সকল বাটপাড়ের জন্যও 'রিজার্ভ' হচ্ছে ডলার; আফগানিস্তানের কোন নি:স্ব মহিলা এয়ারপোর্টের আশেপাশে ভিক্ষা করলে, সে ১ জন চীনা পর্যটক থেকেও আমেরিকান মুদ্রা চাইবে।

আমেরিকার বাহিরে ১৮ ট্রিলিয়ন ডলার বাজারে চালু অবস্হায় আছে; ইহার একাংশ ক্যাশ হিসেবে আছে। যেই পরিমাণ ক্যাশ আছে, উহাকে ম্যানেজ করার মতো ক্ষমতা একমাত্র আমেরিকানদের আছে; অন্য কোন জাতির সেই ধরণের ম্যানেজমেন্ট সিষ্টেম নেই। মানি-লন্ডারিং, জংগিদের ক্যাশ বহন (ব্যবহার), লুকিয়ে রাখা ডলার, জাল ডলার ছাপানোর প্রক্রিয়া নিয়ে ভাবুন, আর কোন জাতি ইহাকে কন্ট্রোলে রাখতে পারবে কিনা?

গ্লোবেল মু্দ্রার পেছেন সবচেয়ে বড় শক্তি হলো, মালিক জাতির প্রতি আস্হা; রাশিয়া কিংবা চীনের মুদ্রাকে আপনি ১০ বছর ধরে রাখার চিন্তা করতে পারবেন? আপনি রাশিয়ার কিংবা চীনের কোন কোম্পানীর বন্ড ১০ বছর ধরে রাখার মতো সাহস রাখেন? চীনা মুদ্রার পেছনে সাপোর্ট হিসেবে কি আছে, স্বর্ণ নাকি ডলার?

বিশ্বের মুদ্রাগুলো নিয়ে জানুন; নিজে দেশের মু্দ্রা সম্পর্কে জানুন। আমেরিকার মোড়লগিরি নিয়ে অনেকের মন খারাপ হয়, কিন্তু ডলার নিয়ে সবাই খুশী, ইহা বিশাল শক্তি। আমেরিকার মোড়লগিরির পেছনে এটম বোমা নয়, ডলারই মুল শক্তি।





মন্তব্য ৪৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৯

অনল চৌধুরী বলেছেন: সব দেশ ডলারের পরিবর্তে নিজেদের দেশের মুদ্রায় আমদানী-রপ্তানী করা শুরু করলেই এ্যামেরিকান সন্ত্রাসীদের ডলারের ১২ টা বাজবে।
চীন-ভারত-রাশিয়া-বাংলাদেশ এর মধ্যেই কাজ শুরু করেছে।
গাদ্দাফি ডলারের সন্ত্রাস প্রতিহত করার জন্য আফ্রিকার দেশগুলির জন্য নিজস্ব বিনিময় মুদ্রা চালুর চেষ্টা করাতেই এ্যামেরিকা-ক্যানাডা-ন্যাটো লিবিয়া আক্রমণ করে গাদ্দাফিকে হত্যা করে।
বাংলাদেশে কিছু লোকের স্বার্থে ইচ্ছা করে ডলারের দাম বাড়িয়ে রাখা হয়েছে, যার ফলে জনগণের খরচ বাড়ছে।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৫

সোনাগাজী বলেছেন:



শি জিনপিং'ও ডলার কিনছে তাইওয়ান দখলে নেয়ার জন্য, পুটিন ক্যাশ ৬০০ বিলিয়ন যোগাড় করে যুদ্ধে নেমেছে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডলার কখোনই বিশ্বমানের মুদ্রা হয় নাই ।
................................................................
ইউরোপ আমেরিকার চালবাজিতে এর প্রানভোমরা নিহিত ।
সম্প্রতি শোনা যায় এর থেকে কিছু কিছু ইউরোপের দেশ বেরিয়ে আসতে চায় ।
অর্থনীতির বড় বড় জায়ান্ট গুলো অদৃশ্য সুতার টানে ডলার নির্ভরশীল তাই
বিশ্ববাজার মাঠে ডলারের গ্রহন যোগ্যতা আছে ।
আজ আমেরিকা দেউলিয়া হোক তার স্হান পূরনের জন্য মুদ্রার অভাব হবেনা,
হ্যাঁ ঐ সময় যে দেশের অর্থনীতি সবার উচ্চে থাকবে, সেই ই নেতৃত্ব দেবে ।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১১

সোনাগাজী বলেছেন:



আমেরিকা কিভাবে দেউলিয়া হবে? আমেরিকা দেুলিয়া হলে, কে দেউলিয়া না'হয়ে থাকবে?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই ডলারের ডলারমতি (তেলেসমাতি) ও তার পিছনের কারন জানার চেষ্টাতেই লিখেছিলাম ডলারনামা। আর তাই দিলাম আপনার সাথে শেয়ার করে।

" ডলার নামা " - বিশ্ব বাণিজ্য ও বিশ্ব ব্যবস্থায় এবং আন্তর্জাতিক লেনদেনে ডলারের বিকল্পই বা কি ? ( শেষ পর্ব ) -
Click This Link

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৩

সোনাগাজী বলেছেন:



আপনি অর্থনীতি ও ফাইন্যান্স নিয়ে কাজ করেন বলেছিলেন; তবে, সেটা হয়তো সমান্তবাদী অর্থনীতির কোন দেশে হতে পারে।।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১১

নিমো বলেছেন: অনল চৌধুরী বলেছেন: সব দেশ ডলারের পরিবর্তে নিজেদের দেশের মুদ্রায় আমদানী-রপ্তানী করা শুরু করলেই এ্যামেরিকান সন্ত্রাসীদের ডলারের ১২ টা বাজবে।
তাই নাকি। ইউরোপীয় ইউনিয়ন তো ইউরো করল! তার ফলতো অশ্বডিম্ব। :P

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আজ আমেরিকা দেউলিয়া হোক তার স্হান পূরনের জন্য মুদ্রার অভাব হবেনা
সেটা ঠিক কিভাবে ঘটবে যদি একটু বলতেন ? পৃথিবীর সব বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট ও ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানগুলো তাদের। সেগুলোর মোট সম্পদ মূ্ল্যও পৃথিবীর অনেক দেশের জিডিপি ও সামগ্রিক অর্থনীতির চেয়েও বড়। তারচেয়ও বড় কথা পৃথিবীর প্রযুক্তি বাজারও তাদের নিয়ন্ত্রণে।

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হ্যাঁ ঐ সময় যে দেশের অর্থনীতি সবার উচ্চে থাকবে, সেই ই নেতৃত্ব দেবে ।
আর আপনার বলা এই অর্থনীতির উচ্চতা বা নীচতা কোন মূ্দ্রার ভিত্তিতে বা কিসের ভিত্তিতে নির্ধারিত ?

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১৬

সোনাগাজী বলেছেন:



অনল চৌধুরী সাহেব বিশ্ব নিয়ে অনেক কিছু বলতে চান, কিন্তু সভ্যতা যেই হারে বদলাচ্ছে, সেটা সম্পর্কে অবগত নন, মনে হচ্ছে।
ইউরো তো চেষ্টা করে দেখলো। এখন ইউরোর সাপোর্ট হচ্ছে ডলার।

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৪

কাঁউটাল বলেছেন: কারেন্সি এমপায়ার

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৬

সোনাগাজী বলেছেন:



এসব এলাকা কঠিন হবে আপনার জন্য।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩২

কামাল১৮ বলেছেন: আমি ঠিক এই বিষয়টা ভালো বুঝি না।কিন্তু এটুকু বুঝি যে কোন দেশের নিজস্ব মুদ্রা বিশ্ব বানিজ্যের বিনিময়ে মুদ্রা হিসাবে ব্যবহার করার মধ্যে সুবিধার থেকে অসুবিধা বেশি।ডলার বিনিময় মুদ্রা থাকার জন্য আমেরিকা কারনে অকারনে নিষেধাজ্ঞা দিয়ে বেড়ায়।
বিশ্বের সবাই মিলে যে ব্যবস্থা করতে পারবেনা সে ব্যবস্থা আমেরিকা পারবে এটা ঠিক না।আমেরিকা বিশ্বের বাইরে না।আমেরিকা সহ এই বিশ্ব ব্যবস্থা করতে হবে।নয়তো দুই বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে।সেটা যত ছোটই হোক। সেই চেষ্টা অনেকেই করছে।
ভারত চীন রাশিয়া ব্রাজিল ও দক্ষিন আফ্রিকা মিলে একটা চেষ্টা করছে।অন্যদেশ এদের সমর্থন দেয়।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪২

সোনাগাজী বলেছেন:


চীন ও রাশিয়াকে নিজ দেশের লোকজনও বিশ্বাস করে না; ব্রাজিলের লোকদের সাথে বাংলাদেশ ও থাইল্যান্ডের লোকদের মিল আছে। মুদ্রা ধরে রাখার জন্য সম্পদ, মগজ, কম্প্যুটিং ক্সমতা ও সৎ মানুষের দরকার।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৩

কাঁউটাল বলেছেন: আমেরিকার পতন হলে আপনি বেকার হয়ে যাবেন। তখন সাবওয়ের মহিলারা আপনাকে সকাল বিকাল চটকানা মারবে।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৩

সোনাগাজী বলেছেন:



ব্লগে, মাছির মত মানুষকে বিরক্ত করলে, ব্লগ কি টিকবে?

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৩৮

কামাল১৮ বলেছেন: অনেক দেশ হবে।

৩০ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৪

সোনাগাজী বলেছেন:




ইউরোপ যখন পারছে না, অন্য কেহ পারবে না।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ২:২২

হাসান জামাল গোলাপ বলেছেন: ডলারের উপর বিটকয়েনের কোন প্রভাব আছে?

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:০৯

সোনাগাজী বলেছেন:



বিটকয়েন মালিকবিহীন ( কোন কর্পোরেশননের নয় )শেয়ার হিসেবে ষ্টক মার্কটে আছ, ইহা ডলারের কেহ হয় না, ইহা মুদ্রাও নয়।

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৩:৩৭

হাসান জামাল গোলাপ বলেছেন: আমি confused আপনার কথায়, "ইহা মুদ্রাও নয়"

https://money.cnn.com/infographic/technology/what-is-bitcoin/index.html

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৯

সোনাগাজী বলেছেন:



বিট-কয়েনকোন দেশের, কোন জাতির মুদ্রা?

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২২ ভোর ৫:০০

অনল চৌধুরী বলেছেন: আপনি এবং ওই নিমো অর্থনীতি সম্পর্কে না জেনে অর্থহীণ কথা বলেন।
আপনাদের জানা উচিত, আমি ২০ বছর বয়স থেকে অর্থনীতি নিয়ে দেশের জাতীয় দৈনিকগুলিতে লিখি ।
আপনাদের দৌড় এখানে অর্থহীন লেখা আর মন্তব্য করা পর্যন্ত।
আপনারা এটাও জানেন যে এখনো ইউরোর দাম ডলারের চেয়ে বেশী।
৯৩ ইউরোতে ১০০ ডলার পাওয়া যায়।

কিছ ‍না পড়ে, না জেনে অর্থহীন জিনিস লিখে সবার সামনে পান্ডিত্য ফলাতে চান অপনি আর কিছু না লিখতে পারা ওই নিরো ।
জেনে রাখেন, ভারত- বাংলাদেশের প্রায় ২০০০ কোটি টাকার ব্যাবসাও এখন তেকে ডলারের পরিবর্তে টাকা আর রুপিতে হবে।
রাজনীতি আর অর্থনীতি নিয়ে লেখা এক জিনিস না।

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৪

সোনাগাজী বলেছেন:



বিশ্বে যাদের মুদ্রা "হার্ড কারেন্সী" হিসেবে পরিচিত, তারাও ডলার রাখছে, নিজেদের কারেন্সীর মুল্যের স্হিতিশীলতা বজায় রাখার জন্য।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩০

নিমো বলেছেন: @অনল চৌধুরী, পারলে টাকা আর মুদ্রার পার্থক্যটা বলেন দেখি ? আপনার এই হামবড়া ভাবটা অসম্ভব বিরক্তিকর সেটা বোঝেন ?

১৩| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

নূর আলম হিরণ বলেছেন: আপনি বলছেন, মানি-লন্ডারিং, জংগিদের ক্যাশ বহন (ব্যবহার), লুকিয়ে রাখা ডলার, জাল ডলার ছাপানোর প্রক্রিয়া নিয়ে ভাবুন, আর কোন জাতি ইহাকে কন্ট্রোলে রাখতে পারবে কিনা?
আমেরিকা কি যুদ্ধের ব্যয় বহনের জন্য কখনো ডলার চাপায়নি? ডলারের দাম অবমূল্যায়ন করার জন্য যখন বিশ্বের সব দেশ প্রতিবাদ করেছিল তখন আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন বলেনি যে, আমাদের সমস্যা আমরা সমাধান করেছি তোমাদের সমস্যা সেটা তোমাদের, আমাদের না।

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৮

সোনাগাজী বলেছেন:



ডলারের অবমুল্যায়ন করা হয়েছে অনেকবার, আমােরিকার অর্থনিতি বড় হওয়ার সাথে সাথে ছাপানো ডলারের পরিমাণ বেড়েছে। তবে, এখন থেকে আমেরিকান সরকার মু্দার মান স্হিতিশীল রাকাহর জন্য আইএমএফ'এর নিয়ম মেনে চলে।

১৪| ৩১ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: সত্য কথা বলি, ডলার নিয়ে আমার কোনো ধারণা নেই।
দেশের বাইরে বেড়াতে গেলে ডলার নিয়ে যেতে হয়। এটা জানি। এখন অবশ্য ব্যাংকের কার্ড সাথে থাকলে ডলার না নিলেও চলে। আমাদের দেশে মতিঝিলে ব্যাংকের কাছে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে, তাঁরা ডলারের বদলে টাকা দেয়।

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১২

সোনাগাজী বলেছেন:



যদি কারো ডলার একাউন্ট না থাকে ( বাংলাদেশীদের বেলায় ), তার ক্রেডিট কার্ড দেশের বাইরে ব্যবহার করতে পারার কথা নয়।

১৫| ৩১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯

শিশির খান ১৪ বলেছেন: আরে ইউরোই তো পারলো না ডলার এর বিকল্প হইতে বিকল্প হওয়ার মতো ধারের কাছেও কোনো মুদ্রাই নাই ইতি পূর্বে যে সমস্ত রাজনৈতিক নেতৃত্ব ডলার এর বিকল্প তৈরির চেষ্টা করেছে তাদের সবার পরিনাম ভয়ঙ্কর হয়েছে। তবে বর্তমান পরিস্তিতি একটু ভিন্ন অনেকেই সাহস করে চেষ্টা করছে ডলার এর বিকল্প তৈরির তবে আমার কি মনে হয় জানেন ভারত আর চীন যদি এক হয় তে হইলে হয় তো একটু সম্ভবনা আছে কিন্তু ভারত আর চীন এর অভিন্ন মুদ্রা মানে এক ঘরে দুই সতীনের সুখে শান্তিতে বসবাস এটা কি কখনো সম্ভব

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৪

সোনাগাজী বলেছেন:



ইউরো ডলারের সমান আস্হা অর্জন করতে পারেনি; ফলে, চীন ও ভারত একই মুদ্রা ব্যবহার করলেও বিশ্বের অন্য জাতিগুলোর আস্হা পাবে না।

১৬| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ডলারের বদলে অন্য কোন কারেন্সি আসতে পারে কি না, সেটা নিয়ে আগে কখনো ভাবিনি। তারপরও, আপনার প্রশ্নগুলো যুক্তিসঙ্গত মনে হলো।

৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:১৬

সোনাগাজী বলেছেন:



নতুন নতুন অর্থনৈতিক জোট গঠন হলে, নতুন মু্দা আসতে পারে ভবিষ্যতে; কিন্তু সেগুলো ডলারের সমান আস্হা পাবার সম্ভাবনা কম।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৫২

অনল চৌধুরী বলেছেন: নিমো বলেছেন: @অনল চৌধুরী, পারলে টাকা আর মুদ্রার পার্থক্যটা বলেন দেখি ? আপনার এই হামবড়া ভাবটা অসম্ভব বিরক্তিকর সেটা বোঝেন ? নিমো- হতাশা হীনমন্যতা আর ব্যার্থতাবোধ থেকে এধরণের মন্তব্যের সৃষ্টি।
কারো লেখার বিষয়ে মন্তব্য না করে করছেন ব্যাক্তিগত বিষয়ে।
এর আগে নাম বিকৃত করে অশিক্ষিত -রুচিহীন মানসিকতার পরিচয় দিয়েছেন।
আমি অনেক কিছু করি, তাই অনেক কিছু বলি। আপনি পারেন না, তাই বলতেও পারেন না ।
যেজন্য এতো হীনমন্যতা।
আমি লেখক , সাংবাদিক, গবেষক এবং এবং ব্লগের সব ভালো ব্লগারে সাথে তথ্য-প্রমাণ দিয়ে বিতর্ক করি।
কিন্ত আপনি না লেখক, না সাংবাদিক, না গবেষক, না ব্লগার ।
শুধু নোংরা ব্যাক্তিগত আক্রমণকারী, যেটা এখন আর কেউ করছে না।
১৯৯৪ সালের ডিসেম্বর থেকে আগষ্ট ২০২২ পর্যন্ত আজকের কাগজ, যুগান্তর এবং ইত্তেফাকে অর্থনীতি নিয়ে আমার সব লেখা , বই পড়ে দেখেন। এখানে এবছর আগষ্টে অর্থনীতি নিয়ে পত্রিকায় প্রকাশিত সর্বশেষ লেখা দিলাম। রপ্তানি বৃদ্ধি ও টাকার মান
পারলে এই বিষয় নিয়ে একটা লেখা লিখে তারপর কথা বলেন। না পারলে মুখ বন্ধ রাখেন।
চাদগাজিও অর্থনীতি সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান না রেখে শুনে শুনে অর্থহীন লেখা লেখেন।
আর আমাকে এখনো অর্থনীতি নিয়ে প্রতিদিন পড়তে হয়।

০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:১৪

সোনাগাজী বলেছেন:


মুদ্রা হচ্ছে বিনিময়ের মিডিয়াম; টাকা হচ্ছে, বাংলাদেশের মুদ্রার সর্বোচ্চ ইউনিট।

আমি প্রতিদিন অর্থনৈতিক ও ফাইন্যান্সিয়াল খবর দেখি; অনেক সময় ৩/৪ ঘন্টা দেখি

১৮| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:


ডলারের বিকল্প মুদ্রা সৃষ্টি হলে কি বিশ্বের লাভ/ক্ষতি হবে?

০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:১৫

সোনাগাজী বলেছেন:


বিশ্বের মোড়ল বদলে যাবে।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:১২

নিমো বলেছেন: অনল চৌধুরী বলেছেন: নিমো- হতাশা হীনমন্যতা আর ব্যার্থতাবোধ থেকে এধরণের মন্তব্যের সৃষ্টি।
কারো লেখার বিষয়ে মন্তব্য না করে করছেন ব্যাক্তিগত বিষয়ে

এই এক গান আর কত গাইবেন ? আপনি আপেল পাই নিয়ে কথা বলছে চাইছেন। অথচ আপনি আ দিয়ে আপেল বলতে পারেন কিনা জানতে চাইলে হতাশা হীনমন্যতা আর ব্যার্থতাবোধ চলে আসে কিভাবে ? আপনিই দাবি করলেন মায়ের পেট থেকেই অর্থনীতি শিখে এসেছেন। তা জানতে চাওয়া অপরাধ হয় কেন ?

অনল চৌধুরী বলেছেন: শুধু নোংরা ব্যাক্তিগত আক্রমণকারী, যেটা এখন আর কেউ করছে না।
এত কান্না না করে ব্লগ কর্তৃপক্ষ বরাবর অভিযোগ করুন। তারা যথাযথ ব্যবস্থা নিতে কার্পণ্য করবে না।

অনল চৌধুরী বলেছেন: পারলে এই বিষয় নিয়ে একটা লেখা লিখে তারপর কথা বলেন। না পারলে মুখ বন্ধ রাখেন।
আমি আপনার জমিদারির প্রজা নই যে আপনার হুকুমে আমাকে পারাপারি করতে হবে। আমি আপনার মত সবজান্তা রোগেও আক্রান্ত নই। আমি না লেখক, না সাংবাদিক, না গবেষক, না ব্লগার সামান্য একজন পুঁজিবাদী ব্যবসায়ী মাত্র।

অনল চৌধুরী বলেছেন:এর আগে নাম বিকৃত করে অশিক্ষিত -রুচিহীন মানসিকতার পরিচয় দিয়েছেন।
আপনি নিজেই সব সময় প্রবীণতার ভড়ং করে, এখন দাদু বলায় চুলকাচ্ছে।

অনল চৌধুরী বলেছেন:আমি অনেক কিছু করি, তাই অনেক কিছু বলি। আপনি পারেন না, তাই বলতেও পারেন না ।যেজন্য এতো হীনমন্যতা।
আপনি যে আত্মপ্রেম বা নার্সিসিজমে ভুগছেন সেটা নিয়েও সচেতন নন।

অনল চৌধুরী বলেছেন:আমি লেখক , সাংবাদিক, গবেষক এবং এবং ব্লগের সব ভালো ব্লগারে সাথে তথ্য-প্রমাণ দিয়ে বিতর্ক করি।
সেটার নমুনা হচ্ছে জেনারেল হওয়া।

অনল চৌধুরী বলেছেন:আর আমাকে এখনো অর্থনীতি নিয়ে প্রতিদিন পড়তে হয়
আবারও বলি আপনি যে আত্মপ্রেম বা নার্সিসিজমে ভুগছেন সেটা নিয়েও সচেতন নন। দ্রুত সচেতন হোন, নইলে সাধনের সময় পাবেন না। ভালো থাকুন। শুভ ইংরেজি নববর্ষ।

২০| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৩

মিরোরডডল বলেছেন:




@নিমো
যে গবেষক এতো বছর গবেষণা করে এটা জেনেছে সংস্কৃতি মানেই রামায়ণ গীতা,
যে নাকি মন্তব্যের প্রতিমন্তব্য করতেও গবেষণা করে, তার সাথে কথা বলে কি সময় নষ্ট করছে নিমো !
নতুন বছরের রেজোলিউশন হোক, এভাবে আর সময় নষ্ট করবে না ।

২১| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৩:০১

ডঃ এম এ আলী বলেছেন:



ইংরেজী নব বর্ষের শুভেচ্ছা রইল
ডলারের রাজত্ব আরো অনেকদিন থাকবে,
তবে রাশিয়ার উপর অমিরিকা ও পশ্চিমা
নিষেধাজ্ঞা চলতে থাকলে আর চীন ও কিছু
বড় তেল রপ্তানীকরক দেশ যদি অন্য বিকল্প
মুদ্রাকে বিনিময় মাধ্যম হিনবে গ্রহন করে
তাহলে ডলার ঝুকির মথ্যে পড়বে ।

০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:১৮

সোনাগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা।
রাশিয়া পুতিন ও চীনের শি জিনপিং'এর উপর মানুষের আস্হা আছে?

২২| ০১ লা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৪০

অনল চৌধুরী বলেছেন: নিমো, আপনার মতো লোকের সাথে কথা বলা মানেই মূর্খতা।
আমি কিছুটা জ্ঞানী হয়ে জন্ম নিয়েছি আর আপনি মায়ের পেট থেকে জন্ম নেয়ার পর ৫০ উর্দ্ধ বয়সের বৃদ্ধ হয়েও মূর্খই হয়ে আছেন।
নিজে লেখক বা ব্লগার কিছুু্ না হয়ে একজন প্রবীণ লেখকের সাথে অভদ্রতা করছেন।
আপনার চেয়ে বয়সে ২০ বছরে বড় চাদগাজীরও ২০ বছর আগে থেকে আমি দেশের প্রধান জাতীয় দৈনিকগুলিতে লেখালেখি করি।
আমি জীবনে এই আত্মপ্রেম দিয়েই সবকিছু করেছি । আর আপনার মতো লোকজন করছে পরশ্রীকাতরতা।

এই দুইয়ের মধ্যে কোনটা ভালো, সেটা একটা শিশুও জানে।
সুতরাং আমার ব্যাপারে আপনার কথা বলার কোনো দরকার দেখিনা।
আমার ব্যাপারে পরচর্চা বন্ধ করে পারলে নিজে কিছু করে সবাইকে দেখান।
আমি কোন নোংরামির কারণে জেনারেল হয়েছিলাম আর তার পরের সব ঘটনা ব্লগের সবেই জানে।
আপনার মতো ফালতু লোকের এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই।
একজন লেখক -গবেষকের সাথে তর্ক করতে এসেছেন , কিন্ত এটাও জানেন না যে, ইংরেজী নববর্ষ বলে পৃথিবীতে কিছু নাই।
এটা খৃষ্টীয় নববর্ষ যা যিশু খ্রিষ্টের জন্মের কল্পিত বছর থেকে গোণা শুরু হয়েছে।

২০ নম্বরে আপনার মতোই একটা ইচড়ে-পাকা আকাট মূর্খ মন্তব্য করেছে। চোর-চোরে মাসতুতো ভাই ? নাকি দুইজন একই ব্যাক্তি ? আচরণ রুচি মানসিকতা আর মন্তব্যের ধরণ -সবকিছুই একরকম।
এক লাইন লিখতে পারেনা কিন্ত , গবেষককে শেখাচ্ছে সংস্কৃতি কি আর ধর্ম কি !!!!!
ভারত -পাকি-সৌদি-এসব দেশ সম্পর্কে বিন্দুুমাত্র ধারণা থাকলে জানতো এদের সংস্কৃতিতে ধর্মের প্রভাব কতোটা।
মাদক-শীষা-ডিস্কো এদের সংস্কৃতি না। এদের দিনের শুরুই হয় ধম্ম-কম্ম দিয়ে।
কিন্ত মূর্খদেরএসব বোঝাতে গেলে হলে আরো বড় মূর্খ হতে হবে।

২৩| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৪

মোঃমুশফিকুর রহমান বলেছেন: ডলার সংকট যে কত সমস্যার সৃষ্টি করে তা যারা ব্যাংকে চাকুরি করে, আমদানি নির্ভর ব্যবসায় জড়িত তারা হারে হারে টের পাচ্ছে।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০১

সোনাগাজী বলেছেন:



সঠিক, যারা ইহার সাথে সরাসরিভাবে যুক্ত তারা ডলার সমস্যা সম্পর্কে বুঝেন; এরপর চিন্তা করেন, রাশিয়ান রুবল ও চীনা মুদ্রা নিয়ে কি সমস্যা হতে পারে?

২৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৩৩

নিমো বলেছেন: লেখক বলেছেন:মুদ্রা হচ্ছে বিনিময়ের মিডিয়াম; টাকা হচ্ছে, বাংলাদেশের মুদ্রার সর্বোচ্চ ইউনিট।
আমি টাকা বলতে মূলত অর্থ মানে money বুঝিয়েছিলাম। যাই হোক ক্রোয়েশিয়ার ইউরো গ্রহণকে কিভাবে দেখছেন ? একই সাথে আস্থার কথা বাদ দিন প্রায় ৬০০/৭০০ চীনা মূদ্রায় যেহেতু ১০০ ডলার পাওয়া যায় কিংবা ১৩০০০ জাপানি মূদ্রায় যেহেতু ১০০ ডলার পাওয়া যায় (বিশেষ গরুখোঁজা প্রাপ্ত তথ্য)।এসব দুর্বলদের কোন সুযোগই নাই, ইউরোকে বিবেচনায় নিলে কী বলেন ?

০২ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



ইউরোকে যারা ১০ বছর ব্যবহার করে সেভিংস হিসেবে, তাদের সেভিংস'এর ক্রয় ক্ষমতা শতকরা ( ডলারের তুলনায় ) ৪০ ভাগ কমে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.