নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

নতুন ব্লগারদের প্রতি ১ জন অভিজ্ঞ ব্লগারের উপদেশ

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৮



গত ২৭'শে ডিসেম্বরে ব্লগে একটি স্মৃতিচারণমুলক পোষ্ট এসেছিলো, বেশ পাঠক পেয়েছে লেখাটি, ১৮ জন 'লাইক' দিয়েছেন, মন্তব্য অনেক অনেক; লেখক নিজেই বেশ পরিচিত ব্লগার, কিছু সময় নাকি ব্লগে ছিলেন না; আমি পোষ্টটি পড়েছি, কিন্তু কমেন্ট করিনি। লেখার শেষের দিকে তিনি ব্লগের নতুন ব্লগারদের লেখার সুনাম করেছেন ও সাথে সাথে নতুনদের একটি বিশেষ উপদেশ দিয়েছেন; উপদেশে তিনি বলেছেন যে, ব্লগে কিছু দুষ্টু ব্লগার আছে, যারা মন্তব্যের মাধ্যমে নতুন ব্লগারদের বেড়ে উঠার পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে থাকে; তিনি নতুন ব্লগারদের অনুরোধ করেছেন, নতুন ব্লগারেরা যেন এসব আপদদের এড়িয়ে চলেন, এবং সম্ভব হলে, দুষ্টু ব্লগারদের মন্তব্যের উত্তর যেন না দেন।

ব্লগে দুষ্ট ব্লগার কি করে থেকে যায়? এডমিনরা কি ঘুমিয়ে আছেন যে, দুষ্ট ব্লগারেরা নতুনদের বেড়ে উঠাকে থামিয়ে দিচ্ছে? এডমিনদের কথা বাদ দিলাম, তাদের সংখ্যা খুব একটা বেশী নয়; কিন্তু ব্লগের এত ভালো ব্লগারদের মাঝে কিছু দুষ্ট ব্লগার কি করে থেকে যাচ্ছে? এসব দুষ্টু ব্লগারদের খুঁজে বের করা কি অসম্ভব?

ভালো ব্লগারেরা নিশ্চয় দুষ্টু ব্লগারদের ব্লগ থেকে বের করে দিতে পারবেন না, সেই কাজে এডমিনদের সাহায্য লাগবে; কিন্তু দুষ্টু ব্লগারদের সনাক্ত করে, তাদের নিকগুলো প্রকাশ করে, আমাদের নতুন ব্লগারদের রক্ষা করার দায়িত্ব তো নিতে পারেন!

অভিজ্ঞ ব্লগার সাহেব, তাঁর লেখায় অনেক অনেক ভালো ব্লগারের নাম দিয়েছেন, তাঁদের সুনাম করেছেন; কিন্তু ১ জন দুষ্টু ব্লগারের নামও প্রকাশ করেননি; ব্যাপারটা কি? নতুন ব্লগারদের রক্ষার জন্য এই কাজটুকু তিনি করলেন না কেন? আমার ধারণা, ব্লগের সবাই খরাপ ব্লগারের নাম শুনতে বেশী ইচ্ছুক।

যাক, উনি কোন কারণে দুষ্টু ব্লগারদের নিকগুলো প্রকাশ করেননি; কিন্তু এই সম্পর্কে কথা বলে গেছেন, হুশিয়ারী দিয়ে গেছে; এখন বাকী ব্লগারদের দায়িত্ব হবে, দুষ্টু ব্লগারদের নিকগুলো প্রকাশ করে, আমাদের নতুন জেনারেশনের ব্লগারদের রক্ষা করা।


মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


দুষ্টু ব্লগার দেখতে কেমন হয়, মাথায় শিং থাকে? বা আরব্য রজনীর জিনের মত নাকি?

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৫

সোনাগাজী বলেছেন:



আমার মতে, এরা মালটি নিক থেকে অন্যদের মন্দ কথা বলে, কোন পোষ্ট লেখে না।

২| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: আমিও সমর্থন করিনি ওই পোস্ট । মডুদের নজরদারি করা উচিত বিভক্তি সৃষ্টিকারী এসব পোস্টে । নো গ্রুপিং ।

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:


আমার ধারণা, উনি নিজেই বড় সমস্যা

৩| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: এই দেখেন একটা ভালো কথা কইছেন। কিন্তু আপনার হয়েছে ঘোড়া রোগ। আপনার কথাকে ভালো বললে আপনি বলবেন দাদারা উত্তরকে দক্ষিণ কহেন। আবার যদি বলি দুষ্ট ব্লগারের দুষ্টামি পোস্ট তাহলেও জ্বালা। তৈল মর্দন করলেও জ্বালা আবার তেল না দিলেও চিন্তা :) কোথায় যে যাই :)

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:২১

সোনাগাজী বলেছেন:



আপনার কোন ভালো গুণই আমার মাঝে নেই

৪| ০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: দেখেছি সেই পোষ্ট পুরো লেখা স্মৃতিচারণ করে লেখা । অনেক পুরাতন বগ্লারকে উনি স্মরণ করে একদম নিচে দুষ্ট শব্দ ব্যবহার করেছেন।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:



উনি দুষ্টদের কথা না'বলে উনার পোষ্ট শেষ করতে পারেননি; শ'খানেক ভালো ব্লগারের নাম বললেন, ১ জন দুষ্ট ব্লগারের নাম লিখতে সমস্যা কোথায় ছিলো?

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: ব্লগের পরিবেশ সুন্দর হোক, সকল পঙ্কিলতা থেকে মুক্ত থাকুক সামু।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৮

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের ৪০/৫০ ভাগ মিথ্যা কথা বলে, ২০ ভাগের বেশী ক্রাইম মানুষ করে বেড়ায়; ফলে, কোন কিছু পংকিলতামুক্ত হবে না।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: আপনি বলেছেন, বাংলাদেশের ৪০/৫০ ভাগ মিথ্যা কথা বলে, ২০ ভাগের বেশী ক্রাইম মানুষ করে বেড়ায়।
কথা সত্য মানি, ক্ষেত্র বিশেষে মিথ্যা বলার সংখ্যাটা আরো বেশি।
তবে সামু তো আর ফেসবুক না, এখানে যারা আছেন, তাঁরা বেশিরভাগই জ্ঞানী। জ্ঞানীরা যখন মিথ্যে বলেন তখন তাঁরা হোন জ্ঞানপাপী। সামুতে জ্ঞানপাপীর সংখ্যাটা জানা নেই। যতো কম থাকে ততোই মঙ্গল।
শুভকামনা সোনাগাজী ভাই।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



কিছু ব্লগার আছেন, যারা অন্য ধারণা, অন্য চিন্তাভাবনার লোকজনকে "দুষ্ট ব্লগার" হিসেবে আখ্যা দিয়ে থাকেন; এদের ডেফিনেশন সমস্যা আছে।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৬

কামাল১৮ বলেছেন: ভালো মন্ধ নির্ণয় করার জন্য আগে একটা মানদন্ড লাগবে।কোন ব্যক্তির পক্ষে ভালো মন্ধ নির্নয় করা প্রায় এক অসম্ভব বিষয়।আমি যাকে ভালো বলবো আরেকজন তাকে খারাপ বলবে।আবার আমি যাকে খারাপ বলবো অন্য জন তাকে ভালো বলবে।একটা মানদন্ড থাকলে সমস্যা হয় না।ব্লগটিমের অবস্য একটা মান দন্ড আছে।সেই মান দন্ডের ভিত্তিতেই একে ওঁকে যোগ বিয়োগ করে।

০৩ রা জানুয়ারি, ২০২৩ ভোর ৪:০৮

সোনাগাজী বলেছেন:



লেখার মতো কিছু খুঁজে না'পেয়ে, অপ্রয়োজনীয় সিন্ডিকেটবাজী করেছেন লেখক

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪

রাজীব নুর বলেছেন: ঐ পোষ্ট টা আমি পড়েছি।
একজন 'মহজহীন' পাবলিক সেটা লিখেছেন। সে আবার একটা বই লিখেছেন। কিন্তু বইয়ের নামটা একজন স্বনাম ধন্য লেখকের কাছ থেকে চুরী করেছে। আসলে এই শ্রেণীর মহজহীনরা সমাজের আগাছা।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

সোনাগাজী বলেছেন:



উনার আচরণ সমস্যা আছে; সেই পোষ্ট আপনার কমেন্ট দেখেছি, বেচারা সমস্যায় পড়েগিয়েছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.