নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সোনালী যুগের ব্লগারেরা কোথায় চলে গেলেন?

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:১৩



অনেক পুরাতন ব্লগার বেশ কিছু সময় পরে ব্লগে এলে দু:খ করে বলেন, "ব্লগের সোনালী যুগের ব্লগারেরা কোথায় গেলেন?" আমি বাংলা ব্লগের শুরু থেকে আছি, কিভাবে যে সোনালী যুগটা মিস করলাম কে জানে! আমার একটা সমস্যা আছে, আমি অতীতের কোন ধরণের 'সোনালী যুগে' বিশ্বাস করি না; আমি বিশ্বাস করি, আমাদের সময়টা হচ্ছে সোনালী যুগ, ইহা চলমান, ইহা চলতে থাকবে; ইহাকে ধ্বংস করতে পারে জলবায়ু পরিবর্তন, কিংবা এটমিক যুদ্ধ।

ফরাসী বিপ্লবের পর থেকে মানব সভ্যতা দ্রুত বদলে গেছে; মানুষ রাজতন্ত্র ও সামন্তবাদের দানবদের থেকে মুক্ত হয়ে, বিশ্বব্যাপী রিপাবলিক গড়ে তুলেছেন; আধুনিক রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, টেকনোলোজী মানুষকে ভালো জীবন যাপনে সাহায্য করছে; অতীতের যেকোন সময়ের থেকে মানুষ এখন বেশী জ্ঞানী, মানুষ রোগ-শোককে অনেকটা কন্ট্রোলে এনেছেন, মানুষ মানুষকে সাহায্য করছেন। কিছু কিছু জাতি এখনো কিছুটা পেছনে পড়ে আছেন, কিন্তু কেহ আজ রাজতন্ত্র কিংবা সামন্তবাদের হাতে বন্দী নন।

বাংলা ব্লগের সোনালী যুগ বলতে যা বুঝায়, উহা আসলে ইহার "শুরটা"কে বুঝায়, যখন একজন লেখক সফটওয়ারে লিখে, তাঁর লেখাটাকে ওয়েবসাইটে সারাবিশ্বের সামনে প্রকাশ করতে পেরেছিলেন। এক সময়, বেগম রোকেয়া, কবি রবী ঠাকুর, কবি নজরুল ইসলাম, হুমায়ুন আহমদ সাহেবের লেখা পত্রিকায় প্রকাশ হতো; আমার কোন লেখা কোনদিন কোন পত্রিকায় প্রকাশিত হয়নি। আমার লেখা যেদিন ওয়েবে প্রকাশিত হয়েছিলো, আমি সেদিন আনন্দের ঘোরের মাঝে ছিলাম।

বাংগালীরা লিখতে ভালোবাসেন, কথা বলতে ভালোবাসে, এবং বিশ্বের মাঝে বেশী কথা বলার জন্য পরিচিত; এঁরা যখন সুযোগ পেলেন ফ্রি লেখার জন্য, তখন তাঁরা এক সোনালী যুগে পা রাখলেন। উহা চলছে, রিফাইনড হচ্ছে, ইহা চলমান। সেই সোনালী যুগ কোথায়ও হারায়ে যায়নি; যা'শুরু হয়েছিলো আনুমানিক ২৫ বছর আগে, উহা এখনো চলমান আছে।

যারা আফসোস করেন যে, সোনালী যুগ হারায়ে গেছে, তাঁরা কি বলতে চান, উহা আমার বোধগম্য হয় না। তবে, সত্য যে, ব্লগের লেখক কমে গেছে; লেখক কমে যাওয়া মানে সোনালী যুগের অবসান হওয়া নয়, রিফাইনড হওয়া মাত্র। যাঁরা আজকে নেই, তারা ব্লগের চেয়ে আরো বড় যায়গায় আছেন, ফেইসবুক, ইউটিউব, টিকটকে আছেন; সোনালী যুগ আরো বিবিধ শাখায় বিস্তৃত হয়েছে মাত্র।


মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:২৩

নূর আলম হিরণ বলেছেন: ঠিক বলেছেন। আমি যেদিন প্রথম একটা ওয়েবসাইটে লিখতে পেরেছিলাম, যদিও তখন বাংলায় না ইংরেজি অক্ষরে বাংলায় লিখেছিলাম, বুঝাতে পারবনা কিরকম ভালো লাগা কাজ করেছে।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮

সোনাগাজী বলেছেন:



সেটাই ছিলো সোনালী যুগের শুরু, উহা কোথায়ও যায় নাই, যুগ বেশ দীর্ঘ সময়।

২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৬

কাঁউটাল বলেছেন: বাংলা ব্লগের সোনালি যুগ শেষ হয়্র গেছে বহু আগে। সোনালি যুগ শেষ হওয়ার পরে বাংলা ব্লগ কিছু নিম্নস্তরের বুদ্ধিবৃত্তি সম্পন্ন পিচ্ছিল এবং মোটা চামড়া বিশিষ্ট প্রাণির চারণভূমিতে পরিনত হয়েছে।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৩

সোনাগাজী বলেছেন:



সোনালী যুগ আছে, আপনি উহার অংশ নন; আপনি সোনালী মাল্টিতে আছেন।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৩

সোনাগাজী বলেছেন:



আপনার কোন পোষ্ট নেই কেন?

৩| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৩

কামাল১৮ বলেছেন: করোনা না আসলে আমি হয়তো কোন দিনই ব্লগে আসতাম না।তবে ব্লগের কারো কারো লেখা আমি অন্য কোথাও পড়েছি।কিছু মুক্তমনা যখন ব্লগে লিখতো তখন ব্লগে মুক্তভাবে লিখার এতো বাঁধা নিষেধ ছিলো না।নাস্তিক ফতোয়া দিয়ে তখন তাদের হত্যা করা হয় আর কিছু ব্লগার দেশ ছেড়ে পালিয়ে যায়।তখন হয়তো ব্লগ অন্য রকম ছিল।পালিয়ে যাওয়া কিছু ব্লগারের লাইভ আমি নিয়মিত শুনি।তারা যা বলে তা বাংলাদেশে প্রচার করা সম্ভব না।কেউ কেউ হয়তো সেই সময়কার ব্লগকেই ব্লগের স্বর্নযোগ বলে।আমি নিশ্চিত না।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১১

সোনাগাজী বলেছেন:



যারা সোনালী যুগের কথা বলেন, তাদের ব্লগিং ইতিহাস চেক করে দেখলে বুঝতে পারবেন।

৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: কেউই কোথাও যায় নাই। সবাই আছেন। একটা নতুন শুরুর অপেক্ষায়।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২

সোনাগাজী বলেছেন:



সেই নতুন শুরুটা কিসের?

৫| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: যাঁরা আজকে নেই, তারা ব্লগের চেয়ে আরো বড় যায়গায় আছেন, ফেইসবুক, ইউটিউব, টিকটকে আছেন; সোনালী যুগ আরো বিবিধ শাখায় বিস্তৃত হয়েছে মাত্র। - সোনালী যুগ নেই বলতে এটাই সবাই বুঝায়। আগে অনলাইন আড্ডাবাজির জায়গাই ছিলো ব্লগ। এখন অনলাইনে বাঙ্গালী বেড়েছে, তবে সবাই ছড়িয়ে ছিটিয়ে।

তবে আর একটা বিষয় আমাদের বুঝতে হবে, ব্লগের সাথে সাথে আমাদের বয়স বেড়েছে! আমরা এখন বুড়া বা প্রায় বুড়া! আমরা যখন ব্লগে এসেছিলাম, তখন বুড়া ছিলাম না। বর্তমানের পোলাপাইনেরা আর ব্লগে আসেনা তেমন। এরা ইউটিউব, ফেসবুক টিকটকেই থাকে। ওখানে মূলত তারা জ্ঞান বিতরণ করে না, করে রোষ্টিং।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

সোনাগাজী বলেছেন:



নতুন জেনারেশনের বেশীরভাগই সঠিকভাবে পড়ালেখা করেনি, এরা কোনকিছুই সঠিকভাবে লেিখতে পারে না; সাথে সাথে এদের আচরণও লেখার জন্য যথেষ্ট নয়।

৬| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: সোনালি যুগটা যে কি সেটাই বুঝি না। সোনালি যুগের কারা লিখতেন? কি লিখতেন? সেই লেখা গুলো কই? সেই লেখার মান কেমন?
আমি তো ব্লগের শুরু থেকেই আছি। সোনালি যুগটা কোনদিক দিয়ে চলে গেলো?

সোনালি যুগটুগ এসব বুয়া কথা। বর্তমানটাই আসল।
কারন অতীতে ব্লগে খুব মারামারি কাটাকাটি হতো। ঝগড়া হতো। কুৎসিত গালাগালি হতো। দলবাজি হতো। সেইসব দুষ্টলোক ব্লগে টিকে থাকতে পারেনি। তাঁরা পালিয়েছে। আর একদল এসেছিলো ধান্দা করতে। তাঁরা ধান্দা করে ভালোই মালপানি কামিয়েছে। এই তো।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

সোনাগাজী বলেছেন:



আগের অনেক ব্লগারই অপ্রয়োজনীয় বিষয়ে বড় বড় মহাভারত লিখতো, বাকীরা সেগুলো নিয়ে উহ: আহ: করতো।

৭| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনালী যুগ চলে গিয়ে থাকলে নতুনরা না হয় হীরক যুগ নিয়ে আসবে। এর জন্য কান্নাকাটি করে মূলত কোন লাভ নেই।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২১

সোনাগাজী বলেছেন:



যারা সোনালী যুগের প্রসংগ টানেন, তারা নিজকে সোনালী যুগের লেখক হিসেবে পরিচয় দিতে চান; আমি এদের লেখা পড়ে দেখেছি, মোটামুটি অপ্রয়োজনীয় বিষয়ে এটাসেটা বড় আকারে কিখতেন।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: তুমি কোন দেশের বিল গেইটস , এই লেখাটা সরালেন ক্যান ?

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

সোনাগাজী বলেছেন:




১ম পেইজের পোষ্টগুলো অনেকক্ষণ ছিলো, নতুন পোষ্ট আসছিলো না; আমি নতুন পোষ্ট দিতে চেয়েছিলাম।

৯| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:২৪

শূন্য সারমর্ম বলেছেন:


সোনালী যুগ মানে 'দল বেধে ব্লগে সবাই ভিড় করতো, লিখতো,পড়তো,কমেন্ট করতো; জাকারবার্গ এটা টের পেয়ে লোক বাগিয়ে নিজের ব্যবসায় নিয়ে যায়।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:


আগের বেশীরভাগ লেখাই অপ্রয়োজনীয় ও অতীতের কিছু নিয়ে লেখা হতো; ওরা সাম্প্রতিক বিষয়ে কম লিখতেন।

১০| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো ব্লগ, ফেসবুক জন্মেরও আগে ডিসকাশান ফোরামের একটিভ মেম্বার ও লেখক ছিলাম। আমি কি সোনালী যুগে পড়ব?

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



মনে হয়, আপনি 'অন লাইনের' শুরু থেকেই ছিলেন; সময়ের সাথে ব্লগিং'এর বিষয় বদলাচ্ছে, লোকজন সমসাময়িক বিষয়ে লিখছেন। নতুন জেনারেশনের অনেকের লেখা বেশ দুর্বল, এরা বিজ্ঞান, রাজনীতি ও অর্থনীতি নিয়ে তেমন লিখতে পারেন না।

১১| ০৩ রা জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

সোনাগাজী বলেছেন:



বাংগালীরা কথা বেশী বলেন; কিন্তু, সঠিকভাবে বলতে পারেন না; বিশ্বে কি ঘটছে, উহার সাথে তাল মিলাতে পারছেন না।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৫

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ এখন এ দেশে মন খুলে কথা বলতে পারেনা।তার কারনেও হয়তো ব্লগে ব্লগারের সংখ্যা কমে গেছে।

০৩ রা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৬

সোনাগাজী বলেছেন:



ডিজিটাল আইন টাইন করে সরকার কিছুটা ভয়ের সৃষ্টি করেছে; তবে, সরকার থেকে বড় বাধা হচ্ছে 'সিন্ডিকেটবাজরা'।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৫

মাস্টারদা বলেছেন: একটা সময় সামুর লেখা পড়তে গেলে মনে একটা শ্রদ্ধামিশ্রিত অনুভূতি হতো। বড় বড় মানুষের লেখা... এখন কেমন যেন সব অক্ষয় কুমার মনে হয়।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:১৮

সোনাগাজী বলেছেন:



সেই সময়ের ২/১ জন ব্লগারের নাম বলেন!

১৪| ০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৪

নেওয়াজ আলি বলেছেন: কিছু বগ্লার নিজস্ব কাজ কর্মে ব্যস্ত কিছু বগ্লার মান অভিমান করে দুরে। মনে হয় কিছুটা লোকজনের অলসতাও কারণ বগ্ল হতে দুরে থাকার।

০৩ রা জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৯

সোনাগাজী বলেছেন:




আগে যেকোন বিষয়ে লেখাই সবার জন্য নতুন ছিলো, এখন লিখতে হলে জানতে হয়।

১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৬

মাস্টারদা বলেছেন: লেখক বলেছেন: সেই সময়ের ২/১ জন ব্লগারের নাম বলেন!

লেখকের নাম পড়ে লেখা পড়ার বোধের বয়স তো সেটা ছিল না। তবুও বিস্মৃতির আয়নায় একটা দু'টো লেখার কথা গোধূলির ছায়ার মতো মনের পর্দায় আজো আবছা ভাসে।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ রাত ১২:২১

সোনাগাজী বলেছেন:




আমি সামুতে প্রায় ৮ বছর ( চাঁদগাজী নিকে ৭ বছর, সোনাগাজী নিকে ১১ মাস )।

১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮

মনিরুল হাসান বলেছেন: আমি দীর্ঘ দিন পরে সামহোয়ারইনব্লগে এসেছি। 'আপনার সমস্যা জানান' লিংকে ক্লিক করে সমস্যা লেখার পর দেখাচ্ছে
The reCAPTCHA wasn't entered correctly. Go back and try it again.(reCAPTCHA said: incorrect-captcha-sol)

অথচ আমাকে কোনো ক্যাপচা টাইপ করার জন্যে দেয়া হয়নি। আমি আমার সমস্যা জানাবো কীভাবে?

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:



ব্লগার কাল্পনিক_ভালোবাসার পোষ্টে কমেন্ট করে জানান; নীচের ইমেইলে জানান:
[email protected]

১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

মনিরুল হাসান বলেছেন: আমি দীর্ঘদিন পর ব্লগে এসেছি। আশা করি, ব্লগে কোন সমস্যা না থাকলে নিয়মিত ব্লগ লিখবো।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:


আপনি লগিন করে কমেন্ট করতে পারছেন, আর কি সমস্যা? লিখুন!

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

দেশী পোলা বলেছেন: আগের যুগে হাটবাজারে চায়ের দোকানে আড্ডা হতো, এখনও আড্ডার অভাব নেই তবে স্থান কাল পাত্র বদলে গেছে

আড্ডাবাজি ফেসবুক থেকে টিকটকে চলে গেছে,
বাংলাদেশের সিনেমার দর্শকদের মত
পরীমনি আর শাকিব খানদের দিন শেষ

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

সোনাগাজী বলেছেন:



ব্লগের ইমেজ নষ্ট করে ফেলছে "মালটি নিক"।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

প্লিওসিন অথবা গ্লসিয়ার ---- সোনালী দিনের এক ব্লগারের নাম। ২০১৮ পর্যন্ত ছিলেন।

০৪ ঠা জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:


আমি তার আগের থেকেই আছি, উনার লেখা নিয়ে আলোছনা হতে দেখিনি।

২০| ০৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:
আমি তার আগের থেকেই আছি, উনার লেখা নিয়ে আলোছনা হতে দেখিনি।



এমন অনেক ব্লগার আছেন যাদের নিয়ে আলোচনা হয় না।
আমি নিজেকেউ সোনালী যুগের ব্লগার বলতে পারতাম। সেই সময় , স্বপ্নবাজ সৌরভ নিকে কোন পোস্ট নাই।

০৫ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৬

সোনাগাজী বলেছেন:



ব্লগিং'এর শুরুতে যে বিস্ফোরণ হয়েছিলো, উহাকে অনেকে 'সোনালী যুগ' মনে করেন; তখনো লেখায় অনেক গার্বেজ ছিলো

২১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৭

ইফতেখার ভূইয়া বলেছেন: রাজীব নুর বলেছেন: আমি তো ব্লগের শুরু থেকেই আছি। সোনালি যুগটা কোনদিক দিয়ে চলে গেলো?
আমার ধারনা সামুতে "সোনালী যুগ"টা আপনি আসার কয়েক বছর অগে থেকে শুরু হয়েছিলো। ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:


আগের ব্লগারেরা বেশীভাগ সময় আস্তিক-নাস্তিক, জামাত-আওয়ামী লীগ, ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় লেখা লিখতেন।

২২| ০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

জ্যাক স্মিথ বলেছেন: দেশের বেশিরভাগ আইএসপি, মোবাইল কোম্পানি থেকে এই ব্লগ ভিজিট করা যায় না, ভিপিএন দিয়ে ভিজিট করতে হয়, তাহলে ব্লগটি জনপ্রিয় হবে কিভাবে? এছাড়াও বেশ কিছু টেকনিক্যাল সমস্যা আছে এগুলা দূর করতে হবে। আর ইদানিং মানুষ পড়তে চায় না; ভিডিওতে নেশাগ্রস্থ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

সোনাগাজী বলেছেন:



আমাদের জাতি পড়ালেখায় অ্ভ্যস্ত হয়নি কখনো, তারা কোন কিছুকে ভালোভাবে বুঝতে চাহেনী। সামুর সফটওয়ার নিয়ে মাঝে মাঝে এটা সেটা শুনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.