নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

আমরা এই পিগমী অবস্হার মাঝে এলাম কিভাবে?

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩০



আমরা ভয়ংকর অবস্হার মাঝে আছি; কিন্তু যারা এই অবস্হার সুযোগে সব সম্পদ দখল করে, সব ক্ষমতা কুক্ষিগত করে, সব সুযোগ নিজেদের দখলে নিয়ে, সম্পদের মাঝে ঢুবে আছে, তারা প্রচার চালাচ্ছে যে, আমরা আগের থেকে ভালো আছি। তা' তারা আসলে আমেরিকানদের ও আরবদের চেয়েও ভালো আছে; কিন্তু আমরা সাধারণ মানুষ তো আরবদের ও তাদের দাস হিসেবে কাজ করে বেঁচে আছি; ইহা কি হওয়ার কথা ছিলো? ১৯৭১ সালে তারা তো বলেছিলো আমরা সবাই মিলে ভালো থাকবো!

আমাদের এক রাজনৈতিক দলের লোকেরা ১৯৭১ সালে আমাদের জনতাকে হত্যা করেছিলো, নারীদের উপর অত্যাচার করেছিলো, লুটতরাজ করেছিলো, এখন তারা নাকি গণতন্ত্র চায়, আবারো দেশ চলাতে চায়; আমাদের আর ২ রাজনৈতিক দলের জন্মই হয়েছেিলো "ক্যান্টনমেন্টে"; তাদের মাঝ থেকে একটার সভাপতি শাস্তিপ্রাপ্ত পলাতক কয়েদি; আরেকটার প্রতিষ্ঠাতা জেনারেল মরে যাবার সময় ৪০০ কোটী টাকার সম্পদ রেখে গেছে ২ ছেলের জন্য; স্বাধীনতার সময়ের মুল রাজনৈতিক দলের লোকেরা লাঠি হাতে ঢাকা শহর পাহারা দেয়; ইহার সভাপতি ৪২ বছর একই পদে আছেন; ইহা কি একটা দেশ, ইহা কি একটা জাতি?

৫২ বছরে আমরা এই পিগমী অবস্হার মাঝে এলাম কি করে? আমরা গত ৬০ বছরের ইতিহাসকে ঘেঁটে আমাদের এই কক্ষপথে আসার কারণ কি বের করতে পারবো? নাকি ঘাঁটাঘাঁটি বাদ দিয়ে চুপচাপ থেকে, এই কক্ষ পথে থেকেই, এসব নেকড়েদেরকে ভাই ডেকে সুইডেন, সিংগাপুর, দ: কোরিয়ার মতো হতে পারবো?

যারা হত্যাকান্ড ঘটায়ে, দেশে মিলিটারী শাসন জারী করে, আইয়ুবী গণতন্ত্র চালায়েছিলো, তাদেরকে আবারো দেশ চালানোর দায়িত্ব কি দেয়া যাবে? যাদের নেত্রী ৪২ বছর দলের সর্বোচ্চ পদে থেকে কিসব আবোল তাবোল উন্নয়নের কথা বলছে, উনাকে একইভাবে দেশ চালানোর লাইসেন্স দেয়া কি ঠিক হবে? নাকি লাইসেন্স তিনি নিজেই বানিয়ে নেবেন?

আমাদের ভেবে বের করার দরকার, আমরা এই পিগমী অবস্হার মাঝে এলাম কিভাবে, ইহার থেকে বের হওয়ার পথ কি?




মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

পিগমীরা বাংলাদেশে সারভাইভ করতে পারবে?

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

সোনাগাজী বলেছেন:




১৯৭১ সালের কক্ষপথ হারায়ে আমরা এখানে এলাম কি করে?

২| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:



পাকিস্তানী DNA বিবর্তনের সময়ই লোভে চকচক করে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১২

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান ১৯৫৮ সাল থেকেই মিলটারীর হাতে; আমরা ১৯৭৫ সাল থেকে ২০০৯ অবধি মিলিটারীর দখলে ছিলাম; এখন কাদের দখলে বুঝাই মুশকিল।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

জ্যাক স্মিথ বলেছেন: ঘুরেফিরে সেই আওয়ামীলীগ অথবা বি এন পি।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৯

সোনাগাজী বলেছেন:



পাকিস্তান থেকে মুক্ত হওয়া যত সহজ ছিলো, এখন এই ২ কোয়ালিনশন থেকে অর্থনৈতিকভাবে মুক্ত হওয়া আরো কঠিন, মনে হচ্ছে।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: আপনি রাজনীতি বিষয়ে বেশ অভিজ্ঞ, দেখেন ছোটখাটো একটা দল গঠন করা যায় কি না। সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশের মানুষ আপনার সাথে থাকবে আশা করি। মানুষ পরিবর্তন চায়।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



আমার জন্য বেশ দেরী হয়ে গেছে; নতুন মানুষ দরকার।

৫| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৮

রোকসানা লেইস বলেছেন: মূল শিক্ষা সংস্কার চিন্তার উন্নতি না হলে কিছুই হবে না।
দেশ উন্নয়নের জন্য আগের দলগুলো কিছুই করেনি। মুরগীর ফার্ম করার স্বপ্ন দেখা হোমএরশাদ চারশ কোটির মালিক হয় কেউ তার লুটপাটের কথা বলে না।
ভাঙ্গা সু্টকেসের জেনারেলর পুত্র কত বছর ধরে কিছু না করে বিলাসী জীবন যাপন করে লণ্ডনে কিভাবে।
আমৃত্যু শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে আমি কিছু মনে করব না। দেশে কিছু কিছু উন্নতি হচ্ছে । ডিজিটাল নিয়মে অনেক দূনীতি ধরা পরবে, বাঁধা পাবে এক সময়।
অসত জনগনের মানসিক চিন্তা বদল না হলে দূর্নীতি চলতেই থাকবে।
বেশির ভাগ মানুষের নিজের ছাড়া আর কারো ভালো করার চিন্তা নাই তাই তারা সুযোগ পেলেই লুটপাট করে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২৯

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা যা করেছে, এসব অস্হায়ী ও নড়বড়ে; উনি যেই পরিমাণ বিদেশী ঋণ নিয়েছেন, উহার থেকে কি রিটার্ণ আসছে, উহা কেহ জানে না; পঁচা ব্যুরোক্রেটরা উনাকে ভুল প্রজেক্টে নিয়ে ঋণ নেয়চ্ছে। কতবার "রি-ফাইনেন্স করেছেন সোনালী, রুপালী ও অগ্রণি ব্যাংকে" উহা উনার মগজে নেই। উনি ১০০ টাকা খরচ করে ২০ টাকার উন্নয়ন করেছেন।

পড়ালেখা যে প্রধান প্রাইওরিটি সেটা উনার মাথায় নেই।

৬| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৯

জ্যাক স্মিথ বলেছেন: নতুনদের নিয়ে কাজ করতে পারেন, তাদের দিক নির্দেশনা দিতে পারেন। আপনি কষ্ট করে একবার ট্রেন লাইনে তুলে দিতে পারলে চালিয়ে নেওয়ার লোকের অভাব হবে না। এই দেশের মানুষ রাজনীতি এবং ধর্ম পাগল মানুষ, তাই শুরু করলে কিছু না কিছু সমর্থক পাওয়া যাবেই। যদিও বিষয়টা বেশ কঠিন এবং সময়সাধ্য।

Happy weekend

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৩০

সোনাগাজী বলেছেন:



দেখি আমি কিছু ভাবনাচিন্তা দিতে পারি কিনা!

৭| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২০

জ্যাক স্মিথ বলেছেন: রোকসানা লেইস বলেছেন: মূল শিক্ষা সংস্কার চিন্তার উন্নতি না হলে কিছুই হবে না।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৩৩

সোনাগাজী বলেছেন:



উনার মন্ত্রী নাহিদের সময় ১০ বছর "প্রশ্নফাঁস" হয়েছে। দীপুমনি ক্লাশে উপস্হিত না থেকে ডাক্তারী পাশ করেছেন, বাবার জোরে মেডিক্যালে ভর্তি হয়েছিলো; এসব চিল কাউয়া শিক্ষার মুল্য বুঝতে পারেনি।

৮| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৪৮

কামাল১৮ বলেছেন: হাজার বছরের ইতিহাসে দেশ এর থেকে ভালো কখনোই ছিল না।এক টাকায় আটমন চাল/ধান পাওয়া যেতো কিন্তু গ্রামে কারো কাছেই এক টাকা ছিল না।সবার কাছে ছিলো কানা কড়ি।দুই এক জনের কাছে ছিলো ভালো কড়ি।কয় কানা কড়িতে একটা ভালো কড়ি পাওয়া যেতো সেই হিসাব কেউ জানে না।কিন্তু কানা কড়ি যে নাই সেই প্রবাদ আজো চালু আছে।
উৎপাদনের উপকরণের মালিক যতদিন জনগন হতে পারবেনা ততদিন এই সমস্যার সমাধান হবে না।অর্থনৈতিক সংস্কার করে হয়তো সাময়িক উপকার হবে,কয়েক দিন পর যেই লাউ সেই কদু।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:২২

সোনাগাজী বলেছেন:


সোভিয়েত'এর পতনের পর, আগামী ১০০ বছরের মাঝে "উৎপাদনের উপকরণের মালিক জনগন হতে পারবেনা "।

৯| ০৬ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৯

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশে গণতন্ত্রী, সমাজতন্ত্রী , সামরিকতন্ত্রী, মোল্লাতন্ত্রী-সবারই একটাই নীতি- আর সেটা হলো হলো চুরি-ঘুষ -দুর্নীতি।
সেটা না হলে বাংলাদেশের যে সম্পদ, তাতে দেশটা অনেক আগেই সত্যি সত্যি সিঙ্গাপুর-ক্যানাডা হতো।
কিন্ত শুধু চোরের দেশ জন্য সেটা হচ্ছে না।

০৬ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৫৪

সোনাগাজী বলেছেন:



অনেক দেশের লোকজন ডিম চুরি করে, এরা ডিমের হাঁসটাকে কেটেকুটে খেয়ে ফেলে।

১০| ০৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

নূর আলম হিরণ বলেছেন: আমাদের জনসংখ্যাকে চার কোটি করে সকল সূচকে এটাকে দিয়ে ভাগ করুন। দেখেন তো সূচকে আমরা কোথায় থাকি?

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:


আমরা তো থিওরিটিক্যাল দেশে বাস করছি না, মুল ডাটাকে ধরে নিয়ে অবস্হা যেখানে, সেটাকে ধরেই সবকিছু চালাতে হবে।

১১| ০৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: মানুষ মূলত আশাবাদী। আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। সামনের দিকে নিয়ে যায়। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা আত্মকেন্দ্রিক। এজন্য সরকার যা খুশি তাই করতে পারছে। একসময় দেশের মানুষ নির্বাচন নিয়ে খুব চিন্তিত হতো। এখন নির্বাচন নিয়েও মানুষের কোনো আগ্রহ নেই। এমনকি এখন লোকজন ভোট দেওয়ার আগ্রহ হারিইয়ে ফেলেছে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:


ব্লগার নুরু সাহেব চিকিৎসা পাননি, আমি চিকিৎসা পাচ্ছি।
কত আশাবদী মানুষ কিছু না পেয়ে চলে গেছেন।

১২| ০৬ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৯

নেওয়াজ আলি বলেছেন: এস আলাম আর বেক্সিমকো আর কয়েকটা লোক দেশের মালিক এখন

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০২

সোনাগাজী বলেছেন:



আমি শুনছিলাম যে, শেখ হাসিনা কানে কম শোনেন, আসলে উনার মুল সমস্যা মগজে ও চোখে।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৫

ইফতেখার ভূইয়া বলেছেন: আইন থাকলেও বাংলাদেশে আইনের সুশাসন নেই। দেশে আমলাতন্ত্র, পরিবারতন্ত্র, একনায়কতন্ত্র থাকলেও গণতন্ত্র নেই। জাতির জন্য রি-স্টার্ট দরকার, ফরাসি বিপ্লবের মতো বেশ কিছু লোককে গিলোটিনে না দিলে জঞ্জালমুক্ত হওয়ার সম্ভাবনা কম। সংশোধনের জন্য পাপের প্রায়শ্চিত্ত যেমন প্রয়োজন, তেমনি বাংলাদেশের জন্য ছোটখাটো আরো একটা মুক্তিযুদ্ধ প্রয়োজন। বাঙালীরা স্বাধীনতা পেলেও প্রকৃত অর্থে এখনো মানসিক দাসত্ব থেকে মুক্তি বা স্বাধীনতা পায় নি। আমাদের জীবদ্দশায় কোন বড় পরিবর্তন সম্ভব বলে মনে হয় না।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

সোনাগাজী বলেছেন:



আরেকটা মুক্তিযুদ্ধের দরকার।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫০

তানভির জুমার বলেছেন: আওয়ামী উকিল বিচারপতি কে শালার পুত বলে বিচারকের চেয়ার থেকে নামতে বলে, ইহা নিয়ে উকিল আর বিচারকদের দুই সংগঠন মারকাট অবস্থা। আপনার দলের কাদের মঞ্চ ভেঙ্গে পড়ে সামান্য আহত। আপনার নেত্রী ভালো করেই জানে ক্ষমতা ছাড়লে আওয়ামীলিগ বলে কিছু থাকবে না, কিছু কুলাঙ্গার আমলা, বাম, প্রগতিশীল, আর অস্র জোড়ে আপনার নেত্রী ক্ষমতায় আছে। আইন-প্রসাশন যদি ঠিক মত কাজ করে তাহলে দেশও ঠিকমত কাজ করবে ইহা গত পঞ্চাশ বছরে হয়নি। কিছু লুটেরার দল দেশ চালাচ্ছে, ২০ টাকার উন্নয়ন ১০০ টাকায় করার খেসারত বাঙ্গালী দিবে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:




আমি জানি যে, দেশ চলছে আফ্রিকার মতো; শেখ হাসিনা সরলে চালাবে কে, আপনি কারো নাম জানেন?

১৫| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৪

রানার ব্লগ বলেছেন: একটু ভেবে দেখুন সভ্যতা নামের যুগ শুরু হবার পর থেকেই একটা গোষ্ঠি সমাজের সকল সুখ সুবিধা ভোগ করছে সাধারণ মানুষের শ্রম কে কাজে লাগিয়ে। পিগমি তো আমরা তখন থেকেই। বলা যায় পিগমি নামক অলিখিত বংশের ধারক বাহক আমরা এবং পরবর্তী সময়ে আমাদের উত্তরধিকারাও একই বংশের বাহক হবে। আজীবন একটা বড় অংশ পিগমি থেকে যাবে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



মনে হচ্ছে, তাই হতে যাচ্ছে; কিন্তু আমাদের কর্তব্য আছে।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৩

তানভির জুমার বলেছেন: লেখক বলেছেন: আমি জানি যে, দেশ চলছে আফ্রিকার মতো; শেখ হাসিনা সরলে চালাবে কে, আপনি কারো নাম জানেন?

শেখ হাসিনা সরলে চালাবে কে ইহা একটি ইডিয়েটের মত কথা, পৃথিবীর কোন কাজই একক ব্যক্তি নির্ভর নয়, জনগণই তাদের নেতা বেছে নিবে, আবার পছন্দ না হলে সরিয়ে দিবে।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩০

সোনাগাজী বলেছেন:



আমি ইডিয়টের মতো বলছি, আপনি বুদ্ধিমানের মতো বলেন, শেখ হাসিনার পর, আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান?

১৭| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চলছেতো এর চেয়ে গতি হলে ছিটকে পড়ার সম্ভাবনাই বেশি।

০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:



এই গতিতে চলা ঠিক নয়, ইহাতে মাত্র ২০/৩০ ভাগ সব দখল করে রেখেছে,বাকীরা দাসের জীবন যাপন করছে।

১৮| ০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:১৯

হাসান জামাল গোলাপ বলেছেন: আমি দেশ ছেড়ে এসেছি, চার ভাইবোন এখনো দেশে। তাঁদের কষ্টে আমি কষ্ট পাই। অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। তবে দেশের দুই কোটি লোক ভালো আছে। পরিচিত কেউ কেউ সেই দুই কোটিতে আছে, পনেরো আর পঁচাশির পার্থক্য পঞ্চাশ বছর ধরে বহমান।

০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২৭

সোনাগাজী বলেছেন:


১৯৭১ সালের গরীবেরা যুদ্ধে গিয়েছিলেন একটু ভালো ভালো থাকার আশায়; বাংগালী ক্ষমতাধরেরা পাকী শিল্পপতিদের চেয়ে অধম; এরা সবকিছু দখলে রেখেছে কৌশলে, সাধারণ মানুষকে ন্যুনতম সুযোগও দেয় না।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহসা মুক্তি নেই পিগমীদের হাত থেকে। ৩য় প্রজন্ম(রাজনৈতিক) দাঁড়িয়ে গিয়েছে...

০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

সোনাগাজী বলেছেন:



৩য় প্রজন্ম কি রাজনৈতিকভাবে ভালো করছে?

২০| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মার্কা আর টাকা থাকলে চামচারা নেতার ছেলের পেছনে দৌড়ায়...

০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:


সাধারণ মানুষকে রাজনীতি থেকে দুরে সরায়ে দিয়েছলো মিলিটারী; এরপর শেখ হাসিনাও একই কাজ করেছে; ফলে, দুষ্ট লোকজন রাজনীতিতে স্হান করে নিয়েছে।

২১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৮

অনল চৌধুরী বলেছেন:

জ্যাক স্মিথ বলেছেন: আপনি রাজনীতি বিষয়ে বেশ অভিজ্ঞ, দেখেন ছোটখাটো একটা দল গঠন করা যায় কি না। সঠিক দিকনির্দেশনা দিতে পারলে দেশের মানুষ আপনার সাথে থাকবে আশা করি। মানুষ পরিবর্তন চায়।
- আমি গত ৩০ বছর ধরে লেখালেখির মাধ্যমে জাতিকে সবচেয়ে উন্নত তত্ত্ব দর্শন ও নির্দেশনা দিয়ে যাচ্ছি। কিন্তু আমার সাথে কেউ নাই এবং আমার কথা কেউ শোনেনা।
বাংলাদেশের নষ্ট লোকজন শোনে খালেদা তারেক আব্বাস আমান ফখরুল ইশরাক মামুনুল আন্দালিবদের মতো বড় ডাকাত খখুনী টাকা পাচারকারী মদ-মাদকখোর নষ্ট লম্পটদের কথা।
যেমন দেশের জনগণ, তেমনই তাদের নেতা।

১৪ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৯

সোনাগাজী বলেছেন:




আমাদের ভুল হয়েছে, আমরা রাজনীতি না'করাতে, দুষ্টরা খালিস্হান দখল করেছে।

২২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৫

অনল চৌধুরী বলেছেন: এটা হাজার কথার মধ্যে একটা বরেছেন
দেশের লোকজন মনে করে তারা শুধু প্রজা।
তাই সবকিছু নষ্টদের হাতে ছেড়ে দেয়াতেই এরা যা ইচ্ছা তাই করছে।
বাংলাদেশ আমার পূর্বপূরুষের সম্পত্তি,আপনাদেরও

১৫ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১১

সোনাগাজী বলেছেন:



শিক্ষিতরা রাজনীতি করলে, শেখ হাসিনাও ভয় পেয়ে যেতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.