নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

গ্রাম আমেরিকা ও শহর আমেরিকা

০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৯



'৯০ সালের দিকের কাহিনী, নিউইয়র্ক শহর থেকে ১২০ মাইল উত্তরে গ্রামে চাকুরী পেয়েছি, সেই এলাকায় যাবার আগে, পোষ্ট অফিসে ঠিকানা বদলায়েছি; যেখানে উঠেছিলাম, বাসাটা ভালো না'হওয়ায়, ১ সপ্তাহের মাথায় উহা বদলাতে হলো; এবার ঠিকানা বদলাতে ভুলে গেছি; ফলে, চিঠিপত্র মিস হচ্ছিলো। নতুন চাকুরি, নতুন এলাকা, সবকিছু ঠিক মতো সামলাতে একটু বেগ পেতে হচ্ছিলো। একদিন কাজ উপলক্ষে বেশ দুরে যেতে হলো, ফেরার পথে হাই্ওয়ে থেকে নামার পরপরই ১'টা পুলিশ-গাড়ী আমার পেছনে লেগেছে; ৩/৪ মিনিট পরে সে থামার জন্য সিগন্যাল দিলো। সে বললো যে, আমার গাড়ীর রেজিষ্ট্রাশন ২ মাস আগে উর্তীণ হয়ে গেছে, ইন্সুরেন্স ক্যান্সেলড, ড্রাইভিং লাইসেন্স সাসপেন্ডেড; আমি গাড়ী চালাতে পারবো না, তার সাথে পুলিশ ষ্টেশনে যেতে হবে।

সে ৩টি টিকিট লেখার পর বললো,
-তোমাকে কোর্টে যেতে হবে; পারলে কালকে সকালেই চলে যেও। তোমার বাসা তো অনেক দুরে, এখন যাবে কি করে? কেহ এসে তোমাকে নিতে পারবে?
-ছেলে অন্য শহরে, গাড়ী ১টা, এটাই, স্ত্রী আসতে পারবে না।
-তোমার গাড়ী চালিয়ে যাওয়াটা বেআইনী হবে; কোন পুলিশ যদি ধরে, ৩ সপ্তাহের জেল। আমি ডিউটি থেকে চলে গেলে, তুমি চাইলে রিস্ক নিয়ে চালিয়ে যেতে পার; অথবা টেক্সী নিতে পার, ভাড়া অনেক আসবে।

সে ঘন্টা'খানেক পরে চলে গেলো, আমি গাড়ী চালিয়ে বাসায় ফিরলাম। পরদিন কাজে গেলাম, লান্চ-টাইমে কোর্টে গেলাম; জুলাই মাসের রোদ, পার্কিং'এ একটি মাত্র বড় গাছ; গাছের ছায়ায় ১টি গাড়ী আছে, আমারটা উহার পাশে পার্ক করলাম; ১ বিশাল আকারের সাদা বয়স্ক লোক গাড়ীতে বসে নিউজপেপার পড়ছে, তাকে হ্যালো বলার পর, বললাম,
-ট্রাফিক কোর্ট কোনটা?

সে দেখায়ে দিলো, এবং বললো,
-এখন লান্চ-ব্রেক, ৩০ মিনিট পরে খুলবে।

লোকজন কিছুই নেই; ২০ মিনিট পর লোকটি ট্রাফিক কোর্টেই গেলো; আমি আরো ৫ মিনিট পরেই গেলাম; আমার টিকিটগুলো ও লাইসেন্স জমা দিলাম ক্লার্কের কাছে; হাকিম এখনো আসেনি, আমি আশপাশ দেখছি, কোর্টে এই প্রথমবার। ২/৩ মিনিট পরে হাকিম এসে এজলাসে বসলো; দেখি, গাড়ীর সেই লোকটাই হাকিম; সে আমার দিকে তাকিয়ে, বিস্মিত চোখে বললো,
-তুমি গাড়ী চালিয়ে কোর্টে এসেছ? তোমার রেজিষ্ট্রেশন নেই, ইন্সুরেন্স নেই, লাইসেন্স সাসপেন্ডেড! পুলিশ তোমাকে বলেনি যে, তুমি গাড়ি চালাতে পারবে না?
-বলেছে; কিন্তু আমার নতুন চাকুরী, আমি কাজে না'গিয়ে পারিনি; এতদুর টেক্সীতে যাওয়াও আমার জন্য কষ্টকর!
-আইনত তোমার ২১ দিনের জেল হওয়ার কথা। তুমি এই এলাকায় কখন এসেছ?
-২ মাস।
-তোমরা আস, আইন কানুন কিছুই বুঝ না; তোমাদের নিয়ে বড় ঝামেলা। সাথে ক্যাশ কিংবা চেকবই আছে?
-চেকবই আছে!

হাকিম কোর্ট ক্লার্কে বললো,
-ওকে টেমপোরারী লাইসেন্স দাও, রেজিষ্ট্রশন ফি নাও, ওর ইনসিউরেন্স কোম্পানীকে ফোন করে বলো, ওর ইন্সিউরেন্সটা আবার চালু করতে; ফি দেয়ার দরকার হলে, সেটার জন্যও একটা চেক নাও।

আমার দিকে চেয়ে বললো,
-এটা আমেরিকা, তুমি নতুন এসেছ, তোমাকে ছেড়ে দিচ্ছি; সব টিকিট মাফ, কোর্টের ১০ ডলার সাবচার্জ দিতে হবে। এই ধরণের ভুল আরকবার করলে, ৫০০ ডলারের চেয়ে বেশী জরিমানা হবে ও ২১ দিনের জেল হবে।

আমি ক্লার্কের সাথে বসে সবকিছু ঠিক করে হাকিমকে একটি বড় ধন্যবাদ দিয়ে বেরিয়ে আসলাম। সেই ধরণের ভুল আর হয়নি।

গত সপ্তাহে অকারণে ২টি পার্কিং টিকিট পেয়েছি ব্রুকলীনে; মনে করলাম, কোর্টে গিয়ে দেখি, যদি ব্রেক পাই; আজকে সকালে গেলাম। এক চীনা হাকিম, ইংরেজীর অবস্হা গুরুচরণ; দেখলে মনে হয়, কোভিড রোগী, কাশছে বার বার; আমি কথা বলার সময় ৪/৫ বার বলেছে "হোয়াট"? জরিমানা পুরোটা দিতে হয়েছে; অকারণে ১ ঘন্টা বসে থাকতে হয়েছিলো; সে আমাকে তার রায়টিও জানায়নি; আমাকে অন্য রুমে এক ক্লার্কের কাছে পাঠায়েছে, রায়টা ক্লার্কের প্রিন্টারে পাঠায়েছে; এটা হলো নিউইয়র্ক শহর।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

রোকসানা লেইস বলেছেন: আগের সময়গুলো সুন্দর ছিল। যারা কাজ করত তারা আন্তরিক ছিল। এখন মিশেল হয়ে গেছে সব।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

সোনাগাজী বলেছেন:



গ্রামে এখনো সবই মোটামুটি ঠিক আছে; নিউইয়র্ক শহরে চাইনীজ, ভারতীয়, ফিলিপাইনী ও ইষ্ট-ইউরোপিয়ানরা এসে, ইহাকে আর আমেরিকা রাখেনি।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

শাহ আজিজ বলেছেন: আমেরিকা আইনি দেশ । আমি কখনো আমেরিকা যাইনি তবে আত্মীয় স্বজন বন্ধুরা অনেকেই থাকে পুরো আমেরিকা জুড়ে । যাক আপনাকে আর ভুগতে হয়নি । ভাল থাকুন ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১০

সোনাগাজী বলেছেন:



সিষ্টেমিক আইন ভংগকারীদের জন্য এখানে জীবন কঠিন; সততার মুল্য আছে।

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১২

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আগেও বলেছি, আপনার এই টাইপের লেখাগুলি পড়তে আমার বেশ লাগে।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৪

সোনাগাজী বলেছেন:



আপনি যেই ধরণের লেখা ভালোবাসেন, সেগুলো বেশী লিখবো।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
মরুভূমির জলদস্যু বলেছেন:
আগেও বলেছি, আপনার এই টাইপের লেখাগুলি পড়তে আমার বেশ লাগে।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

সোনাগাজী বলেছেন:



আমার চোখে যা পড়ে, আমি সেটা নিয়ে লিখতে পছন্দ করি।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: বাংলাদেশই ভাল, এত আইনের বেড়াজাল নেই। :-P

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪২

সোনাগাজী বলেছেন:



আফগানিস্তান আরো ভালো, সেখানে আইন করার লোকজনও নেই

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:০৪

শূন্য সারমর্ম বলেছেন:


একদিন আমেরিকাও কি নস্টদের দখলে চলে যাবে???

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

সোনাগাজী বলেছেন:



না, যাবে না; তবে, চীনা, ভারতীয়, পাকিস্তানী, নাইজেরিয়ান, পুর্ব ইউরোপীয়ানরা আমেরিকার আচরণকে নীচের দিকে টানছে

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৭

রাজীব নুর বলেছেন: আইন আছে, আইনের প্রয়োগ আছে।
ভাল দেশ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

সোনাগাজী বলেছেন:



পুর্ব ইউরোপিয়ান ও এশিয়ানরা আইনের প্রয়োগ কম বুঝে।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০১

ঢাবিয়ান বলেছেন: মাঝে মাঝে এরকম ছোট ছোট জীবনের গল্প গুলোর সাথে ছবি দিয়েন। তাহলে আরো ভাল লাগবে পড়তে।

আপনার চাইনিজদের উপড় খুব রাগ। আমি চাইনিজ অধুষিত দেশে থাকি। আমি সবসময় তাদের অন্যরুপে দেখি। অস্মভব কর্মঠ, কাজের প্রতি শতভাগ সৎ । কথা কম কাজে বিশ্বাষী একটি জাতি। আপনার লেখাগুলো পড়ে আমেরিকায় গিয়ে চাইনিজদের দেখতে ইচ্ছে করে ।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৯

সোনাগাজী বলেছেন:




আমেরিকায় আসছে দুষ্ট চাইনীজরা; এখন দলে দলে আসছে, যারা মেইনল্যান্ডে সরকারী টাকা লুটপাট করছে ও অবৈধ ব্যবসা করে টাকা পয়সা করেছে।

৯| ০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




প্রথম যে ঘটনাটির কথা বললেন তাতে বোঝা যায়, পুলিশ কেমন হলে মানুষের বন্ধু হয়! সরকারী লোকজনের দায়িত্বই হলো সাধারণ মানুষকে সাহায্য করা, হয়রানি করা নয়।
এখানে আমরা এর বিপরীতটাই দেখি!

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩০

সোনাগাজী বলেছেন:




আমাডের পুলিশ ও প্রশাসনের কালচারই হলো মানুষকে হয়রাণী করা।

১০| ০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৮

নেওয়াজ আলি বলেছেন: পেপারে দেখলাম আমাদের দেশে ৮০ হাজার ড্রাইভিং লাইসেন্স আটকে আছে বেশ কয়েক মাস। অথচ তারা ড্রাইভিং করছে তারা। ।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩১

সোনাগাজী বলেছেন:



এই কারণে দুর্ঘটনা ঘটছে, মানউষের প্রাণ চাচ্ছে।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৬

কলাবাগান১ বলেছেন: আপনি কি রাজীব নূর এর পোস্ট করা এই পোস্ট টি দেখতে পারছেন..। প্রথম পাতায় কিছুক্ষন ছিল...।আমি কমেন্ট করার পর দেখি প্রথম পাতায় নাই আবার কমেন্ট ও সাম্প্রতিক মন্তব্য এ দেখা যাচ্ছে না। উনি ড্রাফট ও করেন নাই..।
https://www.somewhereinblog.net/blog/rajib128/30344702#c13264405

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:



হ্যাঁ, আমি দেখেছিলাম ও পড়েছি, মন্তব্য করিনি; এখন দেখছি নেই।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২১

কলাবাগান১ বলেছেন: লিংকে এখনও পোস্ট আছে...কিন্তু সেখানে মন্তব্য করলেও সেটা সাম্প্রতিক মন্তব্য কলামে ও দেখাচ্ছে না। উনার আরেকটি পোস্ট প্রথম পাতায় আছে কিন্তু আগেও একই লেখক এর ২-৩টা পোস্ট ও প্রথম পাতায় থাকতে দেখা গেছে

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:২৯

সোনাগাজী বলেছেন:



কি হচ্ছে বুঝা মুশকিল; রাজিব যদি জানায়, তখন পরিস্কার হবে।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৫২

কামাল১৮ বলেছেন: আমার চাকুরির অভিজ্ঞতা নাই।দেশে বা বিদেশে।তবে এখানে কোর্টের অভিজ্ঞতা আছে,বড়ই কঠিন।আসামি আমার এক আত্মিয়।অপরাধ, এক মেয়ের সাথে ফেসবুকে কথা চালাচালি করেছে।তার বয়স কম।সে তাকে দেখেনি।বিচারক এক ভারতিয়।আমরা তিন জন জামিনদার।প্রত্যেক কে বিশ হাজার ডলার করে দেখাতে হবে । কেস শেষ নাহওয়া পর্যন্ত এই ডলারে হাত দেয়া যাবে না।কেস শেষ না হওয়া পর্যন্ত আসামি ঘরের বাইরে যেতে পারবে না। ছোট বয়সের মেয়েদের নিকট থেকে দশ হাত দুরে থাকতে হবে।দুই বছর হয়ে গেলো কেস শেষ হয় নাই।

এর নাম কানাডা আর তার বিচার ব্যবস্থা।ডাক্তার সার্টিফিকেট দিলে ছোট মেয়েদের কাছাকাছি যেতে পারবে।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৩

সোনাগাজী বলেছেন:



ইহা জটিল ব্যাপার।
তবে, মেয়ে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের বয়স না'জানিয়ে থাকে, তা'হলে বড় ধরণের সমস্যা হওয়ার কথা নয়।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:২৯

কামাল১৮ বলেছেন: আর কত সমস্যা হলে বড় ধরনের সমস্যা হবে।আমরা কিছুই জানছি না,জানতে গেলে আরো বড়রকমের সমস্যা হতে পারে।উকিল যা বলছে তাউ শুনছি।দুট তারিখ পরেছে।৪০ করে ৮০ হাজার পকেটে ভরেছ।

০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩

সোনাগাজী বলেছেন:




তেমন কিছু হবে না, উকিলেরা টানা টানি করে টাকা নেবে; মামলা কে করেছে, মেয়ে নাকি পরিবার?

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৪২

আমি পরাজিত যোদ্ধা বলেছেন: এই সব কারনেই নিউইয়র্ক ছেড়ে চলে আসছি গ্রামে, ভালো আছি এখানে।

০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৩৩

সোনাগাজী বলেছেন:



কোন ষ্টেইটে?

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩

কামাল১৮ বলেছেন: মেয়ের মা।

০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬

সোনাগাজী বলেছেন:


আপনার আত্মীয় যদি দেখাতে সক্ষম হয় যে, মেয়ে বয়স জানায়নি, এবং সে মেয়েকে পুর্ণ বয়স্কা হিসেবে জানতো, তা'হলে কিছু হওয়ার সম্ভাবনা নেই।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মাস খানেক আগে অকারণে ট্রাফিক পুলিশ আমাকে আটকিয়ে বলে আপনি সিগনাল ছাড়ার আগেই চলে এসেছেন বিভিন্ন ধানাইপানায় শুরু করে দিল। আমি কি করি শুনে হুমকি দেওয়া শুরু করলো বলে, গাড়ী রেকারে দেবে ইত্যাদী ইত্যাদী। এদিকে আমার তাড়াতাড়ী যাওয়া দরকার, শেষ মেষ ৬০০ টাকা নিয়ে আমাকে ছেড়ে দিল। এই হলো আমাদের পুলিশ! আমি ১০০% শিউর ছিলাম আমি আইন ভঙ্গ করিনি এবং সাধ্যমত আইন মানার চেষ্টা করি।

০৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৪

সোনাগাজী বলেছেন:



পুলিশ বাহিনী রাখা হয় অপরাধ কমানোর জন্য; বাংলাদেশে পুলিশই সবচেয়ে ভয়ংকর অপরাধীদের গোষ্ঠী।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরিবেশ, বিচারকের মুডের উপর এসব রায় হয়ে থাকে...

০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩১

সোনাগাজী বলেছেন:



অবস্হা বুঝে আইনের প্রয়োগই বিচারকের কাজ। পশ্চিমা বিশ্বের লোকজন বিচারক হিসেবে ভালো।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পুর্ব ইউরোপিয়ান ও এশিয়ানরা আইনের প্রয়োগ কম বুঝে।

আমাদের দেশে আইন হচ্ছে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য। ক্ষমতাবানদের জন্য কোনো আইন নেই। তাঁরা যা চায় তাই করতে পারে। কারাগারে কোনো ধনী মানুষ নেই। তাঁরা অপরাধ করেও কারাগারের বাইরে।

০৮ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:


চট্টগ্রামের কারাগারে, ধনী কয়েকজন কয়েদী নিজের যায়গায় অন্য মানুষকে বেতন দিয়ে, কয়েদী হিসেবে রেখে, আসল কয়েদী বাইরে ছিলো।

২০| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৯

হাসান জামাল গোলাপ বলেছেন: আমি কানাডায় আছি দুই দশকেরও অধিক। আমি যখন প্রথম আসি তখন আর একজন প্রবাসী যিনি প্রায় চার দশক হলো এখানে আছেন, আড্ডায় বলেছিলেন, আমি এদেশে এসেছি সাদাদের দ্বারা ruled হতে, আমি চাইনা পুলিশে কেউ আমাদের চামড়ার ঢুকুক। আমার সেদিন খারাপ লেগেছিলো, কিন্ত উনার কথায় বাস্তবতা আছে।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৪

সোনাগাজী বলেছেন:



নিউইয়র্ক শহরের ট্রাফিক পুলিশে এখন সাদারা নেই, সবাই নতুন ইমিগ্রেন্ট ( ফিলিপাইন, পাকিস্তানী, বাংলাদেশী, হেইতি মেইতি, চীনা ইত্যাদি ); এদিকে কোভিডের কারণে মানুষ গাড়ী বেশী কিনে বসে আছেন; মানুষের অবস্হা ভয়ংকর খারাপ, পদে পদে টিকিট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.