নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

কেহ আপনার পোষ্টে মন্তব্য করলে, উনার পোষ্ট পড়ে দেখবেন।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৯



ব্লগে পাঠক কম, অনেক পোষ্ট পাঠক পাচ্ছে না, মন্তব্য পাচ্ছে না; এর ফলে, লেখাও কম আসছে, ২ পোষ্টের মাঝে সময়ের পার্থক্য দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেহ যদি আপনার পোষ্টে মন্তব্য করেন, উনার কোন পোষ্ট থাকলে পড়ে দেখতে পারেন; অনেক সময় ভালো পোষ্টও মোটামুটি অপঠিত থেকে যায়।

ব্লগে অনেকেই বলেন যে, তাঁরা অনেক বই পড়েন, বইয়ের পোকা; আমি এঁদের অনেককে অনুসরণ করে দেখেছি, তাঁরা বইয়ের ১ পৃষ্টার চেয়ে অনেক ছোট পোষ্টও পড়ে দেখেন না; ব্যাপারটা কি? এঁরা কি বেশী বেশী বলেন নাকি? নাকি এঁরা চান যে, ব্লগারেরা সবাই রবীঠাকুর, নজরুল ইসলাম, মধুসুদন দত্তের মতো লিখুক। অনেকেই অনেক বিদেশী লেখকের বই'এর নাম দেন, বিদেশী বই'এর বুক-রিভিউ লেখেন, কিন্তু নিজের ঘরের লেখকদের পোষ্টটা পড়েন না, ব্যাপারটা কি!

আমি বই কম পড়ি, কিন্তু ব্লগের বেশীরভাগ পোষ্ট পড়ে দেখি; কমেন্ট-ব্যানের কারণে ২৫ ভাগ লেখায় কমেন্ট করা হয় না, তারপরও কমেন্টব্যানকারীদের লেখা পড়ি। আমাকে যারা কমেন্টব্যান করেছেন, তাদের লেখার মান সময়ের সাথে নীচের দিকে যাচ্ছেই যাচ্ছে; কারণ, উনাদের লেখার সঠিক সমালোচনা হওয়ার সম্ভাবনা খুবই কম। এসব ব্লগারদের কিছু "বন্ধু পাঠক" আছেন, যারা লাইক ও মন্তব্য দিয়ে পোষ্টকে ভারী করে ফেলেন, আর লেখক সাহেব ফুলতেই থাকেন।

আমাকে যারা কমেন্টব্যান করেন, তাদের লেখায় কমেন্টের সংখ্যা বেশী হলে, আমি চেক করে দেখি, কারা কমেন্ট করলেন! বেশীরভাগই সস্তা কমেন্ট থাকে।

যাঁরা আমার পোষ্ট পড়েন, আমি তাঁদের পোষ্ট পড়ার চেষ্টা করি; অবশ্য কিছু কিছু সময় ভুলে যাই; ব্লগের বেশ কঠিন সময়েও আমার পোষ্টগুলো মোটামুটি অপঠিত থাকে না; আপনারা আমার পলিসি অনুসরণ করে দেখতে পারেন।


মন্তব্য ৪৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩২

জ্যাক স্মিথ বলেছেন: কেউ একজন বলেছিল, বেশি বই পড়লে মানুষ বোকা হয় যায়!! :-B
আমার পোস্ট করার চেয়ে অন্যের পোস্ট পড়তে এবং মন্তব্য করতে ভালো লাগে বেশি।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:



ধর্মীয় বই ও কমশিক্ষিত লেখকের বই পড়লে, পাঠকের চিন্তাশক্তি বাড়ে না, ও পাঠক বর্তমানকে বুঝতে পারে না।

২| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩২

গেঁয়ো ভূত বলেছেন: পড়েছি।

'ছাপ্পান্ন হাজার বর্গমাইল' বইটি কি পড়েছেন?

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৯

সোনাগাজী বলেছেন:



না, পড়িনি; উহার লেখক কে, লেখকের পড়ালেখা ও পেশা কি?

৩| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান আমি সময়ের কারণে সব পোস্ট পড়তে পারি না, যারা একটা কমেন্টও পায় আমি তাদের পোস্টে,ঢুকি, পড়ি, কিন্তু তারা নির্বিকার।
আপনার পোস্ট টা পছন্দ হয়েছে +

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৬

সোনাগাজী বলেছেন:



ধন্যবাদ।
পাঠকের সংখ্যা কমে যাচ্ছে, লেখকেরা নিরুৎসাহিত হয়ে যেতে পারেন। কিছু লেখক আছেন, পোষ্ট দিয়ে চলে যান, নিজের পোষ্টের খবর রাখেন না।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৯

হাসান জামাল গোলাপ বলেছেন: আপনার পোস্টের সাথে সহমত। কিন্ত সময় ও ব্যাস্ততা একটা ফ্যাক্টর। আমি সেভাবে ব্লগ করি না। তবে আমার ধারণা অনেকে blog burningএ আক্রান্ত। এটা youtuber দের খুব হয়। এছাড়া তরুণ সমাজ বইবিমুখ। এই সমস্যা সব জায়গায়। কলকাতার 'দেশ' পত্রিকা বেশ আগে থেকে সাপ্তাহিক থেকে পাক্ষিক।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৯

সোনাগাজী বলেছেন:


বাংলাদেশের বই লেখকদের বেশীরভাগই নিজে পয়সা খরচ করে বই চাপাচ্ছেন, বেশীরভাগ বই পড়ার মতো নয়।
ব্লগেও পাঠক কমছে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: অন্য অনেক সময়ের চেয়ে এখন ব্লগে কিন্তু শান্তি বিরাজ করছে।
পোষ্টে কাউকে মন্তব্য থেকে বিরত রাখা মানে, নিজের ভুল ত্রুটি সহ্য করতে না পারা। যারা কাউকে মন্তব্য থেকে বিরত রাখে তাঁরা মগজহীণ।

আপনার এ পোষ্ট গুলো দেখে মগজহীনরা কিছু শিখবে?

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৬

সোনাগাজী বলেছেন:



যারা বেশী গন্ডগোল করে, তাদের অনেকেই ব্লগে নেই; জটিল ভাই না'থাকাতে অনেকে চুপ হয়ে গেছে।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৮

কামাল১৮ বলেছেন: লিখতে লিখতে গাজী,পড়তে পড়তে পাজি, যেমন আমি।

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

সোনাগাজী বলেছেন:



পড়েই মানুষ জ্ঞানী হয়ে থাকেন।
লিখতে গেলে বড় সমস্যা, লেখকের কোন কিছুই আর গোপন থাকে না।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

মোঃআনারুল ইসলাম বলেছেন: ২০২৩ সালে এসেও ব্লগে টিকে আছি বা আছেন এর চাইতে আর কি চান মশাই। বাই দা বাই কেমন আছেন আপনি?

০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১

সোনাগাজী বলেছেন:



নববর্ষের শুভেচ্ছা।

আমি সব সময় বলে বেড়াই, এক আদি ব্লগার শুরতেই আমাকে ৭ ঘাটের পানি খাওয়ায়েছিলেন; আমি সেই যাত্রায় বেঁছে গেছি। আপনি তো ব্লগে আসেন না বললেই চলে!

আমি ভালো আছি, আশাকরি আপনার সব ভালো।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০০

শেরজা তপন বলেছেন: কবিতা বেশ কম পড়া হলেও আমি চেষ্টা করি ব্লগের নতুন পুরনো সবার লেখা পড়তে। বেশীরভাগ সময় একটা লাইক বা মন্তব্য দিয়ে যাই। কিন্তু সমস্যা হোল যারা অনিয়মিত বা নতুন লেখক তারা ( বেশীরভাগ) অন্যের লেখায় কমেন্ট করতে চাননা উপরন্তু নিজের লেখায় করা মন্তব্যেরও উত্তর দিতে ঢিলেমি করেন।
এই নিয়ে অনেকবার বলেছি লিখেছি বা অনেকে বলছে কিন্তু কাজ হচ্ছে না কোন- যাদের জন্য লেখা তারাতো পড়ে না! :(

০৯ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২১

সোনাগাজী বলেছেন:




বেশ কিছু পরিমাণ কচ্চপ-ব্লগার আছেন, ডিম পেড়েচলে যান।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩২

মোঃআনারুল ইসলাম বলেছেন: আগের মতো যে সময় ব্লগে দেওয়া হয়না এটা সত্য। কিন্তু লগইন ছাড়া ঠিকই ব্লগে ২৪ ঘন্টায় একবার ঢু মারি বাট পোস্ট বা কমেন্ট করা হয় না এই আর কি।। তবে সত্য বলতে কি ২০১০/২০১৫ সালের মত রাত জেগে আর কোন প্লাটফর্মে আড্ডা বা সময় দেওয়াও হয়না। মাঝে কিছু দিন ফেসবুকেও একটিভ ছিলাম কিন্তু ২০১৮ সাল থেকে সেটাও কমে গেছে। এখন তো ফেসবুকে দুই একজনের পোস্টে কমেন্ট করা ছাড়া কারও পোস্টে তেমন কমেন্ট করাও হয় না।। তবে এতো কিছুর পরেও সৃষ্টিকর্তা ভালো রেখেছেন এই অনেক।

০৯ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৪

সোনাগাজী বলেছেন:



ব্লগারদের অনেকেই অন্যান্য সোস্যাল মিডিয়ার দিকে চলে গেছেন; এখন লেখা প্রকাশ করার অনেক পথ আছে! সময় করে আসবেন, ভালো থাকুন।

১০| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৩

হাসান জামাল গোলাপ বলেছেন: "বাংলাদেশের বই লেখকদের বেশীরভাগই নিজে পয়সা খরচ করে বই চাপাচ্ছেন, বেশীরভাগ বই পড়ার মতো নয়।
ব্লগেও পাঠক কমছে।"

একমত, তবে বই প্রকাশকে আমি ভালো হিসাবেই দেখি। পাঠক বেছে নিচ্ছেন তিনি যা পছন্দ করেছেন।

০৯ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৬

সোনাগাজী বলেছেন:



সবার বই পাঠক পাচ্ছে না; কিন্তু সবাই নিজকে লেখক ভাবছেন।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৮

নেওয়াজ আলি বলেছেন: আপনার কথায় একমত। তবে ভালো বইও প্রকাশ হচ্ছে যা খুব পড়ার মত। মানুষের দিন দিন সহ্য ক্ষমতা কমে যাচ্ছে তাই সমালোচনা সহ্য হয় না।

০৯ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৮

সোনাগাজী বলেছেন:


দেশের কঠিন পরিবেশে মানুষ ঠুনকো মেজাজের হয়ে গেছে।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৮

ডঃ এম এ আলী বলেছেন:



একজন পাঠক কারো কোন পোষ্টের লেখা পাঠ করে
কষ্ট করে মন্তব্য দান করেন । মন্তব্যদানকারী তাঁর
মন্তব্যের বিষয়ে পোষ্ট দাতার কাছ হতে যেমনই হোক
একটি প্রতি উত্তর আশা করতেই পারেন । অনেক সময়
প্রতি মন্তব্যের কোন নোটিশ পাওয়া যায় না । তাই অনেক
ক্ষেত্রে মন্তব্যদানকারী যথেষ্ট সময় অপেক্ষা করে পরে কৌতহল
বশত সেই
পোষ্টে গিয়ে দেখতে পান যে শুধু তার মন্তব্যই নয়, সাথে অরো
অনেকের মন্তব্যরই কোন জবাব নেই । হ্যাঁ পোষ্ট দাতা বিবিধ
কারণে মন্তব্যের জবাব দিতে বিলম্ব করতেই পারেন , কিংবা
আদৌ কোন জবাব নাও দিতে পারেন । এটা একান্তই তার
ব্যক্তিগত ব্যপার ।
কিন্তু দেখা যায় পাঠকের মন্তব্যের জবাব না দিয়ে তিনি
তার নতুন একটি লেখা পোষ্ট করেছেন । বুঝা যায় তিনি
সহি ছালামতে থেকেই সামুর পাতায় লেখার জগতেই
বিরাজ করতেছিলেন , অথচ পাঠকের মুল্যবান মন্তব্যের
জবাব দেয়ার থেকে তাঁর নীজের লেখার প্রতিই বেশী
যত্নবান ছিলেন । তার লেখার উপর মন্তব্যদানকারীর
বিষয়ে তিনি একাধারে অমনোযোগী ছিলেন ও যথাযথ
সম্মান প্রদর্শন করেন নি । তিনি তার নতুন লেখা পোষ্ট
করাতেই বেশী গুরুত্ব দিয়েছেন । মনে হয় লেখা পোষ্ট
করতে না পারলে তিনি ট্রেন মিস করে ফেলবেন কিংবা
কাঙ্খিত উদ্যেশ্য পুরণে ব্যর্থ হবেন। অবশ্য ব্রেকিং নিউজ
জাতীয় কোন সাময়িক পোষ্ট হলে ভিন্ন কথা , তবে পোষ্টটি
যে সাময়িক তার কোন উল্লেখ অনেকের তেমনতর নতুন
পোষ্টে দেখতে পাওয়া যায়না ।

যাহোক পোষ্টদাতা তার নতুন লেখাটিকে মাত্র কয়েক মিনিট বা ঘন্টা
বা ঘন্টা খানেক অন্যত্র সেভ করে রেখে তার চলমান পোষ্টে পাঠকের
মন্তব্যের জবাব দানের মত সৌজন্যতা দেখিয়ে তারপর ঘটা করে
নীজের নতুন পোষ্ট দিলে অনেক ভাল করতেন।

তাই কথা হলো, মাত্র অল্প কিছু সময় ধৈর্য ধারন না করে
নতুন পোষ্ট দেয়ার তারনা হতে অনেক কিছুই ধারণা করা
যেতে পারে এবং সে অনুযায়ীই তারা মুল্যায়ীত হতে পারেন।
এবং এর বিরোপ প্রভাব এহেন পোষ্ট দাতাদের পোষ্টের
উপর কোন না কোন এক সময়ে প্রতিফলিত যে হবেনা তা
কে বলতে পারে ।

মোবাইল হতে যারা পোষ্ট এর লেখা পাঠ করেন তাদের
পক্ষে বাংলা ফন্টের অসুবিধার কারণে অনেক ক্ষেত্রেই মন্তব্য
লিখতে পারেন না । সেটা একটা গ্রহনযোগ্য ব্যখ্যা হতে পারে ।
তবে নীজের পোষ্টে থাকা পাঠকের মন্তব্যের জবাব না দিয়ে
নীজের নতুন লেখা পোষ্ট দেয়ার পরে নীজের পুরাতন পোষ্টে গিয়ে
পাঠকের মন্তব্যের জবার দানে বিলম্বের কারণ হিসাবে প্রদত্ত যে কোন
ব্যখ্যাই তার আচরণজনিত কারণে গ্রহনযোগ্যতা হারায়।

যাহোক , সকল পাঠকই যথাসম্ভব নীজের পোষ্টে দেয়া মন্তব্য
দানকারীর পোষ্টে গিয়ে তার লেখাটিতে একবার চোখ বুলিয়ে
যেমনি হোক তার পোষ্ট পাঠের অনুভুতি জানান দিলে সেটা
সকলের জন্য ভাল হয় । সামু আরো বেশী প্রাণবন্ত ও গতিশীলতা
পাবে ।

০৯ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৩৫

সোনাগাজী বলেছেন:



সময় মতো মন্তব্যের উত্তর না, দিলে পাঠকের উৎসাহে ভাটা পড়ে যায়। উত্তরগুলো সঠিক হওয়ার দরকার। সামুতে সঠিক উত্তর পেতে বেশ বেগ পেতে হয়।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগের বাইরে আর পড়া হয় না। ইচ্ছা করে না। আমার বই পড়ার গন্ডি সীমিত। অনেক নামকরা বই, নামকরা কবি সাহিত্যিকের বই পড়া হয়নি , দেশের বাইরের লেখকদের একেবারেই পড়া হয়নি।

আমার কাছে কোন পোস্ট পড়ে মন্তব্য করাটা খুব কঠিন হয়ে যায়। পড়ি ঠিকই কিন্তু মন্তব্য করতে পারিনা বলে আর মন্তব্য করা হয় না।

হাবিজাবি যাই লিখি সব সময় মন্তব্য আশাকরি। ফ্যামিলি , অফিস , ব্লগ ..... আমার বর্তমান দুনিয়া খুব একটা বড় না।

আপনার পোস্টটা ভালো লেগেছে।


বেশ কিছু টাকা হাতে আসলে নিজের পয়সা দিয়ে হলেও একটা কবিতার বই ছাপাবো নিজের জন্য। বুকশেলফে সাজাবো। আত্মীয়স্বজন , বন্ধু , পরিচিতদের মাঝে বিক্রি করবো। মোটামুটি ৫০-৬০ টা বই বিক্রি হবে। বাঁকি টাকা পানিতে যাবে। যাক।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৮

সোনাগাজী বলেছেন:


কবিতার বইতে কাহাদের গল্প থাকবে?

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
কবিতার বইতে কাহাদের গল্প থাকবে?


আমার কবিতায় তেমন কারো গল্প ফুটে ওঠে না, কারো গল্প বলে না । প্রায় সব কবিতাই ব্লগে পোস্ট করা আছে।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



আপনার কবিতার বইতে তা'হলে কি থাকবে?

১৫| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
আপনার কবিতার বইতে তা'হলে কি থাকবে?


বেশ কিছু কবিতা। আমার লেখা।

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৭

সোনাগাজী বলেছেন:



কবিতায় মানুষের কথা না'থাকলে, মানুষের বিষয় না'থাকলে মানুষ সেই কবিতা মনে রাখবে না।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাইতো উত্তর দেয় দু’একজন ছাড়া। কেউ দেরিতে দেয়। ব্লগ মনে হয় স্লো হয়ে গেছে গতি আনা দরকার।

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৯

সোনাগাজী বলেছেন:


মানুষ যেসব বিষয় জানতে চান, যেসব বিষয়ে মানুষের মতামত আছে, সেই রকম পোষ্ট কম আসছে।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

রানার ব্লগ বলেছেন: ঠিকি বলেছেন। আজকাল অবশ্য মন্তব্য গুলাও দায়সারা গোছের হয়ে গ্যাছে। আমি চেষ্টা করি আমার পোস্টে কেউ মন্তব্য করলে তার পোস্ট পড়ে মন্তব্য করতে।

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫১

সোনাগাজী বলেছেন:



আপনার লেখার পা ঠক বেড়েছে।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: যারা বেশী গন্ডগোল করে, তাদের অনেকেই ব্লগে নেই; জটিল ভাই না'থাকাতে অনেকে চুপ হয়ে গেছে।

জটিলভাইয়ের 'প্রেতছায়া' মাল্টি নিকে থাকতে পারে।

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৩

সোনাগাজী বলেছেন:



জটিলভাই ক্রিমিনাল ছিলো, উহা ঘুরেফিরে আসবে।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫১

শূন্য সারমর্ম বলেছেন:

এটা তো সামান্য কমনসেন্স।

০৯ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৬

সোনাগাজী বলেছেন:




সবকিছুতেই কমনসেন্স প্রয়োগ করতে হয়।

২০| ০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:২৩

আহমেদ জী এস বলেছেন: সোনাগাজী,




ব্লগারদের ব্লগিং সম্পর্কে চমৎকার একটি পর্য্যবেক্ষন। আপনার এই লেখা অনেক ব্লগারদের "কমনসেন্স"কে জাগ্রত করতে সহায়ক হবে বলে বিশ্বাস করি।
সহ-ব্লগার ডঃ এম এ আলী আপনার পর্য্যবেক্ষনগুলিকে আরও বিশদ করে তুলেছেন তার মন্তব্যে। তিনি লিখেছেন - "দেখা যায় পাঠকের মন্তব্যের জবাব না দিয়ে তিনি
তার নতুন একটি লেখা পোষ্ট করেছেন । বুঝা যায় তিনি
সহি ছালামতে থেকেই সামুর পাতায় লেখার জগতেই
বিরাজ করতেছিলেন , অথচ পাঠকের মুল্যবান মন্তব্যের
জবাব দেয়ার থেকে তাঁর নীজের লেখার প্রতিই বেশী
যত্নবান ছিলেন । তার লেখার উপর মন্তব্যদানকারীর
বিষয়ে তিনি একাধারে অমনোযোগী ছিলেন ও যথাযথ
সম্মান প্রদর্শন করেন নি । তিনি তার নতুন লেখা পোষ্ট
করাতেই বেশী গুরুত্ব দিয়েছেন । মনে হয় লেখা পোষ্ট
করতে না পারলে তিনি ট্রেন মিস করে ফেলবেন ......"

যে সকল ব্লগারগণ এমন করে থাকেন , তাদেরকে "উন্মাসিক" বলতেই হয়!
কারো পোস্টে যে কোনও ধরনের মন্তব্যকারীর মন্তব্যের একটা জবাব পাওয়া প্রতিটি মন্তব্যকারীরই অলিখিত অধিকার। মন্তব্যের জবাব না দেয়ার পেছনে যতো কারন, যতো ব্যাখ্যাই থাক তা মোটেও পোস্টদাতার জ্ঞান, বুদ্ধি ও বিবেচনার কথা বলেনা।
আপনার বক্তব্যের স্বপক্ষে ডঃ এম এ আলী সুন্দর বলেছেন -
"সকল পাঠকই যথাসম্ভব নীজের পোষ্টে দেয়া মন্তব্য
দানকারীর পোষ্টে গিয়ে তার লেখাটিতে একবার চোখ বুলিয়ে
যেমনি হোক তার পোষ্ট পাঠের অনুভুতি জানান দিলে সেটা
সকলের জন্য ভাল হয়"

আমার মতে, শুধু ভালোই হয়না; ব্লগিংয়ে উৎসাহ হারানো ব্লগারগণও তাদের উৎসাহ ফিরে পান যা ব্লগকে আরো গতিশীল করে তোলে।

পোস্ট লাইকড।

০৯ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৩

সোনাগাজী বলেছেন:



পাঠক কমে গেলে লেখাওকমে যাবে।

২১| ০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পত্রিকা, ম্যাগাজিন এর পাঠক কমে গিয়েছে। বই পড়ার মত ধৈর্য্য অনেকেরই নেই। তবুও বইমেলায় এত বই কে ছাপায় আর কে কেনে কে জানে। স্মার্টফোনে সব কিছু সহজ করে দিয়েছে। ফেসবুক, ইউটিউবে নেশার মত একের পর এক রিলস, শর্টস দেখে সবাই। কম্পিউটার স্ক্রিনে ব্লগ পড়ে আবার মন্তব্য করার সময় কই?

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩১

সোনাগাজী বলেছেন:




মনে হচ্ছে, বাংগালীরা ক্রমেই কিছু পড়বে না।

২২| ১০ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন:
কবিতায় মানুষের কথা না'থাকলে, মানুষের বিষয় না'থাকলে মানুষ সেই কবিতা মনে রাখবে না।





শ্রদ্ধেয় চাঁদগাজী , আপনি কথাটা একেবারেই ঠিক বলেছেন। আমি একমত।

তবে আমি মানুষের জন্য কবিতা লিখি না, বৃহৎ উদ্দেশ্যে আমি কবিতা লিখি না । কবিতা লেখা নিয়ে আমার কোন জ্ঞান নাই। কবিতা লেখা আমার পেশা না। রোজগারের উৎস না। জীবনানন্দ দাশ শেষ দিকে আগাম কবিতা বিক্রি করে খেয়েছেন।
বাংলার দুজন কবি মানুষের জন্য কবিতা লিখেছিলেন। নজরুল আর সুকান্ত।
জীবনানন্দ দাশ মানুষের আবেগ নিয়ে খেলেছেন। পাঠ্য বইয়ে কিছু কবি আর কবিতার সংকলন না থাকলে অনেক মানুষই কবিদের চিনতো না।

নোবেল বিজয়ী গুন্টার গ্রাসের কবিতা ইসলাইয়ের অগ্রসন থামাতে পারেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলেছে। কবিরা নিজের জন্যই লেখে। পাঠকরা মাতামাতি করে মাত্র।

কিছু টাকা হাতে আসলে আমি নিজের জন্য সর্বনিম্ন পরিমানের বই ছাপাবো। বুক শেলফে সাজাবো। কিছু টাকা উঠাতে নিজ উদ্যোগে ৫০/৬০ বই বিক্রি করবো। বাকি বই গুলো পোকায় খাবে। কবিতা নিয়ে আমার স্বপ্ন এটুকুই।



১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

সোনাগাজী বলেছেন:




ঠিক আছে।

২৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২২

জুন বলেছেন: আপনার বক্তব্যের সাথে সম্পুর্ন সহমত। অনাকাঙ্ক্ষিত কারনেও অনেক সময় লেখা লেখির ইচ্ছে থাকে না৷ এটা আমি নিজের কথা বলছি যদিও আমি তেমন তালেবর লেখক নই।

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

সোনাগাজী বলেছেন:


লেখা বলতে যা বুঝায়, সেই রকম কোন কিছু আমি এখনো লিখিনি, পোষ্ট লিখে যাচ্ছি।

২৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্বপ্ন অপেক্ষা আর জীবন যুদ্ধের একটা কবিতা পোস্ট করেছি। দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.