নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্রাজিলের জন্য সোস্যালিষ্ট প্রেসিডেন্ট ভালো, নাকি সমস্যা?

০৯ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪১



ব্রাজিলের গত প্রেসিডেন্ট ভোটে ( ১০/৩১/২০২২) সোস্যালিষ্ট লুলা জয়ী হয়েছে; ডানপন্হী ক্যাপিটেলিষ্ট বোলসেনেরো পরাজিত হয়েছে। জানুয়ারীর ১ তারিখে লুলার সরকার শপথ গ্রহন করেছে। সোস্যালিজম তো নিশ্চয় ভালো নয়, ইহা ধর্ম-বিরোধী রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ব।

গতকাল ব্রাজিলের রাজধানীতে নতুন প্রেসিডেন্ট লুলা-বিরোধীরা দেশের পার্লামেন্ট, সুপ্রীমকোর্ট ও প্রেসিডেন্ট ভবন আক্রমণ করেছিলো; পুলিশ আক্রমণ কারীদের থামায়েছে; কিন্তু ইহা নতুন সরকারের জন্য বড় ধরণের সমস্যার সৃষ্টি করতে পারে। আক্রমণকারীরা এখনো অনেক এলাকায় রাস্তাঘাট ও সরকারী অফিস দখল করে রেখেছে। তারা মিলিটারীকে দেশের ক্ষমতা দখল করার জন্য আহবান জানাচ্ছে।

ব্রাজিল মোটামুটি অনেকটা আমাদের মতো গরীবদেশ, দক্ষিণ আমােরিকার সবচেয়ে গরীবদেশ, ৩য় বিশ্ব থেকে সামান্য ভালো অবস্হানে আছে। ব্রাজিলে সব সময় রাজনৈতিক সমস্যা ছিলো, দেশের মানুষ মোটামুটি কমশিক্ষিত, শিল্পায়ন হয়নি, ধনী ও গরীবদের মাঝে সামাজিক দুরত্ব ও বড় ধরণের বৈষম্য বিরাজ করছে।

সোস্যালিষ্ট লুলা আগেও ২০০৩ সাল থেকে ২০১০ অবধি প্রেসিডেন্ট ছিলো; সে বিবিধ সোস্যাল ওয়েলফেয়ার সিষ্টেম চালু করেছিলো; একই সাথে আমাজান বন রক্ষা করে পশ্চিমা বিশ্ব থেকে সাহায্য পেয়েছিলো। বলসেনেরো আমাজান এলাকায় তেল, গ্যাস উত্তোলন সম্প্রসারিত করেছিলো ও গরুর ফার্ম করাকে সাপোর্ট করেছিলো।

লুলা সোস্যালিষ্ট হওয়ায় গতবারের মতো আমেরিকার সাথে বিনিয়োগ সমস্যা হবে; বর্তমানে ব্রাজিলে কিছু আমেরিকান গাড়ী উৎপাদন হয়, লুলার সময় এসব বিনিয়োগ বন্ধ হয়ে যাবার সম্ভাবনা আছে।


মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৭

কামাল১৮ বলেছেন:
এই আক্রমন তারা শিখেছে তাদের গুরু ট্রম্পের কাছ থেকে।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০১

সোনাগাজী বলেছেন:


বোলসেনেরো হচ্ছে ২য় ট্রাম্প। আপনি কোন ধারার রাজনীতির সাথে যুক্ত ছিলেন?

২| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৮

শূন্য সারমর্ম বলেছেন:


ব্রাজিলের মানুষ সোস্যালিজম প্রিয়? লাতিনে সোস্যালিস্ট বিপ্লব হয়নি,লুলা কীভাবে সোস্যালিস্ট সরকার গঠন করতে পেরেছে?

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০২

সোনাগাজী বলেছেন:



ভোটের মাধ্যমে অনেক দেশে সোস্যালিষ্টরা ক্ষমতায় গিয়েছিলো: ফ্রান্সেও সোস্যালিষ্টরা ( প্রেসিডেন্ট মিতঁরা ) ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়েছিলো।


সোস্যালিষ্টরা ধর্ম নিরপক্ষতায় জোর দেয়, ওদেরকে আদৌ ক্ষমতায় পাঠানো সঠিক কিনা?

৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৬

কামাল১৮ বলেছেন: আমি বাম ধারার রাজনীতির সাথে যুক ছিলাম।ছাত্র ইউনিয়ন করতাম।পরে বিপ্লবী ছাত্র ইউনিয়নে কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলাম।এখনো বাম পন্থীদের সমর্থন করি।যেনে বুঝেই করি।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৪০

সোনাগাজী বলেছেন:



ভালো

৪| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩৯

কামাল১৮ বলেছেন: গনতন্ত্রে ধর্মের কোন স্থান নাই।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০০

সোনাগাজী বলেছেন:



মানুষের লজিকবিহীন ভাবনার ফসল হচ্ছে ধর্ম।

৫| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০১

শূন্য সারমর্ম বলেছেন:

সোস্যালিজম ধর্ম নিরপক্ষতায় জোর দেয়, ওদেরকে আদৌ ক্ষমতায় পাঠানো সঠিক কিনা?

- সঠিক।কিন্তু ধর্ম নিরপেক্ষতাকে ধর্মহীনতা ভাবতে বাধ্য করে অশিক্ষা-কুশিক্ষা।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৪

সোনাগাজী বলেছেন:



মুসলিম বিশ্বে অশিক্ষা ও কুশিক্ষাই মুল শিক্ষা।

৬| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৩

বিটপি বলেছেন: বিশ্বের সব থেকে বেশি কৃষি ও বনজ পণ্য রপ্তানিকারী ব্রাজিল যদি দক্ষিণ আমেরিকার সবচেয়ে গরীব দেশ হয়, তাহলে ধনী কোন দেশ? যে দেশের জিডিপি দুই ট্রিলিয়ন ডলারেরও বেশি, তাকে কি দরিদ্র দেশ বলা যায়?

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:


দ: আমেরিকায় মাথাপিছু আয় বেশী হচ্ছে উরুগুয়ের; ব্রাজিল ৫ম স্হানে। ব্রাজিল দ: আমেরিকার বস্তি

৭| ১০ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে আমি মন্তব্য করতে পারবো না। কারন এই বিষয় আমি জ্ঞান শূন্য।

১০ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

সোনাগাজী বলেছেন:


ব্রাজিল তো বাংলাদেশের মানুষের বন্ধুদেশ।

৮| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৬

অনল চৌধুরী বলেছেন: শূন্য সারমর্ম বলেছেন: লাতিনে সোস্যালিস্ট বিপ্লব হয়নি- কিউবা, বলিভিয়া , নিকারাগুয়া ভেনিজুযেলা-দক্ষিণ এ্যামেরিকার দেশে দেশে সমাজতান্ত্রিক বিপ্বব হয়েছে।
এই দেশেই জন্ম নিয়েছিলেন ক্যাষ্ট্রো ও চে’র মতো শ্রেষ্ঠতম সমাজতান্ত্রিক বিপ্লবী।
মাদুরো, মোরালেস, শ্যাভেজ- সবাই ছিলেন সমাজতন্ত্রী্
সন্ত্রাসী এ্যামেরিকা এসব দেশের লাখ লাখ মানুষহত্রা করেছে।

*** আপনি নুরে আলম-মাথনকে আির্থিক সাহায়্য করেছেন দাবি করেন ।
কিভাবে বিস্তারিত জানাবেন।

১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮

সোনাগাজী বলেছেন:




আমি চেষ্টা করেছিলাম সিরাজুল আলম খান ও রবভাই'এর চিকিৎসায় সামান্য খরচ দিতে; আমার সাথে সব সময় সুসম্পর্কে ছিলো; অন্য কিন ডিটেইলস নেই।

৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৫৭

অনল চৌধুরী বলেছেন: বিরাট পূজিবাদ-সাম্রাজ্যবাদ বিরোধী সমাজতন্ত্রী সিরাজুল খান শেষকালে সন্ত্রাসী এ্যামেরিকার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের চাকরী নিয়েছিলো।
রব ছিলো এরশাদের গৃহপালিত বিরোধীদলীয় নেতা
শাজাহান সিরাজ খালেদার পুতুল।
এদের প্রায় সবার চরিত্রই এরকম নষ্ট।
শুূধ আবদুল কুদ্দুস মাখনের মধ্যে নীতিবোধ ছিলো।
হয়তো একারণেই ১৯৯৪ সালে তরুণ বয়সে মারা গেছেন।
তাকে নিয়ে বাজে কথা বলবেন না।

১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৪

সোনাগাজী বলেছেন:



মাখনকে আমি দেখিনি ও জামতাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.