![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
পাকিস্তান থেকে মুক্ত হওয়ার পর, জাতি অস্হিরভাবে অপেক্ষা করছিলো শেখ সাহেবের ফেরার জন্য; তখন ১টি বিশাল ভয়ের ব্যাপার ছিলো, রাগের মাথায় শেখ সাহেবকে ওরা হত্যা করে কিনা। অস্হির ২৪ দিনের অবসান হলো, শেখ সাহেব ফিরে এলেন; দেশের মানুষ ২য় বার ভাবাবেগে উল্লসিত হলেন।
শেখ সাহেবকে আটকানো হয়েছিলো এক ভয়ানক হত্যাকান্ডের রাতে, তিনি যেদিন ফিরলেন, ফিরলেন এক স্বাধীন দেশে। জাতি ৯ মাস যুদ্ধ করে, রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে; বিজয়ের আনন্দ ও গর্ব তখনো মানুষের চোখে মুখে ছিলো; শেখ সাহেব নিশ্চয় তা প্রত্যক্ষ করেছিলেন।
শেখ সাহেব ফেরার পর, মানুষের এই বিশাল বিজয়ের আনন্দ, ৯ মাসের কষ্ট, দু:খ, স্বজন হারানোর বেদনা, শেখ সাহেবের সাথে শেয়ার করার সুযোগ পাননি; শেখ সাহবে ১০ তারিখে দেশে ফিরে ১২ তারিখই দেশের প্রাইম মিনিষ্টারের পদ নিয়ে সরকারী যন্ত্রের ভেতর আটকা পড়লেন।
তিনি জাতির বীরত্বের ৯ মাস, কষ্টের ৯ মাসের কথা শোনার সময় পেলেন না; যারা যুদ্ধ করেছিলেন, যারা যোদ্ধাদের পেছনে দেয়ালের মতো দাঁড়িয়েছিলেন, শেখ সাহেব তাদের কাছে আসার সময় পেলেন না। ১২ তারিখ থেকে উনার সামনে, আশে পাশে যারা ছিলো, তাদের বড় অংশ যুদ্ধের সাথে সরাসরি যুক্ত ছিলো না; ফলে, ৯ মাস যারা ভুগেছেন, যাদের প্রতিদিন ছিলো ভয়ানক, তাদের মনের কথাগুলো, তাদের স্বপ্নগুলো শোনার সুযোগ তিনি পেলেন না।
পাকিস্তান থেকে বেরিয়ে আসা ১টি জাতিকে তিনি কোন ধরণের রোডম্যাপ দেখাননি, জাতির থেকে কোন ইনপুট নেননি; তিনি স্বাধীনতার জন্য যাদের প্রাণ দিতে হয়েছে, সেসব পরিবারের সাথে আলাপ করেননি।
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১
সোনাগাজী বলেছেন:
উনার পাশে ছিলো ব্যুরোক্রেটরা, প্রশাসনের লোকজন, যাদের অনেকে বাংলাদেশ চায়নি; এরপরে ছিলো আওয়ামী লীগের লোকজন, যাদের বেশীরভাগ যুদ্ধে অংশ নেয়নি।
২| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৭
শাহ আজিজ বলেছেন: আমি তখন রেডক্রসের কর্মী হিসাবে রিলিফ কাজে ব্যস্ত । পরদিনের দৈনিকে ছবি দেখলাম । কিন্তু খুলনা এলে মঞ্চ থেকে নামতেই শেখকে জড়িয়ে ধরে সার্কিট হাউজের সিঁড়িতে পৌঁছে দিলাম । আশ্চর্য হচ্ছে তার নেতারা কেউই এগিয়ে আসেননি বা সিকিউরিটি আমাকে বকা দেয়নি ।
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৩
সোনাগাজী বলেছেন:
সেটা ছিলো একটা বিশাল মহুর্ত; কিন্তু সাধারণ মানুষ উনাকে কাছে পাননি, উনি মানুষের মনের কথা শোনার জন্য সময় করেননি।
৩| ১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই পোস্টটা নাহল তরকারির পোস্টের মতো হয়ে গেছে।
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৫
সোনাগাজী বলেছেন:
অনেকটা।
তবে, ১৬ই ডিসেম্বরের পরের ২৪ দিন মানুষ কিভাবে উনার জন্য অপেক্ষা করেছিলেন, সেটা অনুমান করতে পারছেন?
৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৬
কামাল১৮ বলেছেন: শেখ সাহেব জাতিয়তাবাদী নেতা ছিলেন।কিন্তু জনগন বলতে যা বুঝায় তার নেতা দিলেন না।জনগনের সংজ্ঞা সব সময় এক রকম হয় না।পরিবর্তনের বিভিন্ন সময় জনগনের সংজ্ঞার পরিবর্তন হয়।যেমন মুক্তি যুদ্ধের সময় যারা মুক্তি যুদ্ধকে সমর্থন করেছে তারা জনগন আর যারা সমর্থন করে নাই তারা জনগন না।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১২
সোনাগাজী বলেছেন:
তিনি ফিরে এসে মানুষের কষ্ট ও মানুষের অবদান সম্পর্কে না'জানাতে তিনি দেশ চালনায় মানুষকে প্রাধান্য দিতে পারেননি। আওয়ামী লীগের লোকজন উনাকে ধারণা দিয়েছেন যে, স্বাধীনতা উনিই এনেছেন।
৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:১৪
জ্যাক স্মিথ বলেছেন: শেখ সাহেব জনদরদি লোক ছিলেন সন্দেহ নেই। এই বাংলায় এখন নতুন আরেকজন শেখ সাহেব দরকার যে পুরো জাতিকে
সংঘঠিত করবে।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:১৮
সোনাগাজী বলেছেন:
তিনি জাতিকে সংগঠিত করেছিলেন পাকিস্তানের বিপক্ষে; কিন্তু তিনি জাতীকে "জাতিগঠনে" সংগঠিত করেননি।
আপনি "জাতিগঠন" টার্মটা কিভাবে বুঝেন?
৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:৩৭
জ্যাক স্মিথ বলেছেন: ক্ষমতা পাওয়া আগে আর ক্ষমতা পাওয়ার পরে মানুষের চিন্তাধারা এবং কর্মকান্ডে বিস্তর পার্থক্য লক্ষ করা যায়, ওনার ক্ষেত্রেও তেমনটি হয়ে থাকতে পারে। আসলে উনি জাতি গঠনের সময়ই পান নি, আর ১০ বছর সময় পেলে হয়তো তিনি যুদ্ধোত্তর বিশৃঙ্খল এই জাতিকে গঠনের কাজে মনোনিবেশ করতে পারতেন।
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৮
সোনাগাজী বলেছেন:
যুদ্ধোত্তর সময়ে জাতি বিশৃংখল হয়নি; তিনি সঠিক কোন প্রোগ্রামের কথা না'বলে, মানুষকে রোডম্যাপ না'দিয়ে, আগের প্রশাসনকে চালু করে সব ডুবায়েছিলেন।
৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ওটাই ট্র্যাজেডি!
১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৫
সোনাগাজী বলেছেন:
তিনি নতুন জাতির ভাবনাচিন্তা সম্পর্কে জানতে চাননি।
৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৪
কবিতা ক্থ্য বলেছেন: শেখ সাহেব স্বাধীনতা অর্জনে সফল ভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন।
কিন্তু দেশ পরিচালক হিসাবে কতটুকু সফল তা আলোচনার অবকাশ রাখে।
১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩২
সোনাগাজী বলেছেন:
উনি জাতিকে দেশ গঠনের জন্য কোন পথ দেখাননি।
৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৯
সেলিম আনোয়ার বলেছেন: মর্মান্তিক।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৩
শাহিন-৯৯ বলেছেন:
পাকিস্থানী অবস্থান করা সেনা তখনো তো দেশে ফিরেনি তাহলে উনার চারিপাশে কারা ছিল? নিশ্চই লীগের লোক! তাহলে তারা কি যুদ্ধ করেনি?