নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ব্লগার মোহাম্মদ গোফরানকে ব্লগে দেখছি না

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৪



ব্লগার মোহাম্মদ গোফরানকে ব্লগে দেখছি না প্রায় ৩ সপ্তাহের মতো; উনি এতদিন চুপ করে থাকার মতো মানুষ নন; তাই, একটু চিন্তিত, শারীরিকভাবে ভালো তো? কারো সাথে সাম্প্রতিক সময়ে যোগাযোগ হয়ে থাকলে জানাবেন।

তিনি চট্টগ্রামের মানুষ, চট্রগ্রামের লোকজন বেশ আবেগী, চট্টগ্রামের ভাষাটা আরো আবেগী! মোহাম্মদ গোফরান চট্টগ্রামী ভাষায় ব্লগে লিখেন না, কিন্তু উনার লেখায় আবেগের অভাব থাকে না কখনো; উনার ব্যবসাটাও বাংলাদেশের জন্য একটু স্পর্শকাতর; সব মিলিয়ে তিনি এক জীবন্ত পরিবেশের মানুষ।

আমি এই পোষ্ট টি গত সপ্তাহে লিখেছিলাম, প্রকাশ করিনি; ২ সপ্তাহ একজন মানুষ কোন কারণে ব্যস্তও থাকতে পারেন! এখন মনে হচ্ছে, ৩ সপ্তাহ আসলে লম্বা সময়। উনি অবশ্য মাঝে মাঝে বলতেন যে, উনার ব্যবসা একটু শ্লো, তাই ব্লগে সময় দিতেছেন; ব্যবসার সিজন এলে তিনি ব্যস্ত হয়ে যাবেন।

উনি চট্টগ্রামের মানুষ, মেজবান ইত্যাদিতে প্রায় যান নিশ্চয়ই; বেশী মেজবান খাওয়া ভালো নয়, চট্টগ্রামের মেজবান মানে গরুর মাংস খাওয়ার উৎসব। এমনিতেই চট্টগ্রামের মানুষ মাংস বেশী খেয়ে থাকেন। সমুদ্র কাছে হলেও, কিছু কিছু পরিবার মাছ খুব একটা খান না, মাছে মাছ খায়, ইহা অনেকে পছন্দ করেন না।

আমার মনে আবার একটা ভাবনা সব সময় কাজ করে, সামুর সাথে সব ঠিক আছে তো? আমি প্রতিদিনই আমার নিজের ব্লগিং ষ্টেটাস চেক করে দেখি। গোফরান আবার উনার পোষ্টে সব সময় নারীদের ছবি টবি দেন, অনেকে এসব ছবি ছবি পছন্দ করেন না।

উনি সময় করে আমার পোষ্ট দেখতেন, এখন লগিনও করছেন না। সর্বশেষ কমেন্ট করেছিলেন এডমিনের 'সেরা ব্লগার' নির্বাচনের পোষ্টে; এরপর আমি আর উনাকে ব্লগে দেখিনি।





মন্তব্য ৪৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: হয়তো কাজের ব্যস্ততার কারনে উনি ব্লগে আসছেন না।আশা করি উনি সুস্থ আছেন।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

সোনাগাজী বলেছেন:



সুস্হ থাকলেই ভালো।

২| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

বাকপ্রবাস বলেছেন: আমিও চট্টগ্রামের চিচকে ব্লগার

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

সোনাগাজী বলেছেন:



তাই? ভালো

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগার গোফরানকে সেইদিন এক পোস্টে খুজেছিলাম। আজ আপনি সম্পূর্ন পোস্ট দিলেন। ব্যাপারটা ভালো লাগে।
একদিন আমি বেশ কিছুদিনের জন্য লা পাত্তা হবো ভাবছি। দেখবো আপনি কিভাবে খোঁজেন।


গোফরান ভাই খুব ব্যস্ত আছে। দিন কয়েক আগে কথা হয়েছে। ব্যক্তিগত ঝামেলা আর ব্যস্ততা যাচ্ছে উনার। সময় পেলেই ফিরবেন বলেছেন।
উনি পরিবার নিয়ে সুস্থ থাকুন। ভালো থাকুন।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৬

সোনাগাজী বলেছেন:



ব্যস্ত থাকলে ভালো।

আপনি ব্লগে না'থাকলে আমি চিন্তিত হবো, পুটিন আবার যুদ্ধে পাঠিয়ে দিলো নাকি?

৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০

শেরজা তপন বলেছেন: গতকাল থেকে আমিও ভাবছিলাম তার কথা কেউ উনার খোঁজ পেয়ে থাকলে জানাবেন অথবা গোফরান সাহেব নিজেই যোগাযোগ করবেন।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪

সোনাগাজী বলেছেন:



আমার পোষ্টে কমেন্ট কমে গেলে, আমি গোনার শুরু করি, কে নেই!

৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনার কিছু হলেও আমরা জানতে পারব না। কারণ, আপনার তো ফেসবুকও নেই...

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫০

সোনাগাজী বলেছেন:



ফেইসবুক শুরু করার দরকার।
একাধারে না'থাকলে, আমার স্ত্রী পোষ্ট দেবেন।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এটাই উনার বস্ত থাকার সময়। এই সময় ব্লগের জন্য সময় বের করা উনার জন্য কষ্টকর। আশা করছি উনি নিশ্চয়ই ভালো আছেন।

অ.ট. - এর আগের পোস্টটি সরিয়ে ফেলার কারণ কি?

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

সোনাগাজী বলেছেন:



উহা একটুখানি শেখ সাহেবের বিপক্ষে গেছে; উনাকে সমালোচনা করি, আবার পছন্দও করি; আমি নিজেই সরায়ে ফেলেছি।

৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
আপনি ব্লগে না'থাকলে আমি চিন্তিত হবো, পুটিন আবার যুদ্ধে পাঠিয়ে দিলো নাকি?



পুতিনের ভয়ংকর স্মৃতি আছে। সোভিয়েত ভাঙার স্মৃতি।
আমার ধারণা পুতিন আমাকে পছন্দ করবে। আপনার মত তাঁরও মনে হতে পারে আমার শৈশব কেটেছে রাশিয়া বরফ ঘেটে। :)

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

সোনাগাজী বলেছেন:


পুটিন নাকি সোভিয়েতের ও সোভিয়েত-প্রেমী লোকজনের সাপোর্ট পাচ্ছে!

৮| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: ফোফরান ভাই আছেন। ভালো আছেন।
কাজ নিয়ে ব্যস্ত আছেন। ফেসবুকে প্রতিদিন তার গতিবিধি আছে। উনি স্ট্যাটাস দিয়েছেন। ছবি দিয়েছেন। আমি লাইক দিয়েছি। উনিও আমার ছবিতে লাইক দিয়েছেন।

অবশ্যই উনি চলে আসবেন। ব্যস্ততা কাটলেই।

১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৭

সোনাগাজী বলেছেন:



ভালো খবর; মনে হয়, ব্যবসার সিজন শুরু হয়েছে!

৯| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও মনে মনে খুঁজি। আল্লাহ ভালো রাখুক

ধন্যবাদ আপনাকে

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৮

সোনাগাজী বলেছেন:





পাওয়া গেছে, ভালো আছেন, কিছুটা সমস্যায় আছেন।

১০| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পুটিন নাকি সোভিয়েতের ও সোভিয়েত-প্রেমী লোকজনের সাপোর্ট পাচ্ছে!


তেমনটাই শোনা যায়।
আমি অজানা কারণে সোভিয়েতের প্রতি টান অনুভব করি।

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সোনাগাজী বলেছেন:



আমি ও সোভিয়েত ও সমাজতন্ত্রের সাপোর্টার।

১১| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে রাজীব আর শূন্য সারমর্ম জানিয়েছেন আপনি পোস্ট দিয়েছেন। আমি শারীরিক ভাবে আসলেই ১৫ দিন ধরে খুব অসুস্থ , ব্যবসায়ীক মন্দা আর কয়েকটা সমস্যা শেষ করে আবার আসব ব্লগে । আশা করছি ১৪ইফেব্রুয়ারীর মধ্যে সব সমস্য ও ঝামেলা শেষ হবে ইনশা আল্লাহ।

অনেক ধন্যবাদ উপরে যারা মন্তব্য করেছেন আমি অধমকে মনে রেখেছেন। আমি একটু বেশীই ব্যাক-ফুটে। অন্যান্য বছরের তুলনায় ১৫% ব্যবসাও নাই। সারভাইব করা কঠিন। বাট আমি হাল ছাড়বনা। আমি জানি দেরী হলেও সফলতা আসবে। একটু গুছিয়ে আবার আসছি ১৫ই ফেব্রুয়ারি থেকে।

কৃতজ্ঞতা জানাই পোস্টের জন্য। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আছি। আগামী ১৭ অথবা ২৪ ফেব্রুয়ারি ব্লগ ডে। ইনশা আল্লাহ আশা করছি অনেকের সাথে দেখা হবে।

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

সোনাগাজী বলেছেন:


আপনি আপনার বর্তমান ব্যবসার বাহিরে চট্টগ্রামের ট্রেডিশানেল ব্যবসায়ীদের সাথে কিছু চেষ্টা করে দেখেন; ব্লগে আমার মতো এত বেশী সময় দেয়ার দরকার নেই, আমি অবসরে আছি।

আপনি অসুস্হ কিনা, সেটা বুঝার জন্য পোষ্ট।

১২| ১১ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪১

গেঁয়ো ভূত বলেছেন: এটা নিশ্চই খুব সুন্দর একটা প্রাকটিস। আজকাল দুনিয়ার লোকজন এতটাই আত্নকেন্দ্রিক হয়ে গিয়েছে যে ক্ষেত্র বিশেষে আপন লোকজনও অনেক সময় আত্নীয় স্বজনদের খোঁজ-খবর রাখতে চায় না, সেখানে আমরা অনাত্নীয় ব্লগাররা পরমাত্নীয়ের মতোই কাউকে কিছুদিন ব্লগ এ না পেলে তার খোঁজ-খবর করছি। এটা অবশ্যই একটা উন্নততর প্রাকটিস।

সামহোয়ারইনব্লগ দীর্ঘজীবী হোক।

১১ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১০

সোনাগাজী বলেছেন:



আমি কোনদিন জটিল ভাইয়ের খোঁজ খবর নেবো না।

১৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: @ গোফরান ভাই , আপনি অসুস্থ সেটা জানতাম না। আমি অনেকদিন যাবৎ ফেসবুকে নাই। মেসেঞ্জারেও নাই।
সুস্থ হউন। দেখা হবে। ব্লগ ডেটে যাওয়া হবেনা। অন্য কোথাও দেখা হবে।

১৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩১

জ্যাক স্মিথ বলেছেন: গোফরান ভাই, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। ব্যবসায় আপস এ্যন্ড ডাউনস থাকবেই, হতাশ হাওয়া যাবে না।
ব্লগাররা একে অপরের খোঁজ খবর রাখছে, বিষয়টা ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭

সোনাগাজী বলেছেন:




আমি কিন্তু কয়েকজন ব্লগারের খোঁজ নেবো না।

১৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৮

ডঃ এম এ আলী বলেছেন:



একজন নিয়মিত ব্লগার হঠাৎ করে অনিয়মিত হলে
তাঁর বিষয়ে খোঁজ নেয়াটা একটি ভাল উ্দ্যোগ ।
ব্লগার গোফরান এর খোঁজ মিলছে জানতে পেরে
ভাল লাগল ।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৮

সোনাগাজী বলেছেন:


ব্লগারেরা ভালো নেই, সবাই সমস্যায় আছে।

১৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৭

ডঃ এম এ আলী বলেছেন:



সমস্যাগ্রস্থ ব্লগারগন্ই দেখা যায় বেশীর
ভাগ ক্ষেত্রে ব্লগে নিয়মিত থাকেন, সমস্যায়
না থাকলে দেশ বিদেশ ভ্রমনে বেরিয়ে পরেন!


১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১০

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশের মানুষদের জন্য বিদেশ ভ্রমণ অনেকটা অসম্ভব, ভিসা সমস্যা আছে।

১৭| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৯

কালো যাদুকর বলেছেন: গোফরান সাহেবের সমস্যাগুলো মিটুক ও উনি সেরে উঠুন এই আশা করছি ৷

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

সোনাগাজী বলেছেন:



উনার ব্যবসায় সমস্যা হচ্ছে, মনে হয়।

১৮| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৫

নেওয়াজ আলি বলেছেন: হয়তো কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন । যেখানেই থাকুক ভালো থাকুক।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:১৩

সোনাগাজী বলেছেন:



বলেছেন ব্যবসা নিয়ে ঝামেলায় আছেন।

১৯| ১২ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৮

কাছের-মানুষ বলেছেন: গোফরান সাহেবের উপস্থিতি দেখে বুঝা গেল তিনি তার ব্যাবসা নিয়ে ঝামেলায় আছেন। তার জন্য শুভকামনা রইল।

১২ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩০

সোনাগাজী বলেছেন:


আমি ভাবছিলাম, অসুখ বিসুখ কিনা!

২০| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৫

কামাল১৮ বলেছেন: ব্লগে যারা আল্লা বিল্লা করে তারা ব্লগে না থাকলে প্রথমেই ভাববেন,পাহাড়ে কোন কাজে ব্যস্ত আছ।তাদের যাবার আরো অনেক জায়গা আছে।

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

সোনাগাজী বলেছেন:



তুর পাহাড়ে?

২১| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যাক অবশেষে মোহাম্মদ গোফরান সাহেব সাড়া দিয়েছেন; ভালো লাগছে।

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৯

সোনাগাজী বলেছেন:



ভালো আছেন, এটাই ভালো খবর।

২২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:০৭

রানার ব্লগ বলেছেন: যাক ওনার রেসপন্স পেয়ে স্বস্তি পেলাম। আশা করি তিন তার সকল সমস্যা কাটিয়ে উঠে আবার ব্লগে নিয়মিত হবেন।

১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৭

সোনাগাজী বলেছেন:



উনার সমস্যা বেশ কঠিন ধরণের মনে হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.