নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রিন্স হ্যারির বই রাজ-পরিবারের রেসিজমটাকে তুলে ধরেছে

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১




প্রিন্সেস ডায়ানার ২ ছেলে, উইলিয়াম ও হ্যারির মাঝে সম্পর্ক খুব ঘনিষ্ট ছিলো; কিন্তু যখন হ্যারি 'অসাদা' আমেরিকান মেয়ে মেইগ্যানকে বিয়ে করলো, ২ ভাইয়ের মাঝে ইহা নিয়ে বেশ টান ফোড়নের সৃষ্টি হয়েছিলো। হ্যারির বাবা ও দাদীও এই বিয়ে পছন্দ করেনি; রাণী এলিজাবেথ রেসিষ্ট ছিলেন না; কিন্তু রাজ পরিবারের কেহ অসাদা বিয়ে করুক, সেটা চাইতেন না। রাণী এলিজাবেথ হ্যারিকে খুবই পছন্দ করতেন, তারপরও হ্যারির বিয়েটা তিনি খুব একটা মানতে পারেননি। হ্যারির সৎমা, কামিলা পার্কার আসলে বড় ধরণের রেসিষ্ট, সেই মহিলা এই বিয়েকে কেন্দ্র করে পরিবারে কলকাঠি নাড়ছে।

হ্যারি সবচেয়ে বড় আঘাত পেয়েছিলো বড় ভাইয়ের থেকে; উইলিয়াম মেইগ্যানের অনেক বদনাম করেছে, হ্যারি ইহা আশা করেনি; সে রাগে ক্ষোভে ২০২০সালের জানুয়ারী মাসে রাজপরিবার থেকে বেরিয়ে আমেরিকার কালিফোর্নিয়ায় বসবাস করছে। বইতে আছে, উইলিয়াম হ্যারিকে ধাক্কাা মেরে ফেলে দিয়েছিলো; যদিও উইলিয়াম পরে নিজের ভুল বুঝতে পেরেছিলো।

হ্যারি তার দু:খের কাহিনী নিয়ে একটা বই লিখেছে, উহা গতকাল লন্ডনের বাজারে এসেছে; বইয়ের নাম "Spare"; হ্যারির রাজা হওয়ার সম্ভাবনা নেই, সেটাই বুঝানো হয়েছে। গতকাল ৪ লাখ কপি বিক্রয় হয়েছে।

বৃটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, হ্যারির রাজা হওয়ার কোন সম্ভাবনাই নেই; যদিও লাইনে সে ৫ম স্হানে আছে, বাস্তবে উহা সম্ভব হবে না। রাজা চার্লসের পরে বড় ছেলে উইলিয়াম রাজা হবে; কোন কারণে উইলিয়ামের কিছু হলে, লাইনে আছে তার ৩ সন্তান; তারপর হচ্ছে হ্যারির সম্ভাবনা।

হ্যারি অবশ্য সেটা নিয়ে মন খারাপ করেনি, হ্যারির মন খারাপ হয়েছে মায়ের মৃত্যুর পর, বড় ভাই'এর সাথে সে মামুষ হয়েছে, এবং তারা উভয়ে কামিলা পার্কারকে অপছন্দ করতো; এখন বড়ভাই, উইলিয়াম সেই মহিলার কথায় চলছে, ইহাই হ্যারিকে বেশী দু:খিত করেছে।

**** আমি হয়তো বইটা পড়বো না; আপনারা বই পড়লে নিজেদের মতামাত জানাবেন।



মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

জ্যাক স্মিথ বলেছেন: প্রিন্স হ্যারিকে নিয়ে এক সময় ফেসবুকে খুব ট্রল হাইছে। কেউ কেউ তাকে বোকা বলে, কেউ বলে স্বার্থপর, কেউ বলে মেগান ওকে যাদু করছে কয়দিন পর ঠিকই ফিরে আসবে। যে যাই বলুক, আমি প্রিন্স হ্যারির সিন্ধান্তকে সাধুবাদ জানাই।


১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৯

সোনাগাজী বলেছেন:



রাজ পরিবারের ছেলে হিসেবে সে খুবই ভালো আচরণের ছেলে।

২| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪

শূন্য সারমর্ম বলেছেন:


Spare" বইটি পড়ে কি কি জেনে জীবনে প্রয়োগ করা যাবে?

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪২

সোনাগাজী বলেছেন:



বৃটিশেরা ১ দিনে ৪০০ লাখ বই কিনেছে, তারা নিজেদের রাজ পরিবারের কিছু বিষয় বুঝতে চাচ্ছে।

৩| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪১

নীলা(Nila) বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৪

সোনাগাজী বলেছেন:


আপনি কি নতুন, নাকি মাল্টি?

৪| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৩

শেরজা তপন বলেছেন: বৃটিশ রাজতন্ত্রে সদ্য প্রয়াত রাণীর মত আর কেউ আসবে না সম্ভবত! হ্যারি বহুকষ্টে রাজপরিবার ছেড়েছে।
বইটা পড়ার ইচ্ছে আছে।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৭

সোনাগাজী বলেছেন:



উইলিয়ামকে রেসিষ্ট পার্কারের কথায় চলতে দেখে হ্যারি ক্ষেপে গেছে।

৫| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৩

রাজীব নুর বলেছেন: ৪ লাখ কপি বিক্রি হয়েছে????
আমাদের দেশে হুমায়ূন আহমেদ ছাড়া বেশির ভাগ লেখকের বই প্রথম মুদ্রন (৩শ' কপি) শেষ হয় না।

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২০

সোনাগাজী বলেছেন:



বৃটিশেরা বিশ্ব দখল করেছিলো, কারণ তারা জ্ঞানী।

৬| ১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
বইটি না পড়েই আপনি বুঝে গেলেন হ্যারি রাজ-পরিবারের রেসিজমটাকে তুলে ধরেছে!!

১১ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫২

সোনাগাজী বলেছেন:



আপনি তো আমার পড়ার স্টাইল জানেন: আগে মন্তব্য, পরে পড়া।

আমি বই পড়বো না; আমি হ্যারি ও মেইগ্যানের ইন্টারভিউ দেখেছি।

৭| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:৫০

কামাল১৮ বলেছেন: যারা মানুষকে ধর্মের, বর্নের,জাতির ব মানুষে সাথে মানুষের বিভেদ আছে ভাবে তাঁরাই রেসিষ্ট।রানী চরম রেসিষ্ট।সে ডায়নার বিয়েও মেনে নিতে পারে নাই।কিছু লেখক ডায়নার মৃত্যুতে রানীর হাত ছিলো ভাবে।এমন লেখাও পড়েছি।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০৩

সোনাগাজী বলেছেন:



চার্লস ডায়নাকে বিয়ে করা ঠিক হয়নি, সে অনেক আগের থেকে কামিলা পার্কারের সাথে রিলেশানসীপে ছিলো।

৮| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ২:০৮

কামাল১৮ বলেছেন: কারো সাথে রিলেশনশিপ থাকলেই তাকে বিয়ে করতে এই নিয়ম কবে থেকে চালু হলো।আজকে রিলেশনশিপ আছে কালকে নাও থাকতে পারে।রক্ষনশীল চিন্তা ভাবনা।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৩

সোনাগাজী বলেছেন:



কমপক্ষে চার্লসের বেলায় সেটাই ঘটেছে।

৯| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:০১

স্প্যানকড বলেছেন: হ্যারির এতোদিনের ক্ষোভ হয়তো ধীরে ধীরে বের হয়ে আসছে। হ্যারি আবার ২৫ তালেবান মেরেছে তাও শুনলাম। ওদিকে রয়েল ফ্যামিলির মুখপাত্র বলছে, " হ্যারি নিজেই নিজের ক্ষতি করছে " ব্যাপারটা না জানি হাবিল কাবিলের মতো কিস্যা হয়ে যায় ! মানে খুনাখুনি ! ভালো থাকবেন।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৩:০৫

সোনাগাজী বলেছেন:



যুদ্ধে হতাহতের ব্যাপারটা নিজের কাছে রাখতে হয়; হ্যারি এখন সমস্যায়।
মুল সমস্যা পরিবারের রেসিজম।

১০| ১২ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৫১

কাছের-মানুষ বলেছেন: হ্যারি রাজ পরিবার থেকে বেরিয়ে এসেছে, রাজ পরিবার কি তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দিয়েছে? আমি ব্যাপারটা জানতে চাচ্ছি, রাজ পরিবার থেকে বের হয়ে গেলে অর্থনৈতিক ব্যাপারগুলো কিভাবে মিমাংসা হয়!!!

১২ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:১২

সোনাগাজী বলেছেন:



হ্যারি মায়ের থেকে পেয়েছে ১০ মিলিয়ন ডলার, "নেটফ্লিক্স" থেকে ১০০ মিলিয়ন পেতে পারে। দাদীর থেকে পাবে। পারিবারিক সম্পদের কিছু এখনো পায়নি; তবে, পাবে।

বই বের করা ভুল হয়েছে।

১১| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮

বিটপি বলেছেন: বিশ্বের বেশিরভাগ দেশেই সন্তান পরিচিত হয় তার পিতার পরিচয়ে - আমেরিকাও তার ব্যতিক্রম নয়। মেগান মার্কেলের পিতা থমাস মার্কেল একজন বিশুদ্ধ আমেরিকার শ্বেত চামড়ার মানুষ - তার পরিচয় 'অসাদা' হয় কি করে? মেগান মার্কেল নিজেও সাদা। তার মায়ের মত নয়। রাজপরিবার এই বিয়েতে তার বর্ণ নিয়ে কোন আপত্তি তোলেনি। তুলেছে অন্য বিষয় নিয়ে।

মাগান মার্কেল শোবিজের মেয়ে এবং ডিভোর্সি। তার উপর প্রিন্স হ্যারির চেয়ে বয়েসে সাড়ে তিন বছরের বড়। রাজপরিবার তো দূরের কথা - যে কোন অভিজাত বংশের অভিভাবকেরই তো এটা নিয়ে আপত্তি তোলা স্বাভাবিক। এর মধ্যে রেসিজমের দেখলেন টা কি?

প্রিন্স হ্যারি তো লাইনে ৫ নম্বরে আছে। অষ্টম এডওয়ার্ড তো লাইনের শুরুতে থেকেও প্রেমের জন্য সিংহাসন ছেড়ে দিল। তখনকার সিংহাসন মানে ছিল পুরো দুনিয়ার রাজত্ব। তার তুলনায় হ্যারি তেমন কিছুই ত্যাগ করেনি।

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০৮

সোনাগাজী বলেছেন:



আপনি যদি মেইগ্যানের ছবি দেখে থাকেন, আপনার চোখ পরীক্ষার দরকার নেই, আপনি +৩ রিডিং গ্লাস কিনে ফেলতে পারেন।

১২| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৩২

বাকপ্রবাস বলেছেন: রাজা রানির কারবার আমরা কামলারা পইড়া আর হইব কী?

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১০

সোনাগাজী বলেছেন:


হ্যারী তো ফিরিঙী বাজারের ছেলে

১৩| ১২ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫২

জুন বলেছেন: হ্যারি মিডিয়ার আতশকাচের নীচে থাকতে পারবে না বলে রয়েল ফ্যামিলি ত্যাগ করে এসেছে আর এখন সেটাকেই টেনে আনছে টাকার জন্য। আসলে সে ছোট বেলা থেকেই লোভী। একটা নিউজে পড়েছিলাম তার মা বড় ছেলেকে বলেছিল তুমি হবে ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা। উইলিয়াম মুষড়ে পরে বলেছিল "আমি চাই না রাজা হতে"। তৎক্ষনাৎ হ্যারি নাকি বলেছিল " উইলিয়াম না হলে আমি রাজা হবো, অনেক কিছু পাবো"।
এখন সে বিভিন্ন ভাবে নিজের পরিবারকে অপমান অপদস্ত করে পাদ প্রদীপকে কাজে লাগিয়ে পয়সা রোজগার করতে। হ্যারি তার বাবাকে বিয়ে করতে নিষেধ করেছিল। আর হ্যারি যখন পরিচয়ের পর খুব দ্রুত মেগানকে বিয়ে করার জন্য পাগল হলো আর বড় ভাই প্রিন্স উইলিয়াম যখন আর কিছুটা সময় নিতে বল্লো তখন ভাই হয়ে গেল রেসিস্ট।

১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৯

সোনাগাজী বলেছেন:



হ্যারি রাজ পরিবারের ছেলে হিসেবে বেশ দুরন্ত ছিলো, রাজ পরিবার উহা সহ্য করেছে, রাজ-পরিবার মেইগ্যানকে সহ্য করেনি। বই বের করাটা ভুল হয়েছে; এরপরও একদিন তাকে পরিবারের ফিরতে হবে।

১৪| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৯

আওয়ামী বলেছেন: ব্রিটিশ রাজের প্রভাব থেকে আপনি এখনও মুক্ত হতে পারেন নাই। এদের বংশধররা কোথায় গিয়ে কি করল, তাতে আমাদের কি?

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৮

সোনাগাজী বলেছেন:




আমি রাজ পরিবারের রেসিজম নিয়ে লিখেছি; আপনার পড়ালেখা কোন সাল থেকেকোন সাল?

১৫| ১২ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সাহিত্য এখন অযোগ্যদের দখলে। এইসব অযোগ্যরা আবার পুরস্কার পাচ্ছে।

১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



এখন আওয়ামী সাহিত্যের যুগ।

১৬| ১২ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১১

অনল চৌধুরী বলেছেন: লেখক বলেছেন:বৃটিশেরা বিশ্ব দখল করেছিলো, কারণ তারা জ্ঞানী -
বৃটিশেরা বিশ্ব দখল করেছিলো, কারণ তারা খুনী এবং তারা বিশ্বের দেশে দেশে আপনার মতো প্রভুভক্ত সেবক পেয়েছিলো।
বৃটিশদের পাশের তিন দেশ ছাড়া এরা ইউরোপের আর কোনো দেশ বা জাপান দখল করতে পারেনি। কারণ তাদের খুনাখুনীর জ্ঞান ওইসব দেশে কোনো কাজে লাগেনি।
আপনার মতো লোকজন থাকায় তাার বাংলা আার ভারত দখল করতে পেরেছিরো, যারা এখনো বিশ্বস্তভাবে তাদের সেবা করে যাচ্ছেন।
আরবদের বিজয় আপনার ভালো লাগে না কিন্ত ভালো লাগে বৃটিশদের গোলামী।

১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১

সোনাগাজী বলেছেন:




রাজতন্তের যুগে, যে জ্ঞানী সে যু্দ্ধ করে দেশ দখল করেছে; আরবরা দখল করে মক্তব করেছে, ইংরেজরা ইউনিভার্সিটি করেছে

১৭| ১২ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৩

অনল চৌধুরী বলেছেন: Science in the medieval Islamic world

১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০৬

সোনাগাজী বলেছেন:


মওদুদী, গোলামে আজম, সবাই তো বিজ্ঞানী।

১৮| ১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১৮

রানার ব্লগ বলেছেন: রাজ পরিবারের নিয়ম কানুন হয়তো হ্যারি কে আকর্ষণ করে না তাই সে রাজ পরিবার থেকে দূরে সরে থাকতে চায়। তার মা ও তো রাজ পরিবারের নিয়ম কানুন মেনে নিতে চান নাই তাকে তার জীবন দিতে হয়েছিল নির্মম ভাবে। ডায়না কেও লোভী স্বার্থপর এমন সব কথা শুনতে হয়েছিল। কিন্তু তার মৃত্যুর পরে তারাই অনেক কুম্ভির আশ্রু ফেলে নাটক করেছে। আমার কথা হলো যে যার নিজের জীবন যেভাবে থাকতে চায় থাকতে দেয়া হোক। অন্যের জীবনের সব পাতা আমরা পড়ি নাই তো এমন অনেক পাতা থাকে যা কেবলি অন্ধকার।

১৩ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৩৫

সোনাগাজী বলেছেন:



হ্যারি সাধারণ মানুষের সাথে মিশেছে অনেক, সে অসাদা মেয়েকে বিয়ে করাতে পারিবারের কেহ কেহ তাকে চাপে রাখেছিলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.