![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।
মুক্তিযু্দ্ধ ছিলো বাংগালী জাতির ৯ মাসের স্বাধীনতার যুদ্ধ, ইহা নিয়ে লিখতে কিংবা কথা বলতে হলে, ইহার উপর সঠিক জ্ঞান, অভিজ্ঞতা ও ইহার প্রতি সন্মান থাকার দরকার; যারা রাজনীতি, ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের ঘটনাবলী সঠিকভাবে জানেন না, বুঝেন না, তারা ইহা নিয়ে লিখলে, তা' কখনো সঠিক হবে না; এমন কি অন্যের বই পড়লেও, বইকে সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হবে না।
যেহেতু, ইহা জাতির কষ্ট, গর্ব ও বীরত্বের ইতিহাস, ইহাকে সঠিক ভাষা ও তথ্য সহকারে লেখার প্রয়োজন। এমনি লেখার সময়, সঠিক টার্মিনোলোজী, সঠিক ইতিহাস, রাজনৈতিক পটভুমি, ইত্যাদি নিয়ে সঠিক ধারণার দরকার; ইহাকে ব্লগের প্রতিদিনের পোষ্টের মতো না'লেখাই উচিত।
আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি পোষ্ট এসেছে ব্লগে; প্রথমত: পোষ্টের শিরোনামটা পড়লে মুক্তুযুদ্ধ নিয়ে একটি নেতিবাচক মনোভাবের শুরু হতে পারে। এরপর, সেখানে কোন এক অপিচিত লেখকের ধারণা ও তথ্যকে তুলে ধরা হয়েছে। পোষ্ট-লেখককে ভাবতে হবে, যার লেখা থেকে এসব নেয়া হচ্ছে, সেই লেখায় আমাদের স্বাধীনতাযুদ্ধ নিয়ে যেসব ধারণা ও তথ্য দেয়া হয়েছে, সেগুলো সঠিক কিনা? নাকি ভুল তথ্যকে ভর করে, ভুল ধারণার সম্প্রসারণ করা হচ্ছে! যেসব লেখা পড়ে পোষ্ট লেখা হচ্ছে, উহাকে এনালাইসিস করার দরকার ছিলো। যেই বই থেকে লেখা হয়েছে, সেখানে কিছু তথ্য ছিলো, কিন্তু পোষ্টে তাকে সঠিকভাবে প্রকাশ করা হয়নি।
লেখক আমাকে কমেন্ট ব্যান করে রাখায়, আমি মন্তব্য করে এসব কথা বলতেও পারছি না; আমাকে যারা কমেন্ট ব্যান করেন, ইহা করার পেছনে তাদের যথেষ্ট কারণ কারণ থাকে, এবং সবচেয়ে বড় কারণ হলো, তাদের লেখায় ভুল থাকে। লেখকের সংখ্যা জ্ঞানও কম, এক যায়গায়, সম্ভবত: "১ হাজার" লিখতে চেয়েছিলেন, লিখেছেন, "১০০০ হাজার"; এসব লেখক এমন গুরুত্বপুর্ণ বিষয়ে না লেখাই উচিত।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৮
সোনাগাজী বলেছেন:
সুলেখক তো হুমায়ুন আহমেদও। মহিউদ্দিন আহমেদ যুদ্ধে ছিলেন? থাকলে, বেকুবী লেখা কেন লিখেছেন?
২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭
ঢাকার লোক বলেছেন: সঠিক বলেছেন। যারা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছেন, যাদের সঠিক জ্ঞান আছে তারা সঠিক ইতিহাস সঠিক তথ্য তুলে ধরতে এগিয়ে আসলে এ সমস্যা আজ হতো না। দীর্ঘ অর্ধ শতাব্দী পার হয়ে গেছে, তাদের সংখ্যা দিন দিন কমে আসছে, এখনই সময়, সঠিক তথ্য- ইতিহাস লিখার সুযোগ আছে। আর কিছুদিন পর এ সুযোগ হয়তো চিরতরে হারিয়ে যাবে। তাই যারা জানেন তারা এগিয়ে আসুন, জাতির এ গৌরব গাঁথার মিথ্যার আবরণ মুক্ত সঠিক বিবরণ রেখে যান ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাঙালি জাতি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবে।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১২
সোনাগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধারা কয়েকটি বই লিখেছেন; অবশ্য আমি কারো বই পড়ে দেখিনি
৩| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৮
শাহ আজিজ বলেছেন: একমাত্র মহিউদ্দিন আহমেদ তথ্য উপাত্ত সংগ্রহ করে লিখে থাকেন। তিনি খুবই জনপ্রিয় একজন লেখক , গল্প লেখক নন । নিউইয়র্কের বাংলা লাইব্রেরিতে খোজ নিতে পারেন ।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৪
সোনাগাজী বলেছেন:
আপনি তো আমার প্রশ্নের উত্তর দেননি, উনি যুদ্ধে ছিলেন? উনি কি করে জানেন, তাজউদ্দিন সাহেব ও ইন্দিরা গান্ধীর মাঝে কি বুঝপড়া ছিলো?
৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৯
আওয়ামী বলেছেন: মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনিই মনেহয় একমাত্র বিশেষজ্ঞ?
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৪
সোনাগাজী বলেছেন:
এসব পোষ্টে বুলশিটগিরি করা ঠিক হবে না।
৫| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৭
শাহ আজিজ বলেছেন: মহিউদ্দিন আহমদ জন্ম ১৯৫২ সালের জানুয়ারি মাসে ঢাকায়। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, মা স্কুল শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অধ্যয়ন করেছেন। ছাত্রাবস্থায় ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। দৈনিক গণকণ্ঠ-এ কাজ করেছেন প্রতিবেদক ও সহকারী সম্পাদক হিসেবে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন এনজিও স্টাডিজ’ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক।https://bn.wikipedia.org/wiki/মহিউদ্দিন_আহমদ
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৫
সোনাগাজী বলেছেন:
ওকে।
৬| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৭
কামাল১৮ বলেছেন: যারা গভেষণা করে এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে লেখেন তারা যে কোন সময় সঠিক লিখতে পারে।আর যারা নিরপেক্ষ না তারা যুদ্ধে অংশগ্রহন করলেও তারা সঠিক নিঁখতে পারবেনা। যারা যুদ্ধে অংশগ্রহন করেছে তারা সমগ্র যুদ্ধের খুদ্র একটা অংশ দেখেছে।তাইতো রবিঠাকুর বলেছেন,”আপন আখিরে আখি দেখিতে না পায়”
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০৪
সোনাগাজী বলেছেন:
যুদ্ধে কোন লেখক ও উচ্চ-শিক্ষিত লোকজন যায়নি। বাংগালী গবেষকরা কি আর গবেষণা করেন?
৭| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫৭
আওয়ামী বলেছেন: ব্লগে এসে আপনি যেইটা করেন, সেইটা কি বুলশিটিং না?
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১০
সোনাগাজী বলেছেন:
শতশত মালটি বানিয়ে ১টা পোষ্টও না'লিখলে উহাকে বলা হয় বুলশিটিং করা।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:১১
অনল চৌধুরী বলেছেন: সন্ত্রাসী এ্যামেরিকা যে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধী ছিলো এবং এখন পর্যন্ত বাংলাদেশের শত্রু-সেটা জানেন নাকি জানেন না ???
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৯
সোনাগাজী বলেছেন:
আমেরিকা ও চীন অনেক আগের থেকেই পাকিস্তানের সাথে জড়িত ছিলো; আমাদের সাহায্য করেছে ভারত, রাশিয়া ও আরো অনেক দেশ।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৫
সোনাগাজী বলেছেন:
ইসরায়েলও আমাদর সমর্থন করেছিলো। আপনার বয়স কত ছিলো ১৯৭১ সালে?
৯| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৮
জ্যাক স্মিথ বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে নেতিবাচক ধারণা হওয়ার কোন সুযোগ নেই, ইহা বাঙালী জাতির অস্তিত্ব। মুক্তিযুদ্ধ নিয়ে আমার যথাযথ জ্ঞান না থাকলেও এর প্রতি রয়েছে আমার অঘাত আবেগ ও সম্মান। রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর কচলা কচলি করে বিষয়টা মাঝে মাঝে আমার বিরক্ত লাগে।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩
সোনাগাজী বলেছেন:
এগুলো রাজনৈতিক দল নয়, এগুলো ডাকাতদের দল; এদের মাঝে আঝে আছে রাজাকার-আলবদরদের দলও।
যুদ্ধ করেছেন ইপিআর, আনসার, বেংগলে রেজিমেন্ট ( ২০০০'এর কম ), সামান্য পুলিশ ও সাধারণ ছাত্র-জনতা।
১০| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৯
অনল চৌধুরী বলেছেন: প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনর বয়স কতো ছিলো?
কোনো ঘটনা নিয়ে কথা বলতে হলে সময়ে জন্ম নিতে হবে বা কোনো দেশ বা স্থান নিয়ে বলতে গেলে সেখানে যেতে হবে-এই আজব তত্ব পেলেন কোথায় ?
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫১
সোনাগাজী বলেছেন:
১ম ও ২য় বিশ্বযুদ্ধের ইতিহাস লিখেছে ইউরোপ ও আমেরিকার লোকজন।
১৯৭১ সালে আপনি কি দেখেছেন, বয়স কেমন ছিলো?
১১| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫০
কলাবাগান১ বলেছেন: উনাদের মত মানুষদের উদ্দেশ্যই হল মহান মুক্তিযুদ্ধ কে যে কোন ভাবে প্রশ্নবিদ্ধ করা। যেখানে কোন নেগেটিভ কিছু পাওয়া যায় সেটা কে হাইলাইট করা আর স্বাধীনতা বিরুধীদের কথা কে স্বযত্নে এড়িয়ে যাওয়া। বাংগালীরা কখনও ঝগড়া করা ছাড়া একত্রে কোন কাজ করতে পারে না...মহান স্বাধীনতা তো এসব তুচ্ছ বিষয় এর অনেক উর্ধ্বে....
আসল সমস্যা তো হল বাম আর ডান পন্হী (রাজাকার মনোভাব/করা ধর্মভিত্তিক রাজনীতি লোকজন) সাথে সাপ নেউলে সম্পর্ক...
সারা বিশ্ব দুভাগে বাম আর ডান
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭
সোনাগাজী বলেছেন:
বামেরাও সাধ্যমতো যুদ্ধে অংশ নিয়েছিলো, স্বাধীনতার পক্ষে ছিলো; কিছু চীনপন্হী যুদ্ধ করেনি। সামুতে বরাবরই মুক্তুযুদ্ধের বেশ পরিমাণ ভুল/খারাপ সমালোচক ছিলো।
১২| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৭
অনল চৌধুরী বলেছেন: ১ম ও ২য় বিশ্বযুদ্ধ কি আপনি দেখেছেন?
না দেখলে এসব নিয়ে লেখেন কেনো?
ইসরাইল সহায়তা করতে চেয়েছিলো কিন্ত জনাব তাউদ্দিন সেই প্রস্তাব বাতিল করে দেন।
গবেষকরা হাজার বছর আগের ঘটনাও উদ্ধার করেন।
আমি গবেষক।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০০
সোনাগাজী বলেছেন:
আপনি গবেষক, সেটা ভালো খবর।
হাজার বছর আগের ঘটনার উপর গবেষণা হচ্ছে; তবে, সেই সব গবেষকদের অনেক পড়ালেখা, দক্ষতা ও অভিজ্ঞতা আছে।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০০
অনল চৌধুরী বলেছেন: এই দেখেন, চীনে না গিয়েও করোনা নিয়ে করা আমার গবেসণা সত্যতা। চীনে ৯০ কোটি মানুষ করোনা আক্রান্ত
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১০
সোনাগাজী বলেছেন:
চীন সবচেয়ে বেশী "আইসোলেশানের ব্যবস্হা করেছিলো"; সেখানে ১৪১ কোটীর মাঝে কিভাবে ৯০ কোটী আক্রান্ত হয়েছিলো? মৃতের সংখ্যা কতো?
১৪| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৮
অনল চৌধুরী বলেছেন: সেই সব গবেষকদের অনেক পড়ালেখা, দক্ষতা ও অভিজ্ঞতা আছে -আমার পড়ালেখা দ্ক্ষতা আর অভিজ্ঞতা সম্পর্কে আপনি কতোটা জানেন ?
আপনার ২০ বছর আগে থেকেই আমি লেখালেখি করি।
সেটা গুগলে খূজে এই মুহূর্তে নিজেই যাচাই করতে পারেন।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৪
সোনাগাজী বলেছেন:
আমি আপনার লেখা নিয়ে তো কিছু বলছি না। চীনের মৃতের সংখ্যা কি পরিমাণ?
১৫| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৬
তানভির জুমার বলেছেন: আপনার দল মুক্তিযোদ্ধের মত মহান একটি কাজ কে নতুন প্রজন্মের কাছে বিতর্কিত করেছে। মুক্তিযোদ্ধের চেতনা থেকে যোজন-যোজন দূরে সরেগেছে। মুক্তিযোদ্ধের নাম দিয়ে নিয়মীত লুটপাট চলিয়ে যাচ্ছে।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৮
সোনাগাজী বলেছেন:
সেটা হচ্ছে।
তবে, দল ১৯৭১ সালের মতো তো নেই, সেটা আপনি বুঝেন কিনা? এখন দলের এই অবস্হা কেন, সেটা আপনি বুঝেন কিনা?
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২০
সোনাগাজী বলেছেন:
আমি আওয়ামী লীগের কেহ নই, আমি শেখ সাহেব ও শেখ হাসিনার সামান্য সাপোর্টার।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনার পোস্টে আক্রমণাত্মক কিছু দেখলাম না। তারপরও, কিছু ব্লগার খেপে গেলেন কেন বুঝতে পারছি না।
যা উপদেশ দিয়েছেন, তাতে ক্ষতির কিছু তো দেখছি না!
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৩৮
সোনাগাজী বলেছেন:
কিছু ব্লগার আমার উপর অসন্তুষ্ট আছে; এজন্য আমি মুক্তিযুদ্ধ নিয়ে লিখি না; কারণ, উনারা আমাকে অপদস্হ করতে গিয়ে, মুক্তিযুদ্ধকেও অপদস্হ করতে পারে।
১৭| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ন্যাপ ভেঙ্গে যারা বি,এন,পি-তে ঢুকেছিলেন, তারা বাংলাদেশে ঘুষে কারবার শুরু করেছিলেন।
বাংলাদেশের কিউবাপন্থী কমিউনিস্টরা ঘুষ দিয়ে আমলাদের নষ্ট করেছেন।
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫১
সোনাগাজী বলেছেন:
আমলারা বরাবরই খারাপ ছিলো; আপনার ক্লাশমেটদের দেখেন, এরা বড় চাকুরী পেলে জাতিকে সাহায্য করবে?
১৮| ১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ন্যাপ ভেঙ্গে যারা বি,এন,পি-তে ঢুকেছিলেন, তারা বাংলাদেশে ঘুষের কারবার শুরু করেছিলেন।
বাংলাদেশের কিউবাপন্থী কমিউনিস্টরা ঘুষ দিয়ে আমলাদের নষ্ট করেছেন।
১৯| ১৪ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৮
অনল চৌধুরী বলেছেন:
হাজার বছর আগের ঘটনার উপর গবেষণা হচ্ছে; তবে, সেই সব গবেষকদের অনেক পড়ালেখা, দক্ষতা ও অভিজ্ঞতা আছে।
- একথা বলা মানেই আমাকে বলা এবং হেয় করা।
আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্মের সবচেয়ে প্রবীণ গবেষক।
চীনে ১০ থেকে ৫০ কোটি লোক মরেছে।
এটিও কিছুদিন পরে জানবেন।
১৪ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৭
সোনাগাজী বলেছেন:
৫০ কোটী মরতে হলে, প্রতি ৩ জনে ১ জনের মৃত্যু হওয়ার কথা।
কোভিডে, শতে ২জনের মৃত্যু হয়েছে গড়ে। আপনি বলেছিলেন, ৯০ কোটি লোকের কোভিড হয়েছে; তা'হলে, মরার কথা ১ কোটী ৮০ লাখ
২০| ১৪ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৪১
সোহানী বলেছেন: আমি আপনার এ মতামতের বিপক্ষে। শুধুমাত্র অংশগ্রহন বা সে সময়ে উপস্থিত থাকলেই আসল ঘটনা জানবে আর তা নিয়ে লিখবে এটা কোনভাবেই ঠিক নয়। আর ঠিক নয় বলেই হাজার বছর পরেও সব ইতিহাস নিয়ে লিখা হয়, নতুনভাবে বিশ্লেষন করা হয়।
হাজারটা লিখা আসবে, এর মাঝেই সত্যটা বের হয়ে আসবে। কারন সবার দৃষ্টিভঙ্গী এক নয়।
১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৭:১৮
সোনাগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধটা আর ৫ টা যুদ্ধের মতো নয়; ইহার সাথে জাতীর সন্মান, কষ্ট, বীরত্ব ও ইতিহাস জড়িত।
২১| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৪৪
রানার ব্লগ বলেছেন: আমার মনে হয় একজন মুক্তিযোদ্ধাই পারে ঠিক সেই সময়কার পরিস্থিতির সঠিক ব্যখ্যা দিতে। যারা মুক্তিযুদ্ধ দেখে নাই কিন্তু এই বিষয়ে পড়াশোনা করছেন তারা একটা বিষয়ে আলোচনার মাধ্যমে আন্দজ করতে পারেন কিন্তু সেই বিষয় যে একদম সঠিক হবে এমন ভাবা অনুচিত। লবনের স্বাদ সেই বোঝে যে তার স্বাদ নেয় যে স্বাদ নেয়া ছাড়াই বলে দেন লবন হালকা মিস্টি হতে পারে তারা যে ভুল তা সেই স্বাদ গ্রহণকারী নিরদ্বিধায় বলে দেবেন তাই বলে আমি বলছি না যে হালকা মিস্টি বলেছেন তিনি সম্পুর্নরুপে ভুল ছিলেন হয়তো তিনি যে লবনের স্যাম্পল নিয়েছেন তাতে খানিক চিনি মিশ্রিত ছিলো।
১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৮
সোনাগাজী বলেছেন:
আপনি সঠিক; এর বাইরে দরকার ইহাকে সমীহ করা।
২২| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৬
শূন্য সারমর্ম বলেছেন:
মুক্তিযুদ্ধ যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারন করে।
১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১৬
সোনাগাজী বলেছেন:
জাতি মুক্তিযুদ্ধ করেছিলো, উহা শুনেছেন তো?
২৩| ১৪ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন- তাঁরা বেশির ভাগই যুদ্ধ করেন নি। যেমন ধরুন হুমায়ূন আহমেদ। অবশ্য হুমায়ূন আহমেদ পরে অনেকবার বলেছেন, যুদ্ধে না করাটা আমার বোকামি হয়েছে। তার ভাই গাফর ইকবালও যুদ্ধ করেন নি। অথচ তাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে অনেক গল্প উপন্যাস লিখেছেন।
কবি আল মাহমুদ মুক্তিযুদ্ধ নিয়ে বিশাল উপন্যাস লিখেছেন। অথচ উনি যুদ্ধ করেন নি। কলকাতা পালিয়ে গিয়েছিলেন।
যারা সত্যিকার ভাবে মুক্তিযুদ্ধ করেছেন। তাদের আহাজারি কম। আর যারা যুদ্ধ করেন নি আজকাল তারাই লাফাচ্ছে বেশি।
বহু বছর আগে আপনাকে অনুরোধ করেছিলাম। আপনি ধারাবাহিক ভাবে মুক্তিযুদ্ধ নিয়ে লিখুন। সেই সময় লেখা শুরু করলো এতদিনে আপনার লেখা শেষ হয়ে যেত।
১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
সোনাগাজী বলেছেন:
আমি মুক্তিযুদ্ধ নিয়ে সামুতে কিছু লিখতে চাইনি; কারণ, সামুর ব্লগারদের অনেকেই মুক্তিযুদ্ধকে সন্মান করে না; যারা আমাকে অপদস্হ করতে চেষ্টা করে, তারা আমাকে অপদস্হ করতে গিয়ে মুক্তিযুদ্ধকেও অপদস্হ করবে।
২৪| ১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২
ঢাবিয়ান বলেছেন: রাজীব নুর বলেছেন: বহু বছর আগে আপনাকে অনুরোধ করেছিলাম। আপনি ধারাবাহিক ভাবে মুক্তিযুদ্ধ নিয়ে লিখুন। সেই সময় লেখা শুরু করলো এতদিনে আপনার লেখা শেষ হয়ে যেত।
শুধু রাজীব নুরই নয় এই ব্লগের অধিকাংশ ব্লগারই আপনার মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা শুনতে চায়। এখন সময় এসেছে আপনার স্বনামে হাজির হয়ে কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কাদের সাথে ছিলেন সে সব অভিজ্ঞতা নিয়ে লেখা। আর যদি আবারো কথার মারপ্যচ দিয়ে বিষয়টা এড়িয়ে যান তাহলে বলতেই হবে যে আপনার ভুমিকা বেশ প্রশ্নবিদ্ধ।
১৪ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯
সোনাগাজী বলেছেন:
আমি ১ নং সেক্টরে যুদ্ধ করেছি, "যেড ফোর্সের" সদস্য হিসেবে; যেড ফোর্সে ১টি মাত্র ষ্টুডেন্ট প্লাটুন ছিলো; এতে চট্টগ্রামের বিবিধ কলেজের ছাত্ররা ছিলো, তা'ছাড়া ঢাকা ইউনিভার্সিটর ১ জন ছাত্র, ১জন চাকুরিজীবি, ১জন ছোট ব্যবসায়ী, ১ জন ইপিআর সৈনিক ও একজন বেংগল রেজিমেন্টের হাবিলদার ছিলেন।
যেড ফোরসের কমান্ডিং'এ ছিলেন মেজর জিয়া, মেজর শওকত আলী ( পরে ৫ নং সেক্টরে চলে যান ), ক্যা: মাহফুজ, ক্যা: অলি, ক্যা: শামসু (শহীদ ), ক্যা: হামিদ, ক্যা: আলী ও লেফ: খালিদ। যেড'এ মোটামুটিভাবে গড়ে ২৫০ সৈনিক ছিলেন, এদের বড় অংশ ছিলো ইপিআর, বাকীরা বেংগল রেজিমেন্টের।
২৫| ১৪ ই জানুয়ারি, ২০২৩ রাত ১১:০১
অনল চৌধুরী বলেছেন: আপনার কি ধারণা চীনারা সত্য তথ্য দেবে যেখানে এ্যামেরিকার মতো গণতান্ত্রিক নামধারী দেশই দিচ্ছে না !!!
৯০ কোটি লোকের কোভিড হয়েছে-এটা আমি বলিনি, চীনের গবেষকরা বলছে যা পত্রিকায় প্রকাশিত হয়েছে।
১৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:০১
সোনাগাজী বলেছেন:
এতবেশী মানুষের কোভিড হলে, বিশ্ব স্বাস্হ্য সংস্হা বলতো
২৬| ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৬
রানার ব্লগ বলেছেন: হা হা হা ঢাবিয়ান হা হা হা!!!
২৯ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:২৯
সোনাগাজী বলেছেন:
এই ব্লযগে মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে চাই না।
২৭| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:১০
অনল চৌধুরী বলেছেন: এতবেশী মানুষের কোভিড হলে, বিশ্ব স্বাস্হ্য সংস্হা বলতো [/sb যে দেশে আক্রান্ত ,চীন বলছে আর আপনি আছেন সংস্থা নিয়ে !
আজব চিন্তা !!!
২৯ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:৩৮
সোনাগাজী বলেছেন:
আপনি ঠিক দেখেছেন, আমি ভেবেছিলাম অনেক কম হবে। এখন দেখা যাচ্ছে শতকরা ৭০ ভাগই আক্রান্ত হয়েছিলো।
২৮| ৩০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২১
অনল চৌধুরী বলেছেন: আমি সর্বদা সত্য।
অতীতে অনেকবার আপনি এবং অন্যরা এর প্রমাণ পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন।
***৭০% না ৯০% আক্রান্ত ,বলছে চীন।
৩০ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:১১
সোনাগাজী বলেছেন:
যাক, অসুবিধা নেই।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৮
শাহ আজিজ বলেছেন: রেফারেন্স বইয়ের লেখক মহিউদ্দিন আহমেদ সুলেখক এবং তার বেশ কটি বই আমার সংগ্রহে আছে । আমি রেফারেন্সের ২খানি বই অর্ডার করেছি সংগ্রহের জন্য ।